পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই: বিমানমন্ত্রী

Posted on July 18, 2017 | in খেলাধুলা, সারা দেশ | by

ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ জুলাই এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ যাত্রী পরিবহন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় আরও উপস্থিত ছিলেন, বিমান মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব)-এর নেতারা।

রাশেদ খান মেনন বলেন, ‘এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজ করতে যাবেন। তাদের মধ্যে ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্সে এবং বাকি যাত্রী বাংলাদেশ বিমানে যাবেন। আগামী ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধন করবেন। ২৪ জুলাই সকালে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ২৬ জুলাই সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এবছর মোট ১৭৭টি ফ্লাইট হজ যাত্রীদের বহন করবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৪৪টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি। হজ পালন শেষে জেদ্দা থেকে প্রথম ফ্লাইট ৬ সেপ্টেম্বর এবং সর্বশেষ হজ ফ্লাইট ৫ অক্টোবর বাংলাদেশে আসবে। হজ যাত্রীদের নিয়ে ১৬৯টি ফ্লাইট ঢাকায় আসবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৩৯টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।’

তিনি আরও বলেন, ‘এবারের বাজেটে এক্সিট ডিউটি ও আইও ট্রাক্স বাড়ানোয় ভাড়া গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে যমযম কূপের পানি পরিবহনের জন্য বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। টোকেনের মাধ্যমে হাজিরা এ পানি সংগ্রহ করতে পারবেন। আর সিট চেকিং বাবদ এজেন্সিগুলো যে ফি নিয়েছে, তা ফেরত দেওয়া হবে। কারণ এবছর সিট চেকিং হবে না।’
বিমানমন্ত্রী বলেন, ‘বিমান যেন খালি না যায়, সেজন্য এ বছর ৫০ শতাংশ ভাড়া অগ্রিম নেওয়া হচ্ছে। এবার বিমানও বোডিং পাস দেবে। আর চারটি বিশেষ ফ্লাইট মদিনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে ‘

তিনি আরও বলেন, ‘টিকিট নিয়ে হাব এবং অ্যাটাব যদি কোনও সিন্ডিকেট করে এবং তা যদি প্রমাণিত হয়, তবে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রলি ব্যাগ ক্রয় বাবদ কোনও প্রকার দরপত্র আহ্বান ছাড়া হাব নেতাদের কাছে ১০ কোটি টাকা হস্তান্তর করেছে ধর্মমন্ত্রণালয়। এটি কোনও বিধানে করা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘এটি আমার বিষয় না, এটি ধর্মমন্ত্রণালয়ের বিষয়।’

তবে ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন বলেন, ‘বুধবার ধর্মমন্ত্রণালয়ে এ সম্পর্কিত একটি সভা আছে। সেখানে এর জবাব দেওয়া হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud