পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমিরাতে ধরপাকড়ের কবলে অবৈধ বাংলাদেশীরা

Posted on August 13, 2014 | in প্রবাসী জীবন | by

D2_BG_470006669সংযুক্ত আরব আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনী দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধর-পাকড় অভিযান শুরু করেছে। আর তাতেই বিপাকে পড়েছে সেখানকার অবৈধ বাংলাদেশীরা। জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশি সহ ১৭০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত কয়েকদিন দুবাইয়ের বিভিন্ন স্থানে বিশেষ করে দেরা দুবাইয়ে এই অভিযান পরিচালনা করে দুবাই পুলিশ ও সিআইডি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অপর নগরী শারজার পুলিশ গত জুন এবং জুলাই মাসে অভিযান চালিয়ে ৩৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছিলো। শারজা অপরাধ তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল ডা. আব্দুল কাদের মোহাম্মদ আল আমেরি বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোন শ্রমিককে তারা এই দেশে কর্মরত অবস্থায় চান না। কোনো অবৈধ সন্দেহভাজন অভিবাসীকে দেখলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud