পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নায়করাজ সব বাঙালির সম্পদ : শাকিব

বিনোদন ডেস্ক : বুধবার (২৩ অগাস্ট) বনানী কবরস্থানে দাফন করা হলো নায়ক রাজ্জাকের মরদেহ। দাফন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। পিতৃতুল্য নায়করাজকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিব।

নায়করাজের দাফন শেষে শাকিব খান বলেন, “আজকে আমরা যাকে শায়িত করলাম তিনি বাংলা চলচ্চিত্রের কে সেটা বাংলাদেশের সবাই জানে। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের যত জায়গায় বাঙালি আছে তারা সবাই জানে। আপনারা লক্ষ্য করবেন বিশ্বের যত বাঙালি আছে তারা সকলেই শোক প্রকাশ করেছে। নায়করাজ সব বাঙালির সম্পদ ছিলেন।”

নায়করাজকে নিয়ে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি তার সন্তানের মতো ছিলাম। সব সময় তার প্রেরণাকে সামনে রেখে এগিয়ে গেছি। সুখে হোক, দুঃখে হোক তার কাছে গিয়েছি। শেষবার তার সঙ্গে দেখা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। কীভাবে সামনে এগিয়ে যাব সে বিষয়ে তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। তিনি কখনোই কাউকে ফিরিয়ে দিতেন না। তার দরজা সব সময় সবার জন্য খোলা থাকত।”

নায়করাজ বাংলাদেশি অভিনয়শিল্পীদের জন্য অনুকরণীয় আদর্শ উল্লেখ করে তিনি বললেন, “নায়করাজের পরে যত স্টার-সুপারস্টার-অভিনেতা-অভিনেত্রী আসবে, তার আদর্শকে সামনে নিয়েই এগোবে।”

বুধবার সকালে বৃষ্টির মধ্যেই বনানী কবরস্থানে রাজ্জাকের মরদেহ নিয়ে আসেন তার তিন ছেলে। তাদের সঙ্গে আসেন চিত্রনায়ক উজ্জ্বল, শাকিব খান, ফেরদৌস, চলচ্চিত্র পরিচালক ওয়াকিল আহমেদ ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

পরে সমবেতদের উদ্দেশে নায়কপুত্র সম্রাট বলেন, “আমার বাবা জানা অজানায় যদি কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করবেন। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরের আজাব ক্ষমা করে দেন।”

এর আগে এফডিসি ও গুলশানের আজাম মসজিতে দুই দফায় জানাজা হয় নায়করাজের।

Posted in বিনোদন | Comments Off on নায়করাজ সব বাঙালির সম্পদ : শাকিব

রিয়া সেনের হঠাৎ বিয়ে

বিনোদন ডেস্ক : মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন সাতপাকে বাঁধা পড়েছেন। দীর্ঘদিনের প্রেমিক দিল্লির তরুণ শিবাম তেওয়ারির সঙ্গেই ছাদনাতলায় গেলেন তিনি। গাঁটছড়া বাঁধার মধ্য দিয়ে তাদের প্রেমের সফল পরিণতি ঘটলো।

ভারতের পুনের একটি খামারবাড়িতে গত ১৬ আগস্ট সন্ধ্যায় অনেকটা চুপিসারেই বাঙালি রীতি অনুযায়ী শিবামের সঙ্গে রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কন্যাদান, শুভদৃষ্টি ও সিঁদুরদানসহ সব রীতি মেনেই হয়েছে এই বিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তড়িঘড়ি বিয়ের পরিকল্পনা করেন বর-কনে। তাই তাদের বিয়ের পিঁড়িতে বসার সাক্ষী হতে পেরেছেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা। ছিলেন রিয়ার মা মুনমুন সেন, বাবা ভারত দেববর্মা, বড় বোন রাইমা সেন ও নিকট আত্মীয়রা। বিয়ের কার্ডে ছিল ।

বাঙালি নববধূর সাজে রিয়া সেনের কিছু ছবি শেয়ার করেছেন তার বড় বোন রাইমা সেন। তিনি বলেছেন, ‘রিয়া বরাবরই চেয়েছে ওর বিয়ে সাদামাটা হোক। বিয়েতে দম্পতি হিসেবে তাদেরকে দারুণ লেগেছে। ওদের নিয়ে আমি খুব খুশি। মা সব কেনাকাটা করেছেন। রিয়ার জন্য একগাদা শাড়ি ও গহনা কিনেছেন তিনি। বিয়েতে লাল বেনারসি পরেছে রিয়া। কপালে সিঁদুর দেওয়ার পর তাকে দেবীর মতো লাগছিল!’
বোনের জন্য কোনও উপহার কিনতে পারেননি জানিয়ে রাইমা টাইমস অব ইন্ডিয়াকে আরও বলেন, ‘শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এ কারণে ওর জন্য উপহার কেনার সময় পাইনি। তবে তাকে শিগগিরই অলঙ্কারের একটি সেট কিনে দেওয়ার পরিকল্পনা করেছি।’

জানা গেছে, মুম্বাইয়ে ফিরে এলে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে নবদম্পতির। রাইমা জানান, পার্টি হবে কলকাতায়ও।

বছর ধরে প্রেম করছিলেন রিয়া ও শিবাম। তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অনেক জল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দু’জনে। মনের মানুষের সঙ্গে জীবনের নতুন যাত্রাপথ শুরু করলেন রিয়া।
ছবি তোলায় শিবামের ব্যাপক উৎসাহ। দেশের বাইরে তার কাজ থাকলে সঙ্গী হন রিয়া। তখন দু’জনে মিলে ঘুরে বেড়ান কাজের ফাঁকে। প্রাগ ও সাংহাইতে বেড়ানোর বেশকিছু ছবি দেখা গেছে রিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।সম্প্রতি একতা কাপুরের ওয়েব সিরিজ ‘রাগিনি এমএমএস ২.২’-এর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন রিয়া সেন। এতে তাকে দেখা যাবে টিভি অভিনেতা নিশান্ত মালকানির বিপরীতে।
বলিউডে রিয়া অভিনয় করেছেন বেশকিছু ছবিতে। এ তালিকায় আছে ‘স্টাইল’, ‘কায়ামত’, ‘আপনা স্বপ্না মানি মানি’, ‘ঝংকার বিটস’ প্রভৃতি। সবশেষ তাকে দেখা গেছে বাংলা ছবি ‘ডার্ক চকোলেট’-এ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

Posted in বিনোদন | Comments Off on রিয়া সেনের হঠাৎ বিয়ে

একফ্রেমে বলিউডের সেরা ৭ অভিনেত্রী

বিনোদন ডেস্ক :এই ছবিটা তোলা হয়েছে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা আয়োজিত একটি পার্টিতে। কে ছিলেন না এখানে! বলিউডের নারী তারকাদের সব জৌলুস যেন ছড়িয়ে পড়েছিল এ অনুষ্ঠানে। এই পার্টি দিন, সপ্তাহ এমনকি বছরের পর বছর মনে থাকবে অনেকের।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে নিজের জন্মদিন-পরবর্তী এই পার্টিতে শ্রীদেবী ক্যামেরাবন্দি হলেন তার ছয় তারকা সতীর্থর সঙ্গে। এক ছাদের নিচে জড়ো হওয়া বলিউডের এই অভিনেত্রীরা হলেন: রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, বিদ্যা বালান, শাবানা আজমি ও টিনা মুনিম (টিনা আম্বানি)। হিন্দি সিনেমায় সবশেষ কয়েক দশক যথার্থ গ্ল্যামার নিয়ে এসেছেন তারাই।
সত্তর দশক থেকে এখন পর্যন্ত বলিউডের সেরা কাজগুলো উপস্থাপন করেছেন এই সাত অভিনেত্রী। তাদের মধ্যে আছেন ভারতের পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা। তারা অভিনয় করেছেন কালজয়ী ছবিতে। এ তালিকায় উল্লেখযোগ্য রেখার ‘উমরাও জান’, শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’, টিনা মুনিমের ‘কর্জ’, ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সনম’, রানীর ‘ব্ল্যাক’ ও বিদ্যার ‘দ্য ডার্টি পিকচার’। আর বাংলা ও হিন্দি ছবিতে শাবানা আজমির কাজগুলোর কথা তো না বললেই নয়।

গত ১৩ আগস্ট ৫৪ বছরে পা রাখেন শ্রীদেবী। পার্টি প্রসঙ্গে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাকে বিশেষ অনুভূতি এনে দেওয়ার জন্য মনীষ মালহোত্রাকে ধন্যবাদ। আমার সব বন্ধুদের অজস্র ভালোবাসায় আপ্লুত হলাম।’
পার্টির বেশকিছু ছবি শেয়ার করেছেন শ্রীদেবী। এর একটিতে তাকে দেখা গেছে অ্যাশের পাশে। অনুষ্ঠানে বাদ যাননি শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং তাদের দুই কন্যা জানভি ও খুশি।

মুম্বাইয়ে মনীষের বাড়িতে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথিদের মধ্যে আরও ছিলেন শাবানা আজমির স্বামী জাভেদ আখতার, পরিচালক গুরিন্দর চাধা করণ জোহর, অভিনেতা সুশান্ত সিং রাজপুত, অভিনেত্রী হুমা কুরেশি, নওয়াজুদ্দিন সিদ্দিকি, ফারাহ খান, পুনিত মালহোত্রা।
বিদ্যাও বেশকিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই চমৎকার ও অমূল্য ছবি ভাগাভাগি না করে পারলাম না। একফ্রেমে ভারতের সবচেয়ে বড় ও সেরা অভিনেত্রীদের কয়েকজন। তাদের প্রায় সবারই গুণমুগ্ধ আমি। তারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এই রাত চিরকাল মনে থাকবে। ধন্যবাদ মনীষ মালহোত্রাকে।’

বিদ্যা সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তার ‘তুমহারি সুলু’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

সূত্র: এনডিটিভি

Posted in বিনোদন | Comments Off on একফ্রেমে বলিউডের সেরা ৭ অভিনেত্রী

জহির রায়হান স্মরণে জন্মোৎসব

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র ও সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক জহির রায়হান-এর ৮২তম জন্মবার্ষিকী আজ (১৯ আগস্ট)।

এই কিংবদন্তিকে স্মরণ করে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত দু’দিনব্যাপী ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’। যার শ্লোগান ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’।
১৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমেদ। এছাড়াও, উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির রায়হান-এর পুত্র অনল রায়হান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।

এ পর্বে সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। উদ্বোধনী পর্বে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। ছিল জহির রায়হান-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানা আলোচনা। সংক্ষিপ্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে জহির রায়হান নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের গান পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা। তারা পরিবেশন করেন- ‘দাও দাও দুনিয়ার যতো গরীবকে আজ জাগিয়ে দাও’।
এছাড়া ভূপেন হাজারিকার ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ গানটিও পরিবেশন করেন তারা। এর আগে, ‘রাজা যায় রাজা আসে, রানীরাও আসে যায়’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। আর উৎসবের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, উৎসবস্থলের বাইরে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার উদ্দেশ্যে উদীচী’র উদ্যোগে বুথ খোলা হয়েছে।

Posted in বিনোদন | Comments Off on জহির রায়হান স্মরণে জন্মোৎসব

ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী

বিনোদন ডেস্ক : এবার ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী সাক্ষী! মাহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটে মুগ্ধ হয় গোটা ক্রিকেট বিশ্ব। আর মাহি মুগ্ধ থাকে স্ত্রী সাক্ষীর রূপের ছটায়।

তবে এবার শুধু ধোনিকে নয়, ইনস্টগ্রাম গ্লামার উপস্থিতি দিয়ে নজড় কাড়লেন সাক্ষী। মুগ্ধ করেছেন তাদের ভক্ত দর্শকদের। এমনিতেই তারকাদের যেকোনও ঘটনা মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর সাক্ষীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাক্ষীর লাস্যময়ী ছবিতে মজেছে পুরো নেট দুনিয়া।

প্রসঙ্গত, ৪ জুলাই, ২০১০ সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় পড়ালেখা করেছেন। আর বিয়ের দু’বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার সময় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়

Posted in বিনোদন | Comments Off on ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ধোনির স্ত্রী

আবার জেমস বন্ড হওয়ার ঘোষণা ক্রেগের

বিনোদন ডেস্ক : ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগ অবশেষে ঘোষণা করলেন, জেমস বন্ড হিসেবে আবার ফিরছেন। বন্ড সিরিজের ২৫তম ছবিতে তাকে আবার দেখা যাবে এই চরিত্রে। তবে এটাই হতে যাচ্ছে জনপ্রিয় এই গোয়েন্দার ভূমিকায় তার শেষ উপস্থিতি।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আমেরিকান টিভি শোতে এ তথ্য জানান ক্রেগ। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় পঞ্চমবারের মতো জেমস বন্ডে চরিত্রে অভিনয় করবেন কিনা। উত্তরে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অনিচ্ছুক ছিলাম। সব সাক্ষাৎকারেই মানুষ আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু আমার মনে হয়েছে, আপনার কাছেই সত্যিটা বলা দরকার।’

এরপর কোলবার্ট প্রশ্ন করেন, ‘তাহলে কি আমরা সুখবর দিতে পারছি, ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড হিসেবে ফিরছেন? উত্তরে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ।’ তবে এরপরই তিনি আভাস দেন, এটাই হতে যাচ্ছে বিখ্যাত গুপ্তচর হিসেবে তার শেষ কাজ।
এর আগে ‘ক্যাসিনো রয়েল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) ও ‘স্পেক্টর’ (২০১৫) ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন ক্রেগ।

Posted in বিনোদন | Comments Off on আবার জেমস বন্ড হওয়ার ঘোষণা ক্রেগের

সেলিম আল দীন পদক পাচ্ছেন আলী যাকের

১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে ৬ দিনের ‘সেলিম আল দীন উৎসব’।
এতে এবার পুরস্কৃত করা হবে আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরকে। তিনি সেলিম আল দীন পদক পাচ্ছেন।
উৎসবের আয়োজক ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, ভোর হলো এবং শিল্পকলা একাডেমি।

বুধবার (১৬ আগস্ট) শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানা আয়োজকরা।

জানান, এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’।
উদ্বোধনী দিনে সেলিম আল দীনের ‘শকুন্তলা’ নিয়ে থাকছে সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন সলিমুল্লাহ খান। পরদিন শনিবার আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এরপর প্রদান করা হবে সেলিম আল দীন পদক, মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম পদক ও ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক।
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ।

উৎসবের ছয়টি নাটক হলো- ঢাকা থিয়েটারের ‘ধাবমান’ ও ‘নিমজ্জন’, কুষ্টিয়ার বোধন থিয়েটারের ‘চন্দ্রাবতী কথা’, বঙ্গলোকের ‘রূপচান সুন্দরীর পালা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘স্বপ্ন রমণীগণ’ ও মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’।

Posted in বিনোদন | Comments Off on সেলিম আল দীন পদক পাচ্ছেন আলী যাকের

শপিং মলে চুরি করলেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক : ‘ফ্যাশন’ সিনেমার অবসাদগ্রস্ত মডেল থেকে ‘রেঙ্গুন’ সিনেমার চটকদার মিস জুলিয়া- সবখানেই অভিনয়ের জাদুতে দর্শক মাতিয়েছেন কঙ্গনা রানাউত। নতুন সিনেমা ‘সিমরান’এও তাকে দেখা যাবে ভিন্নধর্মী এক চরিত্রে।

হানসাল মেহতার পরিচালনায় ‘সিমরান’ সিনেমায় নিউইয়র্ক প্রবাসী এক গুজরাটি মেয়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চুরি ও নানা ধরণের অপকর্ম করতে সিদ্ধহস্ত কঙ্গনা অভিনীত সিমরান চরিত্রটি। ট্রেইলারে সিমরানকে দেখা গেছে তার প্রেমিকের কাছে অপকর্মের নানা অভিজ্ঞতার কথা বলতে।

ট্রেইলারে আরও দেখা যায়, শপিং মলে ঢুকে দামী অলংকার ও কাপড় চুরি করছেন কঙ্গনা! এমনকি কর্তৃপক্ষকে ঠকিয়ে রাজকীয় একটি বাড়ি দখল করে নিতেও দেখা গেছে সিমরানবেশী কঙ্গনাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ক’দিন আগেই ‘সিমরান’কে ঘিরে কাহিনি চুরির অভিযোগ তোলেন লেখক অপূর্ব আসরানি। তার কাছ থেকে ‘সিমরান’এর গল্প  রীতিমতো ছিনিয়ে নিয়েছেন কঙ্গনা- এমনটাই দাবি তুলেছেন তিনি।

Posted in বিনোদন | Comments Off on শপিং মলে চুরি করলেন কঙ্গনা?

টিজারে শাকিবের রংবাজি

ট্রেইলার ফাঁসের দিন তিনেক পর অফিসিয়ালি টিজার রিলিজ পেল ‘রংবাজ’ সিনেমার। ১ মিনিট ৫৮ সেকেন্ড ব্যাপ্তির টিজারে দেখা গেল ভিন্ন এক শাকিবকে।

বাহুজুড়ে আঁকা ট্যাটু, স্টাইলিস্ট চুল আর গলায় একগোছা মালা নিয়ে হাজির হলেন চিত্রনায়ক শাকিব খান। পুরো টিজার ছিল শাকিবময়। টিজার দেখে সহজেই অনুমেয়, পর্দায় রংবাজি করতেই আসছেন তিনি। বেশিরভাগ সময়ই অ্যাকশন মুডে থাকলেও মাঝে দু’একবার রোমান্টিক মুডেও দেখা দিলেন টিজারে।

টিজারটি মুক্তির পরপরই আলোচনা চলছে ইউটিউবে। আনলিমিটেড অডিও ভিডিওর ইউটিউব চ্যানেলে টিজারটি মুক্তির ঘণ্টাখানেকের মাথায় ১০ হাজার পেরিয়েছে ভিউ সংখ্যা। কমেন্ট বক্সেও দর্শকরা সাধুবাদ জানাচ্ছেন শাকিবকে। মাঝে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। শাকিবের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলেন অনেকে।

ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা আজ নতুন নয়। শুটিং শুরুর পর থেকেই তা চলছে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ট্রেইলার ছাড়ার আগেই পাইরেসির কবলে পড়েছিল ছবিটির ট্রেইলার। ইউটিউব ও ফেইসবুকে ‘রংবাজ’-এর ট্রেইলার কে বা কারা ছেড়ে দিয়েছিল! যার হদিস এখনো পায়নি ছবির পরিচালক আবদুল মান্নান। এর পর বেশ তোপের মুখেই পড়েছিলেন ছবির কলাকুশলীরা।

ছবিটি শুরু করেছিলেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি ছবি নির্মাণের মাঝখানেই তাঁকে নিষিদ্ধ করলে ছবিটির দায়িত্ব পান আবদুল মান্নান।

রূপরঙ এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব-বুবলি ছাড়াও আছেন অমিত হাসান।

Posted in বিনোদন | Comments Off on টিজারে শাকিবের রংবাজি

রেস থ্রীতে সালমান

বিনোদন রিপোর্ট : সাইফের বদলে রেস থ্রী তে দেখা যাবে সালমান খানকে। রেস থ্রির চিত্রনাট্য পড়ে তাতে অভিনয় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ জানিয়েছেন সালমান। সবকিছু ঠিক থাকলে শিগগিরই চুক্তিপত্রে সই করবেন তিনি। নতুন এই সিনেমাটি সালমান অভিনীত সাম্প্রতিক ছবিগুলোর চেয়ে আলাদা।

এ ছবির মাধ্যমে প্রায় চার বছর পর কোনো শহুরে যুবকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২০১২ সালে ‘কিক’ ছবিতে শেষবারের মতো এমন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া এই ছবিতে এবারই প্রথম সালমানকে দেখা যাবে কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে।

এর আগে সালমানের সমসাময়িক অনেক অভিনেতাকেই খল বা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু সবসময়ই বীরত্বপূর্ণ ও নায়কোচিত চরিত্রে অভিনয় করে আসা সালমানের জন্য খলনায়কের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হবে এটাই প্রথম।

খুব শিগগির ক্যাটরিনার সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শেষ শিডিউলের শুটিংয়ের উদ্দেশ্যে আবু ধাবি রওনা হবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। চলতি বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

Posted in বিনোদন | Comments Off on রেস থ্রীতে সালমান

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud