পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: মঙ্গলবার ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এবার প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি)র ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।BCS-0120140211164451
৩৫তম বিসিএসে এক হাজার ৮০৩টি শূন্য পদের বিপরীতে রেকর্ডসংখ্যক ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদন করেন।
গত ৬ মার্চ প্রথমবারের মতো ২০০ নম্বরের ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_0408171508.pdf)পাওয়া যাচ্ছে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোনেও ফলাফল জানা যাবে। মোবাইল ফোনে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পিএসসি লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-২ সংগ্রহ করে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

jbhc8is0-e1407847451585স্টাফ রিপোর্টার : বিএনপি জোটের হরতাল-অবরোধে মারাত্মকভাবে বিঘ্নিত এসএসসি পরীক্ষার পর প্রায় একই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষা চলাকালে বিভিন্ন মহল থেকে আসা হরতাল প্রত্যাহারের আবেদনে সাড়া না দেয়া বিএনপিজোট এই পরীক্ষার শুরুর দিন হরতাল রাখেনি। তবে অবরোধ চালিয়ে যাবে এই জোট। বাকি পরীক্ষার দিনগুলোতে তাদের কর্মসূচি কী হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
রাজনৈতিক অস্থিরতা ও সিটি নির্বাচনের মধ্যে এ পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতেই বুধবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী। ১১ জুন পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ জুন থেকে ২২ জুন।
বুধবার সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি জোটকে নিতে হবে। আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হটকারী ঘটনা ঘটাবেন না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- দেশের যেকোন স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।’
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘সঙ্কটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেয়া সম্ভব হয়নি। পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, মতামত ও পরামর্শের প্রতি সম্মান দেখিয়ে আমরা যেকোন পরিস্থিতিতে রুটিনমাফিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর কোনো ব্যত্যয় হবে না।’
প্রশ্ন ফাঁসের গুজবে শিক্ষার্থী-অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। গতবার এ সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। সে হিসেবে এবারে পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। ৮৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন; যা গতবারের চেয়ে ২০১টি বেশি। পরীক্ষা কেন্দ্র গতবারের চেয়ে ৬৭টি বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪১৯টি কেন্দ্র থাকছে। এছাড়া বিদেশে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিদেশে কেন্দ্রগুলো হচ্ছে- দোহা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দুবাই এবং বাহরাইন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩৩৪টি কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২২৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮৪টি কেন্দ্রে ১ লাখ ৭০৯ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৭৫টি কেন্দ্রে ১ লাখ ৯৭৪ জন, যশোর শিক্ষা বোর্ডের ২১২টি কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৯০৫ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৯২টি কেন্দ্রে ৮০ হাজার ৬৯৩ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১০৯টি কেন্দ্রে ৫৬ হাজার ৬০০ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৭৫টি কেন্দ্রে ৫৮ হাজার ৬৩ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৮২টি কেন্দ্রে ৯০ হাজার ৩৮১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ৪১৮টি কেন্দ্রে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি শিক্ষা বোর্ডের ৬২০টি কেন্দ্রে ৯৮ হাজার ২৪৭ জন, ডিআইবিএস-এ ১৮টি কেন্দ্রে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
শিক্ষামন্ত্রী জানান, এবার বিদেশে সাতটি কেন্দ্রে ২৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন, এর মধ্যে ১১০ জন ছাত্র এবং ১৩১ জন ছাত্রী।
২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
পরীক্ষা কেন্দ্রের ২০ গজের ভেতরে অনধিকার প্রবেশ নিষেধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
এই আদেশ বুধবার থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে।
প্রশ্নপত্র ফাঁস রোধে নানা উদ্যোগ
বুধবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতার জন্য সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে শিক্ষাসচিবের স্বাক্ষরে আধাসরকারি চিঠি পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলম নাহিদ বলেন, ‘কোনোভাবেই দুষ্টচক্রকে প্রশ্নপত্র ফাঁসের বা ফেসবুকে প্রশ্নপত্রে নামে সাজেশন প্রকাশ করার সুযোগ দেয়া হবে না। আমাদের সবগুলো এজেন্সি তৎপর থাকবে, ধরতে পারলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশের সকল ফটোকপি মেশিন বন্ধ রাখা হবে। কোচিং সেন্টারগুলো কড়া নজরদারিতে থাকবে।’
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭তম ফ্লোরে ১৭২২ নম্বর কক্ষে একজন উপসচিবের দায়িত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। তার মোবাইল ফোন নম্বর- ০১৭১১-৩১৭১৩৬। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ৯৫৪৯৩৯৬, ০১৭৭৭-৭০৭৭০৫ ও ০১৭৭৭-৭০৭৭০৬।
২৫ বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা
এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।
প্রসঙ্গত, এইচএসসিতে ২০১২ সালে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়। আর ২০১৩ সালে বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হয়েছিল। গত বছরও ২৫টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছিল।
এদিকে, এবারই প্রথমবারের মতো এইচএসসি ও সমমানের পরীক্ষায় তথ্য প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, এবারও দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে দশম শ্রেণিতে অধ্যয়নরতদের শ্রুতিলেখক হিসেবে নেয়া যাবে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধীরা অন্য সময়ের মত এবারও বাড়তি ২০ মিনিট সময় পাবেন।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ

5mlq34x8-e1405002459754-300x168স্টাফ রিপোর্টার : এইচএসসি কিংবা সমমানের কোনো পরীক্ষার্থীর সরকারি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রদের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার দু’টি শর্ত দেয়া হয়েছে। তার একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যন্ত অবিবাহিত থাকতে হবেএবং অপরটি শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।
সোমবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ৪০ লাখ ২০ হাজার জন শিক্ষার্থীকে ১০৪ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স্তরে একটি এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে একটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ৬৪ জেলায় এক কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে দুই হাজার ৫৩৬ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
মাধ্যমিক স্তরের প্রকল্পগুলো হলো- সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এস. ই. এস. পি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এ তিনটি প্রকল্পেই উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অনান্য শর্তের সাথে অবিবাহিত থাকারও বাধ্যবাধকতা রয়েছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on বিয়ে করলে উপবৃত্তি বন্ধ

পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার, প্রতিষ্ঠান বেড়েছে ২০১টি

nahid_sm_724051188ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেবে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বাড়লেও এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।
দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা উপলক্ষে সোমবার(৩০ মার্চ’২০১৫) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার ৬৭ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী কমেছে। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০১টি, কেন্দ্র বেড়েছে ৬৭টি।
আগামী ১ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১১ জুন পর‌্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২২ জুনের মধ্যে।
সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য আমরা দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেছি জানিয়ে শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে দেশবাসীর সহায়তা কামনা করেন।
এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবশ্যিক বিষয় হিসেবে এবার প্রথমবারের মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার, প্রতিষ্ঠান বেড়েছে ২০১টি

২৬-২৮ এপ্রিলের এইচএসসি পরীক্ষা স্থগিত

1423818030স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৬ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এ পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ হয়নি।
রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী একথা জানান।
এসময় তিনি আরো বলেন, ‘যত বাধাই আসুক, বিএনপি-জামায়াত যাই করুক ১ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এসময় প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে হুশিয়ারি করে বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় বরদাস্ত করা হবে না। এবার প্রশ্নপত্র ফাঁস করে কেউ পার পাবে না।’
চলমান হরতাল অবরোধে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কী করা যায় এ নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on ২৬-২৮ এপ্রিলের এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষার্থীদের বেত্রাঘাত: প্রধান শিক্ষককে গণপিটুনি

রাজশাহী: রাজশাহীর বাঘায় বনভোজনের চাঁদা না পেয়ে ৩০ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করার ঘটনায় চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৯ মার্চ বনভোজনের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক নজরুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিজন ১০০ টাকা চাঁদা নির্ধারণ করে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এ চাঁদা তোলার জন্য প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে দায়িত্ব দেন। তবে বিদ্যালয় চত্বরে বনভোজন করতে দ্বিমত পোষণ করে বেশ কয়েকজন শিক্ষার্থী চাঁদা দেবে না বলে জানালে শিক্ষক মোহাম্মদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন।rajshahi-baga-school-pic-2-by-eliasarafat-28.03

এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টার সময় শিক্ষক মোহাম্মদ আলী ওই বিদ্যালয়ের পিয়াস, রাকিব, রুমা, পারভেজ, সেলিম, মাহফুজা, শামিম, রাজু, রিয়া, বৃষ্টি, আসিব, স্বপন, শাবনুর, চৈতী ও রাহিদসহ প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে অভিভাবকসহ স্থানীয় লোকজন ওই শিক্ষককে ধাওয়া করলে তিনি অফিস কক্ষে খিল দিয়ে প্রাণে রক্ষা পান। পরে বিক্ষিপ্ত জনতা প্রধান শিক্ষককে মারপিট করে আহত করে। পুলিশ প্রহরায় প্রধান শিক্ষককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় ক্ষিপ্ত জনতা শিক্ষক মোহাম্মদ আলীর মোটরসাইকেল ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করে। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়ে সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল ফজল জানান, যেভাবে শিক্ষার্থীদের মারপিট করা হয়েছে সেটা খুব দুঃখজনক। তিনি নিজেই মারপিটের সঙ্গে জড়িত শিক্ষক মোহাম্মদ আলীকে চাকরিচ্যুত করাসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি করেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলী চাকরি থেকে অব্যহতিপত্র লিখে দিলে এবং সেটি স্কুলমাঠে মাইক এনে জনতার উদ্দেশে ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে আটকও করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on শিক্ষার্থীদের বেত্রাঘাত: প্রধান শিক্ষককে গণপিটুনি

১১ মার্চের স্থগিত দাখিল পরীক্ষা ৩ এপ্রিল

Madrashaবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান দাখিল পরীক্ষার ১১ মার্চে স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে।
শুক্রবারের বিষয় উচ্চতর গণিত (তত্ত্বীয়)। বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে এ পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on ১১ মার্চের স্থগিত দাখিল পরীক্ষা ৩ এপ্রিল

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল মঙ্গলবার

এম এ রাসেল: অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, এ দিন বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সাড়ে ১২টায় মন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন। দুটি মন্ত্রণালয় থেকে জানা গেছে, আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে দুই মন্ত্রী পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন।

দুটি পরীক্ষায় এবার ৫১ লাখ ৮৪ হাজার ৯৫৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে। হরতালের কারণে এ বছর ২ নভেম্বরের (পূর্ব নির্ধারিত) পরিবর্তে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর। পরীক্ষা শেষ হয় ২০ নভেম্বর। পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।

যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েবমেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন।
Publish-JSC-JDC-Exam-Result-2014-Bangladesh
পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে।
এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল মঙ্গলবার

প্রাথমিক সমাপনী-জেএসসির ফল ৩০ ডিসেম্বর

PSC__JSC_881639614ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ওই দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, উভয় পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর সময় দিয়েছেন।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল এবং বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
ওই দিন দুই সমাপনী পরীক্ষার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী সমাপনী পরীক্ষার ফল হাতে পাবে।
রীতি অনুযায়ী, শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ওইদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।
এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনের পর পরই ওয়েবসাইটে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পাওয়া যাবে।
জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।
গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর থেকে শুরু করা হয়। হরতালের কারণে জেএসসি-জেডিসির ৪দিনের পরীক্ষা পিছিয়ে যায়। ১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ২০ নভেম্বর তা শেষ হয়।
আর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জনসহ মোট ৩০ লাখ ৯৯ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ২৩ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয় এই পরীক্ষা।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেওয়া হচ্ছে। গত বছর থেকে এই পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি নতুন বই তুলে দেবে সরকার।
গণশিক্ষামন্ত্রী জানান, দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করে ওই দিনই প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আগামী ১ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বই উৎসব করবে বলে জানান মন্ত্রী।

Posted in জাতীয়, শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on প্রাথমিক সমাপনী-জেএসসির ফল ৩০ ডিসেম্বর

বন্ধ হচ্ছে ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

fq86wyb7-e1407685311617ঢাকা: নিয়ম না মানা ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীর মিরপুরে ইএটিএল অ্যাপস বুট ক্যাম্পে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই। কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না।’
নাহিদ বলেন, ‘আমাদের দেশে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোনটি শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। তাদের বারবার বলেও পরিবর্তন করানো যায়নি।’
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুদের সর্তক হওয়ার আহ্বান জানায়।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on বন্ধ হচ্ছে ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud