পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে। পাঁচ দিনের সরকারি সফরে স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে কানাডার মন্ট্রিল থেকে নিউইয়র্কে আসেন তিনি। নিউইয়র্কের লাগুড়িয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন। সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের ওলাল্ডরফ এস্টোরিয়া হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউইয়র্কে অবস্থানকালে এই হোটেলেই থাকবেন তিনি।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনসংক্রান্ত সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেবেন শেখ হাসিনা। কাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন তিনি।
pm

‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন: টুওয়ার্ডস রিয়ালাইজিং দ্য ২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাচিভিং ফুল রেসপেক্ট ফর দ্য হিউম্যান রাইটস অ্যান্ড মাইগ্র্যান্টস’ শীর্ষক গোলটেবিলে যৌথভাবে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী হোটেল ম্যারিয়ট ইস্টসাইডে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন।

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-২-এ সাউথ সাউথ-বিষয়ক জাতিসংঘ অফিসে বাংলাদেশ আয়োজিত পাবলিক সার্ভিস ডেলিভারিতে স্কেলিং আপ ইনোভেশনে সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন-বিষয়ক এক বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তু-বিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি জাতিসংঘ সদর দপ্তরে ওবামা আয়োজিত মধ্যাহ্নভোজ সংবর্ধনায় যোগ দেবেন।

২১ সেপ্টেম্বর সুইডিস প্রধানমন্ত্রী স্টিফেন লো ভেশ আয়োজিত ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ-বিষয়ক সোশ্যাল ডায়ালগ-সংক্রান্ত গ্লোবাল ডিলের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি জাতিসংঘ সদর দপ্তরে পানি-বিষয়ক উচ্চপর্যায়ের এক প্যানেল বৈঠকে যোগ দেবেন। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্র্যান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া কমনওয়েলথ মহাসচিব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। ২২ সেপ্টেম্বর সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন তিনি। ২৬ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

Posted in জাতীয় | Comments Off on নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)

টঙ্গীতে টাম্পাকোর ধ্বংসস্তূপের উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে ভারী যন্ত্রপাতি নিয়ে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান।to2

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান বলেন, ‘টাম্পাকোতে রানা প্লাজার চেয়ে অনেক বেশি গার্বেজ জমে আছে। গার্বেজ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে। সোমবার থেকে কাজ শুরু করলেও ঈদের পরের দিন থেকে সেনা সদস্যরা পুরোদমে কাজ করবেন।’ এই সেনা কর্মকর্তা আরও জানান, ‘এখানে ইথাইলের মতো কেমিক্যালের ড্রাম রয়েছে। এসব জায়গায় কাজ করার মতো অভিজ্ঞতা তাদের নেই। ইথাইল ড্রামগুলো তারা স্পর্শ করবেন না। এটাকে বাদ দিয়ে যতটুকু সম্ভব গার্বেজ ক্লিয়ার করবেন।’

সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করছেন গাজীপুর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।

গাজীপুরের দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ‘সোমবার ভোর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন।’

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, ‘সোমবার সকাল ৭টা থেকে দুপুর পৌনে তিনটা আরও তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে।

Posted in জাতীয় | Comments Off on টঙ্গীতে টাম্পাকোর ধ্বংসস্তূপের উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

ক্রিকেটে দ্বিতীয় জনপ্রিয় দল বাংলাদেশ

স্পাের্টস ডেস্ক: ক্রিকেটের অভাবনীয় সাফল্যে বাংলাদেশ দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশের তরুণ সমাজ ক্রিকেট খেলার প্রতি বেশি আসক্তি থেকেই এই অবস্থা। আর স্যোশাল মিডিয়ার তথ্য বলছে, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় জনপ্রিয় দল।
ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ফলোয়ারের সংখ্যা ১০.৭ মিলিয়ন (১ কোটি ৭ লাখ)। যেখানে ফেসবুকেই আছে ৯৬ লাখ, টুইটারে ৯ লাখ ১৩ হাজার আর ইনস্টাগ্রামে ২ লাখ ফলোয়ার।60985
শীর্ষে অবস্থান করা ভারতের ফ্যান ফলোয়ার হলো ৩ কোটি ৮ লাখ। তৃতীয়তে আছে পাকিস্তান, যাদের ভক্তসংখ্যা ৬৮ লাখ। চতুর্থতে দক্ষিণ আফ্রিকা, যাদের ফ্যান ফলোয়ার ৪৮ লাখ। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় পাঁচ নম্বর দলটি হলো ইংল্যান্ড, ভক্তসংখ্যা ৩৭ লাখ। অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে, তাদের ফলোয়ার ৩৬ লাখ। এরপর শ্রীলংকা ৩০ লাখ, ওয়েস্ট ইন্ডিজ ২৫ লাখ, নিউজিল্যান্ড ১৮ লাখ ও আয়ারল্যান্ডের ফলোয়ার মাত্র ৬ লাখ।

Posted in খেলাধুলা | Comments Off on ক্রিকেটে দ্বিতীয় জনপ্রিয় দল বাংলাদেশ

সংবাদ পাঠিকা থেকে যেভাবে আজ চিত্রনায়িকা বুবলী

বিনােদন ডেস্ক: ‘আমি তোমাকে ভালোবাসি।’ অথবা ‘তোমাকে আমার ভালো লাগে।’ এ দুটি কথা শবনম বুবলী কতোবার শুনেছেন সেটা হাতে গুনে বলে দেওয়া যাবে। তাকে প্রেম নিবেদন করেছেন খুব কম ছেলে! তবে গুনে শেষ করা যাবে না কয়টা ছেলে তার প্রেমে পড়েছে। কিন্তু তার কাছে প্রেমের প্রস্তাব এসেছে ভিন্নভাবে। তাকে কোনো ছেলের পছন্দ হলেই বলতো, ‘তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই!’

bubli-inner20160911182814
আড্ডার শুরুতে প্রেম ও বিয়ের প্রস্তাব পাওয়া নিয়ে বলছিলেন ঢালিউডের নবাগতা বুবলী। পুরো নাম শবনম ইয়াসমিন বুবলী। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলী হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই। কেউবা বাবান, আবার কেউ বাবলা বলে। আর মা ডাকেন ‘মোহাম্মদ’ বলে। মায়ের এই নামে ডাকার কারণ জানিয়ে বললেন, ‘আমি বোনদের মধ্যে সবার ছোট। তখনও আমার ভাইয়ের জন্ম হয়নি। মা সবসময় আমাকে ছেলের মতো দেখতো বলেই এই নামে ডাকতেন।’

তিন বোনের মধ্যে বড় বোন গান করেন। মেজবোন সংবাদ পাঠিকা। বুবলী নিজেও বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সংবাদ পাঠ করেছেন প্রায় তিন বছর। সংবাদ পাঠিকা হওয়ার গল্পটা শুনতে চাইলে তিনি বলেন, ‘২০১৩ সালের শুরুর কথা। মেজবোন আমার আগেই সংবাদ পাঠিকা হয়েছিলেন। আমারও ইচ্ছে ছিলো সংবাদ পাঠিকা হবো। তাই সেই পথে পা বাড়ালাম।’

বুবলী প্রথমে ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (জবস এ-ওয়ান)। তবে বেশিদিন ক্লাশ করতে পারেননি। তিনটি ক্লাশ করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন। ফিরে এসে দেখেন সব ক্লাশ শেষে পরীক্ষা চলছে! তিনটি ক্লাশের অভিজ্ঞতা নিয়েই পরীক্ষায় অংশ নিলেন। প্রশিক্ষকরা তার ভূয়সী প্রশংসা করেন। তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলাভিশনে। সুযোগও পেয়ে গেলেন।

২০১৩ সালে সংবাদ পাঠ শুরুর পর প্রশংসা কুড়ান বুবলী। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নজরেও পড়েন তিনি। সেই সূত্রে এখন তারা রূপালি পর্দার জুটি। ইতিমধ্যে কিং খানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। এবারের ঈদে (১৩ সেপ্টেম্বর) মুক্তি পাবে দুটোই। এগুলো হলো ‘বসগিরি’ ও ‘শুটার’।

সংবাদ পাঠিকা থেকে বুবলীর চিত্রনায়িকা হওয়ার গল্পটা চমকানোর মতোই। কীভাবে ঘটলো? বুবলী বললেন, ‘সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরুর পর অনেকে মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছেন। অভিনয় করতে আমার মাঝে মধ্যে ইচ্ছে থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পাচ্ছিলাম না।’

শাকিব খান তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির (প্রিয়া রে) জন্য নতুন নায়িকার খুঁজছিলেন। তার পছন্দ হয় বুবলীকে। তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন। বুবলী তাকে জানান, পরিবার অনুমতি দেবে না। আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। শাকিব তাকে ভাবার সময় দেন। কিছুদিন পরে পরিচালক শামীম আহাম্মেদ রনি ফোন দিয়ে জানান, বুবলীকে তারা ‘বসগিরি’র জন্য নির্বাচন করে ফেলেছেন।

একটার পর এক ছবির প্রস্তাব পেলেও পরিবারের সম্মতি মিলছিলো না বুবলীর। তারা দুই বোন শোবিজে কাজ করার পরও এটা হতবাক করার মতো ব্যাপার। বুবলী হাসতে হাসতে বললেন, ‘মা-বাবার মনে হতো মিডিয়া আর চলচ্চিত্রে কাজের মধ্যে পার্থক্য আছে। তারা ভাবতেন, টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশ কাজের উপযুক্ত নয়। এ কারণে তারা আমাকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। পরিচালক সস্ত্রীক বুবলীদের বাসায় গিয়ে তার মা-বাবাকে বোঝালেন। এই বলে আশ্বাস দেন, তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা আমাকে ফিরিয়ে আনতে পারেন।’

আর বাধা রইলো না। চলচ্চিত্রে অভিষেক হলো বুবলীর। তবে অভিজ্ঞতাটা পুরোপুরি আনন্দের ছিলো না তার জন্য। বুবলী একটু অভিমানের স্বরে বললেন, ‘বসগিরির শুটিং শুরু হয়েছে নায়িকা ছাড়াই। সংবাদমাধ্যমে পড়ছিলাম শাকিব খানের পরবর্তী নায়িকা কে হবে? ব্যাপারটা নিয়ে যতোটা আনন্দিত ছিলাম, তার চেয়ে বেশি বিরক্ত লেগেছে। কেবলই মনে হচ্ছিলো, কেনো যে প্রস্তাবটা এলো? কেনো মা-বাবা রাজি হচ্ছেন না। অবশেষে পরিবারের সবার কাছ থেকে সম্মতি পাওয়ায় স্বস্তি এলো।’

স্কুল-কলেজে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও বুবলীর সেই অভিজ্ঞতা নেই। চলচ্চিত্রে আসার আগে কখনও অভিনয় করেছেন? উত্তরে তার ভাষ্য, ‘না না বাবা! অভিনয় কোনোদিনই করিনি। মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালোভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম ওই পর্যন্ত। তবে বড় আপু গান শিখতো, তার সঙ্গে গান গাইতাম। মা আমাকে গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু গান শেখাতে বরাবরই ফাঁকিবাজ ছিলাম। তাই গানটা ঠিকমতো শিখতে পারিনি। এখন আফসোস লাগে কেনো যে গানটা ভালো করে শিখলাম না! তবে ইদানীং গিটার বাজানো শিখছি।’

‘বসগিরি’তে বুবলীর প্রথম দৃশ্য ছিলো শাকিব খানের সঙ্গে। তখন কেমন লাগছিলো? প্রশ্নটা শুনে উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন বুবলী! চোখ খুলে বললেন, ‘সত্যি বলতে এখনও বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছি! প্রথম দিনের শুটিংয়ে নার্ভাসনেস থেকে আমার কি যে অবস্থা হয়েছিলো তা বোঝাতে পারবো না। প্রথমত জীবনে প্রথমবার অভিনয় করছি। তার ওপর আমার পাশে দাঁড়ানো শাকিব খান। ‘বসগিরি’তে আমার চরিত্র একজন শিক্ষানবীশ চিকিৎসকের। আমার প্রথম দৃশ্য ছিলো শাকিব খানকে চড় মারতে হবে। ভাবতে পারছিলাম না চরিত্রের মধ্যে থেকে একসঙ্গে দুই কাজ কীভাবে করবো। শাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। সেটে সবার কাছেই কাজ শিখেছি।’

‘বসগিরি’র দৃশ্যায়ন শেষ হতে না হতেই আরেকটি ছবিতে (শুটার) চুক্তিবদ্ধ হয়ে শুটিং করেছেন বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র এই শিক্ষার্থীকে এখন প্রায় সারাদিনই থাকতে হয় শুটিংয়ে। স্বাভাবিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ছে পড়াশোনায়। বুবলী একটু মন খারাপ করে বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ না করলে পড়া কিছুই বোঝা যায় না। আমি তো ক্লাশ করতেই পারছি না। তবে বন্ধুরা আমাকে অনেক সহায়তা করছে। আমাকে নোট রেডি করে দেয়। প্রতি সেমিস্টারে কম করে বিষয় নিই। এতে পড়াশোনায় ক্ষতির মাত্রাটা একটু কমানো যায়।’

বুবলী এখন অবসর খুব একটা পান না। পেলে তার সময় কাটে কীভাবে? ‘আমি খুব ঘরকুনো মেয়ে। নিজের ঘরে থাকতেই বেশি ভালো লাগে। গান শুনি, টিভি দেখি, এমনকি খাবারও আমার ঘরেই খাই।’ সংবাদ পাঠের পর চলচ্চিত্রে অভিনয় করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা কী? বুবলীর সোজা উত্তর, ‘আগে তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিলো পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবো। মা-বাবার ইচ্ছাও এটাই। কিন্তু এখন বড়পর্দায় কাজ করছি। তাই এখন চলচ্চিত্র নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছি।’
উৎস….বাংলানিউজ

Posted in বিনোদন | Comments Off on সংবাদ পাঠিকা থেকে যেভাবে আজ চিত্রনায়িকা বুবলী

ট্যাম্পাকোর ধ্বংসস্তূপে আরও ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর প্যাকেজিং কারখানা ট‌্যাম্পাকো ফয়েলসেরধ্বংসস্তূপ থেকে আরও চারজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, কারখানার ছাদের ধসে পড়া অংশ সরানোর পর লাশগুলো পাওয়া যায়। টঙ্গীর বিসিক শিল্প নগরীর ওই কারখানার নয়জন শ্রমিক-কর্মচারী নিখোঁজ বলে এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। যে চারজনের লাশ পাওয়া গেছে, তাদের নাম ওই তালিকায় ছিল কি না সে বিষয়ে সন্ধ‌্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ নিয়ে টঙ্গীর কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা দাঁড়ালো ২৯ জনে। এর আগে উদ্ধার ও হাসপাতালে মারা যাওয়া যে ২৫ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, তাদের অর্ধেকই আগুনে পুড়ে মারা গেছেন। ছাদ ভেঙে পড়ায় আঘাতের কারণেও অনেকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। শনিবার ভোরের দিকে বয়লার বিস্ফোরিত হলে পাঁচ তলা ওই কারখানা ভবনে আগুন ধরে যায়। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট শনিবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু রোববার সন্ধ‌্যার দিকেও ধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে পারছিলেন না অগ্নি নির্বাপণ কর্মীরা।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোশাররফ হোসেন জানান, ভবনের যে অংশ ধসে পূর্ব পাশে রাস্তার উপর পড়েছে, বিকাল সাড়ে ৪টার দিকে সেখান থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন তারা। জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সদরের ইউএনও মো. আশরাফ উদ্দিন এবং ফায়ার সার্ভিসের পরিচালক (অ্যাডমিন অ‌্যান্ড ফিন্যান্স) আনিস মাহমুদ সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিখোঁজদের তালিকা
সিলেটের বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় সাড়ে চারশর মতো শ্রমিক থাকলেও শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন। শনিবার ঈদের ছুটি হওয়ার কথা ছিল।

11-09-16-tongi-fire_folloup-11
অগ্নিকাণ্ডের পর শনিবার ওই কারখানা থেকে ১৭ জনের লাশ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাতজনের লাশ। সর্বশেষ রোববার ভোরে রিপন দাস নামে ত্রিশ বছর বয়সী এক যুবক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা জানান, রোববার সন্ধ‌্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নয়জন ভর্তি ছিলেন। তারা মূলত আঘাতজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসা নিচ্ছেন।

বোরবার দুপুরে তাদের স্বজনদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ। অগ্নিকাণ্ডের ঘটনায় টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের পাশে বসানো কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম জানান, কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ‌্যে যাদের খোঁজ এখনও মেলেনি, তাদের স্বজনরা এসে পরিচয়পত্র, ছবি ও নাম দিয়ে গেছেন। তার ভিত্তিতে নয় জনের একটি তালিকা করেছেন তারা।

এরা হলেন- মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুরের উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুরের হিমারদিঘী আমতলী বস্তি হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে শ্রী রাজেশ বাবু (২২), লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুরের ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫), একই এলাকার সুলতান গাজীর ছেলে মো. আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুরের মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়ার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের টনকী গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০)।

Posted in জাতীয় | Comments Off on ট্যাম্পাকোর ধ্বংসস্তূপে আরও ৪ লাশ উদ্ধার

নির্বাচনী প্রচারণায় নামছে জাতীয় পার্টি’

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১ অক্টোবর পূণ্যভূমি সিলেট থেকে এই প্রচারণার কাজ শুরু করবেন। রোববার রংপুরের নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন। পবিত্র ঈদুল-আজহা নিজ এলাকায় উদযাপন করতে ৩ দিনের সফরে রংপুরে এসেছেন তিনি। 1461817716

এরশাদ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরশাদ বলেন, প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এবং সরকার গঠন করা। জাতীয় পার্টি সে লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় পার্টি অতীতে ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি জনগণের কাছে পরীক্ষিত বন্ধু। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করব এই আশা রাখি।

দেশের বর্তমান জঙ্গি তৎপরতা ও জঙ্গি দমন নিয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, জঙ্গি তৎপরতা ও দমনে সরকার কী করছে তা তো সাংবাদিকরাই ভাল জানেন।

এ নিয়ে তিনি কোনো প্রশ্ন না বাড়িয়ে বলেন, সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও কবর সরিয়ে নেয়ার যে সরকারি উদ্যোগ তা তিনি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের তিনি কোনো সরাসরি উত্তর না দিয়ে বলেন, এটি সরকারের সিদ্ধান্ত এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

গত শনিবার টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন করলে এরশাদ বলেন, এটি দুঃখজনক ঘটনা। এতগুলো লোকের প্রাণহানি কষ্টকর। এরাই হয়তো একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অকাল মৃত্যুতে এ সব পরিবারের অপূরণীয় ক্ষতি হলো।

তিনি নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কেন এমন দুর্ঘটনা ঘটলো তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন এবং আর যেন এমন ঘটনা না ঘটে সে জন্য আগাম প্রস্তুতি নেয়া দরকার।

তিনি রংপুরে পৌঁছলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরশাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির কো-চেয়াম্যান, সাবেক মন্ত্রী জিএম, কাদের, পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর কমিটির আহ্বায়ক সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচীব এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।
যুগান্তর

Posted in রাজনীতি | Comments Off on নির্বাচনী প্রচারণায় নামছে জাতীয় পার্টি’

কার সঙ্গে প্রেম করছেন প্রিয়াংকা?

%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%beবিনোদন ডেস্ক: একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তিনি সফল। বলিউড মাতিয়ে এখন হলিউডেও আলোচিত। শুধু তাই নয়, মার্কিন মুলুকে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ তাকে নিয়ে গেছে খ্যাতির অন্য উচ্চতায়। বলা হচ্ছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার কথা। রিল লাইফ নিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন তিনি। আর ভক্তমহলও তার সাফল্য নিয়ে বেজায় খুশি। কিন্তু প্রিয়াংকার ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটা কৌতুহল থেকেই গেল। আদৌ কি কোনও প্রেমিক রয়েছে পিগি চপসের? প্রেম করছেন নায়িকা? এ সব নিয়েই এ বার মার্কিন মুলুকের এক ফ্যাশন ওয়েবসাইটের কাছে মুখ খুললেন তিনি। প্রিয়াংকা বলেন, এই মুহূর্তে আমি ভীষণভাবে রিলেশনশিপে আছি। কিন্তু আমার মনে হচ্ছে এমন একটা জায়গায় আছি যেটা বেশ জটিল। কারণ আমার কাছে নিজের রুট খুব জরুরি। প্রিয়াংকার এমন বক্তব্যে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, তার প্রেমের বিষয়টি পুরোটাই নিশ্চিত বলেও অনেকে মনে করছেন। তবে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াংকা সেটাই এখন সবার জানার আগ্রহ।

Posted in বিনোদন | Comments Off on কার সঙ্গে প্রেম করছেন প্রিয়াংকা?

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

নিউজ ডেস্ক: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নিয়ামাতা, লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা।’ অর্থাৎ হাজির হে আল্লাহ হাজির, আপনার মহান দরবারে হাজির। আপনার কোন শরিক নেই। সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই।

হজযাত্রীদের সমস্বরে এ উচ্চারণে আজ প্রকম্পিত হচ্ছে পবিত্র, ঐতিহ্যবাহী আরাফাতের ময়দান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া হজযাত্রীরা সব ভেদাভেদ ভুলে আজ মহান আল্লাহর ডাকে সমবেত হচ্ছেন এখানে। এই সেই আরাফাতের ময়দান যেখানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধরে হজযাত্রীরা এখানে ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেবেন সূর্যাস্ত পর্যন্ত।

এই ময়দানে আজ তারা একসঙ্গে আদায় করবেন যোহর ও আছরের নামাজ। তার আগে খুৎবা দেয়া হবে পবিত্র মসজিদে নামিরা থেকে। এখানে আজ সবাই মিলে এক জাতি মুসলিম। সবাই এক আল্লাহর অতিথি। আরাফাতের ময়দানে সমবেত হওয়া ও সেখানকার ধর্মীয় রীতিনীতি পালন করাকেই হজের প্রধান অংশ বলা হয়। তাই এ দিনকে হজের দিন বলা হয়।

hajj-2016-5

দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা অবস্থান করবেন এখানে। এর মধ্যে মসজিদে নামিরা থেকে খুৎবা দেয়া হবে। হজযাত্রীরা ইমামের পিছনে একসঙ্গে জোহর ও আছরের নামাজ আদায় করবেন। এর আগে গতকাল জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছেন লাখ লাখ হজযাত্রী।

এর মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের ৫ দিনের আনুষ্ঠানিকতা। শনিবার দিবাগত রাত মিনাতেই অবস্থান করেন হজযাত্রীরা। সেখানে আজকের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা ছুটেছেন আরাফাতের ময়দানে। মিনা থেকে আরাফাতের ময়দান ১০ কিলোমিটার বা ৬ মাইল দক্ষিণ-পূর্বে। আজ মিনায় ফজরের নামাজ আদায় করেই কেউ পায়ে হেঁটে, হুইল চেয়ারে, বাসে করে, যে যেভাবে পারেন সেভাবেই ছুটছেন আরাফাতের ময়দানে। দু’টুকরো সাদা কাপড়ে ঢাকা হজযাত্রীতে যেন আরাফাতের ময়দান ও এর আশপাশ সফেদ রূপ ধারণ করেছে। আজ এখানে মাগরিবের নামাজ আদায় না করেই হজযাত্রীরা রওনা দেবেন মুজদালিফার দিকে। এবার হজ করছেন প্রায় ২০ লাখ মুসলিম।

Posted in ইসলাম | Comments Off on ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

আলোচনায় পরীমনির ‘উষ্ণ’ চুম্বন (ভিডিও)

বিনােদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’ নিয়ে এতদিন তেজদীপ্ত পরীমনিকে আলোচনা চলছিল। এরপরই আলোচনার মোড় ঘুরে গেল তৃতীয় টিজার মুক্তির পর। অ্যাকশন থেকে রোমান্টিক দৃশ্যে পরীমনি নিজেকে নিয়ে এলেন অন্যভাবে। গতকাল মুক্তি পেয়েছে রক্ত ছবির তৃতীয় টিজার। আর এই টিজারেই পরীমনিকে দেখা গেল বেশ সাহসী দৃশ্যে। রক্ত ছবিতে লিপ-লক দৃশ্যে অভিনেতা রোশনের সাথে পরীমনি নিজেকে বন্দি করেছেন। আর এই টিজার ঘিরেই চলছে এখন আলোচনা-সমালোচনা; বেশ জোরালো। 132444porimoni_kalerkantho_pic2

ওয়াজেদ আলী সুমন পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ‘রক্ত’ ঈদুল আজহার দিন মুক্তি পাবে। এতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে নায়িকা পরীমনিকে। এ ছবিতে পরীমনির নায়ক নবাগত রিক্ত রোশন। পরীমনি-রোশন ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

‘লিপ-লক’ দৃশ্য ছাড়াও ৩০ সেকেন্ডের শেষ ট্রেলারটি পরীমনিকে বেশ সপ্রতিভ দেখা গেছে। একটি গোসল দৃশ্য রয়েছে। যেখানে পরীমনির উর্ধ্বাংশ অনাবৃত ছিল। আবেদনময়ী সেই দৃশ্য নিয়ে এখন সোশাল মিডিয়ায় বেশ রমরমা আলোচনা। অ্যাকশনের সাথে রোমান্স, দুইয়ের সম্মিলন দর্শক ও ভক্তদের মধ্যে আলোড়ন তুললেও সফলতার প্রশ্নে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

বাংলাদেশের বাইরে ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে। তাই দুই বাংলায় এ ছবি নিয়ে প্রত্যাশা অনেক।

Posted in বিনোদন | Comments Off on আলোচনায় পরীমনির ‘উষ্ণ’ চুম্বন (ভিডিও)

২৭ ঘণ্টার পরও টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টার পরও গাজীপুরের টঙ্গীর টাম্পাকো পাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আনতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার দিনগত রাত সোয়া একটার সময়ও ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
তবে ফায়ার সার্ভিস দাবি করেছে, পানি তুরাগ নদী থেকে আনতে হচ্ছে। সে কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হচ্ছে।bd
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লে. ক. মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা ঘটনার পর থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। এখনও আমাদের ২৬টি ইউনিট কাজ করছে। ভবনটি ঝুঁকিপূর্ণ বিধায় ভেতরে প্রবেশ করে পানি দেওয়া যাচ্ছে না। কর্মীদের নিরাপত্তার কথাও তো ভাবতে হবে।’
এদিকে, শনিবার বিকেল পাঁচটার দিকে আগুন কিছুটা কম দেখা গেলেও সন্ধ্যার পর হঠাৎ আগুন বেড়ে যায়। এসময় এক নাগাড়ে আগুন জ্বলতে থাকে। তখন ফায়ার কর্মীদেরও পানি দিতে দেখা যায়নি। এরপর রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের স্টেশন ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, ‘পানি নেই। তুরাগ থেকে পানি আনতে হচ্ছে। এতে বিলম্ব হচ্ছে। তাছাড়া কেমিক্যালে আগুন বলে সহজে নিভছে না। হঠাৎ করেই জ্বলে ঊঠছে।’
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার নিচতলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এরপর কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানাটি ভবনটি পাঁচতলা। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।
এ ঘটনায় ২৮ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ২৮ জনের মধ্যে ২৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- আনিসুর রহমান (৪০), আব্দুল হান্নান (৬৫), ইদরিস আলী (৪০), জাহাঙ্গীর আলম (২৪), মামুন (২৮), রোজিনা (২০), মিজান (২৮-৩০), সাইদুর রহমান (৫০), মাইনুদ্দিন (৩৫), আল মামুন (৪০), হাসান সিদ্দিকি (৩০), সোলেমান (৩২), এনামুল হক (২৮), রাশেদ (২৫), শঙ্কর সরকার (২৫), গোপাল দাস (২৫), রফিকুল ইসলাম (২৮), সুভাষ চন্দ্র প্রসাদ (৩৫),আশিক (১২), দেলোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), তাহমিনা আক্তার (২০)।

Posted in জাতীয় | Comments Off on ২৭ ঘণ্টার পরও টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে আসেনি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud