পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিটি নির্বাচন : পরীক্ষা পেছাল ৩ দিনের

Posted on April 13, 2015 | in শিক্ষা ও সংস্কৃতি | by

51_SSC_Notun-paltan-School-&-college_20022015_00-(15)এম এ মানিক: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এইচএসসি ও সমমানের তিনটি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো যথাক্রমে ২, ৪ ও ১৬ মে নেয়া হবে। সূচিতে ২৬ এপ্রিল এইচএসসি ও সমমানের যেসব বিষয়ের পরীক্ষা ছিল, সেগুলো নেওয়া হবে ২ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৭ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় হবে। এছাড়া এইচএসসি ও সমমানের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে ভোট হবে। এ নির্বাচনের কারণে যে তিন দিনের পরীক্ষা পেছানো হবে তা আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud