পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্রলীগ নেতা নিহত, ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ

13-05-15-Tangail BCL Clash_Dead-1টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আবু সাদাত খালেদ মোশারফের (২৪) মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অন্য দুই ছাত্রকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল হক শিবলী।

রাজনীতিমুক্ত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও নিহত খালেদ মোশারফ নিজেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পরিচয় দিতেন। খালেদ মোশারফ বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাপট্টি গ্রামের মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি পক্ষ আছে। একটি পক্ষে ছিলেন মোশারফ। অন্যপক্ষে মনির। আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটত। আজ বেলা ৩টার দিকে মোশারফ ও তাঁর কর্মীরা ক্যাম্পাসে ঢুকলে মনির পক্ষের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। মনিরের পক্ষের লোকজন মোশারফ ও তাঁর সহযোগী ফয়সালকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলা শেষে মনির পক্ষের লোকজন চলে যান। এ ঘটনায় মোশারফ, ফয়সাল, রাশেদুল ইসলাম বাঁধনসহ ১০ জন আহত হন। এর মধ্যে প্রথম তিনজনকে গুরুতর অবস্থায় প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনকে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে আহত মোশারফকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৌতম ঘোষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আহত অন্য দুই শিক্ষার্থীকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। নিহত মোশারফের মাথায়, পায়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণবন্ধু দে সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করছেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোশাররফ ও মনির পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর রেশ ধরে আজ বেলা ৩টার দিকে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মোশাররফ, ফয়সাল আহম্মেদ ও রাশেদুল ইসলাম আহত হয়। তাঁদের প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on ছাত্রলীগ নেতা নিহত, ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ

এসএসসির ফল প্রকাশ ৩০ মে

এস এম নাহিয়ান: আগামী ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।51_SSC_Notun-paltan-School-&-college_20022015_00-(10)
জানা গেছে, ৩০ মে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল হস্তান্তর করবেন। দুপুর একটায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নোটিস বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এবার আটটি বোর্ডের অধীনে মাধ্যমিকে ১১ লাখ ১২ হাজার ৫৯১, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ ছাত্রী। বিদেশে আটটি কেন্দ্রসহ এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়। ২ মাস ধরে চলা এ পরীক্ষা শেষ হয় ২৮ মার্চ।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on এসএসসির ফল প্রকাশ ৩০ মে

শুক্র-শনিবারও স্কুল খোলা থাকবে : শিক্ষামন্ত্রী

Nahid_913675487ঢাকা: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে গ্রীষ্মের ছুটি সাত দিন কমিয়ে আনতে হবে। প্রয়োজনে একইসঙ্গে শুক্র ও শনিবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। রোববার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নেয়া সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। এসময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ছুটি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকালের পরীক্ষা বিকেলে নেয়া যায় কিনা সেটিও বিবেচনা করতে হবে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on শুক্র-শনিবারও স্কুল খোলা থাকবে : শিক্ষামন্ত্রী

বি,এ পাশ যুবক ভ্যান চালিয়ে মাষ্টার্স পড়বে

46086পাবনা : ২০০৯ সাল থেকে তার এ জীবন যুদ্ধ শুরু। বেঁচে থাকার জন্য কিংবা পেটের তাগিদে নয়, পড়াশুনা করে মানুষের মত মানুষ হওয়ার জন্য। পড়াশুনা শেষ করে ভাল একটা চাকুরী করে গরীব বাবা মায়ের মুখে হাঁসি ফোটাবার জন্যই তার এ জীবন যুদ্ধ। দড়িদ্রকে পরাভূত করে অদম্য আত্মবিশ্বাস বুকে ধারন করে কারও কোন প্রকার সাহায্য ব্যাতিরেকে এগিয়ে চলেছে। অনেক স্বপ্ন তার চোখে মুখে। মাথার ঘাম পায়ে ফেলে শ্রমের মর্যাদা টুকু পকেটস্থ করে সেখান থেকে সংসারের ব্যয় বহন করে এসএসসি, এইচএসসি, অনার্স শেষ করে এবার সে মাষ্টার্স কোর্সে ভর্তি হতে চলেছে। এই অদম্য যুবকটি হল চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের ভ্যান চালক আলেপ হোসেনের ছেলে। পরিবারে বাবা-মাসহ একমাত্র বড় ভাই মানষিক প্রতিবন্ধী এদের নিয়েই তার সংসার। বাবা ঢাকায় রিক্সা চালান। সেখান থেকে সংসারের ব্যয় বহনের জন্য যে সামান্য খরচ দেন, তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য।

সংসারের বাকী খরচ ও নিজের পড়াশুনা চালিয়ে নেয়ার সকল কিছু তার ভ্যান চালিয়েই করতে হয়। মাসুদ ২০০৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে অ-, ২০০৮ সালে এইচএসসি পরীক্ষায় অ, ২০১২ সালে অনার্স (দর্শন) পরীক্ষায় ২য় বিভাগ লাভ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। চলতি বছরেই সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে দর্শন বিভাগে মাষ্টার্স কোর্সে ভর্তি হবে। শ্রমীকের কাজ করে দরিদ্র মাসুদ পড়াশুনা করার বিষয়ে সে জানায়, আমি দরিদ্র ঘরের সন্তান। আমার বাবার পক্ষে কখনই সম্ভব না সংসারের খরচ বহন করে আমার পড়াশুনার খরচ চালানো। আমার অনেক ইচ্ছা আমি কষ্ট করে হলেও লেখাপড়া শেষ করে ভাল চাকুরী করে দু:খি মা-বাবার মুখে হাঁসি ফোটাতে। ’আমি কারো সাহায্য প্রার্থনা করি না, আমি সকলের দোয়া প্রর্থনা করি’।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on বি,এ পাশ যুবক ভ্যান চালিয়ে মাষ্টার্স পড়বে

চলতি মাসের শেষের দিকে এসএসসির ফল প্রকাশ

SSC Exmঢাকা: চলতি মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, রীতি অনুযায়ী ৬০ দিনের মধ্যে এবারও ফল প্রকাশের লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি ফলাফলের সারসংক্ষেপ এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। ফল প্রকাশের দিনক্ষণ ও প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফাইল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। তাতে ২৫ মের পর যে কোনো দিন প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে ২৮ মে। বিভিন্ন বোর্ড ২৮ মে বা তার আগে-পরে যে কোনো দিন ফল প্রকাশে প্রস্তুত। এখন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদেশের আটটিসহ সারা দেশে মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হয়।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on চলতি মাসের শেষের দিকে এসএসসির ফল প্রকাশ

নির্বাচনে স্থগিত এইচএসসি পরীক্ষার সময় পুনর্র্নিধারণ

অরিফ মাহমুদ: সিটি করপোরেশন নির্বাচনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় পুনর্র্নিধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ এপ্রিলের পরীক্ষা শুরু হবে আগামীকাল ২ মে শনিবার সকাল ১০টায় ও দুপুর ২টায়। এ ছাড়া স্থগিত হওয়া ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ১৬ মে।01_HSC+exam_Viqarunnisa+Noon_010415_0005
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য দিয়েছেন।
আগামীকাল সকাল ১০টায় শুরু হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, ইংরেজি শর্টহ্যান্ড (তত্ত্বীয়) প্রথম পত্র (ডিআইবিএস)। এদিনই দুপুর ২টায় শুরু হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (ইসলামী শিক্ষা শাখা) দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গসংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on নির্বাচনে স্থগিত এইচএসসি পরীক্ষার সময় পুনর্র্নিধারণ

সবাই আছে, নেই শুধু ছাত্রলীগ

ঢাকা: বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নারীদের যৌন হেনস্তার ঘটনার পর থেকেই জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সারা দেশে।16978718407_325995584c_b-620x330 এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, নারী ও সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। তবে এসব প্রতিবাদে এখনো দেখা যায়নি ছাত্রলীগের নেতাকর্মীদের। ছাত্রলীগের পক্ষ থেকে কেবল একটি বিবৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ শেষ হলেই কর্মসূচি দেওয়া হবে। তবে ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও ‘পর্যবেক্ষণ’ শেষ হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় প্রতিদিনই প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে। এদের মধ্যে ছাত্র ইউনিয়ন ২৮ এপ্রিল পর্যন্ত টানা কর্মসূচি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া, অপরাজেয় বাংলা থেকে কার্জন হল পর্যন্ত মানববন্ধন পালন ছাড়াও প্রক্টরের পদত্যাগ ও সুষ্ঠু তদন্তের জন্য কয়েক দফা সংবাদ সম্মেলন করেছে তারা। কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল রোববার ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের অপসারণ দাবি করে তাঁর কুশপুত্তলিকা দাহ করে। এ সময় করা এক সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশনসহ ১১টি বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিন ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মানববন্ধন করেন অনুষদটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ে নারীর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

এ ছাড়া ২০ এপ্রিল, সোমবার ছাত্র ইউনিয়নের আয়োজিত মানববন্ধনে আলাদা ব্যানারে অন্তত ১০টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই দিন এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে শিক্ষক সমিতির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান। এ ছাড়া চারুকলার পক্ষ থেকে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। ওই দিনই নারী হেনস্তার প্রতিবাদে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রক্টরের অপসারণ চেয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরদিন ২১ এপ্রিল, মঙ্গলবার একই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একই দিন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতন, শ্লীলতাহানি এবং প্রশাসনের নীরবতার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলও। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকটি মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সাদা দল এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতি দেয়।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, বাইরেও প্রতিদিন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করছে বিভিন্ন সংগঠন। অনেক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনই এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করেছে। অন্যদিকে, বষর্বরণের অনুষ্ঠানে যৌন হেনস্তাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বর্ষবরণের দিন বিকেলে জবি বাসে ফেরার সময় ছাত্রীদের উত্ত্যক্ত করেন ছাত্রলীগ নেতা নাজমুল। এ সময় নাজমুল গণধোলাইয়ের শিকার হন। ঘটনার পর এ অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের আদিবাসী ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের আট নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে জাবি শাখা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সঙ্গে মুঠোফোনে কথা হলে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘যারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা মতো কাজ করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে, গত শুক্রবার ঢাবির বিভিন্ন হলের ছাত্রলীগ নেত্রীরা মানববন্ধন করতে চাইলেও কোনো এক অজানা কারণে শেষ পর্যন্ত পিছু হটেন তাঁরা। কর্মসূচিবিহীন থাকার বিষয়টি নিয়ে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। এ বিষয়ে ছাত্রলীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট-সেক্রেটারি যতক্ষণ না কর্মসূচির ডাক দিচ্ছেন, আমাদের ইচ্ছা থাকলেও আমরা নিজেরা কোনো কর্মসূচি ডাকতে পারি না।’ এ বিষয়ে আক্ষেপ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকদের একজন বলেন, ‘আমি বুঝি না, নেতাকর্মীদের বিবেক বলতে কিছু নেই নাকি। বিবেক কি মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা ঘটনা ঘটল অথচ কারো কোনো সাড়াশব্দ নেই।’

ছাত্রলীগের পক্ষ থেকে বিবৃতি ছাড়া অন্য কোনো কর্মসূচি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে কর্মসূচি দেওয়া হবে।’ এ ছাড়া সিটি করপোরেশনের নির্বাচনের ব্যস্ততাও এর অন্যতম কারণ বলে উল্লেখ করেন এই ছাত্রলীগ নেতা। এদিকে, এ ঘটনার পর ১৩ দিন পেরিয়ে গেলেও দোষীদের এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ প্রশাসন। আর এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সচেতন মহলের সবাই।
সৌজন্য….এন টিভি

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on সবাই আছে, নেই শুধু ছাত্রলীগ

প্লাস্টিকের কালো ধোঁয়ায় ২০ শিক্ষার্থী অসুস্থ

শ্রমিক-অসুস্থগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে পোড়ানো প্লাস্টিকের কালো ধোঁয়ায় আকস্মিকভাবে শ্বাসকষ্টে মেধাবিকাশ কিন্ডারগার্টেনে কমপক্ষে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটে। অসুস্থরা হলো- দশম শ্রেণীর শিক্ষার্থী শামসুন্নাহার লিজা, আনোয়ার, মাসুম, রাব্বি হাসান, মারুফ, শাহনাজ সাফি, নাজমিন আফসানা ও হানিফ। গুরুতর অসুস্থ শামসুন্নাহার লিজা, আনোয়ার ও শাহনাজ সাফিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রাজেন্দ্রপুরের দুটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের পাশে আশিক এন্টারপ্রাইজ নামে একটি গুদামে প্লাস্টিক জাতীয় দ্রব্য পোড়ানো হচ্ছিল। ধোঁয়ায় কিন্ডারগার্টেনসহ আশপাশের পরিবেশ অন্ধকার হয়ে যায়।
কিন্ডারগার্টেনের সভাপতি আমীর আলী বাবুল জানান, এসময় কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা শ্বাসকষ্টে বেঞ্চের ওপর ঢলে পড়ে। একে একে কমপক্ষে ২০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার কারণে কিন্ডারগার্টেন সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক পুষ্প জানান, তিনি চারজন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। একজনকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের প্রত্যেকেই প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে দেখা গেছে। কোনো রাসায়নিক দ্রব্য পোড়ানোর গন্ধে তাদের শ্বাসকষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মডার্ণ জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব জানান, তার হাসপাতালে ৮জনকে চিকিৎসা দেয়া হয়েছে। দুইজনকে ভর্তি করা হয়েছে। দুইজনকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজেন্দ্রপুর আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন খোকন সাংবাদিকদের জানান, আমার এখানে কোনো রাসায়নিক দ্রব্য বা প্লাষ্টিক পোড়ানো হয় না। যদি আমার বিরুদ্ধে কেউ এমন অভিযোগ করে থাকে তাহলে সেটা উদ্দেশ্যে প্রণোদিত, ভিত্তিহীন এবং মিথ্যা।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on প্লাস্টিকের কালো ধোঁয়ায় ২০ শিক্ষার্থী অসুস্থ

ছাত্রী লাঞ্ছনা : পাঁচজনকে বহিষ্কার করল ছাত্রলীগ

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পয়লা বৈশাখ রাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক jahangirnagar-university_24রাজীব আহমেদ রাসেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয় (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪২তম ব্যাচ), শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ (রসায়ন বিভাগ, ৪২তম ব্যাচ), ছাত্রলীগকর্মী আবদুর রহমান ইফতি (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ), রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪৩তম ব্যাচ) ও নুরুল কবীর (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)। বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। যাঁদের নামে অভিযোগ হয়েছে, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। নববর্ষের রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহার কাছে এ অভিযোগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে আজ সকালে প্রক্টর তপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on ছাত্রী লাঞ্ছনা : পাঁচজনকে বহিষ্কার করল ছাত্রলীগ

সিটি নির্বাচন : পরীক্ষা পেছাল ৩ দিনের

51_SSC_Notun-paltan-School-&-college_20022015_00-(15)এম এ মানিক: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এইচএসসি ও সমমানের তিনটি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো যথাক্রমে ২, ৪ ও ১৬ মে নেয়া হবে। সূচিতে ২৬ এপ্রিল এইচএসসি ও সমমানের যেসব বিষয়ের পরীক্ষা ছিল, সেগুলো নেওয়া হবে ২ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৭ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় হবে। এছাড়া এইচএসসি ও সমমানের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে ভোট হবে। এ নির্বাচনের কারণে যে তিন দিনের পরীক্ষা পেছানো হবে তা আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on সিটি নির্বাচন : পরীক্ষা পেছাল ৩ দিনের

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud