পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জের মামলা খারিজে উচ্ছ্বসিত পাপন

ডেস্ক রিপোর্ট : সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজে রীতিমতো উচ্ছ্বসিত বিসিবি সভাপতি। একইসঙ্গে গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার শুধুই বিসিবির, এমন রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এমন রায়ে দেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে শীঘ্রই বোর্ডের নির্বাচনের আশ্বাস দিলেন বোর্ডপ্রধান।

মাঠের ক্রিকেটে সাম্প্রতিক বাংলাদেশের সাফল্যের মতোই আরেকটি সাফল্য এলো আদালত থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ারও শুধুই বিসিবির!

এমন রায়ে রীতিমতো উচ্ছ্বসিত বিসিবি সভাপতি। চার বছর মেয়াদী বর্তমান বিসিবি কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। সংশোধিত গঠনতন্ত্রে আদালত নির্বাচনের পক্ষে মত দিলেও শর্ত বেঁধে দিয়েছিল। তার বিরোধিতা করেই আপিল করে বিসিবি, অপেক্ষা ছিল চূড়ান্ত রায়ের।

সংশোধিত গঠনতন্ত্রে আদালতের অনাপত্তির পর নির্বাচন আয়োজনে আর কোন বাধা রইলো না বিসিবির। বোর্ড প্রধানের অঙ্গীকার পূর্ণাঙ্গ রায় পেলেই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন।

এদিকে, টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে প্রধান বিচারপতির এসকে সিনহারও। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ৫ বছরে আরো এগিয়ে যাবে দেশের ক্রিকেট।

আর ক্রিকেটের উন্নয়নে সবধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এমন প্রশংসা আর সহায়তার ঘোষণায় অভিভূত বিসিবি। সময়টিভি অনলাইন।

Posted in খেলাধুলা | Comments Off on গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জের মামলা খারিজে উচ্ছ্বসিত পাপন

বিসিবি আশাবাদী অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল আসবে

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় ও বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, স্মিথরা শেষ পর্যন্ত নাও আসতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নাকি এমন একটা ইঙ্গিতও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বিসিবি অবশ্য বলছে, এমন নেতিবাচক কোনো খবর পায়নি তারা।

বিসিবি এখনো আশাবাদী বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত সময়েই আসবে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার না আসার খবর মোটেও ঠিক নয়, এ সব উড়ো খবর। আমাদের বিশ্বাস, তারা নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে। তা ছাড়া অসি একটি পর্যবেক্ষকদল আগামী ২৫ জুলাই বাংলাদেশে আসছে।’

বিসিবির বিশ্বাস, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে তারা। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।’

বিসিবি আশাবাদী হলেও অস্ট্রেলিয়ান বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বটা এখনো মেটেনি। আর তার সমাধান না হলে বাংলাদেশ সফরটি অনিশ্চিত হয়ে যেতে পারে। কয়েক দিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে।

খেলোয়াড় ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটা চলছে বেশ কিছুদিন ধরে। ক্রিকেটারদের দাবি, বোর্ডের লভ্যাংশ দিতে হবে তাদের। সিএ যেটা দিতে রাজি না হওয়ায় নতুন চুক্তি স্বাক্ষর হয়নি এখনো। তাই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার না আসার সম্ভাবনা জোরালো হয়েছে বলে ইএসপিএন ক্রিকইনফোর ইঙ্গিত ছিল। যদিও বিসিবি তা উড়িয়ে দিয়েছে।

Posted in খেলাধুলা | Comments Off on বিসিবি আশাবাদী অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল আসবে

১ ওভারে ৬ ছক্কা রেকর্ড বুকে হোয়াটলি

স্পোর্টস ডেস্ক : দলের জয়ের জন্য তখন চাই ৫ ওভারে ৯৮ রান। কিছু একটা না করলেই নয়। রস হোয়াইটলি যা করলেন, সেটির নজির ক্রিকেট ইতিহাসেই বিরল। এক ওভারেই মারলেন ছয় ছক্কা! একটি ওয়াইডসহ ওই ওভার থেকে এসেছে ৩৭ রান।

রোববার ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েনিট ব্লাস্টে এই কীর্তি গড়েছেন হোয়াইটলি। ইয়র্কশায়ারের বিপক্ষে অবশ্য জেতাতে পারেননি উস্টারশায়ারকে। এক ওভারে ৩৭ রানের পরও হোয়াইটলির দল হেরেছে ৩৭ রানে।

হেডিংলিতে ডেভিড উইলির ৫৫ বলে ১১৮ রানের বিস্ফোরক ইনিংসে ইয়র্কশায়ার তুলেছিল ২৩৩ রান। উস্টারশায়ার তুলতে পারে ১৯৬।

উস্টারশায়ারের ওপেনার জো ক্লার্ক করেছেন ৩২ বলে ৫১। পাঁচে নেমে হোয়াইটলি ফিরেছেন ২৬ বলে ৬৫ করে। ৮ ছক্কার ইনিংসে এক ওভারেই মেরেছেন ৬টি ছক্কা।

ইনিংসের সেটি ১৬তম ওভার। ঝড় বয়ে যাওয়া বোলারের নাম কার্ল কারভার। টানা চারটি ছক্কা হজমের পর তরুণ বাঁহাতি স্পিনার পঞ্চম বলটি করেন ওয়াইড। পরের দুই বলে হোয়াইটলি মারেন আরও দুটি ছক্কা।

Posted in খেলাধুলা | Comments Off on ১ ওভারে ৬ ছক্কা রেকর্ড বুকে হোয়াটলি

ভারত-ইংল্যান্ডের শিরোপার লড়াই আজ

খেলা ডেস্ক : ১২ বছর আগে বিশ্বকাপ শিরোপা হাতের নাগালে এসেও সেটা নিতে পারেননি মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। লর্ডসের মঞ্চে কি কাটবে তাদের সেই আক্ষেপ? প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ভারতের মেয়েরা? নাকি রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার সুযোগে চতুর্থবার চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রবিবার ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে। নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে বেলা সাড়ে তিনটায় লর্ডসে স্বাগতিকদের মুখোমুখি হবে ভারতের মেয়েরা।
আত্মবিশ্বাসে দুই দলই সমানতালে এগিয়ে। কারণ সেমিফাইনালে দারুণ জয়ের স্মৃতি তাদের সঙ্গী। শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর হারমানপ্রীত কৌরেরর ১৭১ রানের অবিশ্বাস্য ইনিংসে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি ভারতের কাছে। ৩৬ রানের জয়ে ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠে দক্ষিণ এশিয়ার দলটি।
অবশ্য শিরোপা নির্ধারণী মঞ্চে অন্য কারণে বেশ এগিয়ে থাকছে ভারত। কারণ তাদের এবারের প্রতিযোগিতা শুরু হয়েছে ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে। ওই একটি হারের পর কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ১৯৭৩, ১৯৯৩ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ফাইনালেও। অধিনায়ক হিদার নাইট বিশ্বাস করেন, তার দলের আরও কিছু দেওয়ার আছে।

নিজেদের মাঠে নিজেরা বিজয়ের গান গাইতে চান হিদার, ‘এমন মুহূর্তটা আমরা জয়ে শেষ করতে চাই। এখনও একটি খেলা বাকি। যদি আমরা সবাই একসঙ্গে আসল পারফরম্যান্স করতে পারি তাহলে অধিনায়ক হিসেবে খুব খুশি হব। দারুণ খবর তৈরি হবে।’ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারের কথা মনে করিয়ে দিতেই ইংলিশ অধিনায়কের স্বীকারোক্তি, ‘ওই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, আমি সেটা স্বীকার করেছিলাম। কিন্তু আমরা অনেকে শিক্ষা নিয়েছি। কথা দিচ্ছি, রবিবার দারুণ একটা পারফরম্যান্স করব সবাই মিলে।’
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে আরেকটি ফাইনালের আগে রোমাঞ্চিত মিতালি। ভারতের অধিনায়কের বিশ্বাস, ২০০৫ সালের আক্ষেপ এবার কাটাতে পারবেন তিনি। বিশ্বকাপ শিরোপায় চুমু খেয়ে বিদায়ের প্রত্যাশা তার। মিতালি বলেছেন, ‘আমার ও ঝুলনের (গোস্বামী) জন্য এটা খুব বিশেষ। কারণ ২০০৫ সালের কেবল আমরা দুজন এখনও দলে আছি এবং মনে হচ্ছে যেন আবার সেই ২০০৫ সালে ফিরে যাচ্ছি।’
প্রতিপক্ষ নিজেদের ঘরের মাঠে খেলছে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ৩৪ বছর বয়সী অধিনায়ক। তবে দলের উৎসাহ-উদ্দীপনা তার বিশ্বাসকে করছে আরও দৃঢ়, ‘বিশ্বকাপ ফাইনালে উঠতে পেরে আমরা রোমাঞ্চিত। এ প্রতিযোগিতা যে সহজ হবে না সেটা জানতাম। কিন্তু মেয়েরা দলের প্রয়োজনে প্রত্যেক পরিস্থিতিতে এগিয়ে এসেছে। ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়। কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর পর আমি নিশ্চিত মেয়েরা প্রতিপক্ষের ঘরের মাঠে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’ ক্রিকইনফো, বিবিসি, এনডিটিভি

Posted in খেলাধুলা | Comments Off on ভারত-ইংল্যান্ডের শিরোপার লড়াই আজ

বাংলাদেশ সফর বাতিলও হতে পারে, বিসিবিকে অস্ট্রেলিয়ার বার্তা?

খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নাটকের যেন সমাপ্তিই হচ্ছে না। একের পর এক ঝামেলা যেন শেষই হচ্ছে না।বলতে গেলে শান্তি ফিরতে ফিরতেও ফিরল না অস্ট্রেলিয়ার ক্রিকেটে। দুই পক্ষ নতুন করে সমঝোতার উদ্যোগ নিয়ে আলোচনা বেশ কিছু দূর এগিয়ে এনেছিল। দ্রুতই সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে শোনাও যাচ্ছিল। কিন্তু আবারও ভেস্তে গেছে সব উদ্যোগ। নতুন করে ঝামেলায় পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। আর এতে আবারও নতুন করে শঙ্কায় পড়ল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। দুটি টেস্ট খেলতে ১৮ আগস্ট ঢাকার উদ্দেশে দেশ ছাড়ার কথা আছে স্মিথ-ওয়ার্নারদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) প্রধান অ্যালিস্টার নিকোলসনের মধ্যে চলা আলোচনা আবারও ভেস্তে গেছে কোনো ফলাফল ছাড়াই। দুই পক্ষ সেই আগের অবস্থানে এসে আটকে গেছে। এসিএ এখনো খেলোয়াড়দের লভ্যাংশের ভাগাভাগির আগের শর্তে অনড়। আর সিএ-ও নতুন প্রস্তাবিত মডেলের বাইরে বেশি ছাড় দিতে রাজি নয়।
এর ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন সংকটে পড়ছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করতে হয়েছে। ঘনিয়ে আসছে বাংলাদেশ সফরের সময়। আগামী মাসের শুরুতে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করার কথা আছে অস্ট্রেলিয়া দলের। এর চেয়েও বড় সংকটে সিএ পড়েছে স্পনসরদের সঙ্গে চুক্তি করতে গিয়ে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। যেকোনো সফরের আগে নিয়মমাফিক নিরাপত্তা পরিদর্শন হিসেবে সিএ এবং এসিএ দুই অংশের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আগামী সোমবার যে সফরের সূচি নির্ধারণ করা আছে। দুই পক্ষের আলোচনা যেহেতু চলছে, এর মধ্যে নিরাপত্তা পরিদর্শনের কাজটি সম্পন্ন করে রাখা হবে।
তবে, ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, সফর বাতিলও হতে পারে-এমন একটি প্রস্তুতি নিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেছে সিএ। এ ব্যাপারে বিসিবির বক্তব্য এখনো পাওয়া যায়নি।

কোনো ব্যাপারেই কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। তবে খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে, শিগগিরই সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা নেই। ১ জুলাই থেকে চুক্তিবিহীন হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ২৩০ জন ক্রিকেটার। বিশ্বকাপের জন্য সাময়িক চুক্তি করে খেলতে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। তাঁরাও সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর চুক্তির বাইরে চলে গেলেন। সংকট তাই আরও বাড়ল।

Posted in খেলাধুলা | Comments Off on বাংলাদেশ সফর বাতিলও হতে পারে, বিসিবিকে অস্ট্রেলিয়ার বার্তা?

অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে ভারত

কে এম হোসাইন : আইসিসি নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩৬ রানে জিতেছে ভারত। ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে ভারতীয় নারী ক্রিকেট দল।
দ্বিতীয় সেমিতে গতকাল ডার্বির কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালী রাজ। দুই ওপেনার স্মৃতি মান্দনা ও পুনম রাত যখন ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই বাধ সাধে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক দেরিতে শুরু হওয়া ম্যাচের আয়ু নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে নেমে আসে ৪২ ওভারে। ভারতের শুরুটা ভালো না হলেও পরে দারুণ ব্যাটিং প্রদর্শন করেন মিতালীর সতীর্থরা।

এবারের বিশ্বকাপে মিতালী শো চললেও এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি ভারতের অধিনায়ক। ওপেনার মান্দনা প্রথম ওভারেই মাত্র ৬ রানে আউট হন। এরপর মিতালী আউট হন ৩৬ রানে। হারমানপ্রিত কৌর দুর্দান্ত অপরাজিত ১৭১ রানের ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের দিকে নিয়ে যায়। ভি কৃষ্ণামূর্তির ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে ভারত।
জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শুরুতে বিএল মনিং ও এমএম ল্যানিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এলিস ভিলানি এবং পেরি ফিফটি রানের পার্টনারশিপ গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। গুয়াকাডের দুর্দান্ত বোলিংয়ে ক্যাচ দিয়ে ম্যাচে ফেরে ভারত।

গোস্বামী ও শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট দাঁড়াতে পারেনি অজিরা। এলিস ভিলানি আউট হওয়ার পরে কেউ আর ভালোমতো ক্রিজে দাঁড়াতে পারেনি। তবে শেষ দিকে ব্লাকওয়েলের ৫৬ বলে ৯০ রানের ঝড়ো ব্যাটিং অজিদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। শর্মার বলে তিনি বোল্ড হয়ে ফিরে গেলে অজিদের জয়ের আশা ফিকে হয়ে যায়।

Posted in খেলাধুলা | Comments Off on অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে ভারত

সাকিব, তামিম ও মিরাজ উড়াল দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

তিনজনই বাংলাদেশের তারকা ক্রিকেটার। এবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। খেলার জন্য অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তারা। এবার উড়াল দেওয়ার অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে প্রথমেই বিমানে চড়বেন মেহেদী হাসান মিরাজ। ২৭ জুলাই রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই ডান-হাতি অফ-স্পিনার।

এছাড়া জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল মাতাতে ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজে যাবেন সাকিব আল হাসান। তামিম ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এবারই প্রথম সিপিএলে খেলতে যাচ্ছেন মিরাজ। ৪ আগস্ট বসবে সিপিএলের আসর। মিরাজ খেলবেন শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইটরাইডার্সের হয়ে। অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের পরিবর্তে জায়গা পেয়েছেন তিনি। হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন, কেভন কুপার-ব্র্যান্ডন ম্যাককালামরা রয়েছেন এই দলে। মিরাজের দল ত্রিনবাগো নাইটরাইডার্স প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের মুখোমুখি হবে। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যেতে পেরে দারুণ খুশি মিরাজ।

অস্ট্রেলিয়া সিরিজের আগে দেশে ফিরতে হবে মিরাজকে। ১৫ আগস্ট পর্যন্ত ত্রিনবাগো নাইটরাইডার্সের হয়ে খেলতে পারবেন তিনি। সেক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাকিবও। বিশ্বের শীর্ষ এই অলরাউন্ডার তৃতীয়বারের মতো সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন।

Posted in খেলাধুলা | Comments Off on সাকিব, তামিম ও মিরাজ উড়াল দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই: বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ জুলাই এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ যাত্রী পরিবহন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় আরও উপস্থিত ছিলেন, বিমান মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব)-এর নেতারা।

রাশেদ খান মেনন বলেন, ‘এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজ করতে যাবেন। তাদের মধ্যে ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্সে এবং বাকি যাত্রী বাংলাদেশ বিমানে যাবেন। আগামী ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধন করবেন। ২৪ জুলাই সকালে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ২৬ জুলাই সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এবছর মোট ১৭৭টি ফ্লাইট হজ যাত্রীদের বহন করবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৪৪টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি। হজ পালন শেষে জেদ্দা থেকে প্রথম ফ্লাইট ৬ সেপ্টেম্বর এবং সর্বশেষ হজ ফ্লাইট ৫ অক্টোবর বাংলাদেশে আসবে। হজ যাত্রীদের নিয়ে ১৬৯টি ফ্লাইট ঢাকায় আসবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৩৯টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।’

তিনি আরও বলেন, ‘এবারের বাজেটে এক্সিট ডিউটি ও আইও ট্রাক্স বাড়ানোয় ভাড়া গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে যমযম কূপের পানি পরিবহনের জন্য বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। টোকেনের মাধ্যমে হাজিরা এ পানি সংগ্রহ করতে পারবেন। আর সিট চেকিং বাবদ এজেন্সিগুলো যে ফি নিয়েছে, তা ফেরত দেওয়া হবে। কারণ এবছর সিট চেকিং হবে না।’
বিমানমন্ত্রী বলেন, ‘বিমান যেন খালি না যায়, সেজন্য এ বছর ৫০ শতাংশ ভাড়া অগ্রিম নেওয়া হচ্ছে। এবার বিমানও বোডিং পাস দেবে। আর চারটি বিশেষ ফ্লাইট মদিনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে ‘

তিনি আরও বলেন, ‘টিকিট নিয়ে হাব এবং অ্যাটাব যদি কোনও সিন্ডিকেট করে এবং তা যদি প্রমাণিত হয়, তবে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রলি ব্যাগ ক্রয় বাবদ কোনও প্রকার দরপত্র আহ্বান ছাড়া হাব নেতাদের কাছে ১০ কোটি টাকা হস্তান্তর করেছে ধর্মমন্ত্রণালয়। এটি কোনও বিধানে করা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘এটি আমার বিষয় না, এটি ধর্মমন্ত্রণালয়ের বিষয়।’

তবে ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন বলেন, ‘বুধবার ধর্মমন্ত্রণালয়ে এ সম্পর্কিত একটি সভা আছে। সেখানে এর জবাব দেওয়া হবে।’

Posted in খেলাধুলা, সারা দেশ | Comments Off on প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই: বিমানমন্ত্রী

‘পেশাদারিত্বের কারণেই কুমিল্লার নতুন অধিনায়ক তামিম’

আসছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন প্লেয়ার ও অধিনায়ক হিসেবে খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

পেশাদারিত্বের কারণেই এবার মাশরাফিকে ছেড়ে তামিমকে আইকন ক্রিকেটার করা হয়েছে বলে জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল। সেই সাথে এবার কুমিল্লার কোচের দায়িত্বে থাকবেন লোকাল বয় মো: সালাউদ্দিন।

এদিকে, গেলো দুই বছর ধরে কুমিল্লায় খেলা আরেক ওপেনার ইমরুল কায়েসকে বিপিএল গভর্নিং কাউন্সিল আইকন ক্রিকেটার বানানোর চেষ্টা করলেও তাকে ছাড়তে নারাজ ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫ মৌসুমে বিপিএলে নাম লিখিয়েই মাশরাফির নেতৃত্বে চমক দেখিয়ে ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেলো মৌসুমে আশানুরূপ ফল পায়নি দলটি। তাই এবার হারানো মুকুট জয়ে বদ্ধ পরিকর কুমিল্লা।

আসছে মৌসুমে কুমিল্লার জার্সিতে মাশরাফির বদলে নতুন আইকন ও অধিনায়ক হিসেবে দেখা যাবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। পেশাদারিত্বের কারণে মাশরাফিকে ছেড়ে তামিমকে নিয়ে এবার দল গুছিয়েছে ভিক্টোরিয়ান্স। সেই সাথে কোচ হিসেবে এবার যোগ দিয়েছেন কুমিল্লার লোকাল বয় মো: সালাউদ্দিন।

গেলো দুই আসর ধরে নন আইকন কোটায় কুমিল্লার হয়ে খেলা ইমরুল কায়েসকে এবার আইকন ক্রিকেটার বানানোর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজনের বেশি আইকন ক্রিকেটার রাখতে পারবে না দলে। কিন্তু দুই মৌসুম ধরে কুমিল্লায় খেলা ইমরুলকে ছাড়তে নারাজ দলটি।

বিপিএল চলাকালীন সময়ে সাউথ আফ্রিকায়ও চলবে তাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। যার ফলে বিদেশী ক্রিকেটারদের দলে ভেড়াতে বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারপরও দেশী ক্রিকেটারদের সাথে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ বিদেশী ক্রিকেটার।

হারানো মুকুট ফিরে পেতে বেশ আট-ঘাট বেধেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন মৌসুমে তারা কতটা সফল হয় তা অবশ্য বলে দিবে মাঠের খেলাই।

Posted in খেলাধুলা | Comments Off on ‘পেশাদারিত্বের কারণেই কুমিল্লার নতুন অধিনায়ক তামিম’

ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন রবি শাস্ত্রী?

অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে রবি শাস্ত্রীকে বেছে নেয় শচিন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলি-ভিভিএস লক্ষণেদের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর হাতেই থাকবে ভারতীয় দলের দায়িত্ব।

কোচ নিয়োগ নিশ্চিত হলেও শাস্ত্রীর বেতন এখনো নির্ধারণ হয়নি। কোহলিদের কোচ হিসেবে শাস্ত্রীর বেতন যে মোটা অঙ্কেরই হবে, সেটা অনুমিতই। তবে অঙ্কটা ঠিক কত, সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের একজন চাকুরে, তার বেতন তো আর হুট করেই নির্ধারণ করা যায় না! কোচ শাস্ত্রীর বেতন নির্ধারণের জন্য তাই গঠন করা হয়েছে চার সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি।
ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি (সিওএ) শনিবার শাস্ত্রির বেতনের বিষয়টি ঠিক করার জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়েই গঠন করা হয়েছে কমিটি।

বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সি কে খান্না, প্রধান নির্বাহী রাহুল জোহরি, সিওএ-র সদস্য দিয়ানা এদুজি এবং বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীকে নিয়ে গড়া কমিটি ১৯ জুলাই বৈঠকে বসবেন। প্রথমত তারা নিজেরাই আলোচনা করবেন।

এরপর ২২ জুলাই সিওএ-র সঙ্গে কথা বলে ঠিক করবেন, ঠিক কত টাকা বেতন পাবেন প্রধান কোচ। নতুন বোলিং কোচ জহির খান এবং ব্যাটিং পরামর্শক রাহুল দ্রাবিড়ের বেতনও নির্ধারণ করা হবে তখনই। যদিও এই দুজনের নিয়োগকে এখনো অনুমোদন দেয়নি সিওএ।
ভারতের নতুন কোচকে তাই নিজের বেতনের অঙ্কটা জানতে হবে শ্রীলঙ্কায় বসে। ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি-পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৯ জুলাই-ই যে শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছে ভারত। নতুন কোচ হিসেবে এরই মধ্যে সিওএ-র অনুমোধন পেয়ে যাওয়া শাস্ত্রিও ১৯ জুলাই শ্রীলঙ্কায় যাচ্ছেন কোহলিদের সঙ্গে।

তবে নতুন বোলিং কোচ জহির খান ও ব্যাটিং পরামর্শক রাহুল দ্রাবিড় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। ২৬ জুলাই গল টেস্ট দিয়ে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের লম্বা সফর।

Posted in খেলাধুলা | Comments Off on ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন রবি শাস্ত্রী?

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud