পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দু’জনেরই অপেক্ষা : এক জনের স্বামীর অপর জনের মৃত্যুর

clip_image001_57947ঢাকা: নব বধূ বাড়িতে বসে স্বামীর দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছে। অপরদিকে প্রবাসী বাংলদেশি শ্রমিক আলম সিঙ্গাপুরে ক্যান্সার নিয়ে মৃত্যু আতঙ্কে সময় পার করছে। দুজনের সময়ই পার হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। চিকিৎসার টাকা যোগাড় না হলে আলম সর্বোচ্চ এক বছর বাঁচতে পারে বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকরা। এত টকার যোগাড় হবে কিভাবে সে চিন্তার কুল কিনারা করতে পারছে না আলমের পরিবার। সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি নির্মাণ শ্রমিক আলম শাহর মরণব্যাধি ক্যান্সার চিকিৎসায় প্রয়োজন প্রায় ৬০ হাজার সিঙ্গাপুরি ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা। টাকার এ অঙ্ক বৃদ্ধ অসহায় বাবা মা’র পক্ষে সংগ্রহ করা অসম্ভব বলে জানিয়েছে আলম। সিঙ্গাপুরের একটি ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানির নির্মাণ কাজের সুপারভাইজার হিসাবে কাজ করে বাংলাদেশি ছেলে আলম শাহ। নতুন কর্মস্থলে যোগদান করেছে দুই মাস হলো। এখানে তার বেতন ঠিক করা হয়েছিল এক হাজার দুইশত সিঙ্গাপুরি ডলার। হঠাৎ করেই তার মস্তিস্কে তিনটি ক্যান্সারের উপস্থিতি দেখতে পেয়েছে চিকিৎসকরা। আলমের চিকিৎসা খরচ, চিকিৎসা পরবর্তী বিশ্রাম এবং তার কর্ম জীবনে পূর্ণবাসনের জন্য সিঙ্গাপুরের স্থানীয় একটি সংস্থা আর্কিটাইপ একলাখ সিঙ্গাপুরি ডলারের সাহায্য তহবিল গঠনের উদ্যেগ নিয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ৫৯ লাখ টাকার বেশি। তবে চিকিৎসকরা বলেছে তার চিকিৎসা করা না হলে সবোর্চ্চ এক বছর বাঁচতে পারে আলম।

ইতিমধ্যে তার ৪০ শতাংশ ক্যান্সার সারাতে সক্ষম হয়েছে ডাক্তাররা। রেডিও এবং কেমো থেরাপি দিলে সে অন্তত আরো ১০ বছর বাঁচতে পারবে বলে মনে করছে তার চিকিৎসকরা। আইসিইউ খরচসহ পুরো চিকিৎসার জন্য প্রয়োজন ৬০ হাজার সিঙ্গাপুরি ডলার। আর্কি টাইপের ম্যানেজার মেলিসা ট্যান সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আলমের জন্য তার প্রতিষ্ঠানটি এক লাখ ডলার যোগাড় করার জন্য উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি-বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছে সাহায্যর আবদেন করেছে। প্রচারণার জন্য নিয়েছে বহুমুখী উদ্যোগ। প্রতিষ্ঠানটি বলছে সিঙ্গাপুরেই তার চিকিৎসা করা হোক। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিলে তার চিকিৎসা আর হবে না। যদিও এ প্রতিষ্ঠানটি এযাবৎ মাত্র দুই হাজার দুইশত ডলার যোগাড় করতে পেরেছে। সিঙ্গাপুর সরকার বিদেশিদের জন্য চিকৎসা ভর্তুকি দেয় না। কোনো শ্রমিকের দীর্ঘ মেয়াদের চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়। এ ক্ষেত্রে শুধু দেখা হয় দেশে পাঠিয়ে দেওয়ার মত শারীরিক সুস্থতা আছে কিনা। সিঙ্গাপুরের অভিবাসী মানুষের পূর্ণবাসনের কাজ করে এমন একটি প্রতিষ্ঠানারে নাম হোম। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুলোভান ওয়াম বলেন, চিকিৎসা বীমা অনুযায়ী আলম মাত্র ১৫০০ ডলার পাবে। যা তার তিন দিনের থেরাপির খরচ মাত্র। এ বিষয়টি আমাদের কাছে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। তা হল সিঙ্গপুরে ওয়ার্ক পারমিট প্রাপ্ত শ্রমিকদের জন্য বর্তমান চিকিৎসা বীমা যথেষ্ট নয়। এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। শ্রমিকরা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমানে সিঙ্গাপুরে কাজের অনুমতি নিয়ে শ্রমিকের সংখ্যা হল নয় লাখ আশি হাজারের মত। যা সিঙ্গাপুরের মোট জনশক্তির ১৭.৯ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আলমের চিকিৎসা খরচ যোগাতে সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া নামের একটি টেলিভিশন প্রতিবেদনও প্রচার করেছে। তার চিকিৎসা খরচ মেটাতে এবং তাকে সহযোগিতা করার জন্য বা তার সম্পর্কে কোনো তথ্য জানত হলে ই মেইলের মাধ্যমে যোগযোগ করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
ইমেইল: [email protected] or [email protected].

Posted in প্রবাসী জীবন | Comments Off on দু’জনেরই অপেক্ষা : এক জনের স্বামীর অপর জনের মৃত্যুর

জিয়ার দলই হল স্বাধীনতার স্বপক্ষের দল: যুক্তরাষ্ট্র বিএনপি

nybnp-01_57485 (1)১-এ জামায়াত ইসলামী ছিল পাকিস্তানী ফোর্স আর আওয়ামী লীগ ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দলই হল এখন স্বাধীনতার স্বপক্ষের দল। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জিয়া যেমন এদেশের স্বাধীনতা এনেছেন, তার দল সেই স্বাধীনতাকে রক্ষা করবে।
শনিবার নিউইয়র্কের ব্রুকলীনের একটি রেস্তোরায় যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার সভাপতির ভাষণে একথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের বিজয় অর্জন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। এই দিনটা অস্বীকার করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা। যারা সার্বভৌমত্বকে অস্বীকার করে তারা দেশের শত্রু। জনগণ ও সাধারণ সৈনিক দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেদিন বিপ্লব করেছিলেন। এজন্যই এ দিনটিকে আমরা বিপ্লব দিবস বলে থাকি।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল মানেই সাধারণ মানুষের দল। তাঁর আদর্শকে মনে প্রাণে ধারণ করে আমাদেরকে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে যুক্তরাষ্ট্র বিএনপিকে একটি মডেল বিএনপিতে রূপান্তরিত করে তুলতে হবে। কেন্দ্রীয় আন্দোলনের সাথে প্রবাস থেকে আমাদেরকে সকল প্রকার আন্দোলনে অংশ নিতে হবে। এজন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম মজনু বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণ অভ্যুত্থানের চেয়ে একাত্তরের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময়ে দেশের ভয়াবহ ক্রান্তিকালে হাল ধরেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের ইতিহাস হতো ভিন্ন।
এছাড়া ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবুল কাসেম, আব্বাস উদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, সৈয়দুল হক প্রমুখ।

Posted in প্রবাসী জীবন | Comments Off on জিয়ার দলই হল স্বাধীনতার স্বপক্ষের দল: যুক্তরাষ্ট্র বিএনপি

মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ‍বাংলাদেশি

macca_BG_banglanews24_302215497রিয়াদ: মক্কার যাবেল নূর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি জানা গেলেও জেদ্দাস্থ বাংলাদেশ কন্স্যুলেট বিষয়টি নিশ্চিত করেনি। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি চট্টগ্রাম বলে ধারণা করা গেলেও, এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

২৯ সেপ্টেম্বর আদালতে হাজির করা হবে নূর হোসেনকে

53a7b0fcb6561-Nur-hossainনারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলায় প্রধান আসামি নূর হোসেনকে আগামী ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে হাজির করা হবে। জানা যায়, সোমবার নূর হোসেন আদালতে হাজির হলেও বিচারক উপস্থিত না থাকায় শুনানি হয়নি। ফলে আদালতে হাজিরের নতুন দিন নির্ধারণ করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর নূর হোসেনকে আদালতে হাজির করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুলসহ সাতজন অপহরণ হয়। এর কিছুদিন পর নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ আছে নূর হোসেন এ ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন। এ ঘটনার পর থেকেই তিনি পালাতক ছিলেন। নূর হোসেনকে গ্রেফতার করতে গত ২২ মে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চেয়ে চিঠি দেয় বাংলাদেশ পুলিশ। এর পর ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করা হয়।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

মালয়েশিয়ায় ফের গ্রেফতার অভিযান

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় ফের বাংলাদেশি পল্লীতে অবৈধ শ্রমিক গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার সকাল ১১টায় হঠাৎ কোতারায়া বাংলাদেশি অধ্যূষিত এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রায় ৩ মাস পর ফের আকস্মিকভাবে এ অভিযান চালায় পুলিশ।
জানা যায়, গত দুই মাসে অবৈধ পথে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে অনেক শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাই বাংলাদেশি অধ্যূষিত এলাকায় কোতারায়ায় আকস্মিক এ অভিযান চালায় পুলিশ।
তবে কোতারায়া ঘুরে জানা যায়, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশিকে পুলিশ হয়রানি করছে। তবে সামান্য অর্থের বিনিময়ে তাদের ছেড়েও দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে প্রায় ৩ ঘণ্টা এ অভিযান চালায়। ওই এলাকার প্রতিটি দোকানে তারা তল্লাশি চালিয়েছে।
রোববারও অভিযান চালানো হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।kotaraya_bg_823808975

Posted in প্রবাসী জীবন | Leave a comment

মালয়েশিয়ায় আকর্ষণীয় বিজনেস ও ক্যাটাগরি-১ ভিসা

mm_BG_370307028 মালয়েশিয়াকে এখন বলা হয় এশিয়ার ইউরোপ। সামাজিক নিরাপত্তা ও আর্থিকভাবে স্থিতিশীল দেশ মালয়েশিয়া। সুন্দর, মনোমুগ্ধকরও বটে। শুধু চাকরি নয়, ব্যবসায়ীদের জন্যও বেশ সফল কেন্দ্র এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ।
এ দেশে এখন অনেকেই নিচ্ছেন নাগরিকত্ব। জীবনমান ইউরোপের মতো হলেও এখানকার জীবনযাপন খরচ কিন্তু বাংলাদেশের তুলনায় খুব বেশি বলা যাবে না। বরং নিশ্চিন্ত জীবনের মূল্যমান চিন্তা করলে কমই বলতে হবে।
মিশ্র জাতিগোষ্ঠীর দেশ মালয়েশিয়া। এখানে মালয়, চায়নিজ আর ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও নিজেদের স্থান করে নিয়েছেন। শুধু শ্রমিকই নন, নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধুনিক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে বড় ব্যবসায়ী শ্রেণীও রয়েছেন বাংলাদেশি।
টাইমস স্কয়ার, লয়েট প্লাজা, চায়না মার্কেট বা ওল্ড টাউনই শুধু নয়, কুয়ালালামপুরের বুকিত বিনতান আর কোতোরায়াতে বেশ সুনামের সঙ্গেই ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশিরা। আবার পেনাং বা মালাক্কার মতো পর্যটন শহরগুলোতেও রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য।
মালয়েশিয়ার এসব সুবিধা পেতে হলে ভিনদেশিদের নিতে হয় ক্যাটাগরি-১ ভিসা। প্রবাসীদের জন্যে এখানে সবচেয়ে সম্মানজনক ভিসা এই ক্যাটাগরি-১ ভিসা।
ক্যাটাগরি-১ ভিসার সুবিধা: ক্যাটাগরি-১ ভিসাধারী প্রবাসীরা প্রায় মালয় নাগরিকের সমান সুবিধাই পাবেন। তাদের মালয়েশিয়ায় ট্যাক্স পেয়ার সিটিজেন হিসেবে সম্মান করা হয়।
এ ভিসাধারীরা মালয়েশিয়ায় নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গাড়ি ও বাড়ির জন্যে লোন নিতে পারবেন। সুতরাং, সেখানে বাড়ি কেনার সুবিধাতো থাকছেই।
এটা হচ্ছে উচ্চমানের ভিসা ক্যাটাগরি। এ ভিসাধারী প্রবাসী নিজ সন্তানদের মালয়েশিয়ার সরকারি স্কুলেই পড়াশোনা করাতে পারবেন, যেটা অনেক সময় সেকেন্ড হোমের প্রবাসীরাও পারেন না।
সবচেয়ে বড় সুবিধা হলো, এ ভিসাধারী ৫ থেকে ৬ বছরের মধ্যেই পি আর (পারমানেন্ট রেসিডেন্স) এর আবেদন করতে পারবেন। আর ব্যাংক স্টেটম্যান্টসহ অন্যান্য ক্ষেত্রে ১০০ তে ৬৫ বা তার বেশি পয়েন্ট উঠাতে পারলে ভিসাধারী সহজেই পেয়ে যাবেন নাগরিকত্ব।
যেভাবে পাবেন ক্যাটাগরি-১ ভিসা: প্রক্রিয়া খুবই সহজ। শুধু জানার অভাব আর দালালের খপ্পরে না পড়লেই হলো। খোঁজখবর নিয়ে ভালো কনসালটেন্সি ফার্মের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে পরিচিত ও অভিজ্ঞ কনসালট্যান্ট অবশ্যই বাছাই করতে হবে।
যা যা লাগবে: ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্ট লিমিটেড নামে একটি ফার্ম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শিক্ষিত বাংলাদেশি, উচ্চ প্রোফাইলধারী ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের এ ভিসা প্রক্রিয়াকরণের সেবা দিচ্ছে।
প্রতিষ্ঠানটির চিফ কনসালট্যান্ট অ্যাডভোকেট রাজু বাংলানিউজকে জানান, ক্যাটাগরি-১ ভিসার আবেদন করার জন্যে নিজের স্বাক্ষর করা জীবনবৃত্তান্ত, শিক্ষাজীবনের সব সার্টিফিকেটের ফটোকপি, কাজের অভিজ্ঞতা, পরিবারের বিস্তারিত (স্ত্রী ও সন্তানদের) বিবরণ জমা দিতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, শুধু স্নাতক সম্পন্নরাই এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সুতরাং, স্নাতক সম্পন্নের সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
সাদা ব্যাকগ্রাউন্ডের ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়াও পাসপোর্টের সব পাতার ফটোকপিও জমা দিতে হবে।
স্থানীয় কমিশনারের স্বাক্ষর করা চারিত্রিক সনদও প্রয়োজন হবে। এছাড়াও দেশের ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট এবং স্থানীয় টেলিফোন বা কারেন্টের ইউটিলিটি বিল প্রয়োজন হবে বলে জানান তিনি।
ব্যবসায়ী রেসিডেন্স ভিসা: অ্যাডভোকেট রাজু বলেন, ব্যবসায়ী রেসিডেন্স ভিসার জন্যে কোম্পানি লাইসেন্সের প্রয়োজন হয়। এ লাইসেন্স পেতে প্রার্থীর নামে ট্যাক্সের রেজিস্ট্রেশন করে দিতে হয় এজেন্টকে। অনুমোদিত কোম্পানির মাধ্যমেই সরকারি দপ্তর থেকে লোকাল কোম্পানির লাইসেন্স নিতে হবে।
এছাড়া, ল-ইয়ার কোম্পানি ও জয়েন্ট স্টোক কোম্পানির অনুমোদনও নিয়ে দেওয়ার দায়িত্ব থাকে এজেন্টের ওপর।
সময় লাগবে কতদিন?
সব কাগজপত্র ঠিক থাকলে ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। কাগজপত্র ঠিক হয়ে গেলে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিস এজেন্টের মাধ্যমে প্রার্থীকে তলব করে। তখনই মালয়েশিয়া পৌঁছে ইমিগ্রেশনে যেতে হয় প্রার্থীকে। মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসে এক ঘণ্টার মধ্যেই ভিসা হাতে দেয়।
খরচ: ক্যাটাগরি-১ ভিসা পেতে একজন প্রার্থীকে ৫ লাখ টাকার মতো খরচ করতে হবে। বিজনেস রেসিডেন্স হলে সে ক্ষেত্রে ৭ লাখ টাকার মতো খরচ করতে হবে প্রার্থীকে।
এখানে দেশি-বিদেশি দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতেও হচ্ছে অনেক সময়। অসংখ্য দালাল এজেন্ট বিভিন্ন প্রার্থীর কাগজপত্র জাল করে মালয়েশিয়ার ইমিগ্রেশনে জমা দেওয়ার ফলে নিরীহ প্রার্থীদের নাম ও পাসপোর্ট নম্বর কালো তালিকাভুক্ত হওয়ায় তারা আর ভিসা পান না। তাই এজেন্টের ওয়েবসাইটে প্রবেশ করে ভিসা প্রসেসিংয়ের বিষয়গুলো আগে জেনে নেওয়া ভালো।
গত এক যুগ ধরে ব্যবসায়ী রেসিডেন্স ও ক্যাটাগরি-১ প্রফেশনাল রেসিডেন্স প্রদানে দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্ট লিমিটেড। সততা ও দক্ষতার পরিচয় দিয়ে শতভাগ সফলতার সঙ্গেই বাংলাদেশি প্রার্থীদের সেবা প্রদান করছেন বলে জানান রাজু।
তিনি বলেন, অন্যায়ের আশ্রয় না নিয়ে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কাগজপত্র দাখিল করলে কোনো প্রার্থীর আবেদনের ফাইল বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে সততা বড় বিষয়।
তিনি আরও বলেন, ভালো কনসালট্যান্টরা মূলত মালয়েশিয়ার হালনাগাদ কাগজপত্র বিভিন্ন সরকারি দপ্তর থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশি প্রার্থীদের রেসিডেন্স অনুমোদন সেবা দেওয়ার কাজে লাগায়।
ক্যাটাগরি-১ ভিসা সর্ম্পকে আরও জানতে এবং করণীয় সর্ম্পকে খোঁজ নিতে www.wwbmc.com এ ভিজিট করুন অথবা [email protected]  এবং[email protected] মেইলে প্রশ্ন করে জেনে নিতে পারেন বিস্তারিত।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশি ৬১ লাখ টাকা করে দেবে মালয়েশিয়া

ae950b801a009e7bf7ccb1c92a036dbe-bangladeshmrt2008NEWBনিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে নিহত হওয়া তিন বাংলাদেশি। ফাইল ছবিমালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে নিহত হওয়া তিন বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় ৬১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে দেশটির সরকার। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত সোমবার সে দেশে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। দেশটির ইংরেজি দৈনিক স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিচার্ড রায়ত বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহত তিনজনের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যাচাই-বাছাই শেষে আমরা ওই অর্থ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করব।’ গত ১৮ জুলাই মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় সুংগাই বুলু নামক স্থানে উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিক মারা যান। ৩০০ টন ওজনের সিমেন্টের তৈরি বিমটি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাত্ করে নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তিরা হলেন পাবনার আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ এলাহী হোসেন, শাহাদাত মল্লিকের ছেলে আলাউদ্দিন ও মুন্সিগঞ্জের কাশেম খানের ছেলে ফারুক খান। গত বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ ঢাকায় পৌঁছায়। শ্রমিকেরা যে কোম্পানিতে কাজ করতেন, সেই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাও ওই বিমানে আসেন। কোম্পানির পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার ৯০০ ডলার করে দেওয়া হয়েছে।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ নির্মাণকর্মী নিহত

Malaysia-Accident_1নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি যোগাযোগ অবকাঠামো ধসে পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, সোমবার রাতে কোটা দামানসারা এলাকায় মাস র্যা পিড ট্রানজিটের নির্মাণাধীন একটি অবকাঠামোর (মনোরেল) একটি স্প্যান ভেঙে পড়লে নিখোঁজ হন ওই তিন বাংলাদেশি। সেলানগোর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক মোহা. সানি হারুল বলেন, তিন জনের মধ্যে রাত আড়াইটার দিকে মোহাম্মদ এলাহী হোসেনের লাশ ধ্বংস্তূপের নিচে পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদ ফারুক খান ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক নামের দুজনের লাশ পাওয়া যায়।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

আমিরাতে ধরপাকড়ের কবলে অবৈধ বাংলাদেশীরা

D2_BG_470006669সংযুক্ত আরব আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনী দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধর-পাকড় অভিযান শুরু করেছে। আর তাতেই বিপাকে পড়েছে সেখানকার অবৈধ বাংলাদেশীরা। জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশি সহ ১৭০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত কয়েকদিন দুবাইয়ের বিভিন্ন স্থানে বিশেষ করে দেরা দুবাইয়ে এই অভিযান পরিচালনা করে দুবাই পুলিশ ও সিআইডি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অপর নগরী শারজার পুলিশ গত জুন এবং জুলাই মাসে অভিযান চালিয়ে ৩৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছিলো। শারজা অপরাধ তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল ডা. আব্দুল কাদের মোহাম্মদ আল আমেরি বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোন শ্রমিককে তারা এই দেশে কর্মরত অবস্থায় চান না। কোনো অবৈধ সন্দেহভাজন অভিবাসীকে দেখলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

বাহরাইনে বাংলাদেশি দুই শ্রমিকের মৃত্যু

An_Artists_Illustration_of_Bahrain_Bayপ্রতিবেদক: বাহরাইনে দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) ও ইউনুস শিকদার (৩৭) নামের বাংলাদেশি দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা কংক্রিট তৈরির একটি কারখানার শ্রমিক ছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাহরাইনের ‘ডেইলি ট্রিবিউন’-এর প্রতিবেদনে এ দুজনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হলেও বিস্তারিত পরিচয় জানানো হয়নি। দেশটির মুহারক শহরের হিদ এলাকায় একটি রেডি মিক্স কংক্রিট প্ল্যান্টে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ টন ওজনের কংক্রিটের ব্লক বহনকারী একটি ক্রেন দুর্ঘটনাবশত স্তূপ করে রাখা কংক্রিটের ব্লকে আঘাত করলে তা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। একটি সূত্রের বরাত দিয়ে ‘ট্রিবিউন’ লিখেছে, ‘ওই দুই বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে বাহরাইনে কাজ করে আসছিলেন। এ বিষয়ে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস বা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud