পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

খেলা ডেস্ক : ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ছয়টি আরব দেশ সৌদি আরব, ইয়েমেন, মরিটানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
উল্লেখ্য, এ ছয়টি দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ছয়টি দেশ ফিফা কোড এর আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে। ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবি, মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন বলে সূত্রটি জানিয়েছে। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজী হয়নি। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন,
ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।

এদিকে মিসরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছেন তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।
এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেয়া হয়েছিল।

Posted in খেলাধুলা | Comments Off on কাতার বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

বছর ছয়েক আগে তেড়েফুরেই এসেছিলেন। বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়েই নিজের নামটি বসিয়ে দেন নির্ভরযোগ্য ক্রিকেটারদের তালিকায়। নাম হয়ে ওঠে মি. ফিনিশার। প্রতি ম্যাচেই ব্যাট হাতে দলকে পথ দেখাতে বেশ পটু হয়ে ওঠেন নাসির হোসেন। কিন্তু এই ধারায় বেশি পথ পাড়ি দেওয়া হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের।

২০১৫ সালের শেষের দিকে এসে বাংলাদেশ দলে একেবারেই অনিয়মিত হওয় পড়েন নাসির। দলে জায়গা পাওয়াটাই হয়ে ওঠে স্বপ্নের মতো। ২০১৫ সালের নভেম্বরের পর বাংলাদেশের হয়ে মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন নাসির। সেই দশা এখনো কাটেনি তার। এখনো দলে অনিয়মিত নাসির। তবে শুরু থেকেই পাওয়া জনপ্রিয়তা ঠিকই আছে তার।

যদিও এই জনপ্রিয়তার কারণেই নাকি নাসিরকে নিয়ে এত আলোচনা। এমন ব্যাখ্যা নাসিরেরই। দলে জায়গা হোক আর না হোক নাসির ঠিকই আলোচনায় থাকেন। কখনো ভক্তদের আলোচনায়। আবার কখনো ক্রিকেট বোর্ডের সমালোচনায়। শৃংখলাভঙ্গ, অনিয়মসহ আরো কিছু বিষয়ে নাম জড়িয়েছে তার। নাসির অবশ্য এসবে কান দেন না। তার মতে যাদের নাম হয়, তাদের বদনামও থাকে।

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার বোরবার মিরপুরে অনুশীলন শেষে বলেন, ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটা সত্য কথা। আপনি আমাকে এক চোখে দেখবেন, আরেকজন আমাকে আরেক চোখে দেখবে। আমার চোখ দিয়ে তো আমি সবাইকে এক চোখে দেখতে পারবো না।’

মি. ফিনিশারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা প্রত্রিকায় আলোচনা-সমালোচনা দেখা যায়। কিন্তু নাসির নাকি পত্রিকাই পড়েন না। ফেসবুকও তার কাছে গুরুত্বপূর্ণ নয়, ‘সত্যি বলতে আমি পেপার পড়ি না। ফেসবুক থাকা না থাকা একই কথা। শুধু তো সবার ব্যক্তিগত নিউজ আর নিউজ। আপনি যখন খেলাধুলা করেন তখন এসব নিউজ আপনার মাথায় থাকে না। খেলার বাইরে মাঝে মাঝে আসে কথাগুলো। খেলার মধ্যে এসব জিনিস আসে না।’

নাসিরকে দলে না নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন ক্রিকেটমোদীরা। প্রায় প্রতি সিরিজের আগেই নাসির নাসির রব ওঠে। ভক্তদের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসাকে বড় করে দেখেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক দলে থাকা নাসিরও ভক্তদের বিশ্বাসের প্রতিদান দিতে চান।

নাসির বলছেন, ‘আমি জানি না কেন মানুষ আমাকে ভালোবাসে। এটা মানুষের কাছ থেকে আমার বড় পাওয়া। এ জিনিসটা সবাই পায় না। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা আমার ওপর যে বিশ্বাস রাখে, অনেক আশা করে, আমি চেষ্টা করবো সেই বিশ্বাস ও আশাটা রাখার জন্য।’

Posted in খেলাধুলা | Comments Off on যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

বিশ্ব যুব অ্যাথলেটিকসে বাংলাদেশের জহিরের কীর্তি

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার বাইরের কোনও গেমসে গেলেই বাংলাদেশের অ্যাথলেটরা হারিয়ে ফেলেন নিজেদের। গত কয়েক বছরে ব্যর্থতার চিত্রটাই এসেছে ফিরে ফিরে। অতীতের সেই দৃশ্যগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে নাইরোবিতে কীর্তি গড়লেন মোহাম্মদ জহির রায়হান। কেনিয়ার শহরটিতে বসেছে বিশ্ব যুব অ্যাথলেটিকসের আসর, সেখানেই ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই অ্যাথলেট।
বুধবার হিটে তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটারের সেমিফাইনালে। এই কীর্তি গড়ার পথে জহির আবার নিজের রেকর্ড লিখেছেন নতুন করে। দৌড় শেষ করতে সময় নিয়েছেন তিনি ৪৮.০০ সেকেন্ড, যা তার ক্যারিয়ারসেরা টাইমিং। হিটে তার গ্রুপে তৃতীয় হলেও সবমিলিয়ে ১৪তম হয়েছেন জহির। নিয়ম অনুযায়ী হিটে প্রত্যেক গ্রুপের সেরা তিনজন জায়গা পায় পরের রাউন্ডে, সেই হিসেবে নিজেদের গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেন ১৭ বছর বয়সী এই অ্যাথলেট।

১৯৯৮ সালের বিশ্ব যুব গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফি সবশেষ বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন কোনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ১৯ বছর পর আবারও সেই মুহূর্ত ফিরিয়ে আনলেন জহির ৪০০ মিটারের সেমিফাইনাল নিশ্চিত করে। এ জন্য কাফি গর্ব করতেই পারেন, খেলোয়াড়ের পর এবার কোচ হিসেবে যে বাংলাদেশের অ্যাথলেটিকসে আরেকটি সুন্দর দিন উপহার দিলেন তিনি।
গেল মাসে ব্যাংককের এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ৪৯.১২ সেকেন্ড সময় নিয়ে নাইরোবির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিলেন জহির। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি। হিটে নিজের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে।

Posted in খেলাধুলা | Comments Off on বিশ্ব যুব অ্যাথলেটিকসে বাংলাদেশের জহিরের কীর্তি

আক্রমণের ঘটনা সত্য নয়: তামিম

খেলা ডেস্ক : আট ম্যাচ খেলার কথা থাকলেও এক ম্যাচ খেলেই এসেক্স থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। যার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছিল তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। কিন্তু এ বিষয়টিকে সরাসরি নাকচ করে দিয়েছেন তামিম ইকবাল।

নিজের অফিসিয়াল ফেসবুকে তামিম লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে ব্যক্তিগত কারণেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে আমাদের আক্রমণ করা হয়েছিল। এটা সত্য নয়। কারণ ক্রিকেট খেলতে আমার প্রিয় দেশটি হলো এই ইংল্যান্ড আর এসেক্স আমার প্রতি যথেষ্ট খেয়াল রেখেছে। কিন্তু তারপরেও আমাকে ফিরে আসতে হয়েছে। আমার ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানাই যে তারা আমার জন্য এত খোঁজ খবর নিয়েছেন। ইংল্যান্ডে ভবিষ্যতে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

এর আগে বিসিবির এক বোর্ড পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেন।’

আক্রমণকারীদের হাতে এসিড ছিল বলেও শুনেছেন তিনি। কাউন্টি দল এসেক্সও তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে এসেক্স ছেড়েছেন তামিম। সূত্রের ধারণা, ‘তামিমের স্ত্রী হিজাব পরেন। হয়তো সে কারণেই তাদের লক্ষ্য করা হয়েছে।’ তবে ঘটনাটা লন্ডনের ঠিক কোন জায়গায় ঘটেছে, সেটা নির্দিষ্ট করে জানাতে পারেনি কোনও সূত্র-ই। আর এই খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমও। ডেইলি মেইল ও বিবিসিও প্রকাশ করেছে তামিমের খবর। এসিড আক্রমণের কথা সেখানেও বলা হয়েছে।

গত ৭ জুলাই এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে যান তামিম, সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে। পরিবার নিয়ে থাকতে লন্ডনে এক মাসের জন্য একটি বাসাও ভাড়া নিয়েছিলেন তিনি।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in খেলাধুলা | Comments Off on আক্রমণের ঘটনা সত্য নয়: তামিম

টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু

আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকা সফর। এরপর বিপিএল শেষ হতে না হতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। দেশের মাটিতে খেলা শেষে মাশরাফি-সাকিবরা যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। আগামী বছরের  জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা টাইগারদের। সব মিলিয়ে ক্রিকেটারদের কঠিন ব্যস্ততায় কাটবে সামনের মৌসুম।

প্রচুর ম্যাচ থাকায় ক্রিকেটারদের ফিট থাকা খুব কঠিন। তাই এই ফিটনেস ক্যাম্পের মাধ্যমেই সেই কঠিন কাজটি সহজ করে রাখবে টাইগাররা। আর অস্ট্রেলিয়া সিরিজের আগে দীর্ঘ এই বিরতিটাকেই কাজে লাগাচ্ছে বিসিবি। এমনিতে কোনও সিরিজ শুরু হওয়ার আগে কিছুদিন ফিটনেস ক্যাম্প করে থাকে মাশরাফিরা। এবার দীর্ঘ সময় নিয়ে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। আগামী কয়েক সপ্তাহ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। এরপর শুরু হবে স্কিল অনুশীলন।

সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ২২ ক্রিকেটার নিয়ে ভিল্লাভারায়েন তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। ঈদের আগে ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন ২২ জন। তামিম ইকবাল টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে। অন্যদিকে লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও তানবীর হায়দার এইচপি দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল হোসেন।   

Posted in খেলাধুলা | Comments Off on টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু

আজ মাঠে ফিরছে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। এই সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের সামনে তাই কঠিন পরীক্ষা। যে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে, কন্ডিশনিং ক্যাম্প দিয়ে। এদিন সকাল ৯টায় জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় ভিল্লাভারায়েনের কাঁধেই আপাতত ক্যাম্পের দায়িত্ব।

ঈদের আগে ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও সোমবার ক্যাম্পে যোগ দিচ্ছেন ২২ জন। তামিম ইকবাল টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে। অন্যদিকে লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও তানভীর হায়দার এইচপি দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল হোসেন।  
কোচিং স্টাফদের মধ্যে শুধু ভিল্লাভারায়েন আছেন বাংলাদেশে। বিসিবি সূত্রে জানা গেছে, ২৮ জুলাই হাথুরুসিংহের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা। প্রধান কোচ ফেরার পরই অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ঈদুল আজহার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে। সেপ্টেম্বরের মাঝামাঝি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা।
ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।

Posted in খেলাধুলা | Comments Off on আজ মাঠে ফিরছে টাইগাররা

গোল্ডেন বল পেলেন ড্রাক্সলার

কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে জার্মানি। যাতে জার্মান অধিনায়ক হুলিয়ান ড্রাক্সলার হয়েছেন টুর্নামেন্ট সেরা। তিনি পেয়েছেন গোল্ডেন বল আর টপ স্কোরার হওয়ায় গোল্ডেন শু পেয়েছেন টিমো ওয়ার্নার। 

টুর্নামেন্টে সিলভার বল পেয়েছেন চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেস আর ব্রোঞ্জ বল পেয়েছেন জার্মানির লিও গোরেতকা। এই তারকার ভাগ্যে জুটেছে সিলভার বুটের পুরস্কারও। অবশ্য তাকে সেটি ভাগ করতে হচ্ছে আরেক তারকা স্টিন্ডলের সঙ্গে। কারণ সমান একই সংখ্যক গোল করেছেন দুজন।

চিলির রক্ষণে প্রহরীর কাজটি দুর্দান্তভাবে করে অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস জিতেছেন চিলির গোলকিপার ক্লাদিও ব্রাভো। গ্রুপ পর্বের দুই খেলা চোটের কারণে খেলতে পারেননি। কিন্তু কঠিন ম্যাচগুলোতে ফিরেই নিজের জাত চিনিয়েছেন। বিশেষ করে সেমিফাইনালে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বাঁচিয়েছিলেন। পর্তুগালের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটের তিনটি প্রচেষ্টাই ব্যর্থ করে দেন এই তারকা। আর তাতেই ফাইনালে উঠে চিলি। এছাড়া ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে শিরোপা জয়ী জার্মানি। 

Posted in খেলাধুলা | Comments Off on গোল্ডেন বল পেলেন ড্রাক্সলার

হোল্ডারের কাছে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকেই নিজেদের ছায়া হয়ে রয়েছে ভারত। বিশ্বের শক্তিশালী ব্যাটিং লাইন আপের এই দল এখন একেবারেই ছন্নছাড়া! যার প্রমাণ অ্যান্টিগায় চতুর্থ ওয়ানডেতে করে দেখিয়েছে সফরকারীরা। র‌্যাংকিংয়ের নিচের দিকে যুদ্ধ করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে চমক দেখেছে বিরাট কোহলির দল। লো স্কোরিং ম্যাচে মাত্র ১১ রানে হেরে গেছে ভারত।

ক্যারিবীয়দের ১৮৯ রানের জবাবে খেলতে নেমে নিজেদের ব্যাটিং দৈন্যতার প্রমাণ দিয়েছে ভারতীয়রা। ১৬ বছরে এবারই প্রথম ধীর গতির হাফসেঞ্চুরি করলেন মহেন্দ্র সিং ধোনি। আর ওপেনার আজিঙ্কা রাহানের ৬০ রান ছাড়া আর কেউই সেভাবে প্রতিরোধ দিতে পারেননি। সবাই ছিলেন ব্যর্থ। ভারত গুটিয়ে যায় ১৭৮ রানেই!
ক্যারিবীয়দের তরুণ অধিনায়ক হোল্ডার ছিলেন বোলিংয়ে সফল। ৯.৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া কেসরিক উইলিয়ামসও ছিলেন মিতব্যয়ী। ধোনিকে ভুগিয়েছেন বেশি। ৪০ ওভারের পর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন। আর নিজের শেষ দিকের ওভারেই ধোনিকে ফিরিয়ে জয় দ্রুতগামী করেন ক্যারিবীয় এই পেসার।

এর আগে টস জিতে নিজেরাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে নিজেদের শুরুটাই ভালো ছিল দুই ওপেনার এভিন লুইস ও কাইল হোপের। এই জুটিতেই আসে ৫৭ রান। ১৮তম ওভারে হার্দিক পান্ডিয়া ভেঙে দেন হুমকি হয়ে উঠা এই জুটি। ৩৫ রানে বিদায় নেন হোপ। কিছুক্ষণ পরে লুইসও বিদায় নেন কুলদিপের স্পিনে।

এরপর প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছিল অনেকেই। কিন্তু দীর্ঘ হয়নি কারও ইনিংস। শাই হোপ ২৫, রোস্টন চেজ ২৪ ও জেসন মোহাম্মদ ২০ রান করেন উল্লেখযোগ্য। অধিনায়ক হোল্ডার ১১ রানেই ফেরেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৯ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচসেরা হন হোল্ডার। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

Posted in খেলাধুলা | Comments Off on হোল্ডারের কাছে হারলো ভারত

কনফেডারেশন কাপ : চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রস্তুতিটা চমৎকারভাবে সেরে রাখল। ছয় মহাদেশের চ্যাম্পিয়নরা পেরে উঠল না ‘তরুণ’ জার্মানির কাছে। পরীক্ষামূলক একটি দল নিয়ে ধাপে ধাপে ফাইনালে উঠে সেখানেও সফলতার মুখ দেখল ইওয়াখিম ল্যোভের শিষ্যরা। রবিবার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারিয়ে ফিফা কনফেডারেশনস কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জার্মানি।

জার্মানির তারকা খেলোয়াড়দের ছাড়া এ টুর্নামেন্টে বড় ঝুঁকিই নিয়েছিলেন ল্যোভ। কিন্তু তরুণ খেলোয়াড়রা তার আস্থার প্রতিদান দিলেন দারুণভাবে। ফাইনালের আগে কেবল চিলি তাদের বিপক্ষে হার এড়াতে পেরেছিল। গ্রুপে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। এর পুনরাবৃত্তি হলো না ফাইনালে। তাই নির্ধারিত সময়ে শেষ হলো ম্যাচ, আর শিরোপা হাতে দেশে ফিরল বিশ্বসেরা দল।

বল দখলে হোক বা আক্রমণে হোক, প্রথম ১৫ মিনিট দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল চিলি। জার্মানির রক্ষণভাগ ছিল খানিকটা নড়বড়ে। এ সুযোগে আরতুরো ভিদাল, অ্যালেক্সিস সানচেজ ও ভারগাস আক্রমণে ছিলেন বেশ সক্রিয়। কিন্তু তারা কেউ পরাস্ত করতে পারেননি জার্মান গোলরক্ষক আন্দ্রে-টের স্টেগেনকে।

বরং ২১ মিনিটে রক্ষণের ভুলের বড় মাশুল দিতে হয় চিলিকে। মার্সেলো দিয়াজ বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের ভেতরে ঠেলে দেন। খুব কাছ থেকে বল পায়ে পান টিমো ওয়ার্নার। আরবি লিপজিগ স্ট্রাইকার ক্লাউদিও ব্রাভোকে বোকা বানিয়ে বাঁ-প্রান্তে বল দেন, খালি জালে গোল করেন স্টিন্ডল।

আর ফিরে তাকাতে হয়নি জার্মানিকে। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। হুলিয়ান ড্রাক্সলার ও গোরেৎকা প্রথমার্ধে কয়েকবার মেক্সিকানদের হুমকির মুখে ফেলেন। ড্রাক্সলারের ৩৭ মিনিটে শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৪৫ মিনিটে আবারও চিলির ভুলে বল পায়ে পেলেও ব্রাভোর জন্য লক্ষ্যভেদ করতে পারেননি গোরেৎকা।

দ্বিতীয়ার্ধে সমানতালে লড়েছে দু’দল। তবে শেষ ১৫ মিনিট চিলি কয়েকটি সুযোগ পেয়েছিল। ৭৫ ও ৭৬ মিনিটে ভারগাস ও ভিদাল সমতা ফেরানোর সুযোগ পেলেও ব্যর্থ হন। ৮৫ মিনিটে খালি জাল পেয়েও সাগাল বল পাঠিয়ে দেন আকাশের দিকে! ইনজুরি সময়ে ফ্রিকিকে সানচেজের বাঁকানো শট বুদ্ধিদীপ্ত চেষ্টায় রুখে দেন টের স্টেগেন। মিনিটখানেক পর বাজে ম্যাচ শেষের বাঁশি। উল্লাসে ফেটে পড়ে তরুণ জার্মানি, যারা বিশ্বকাপের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখল। গোল, ইএসপিএনএফসি

Posted in খেলাধুলা | Comments Off on কনফেডারেশন কাপ : চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

চুক্তি ছাড়া বাংলাদেশ সফরে আসবে না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : গতকাল থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেকার। তারা আর জাতীয় দলের ক্রিকেটার নন। শুধু জাতীয় দলের কেন, ‘এ’ দল থেকে শুরু করে পুরো দেশের প্রায় ২৩০’র বেশি ক্রিকেটার এখন বেকার। তারা আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। চুক্তির বাইরে তারা শুধুই অস্ট্রেলিয়ান নাগরিক। এ পরিস্থিতিতে ক্রিকেট সম্পর্কিত কোনো দেশ সফরে যাবে না বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানিয়ে দিয়েছে তারা।

পারিশ্রমিক সংক্রান্ত বিরোধের জের ধরে ৩০ জুনের মধ্যে সিএ’র নতুন চুক্তিতে স্বাক্ষর করেনি স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। এর ফলে ১ জুলাই থেকেই তারা বেকার। ক্রিকেটারদের পক্ষে সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। কিন্তু চুক্তি না হওয়ায় এখন ক্রিকেটাররা আর কোনো সফরে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

ক্রিকেটারদের এই অনড় অবস্থানের কারণে হুমকিতে পড়ে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগস্টের ১৮ তারিখ ঢাকা আসার কথা রয়েছে স্টিভেন স্মিথদের। তবে, বাংলাদেশ সফরের আগে সবচেয়ে ক্ষতির সম্মুখিন যে সফর, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। সপ্তাহ খানেক পরই দক্ষিণ আফ্রিকা সফর ‘এ’ দলের।

কিন্তু ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা ছাড়া তারা কোনো সফরে যাবে না। তবে, সোমবার থেকে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে যে ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে, সেটাতে অংশ নেবে তারা। ট্রেনিং ক্যাম্পে অংশ নিলেও সফরে যাওয়া না যাওয়া এখন পুরোপুরি ভবিষ্যতের ওপর তুলে রাখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এই সিদ্ধান্তটা নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি। তবে, চুক্তিতে স্বাক্ষর করা না করার বিষয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৈঠকে বসেছেন ক্রিকেটাররা। পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটাররাও অংশ নেন এই বৈঠকে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ এখন ছুটি কাটাতে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি বৈঠকে ফোন কলের মাধ্যমে কথা বলেন।

বৈঠকের উদ্দেশ্য ছিল, দুই পক্ষই যেন খুব কম সময়ের মধ্যে মাঝামাঝি অবস্থানে এসে একটা সমাধানসূত্রে পৌঁছাতে পারে। এখানেই সিদ্ধান্ত নেয়া হয়, চুক্তির ভেতরে যারা ছিল কিংবা যারা বাইরে ছিল- কেউই সমঝোতা স্মারক নিশ্চিত না হওয়া ছাড়া কোনো সফরে অংশ নেবে না।

বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররা অবশ্য জানিয়েছে, কোনো ক্রিকেট ম্যাচে অংশ না নিলেও তারা পুরনো চুক্তি অনুযায়ী ট্রেনিং ক্যাম্পগুলোতে অংশ নেবেন। সমঝোতা স্মারকে যেন ক্রিকেটাররা স্বাক্ষর করেন, সে জন্য শুক্রবার নতুন প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবই ক্রিকেটারদের বৈঠকে আলোচনা করা হয়; কিন্তু আলোচনার ফল শূন্য। তাদের দাবি ক্রিকেট অস্ট্রেলিয়াকে মানতেই হবে। না হয় তারা চুক্তিতে সই করবে না।

সঙ্কট মূলতঃ বেতন কাঠানো নিয়ে। দুই দশক ধরে চলে আসা বেতন কাঠামো অনুযায়ী বোর্ডের লভ্যাংশের একটা অংশ আনুপাতিক হারে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয় চুক্তিবদ্ধ জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারদের। কিন্তু পুরনো এই নিয়ম পরিবর্তন করে নতুন কাঠামোতে বেতন-ভাতা নির্ধারণের নতুন প্রস্তাব দেয় সিএ। লভ্যাংশের একটি অংশ ভাগ করে দেওয়া হবে শুধু কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের, যেটির সংখ্যা হবে মাত্র ২০ জন।

বোর্ডের মতামত হলো, ঘরোয়া ক্রিকেটাররা যেহেতু বোর্ডের আয়ে তেমন কোনো অবদান রাখতে পারে না, তাই লভ্যাংশের ভাগীদারও তারা হতে পারে না। ঘরোয়া ক্রিকেটারদের বদলে ওই টাকা বোর্ড খরচ করতে চায় তৃণমূল ক্রিকেটে। ক্রিকেটারদের আপত্তির জায়গা এখানেই। তাদের দৃষ্টিতে, এটি ঘরোয়া ক্রিকেটারদের জন্য অপমানজনক।

পুরনো নিয়মেই রাজস্ব আয়ের অংশ ঘরোয়া ক্রিকেটারদের মধ্যেও ভাগ করে দিতে হবে। তাহরে সবার সম্মানই রক্ষা হয়। নতুন প্রস্তাবে তারা তৃণমূল পর্যায়ে ব্যায় কমিয়ে ক্রিকেটারদের জন্য লভ্যাংশ ভাগ করার কথা বলা হয়। কিন্তু তাতেও রাজি নন ক্রিকেটাররা। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বলছে, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছেছি। কোনো পুরুষ এবং নারী ক্রিকেটার চুক্তি স্বাক্ষরছাড়া অস্ট্রেলিয়ার হয়ে খেলবো না। তাদের প্রস্তাবমতো হয়তো আমরা কয়েকজন চুক্তিতে আবদ্ধ হয়ে খেলবো, বাকিরা তো চুক্তির বাইরে চলে যাবে। এটা হতে পারে না। সিএ চায় ভাগ করো এবং শাসনকো নীতি। ক্রিকেটাররা সবাই আশাবাদী, বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ চিন্তার উদয় হবে এবং ক্রিকেটারদের সবার স্বার্থ বিবেচনা করবে।’

Posted in খেলাধুলা | Comments Off on চুক্তি ছাড়া বাংলাদেশ সফরে আসবে না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud