পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক মাশরাফির

পঞ্চম আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে যাচ্ছে। কারণ আগেই বিপিএল গভর্নিং কমিটি আগেই জানিয়ে এবার ক্রিকেটারদের কোনো ভিত্তি মূল্য থাকছে না। এজন্য আইকন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই তাদের দাম নির্ধারণ করবে। আর আইকন খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়টি প্লেয়ার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। সব দলই তাদের আইকন প্লেয়ার ঠিক করে ফেলেছে।

এর আগে মাশরাফি কুমিল্লা’র আইকন ছিল। প্রথমবারেই তাকে আইকন করা কুমিল্লাকে চ্যাম্পিয়ান করেছিল। দ্বিতীয় আসরে দল ছিটকে যায় প্রথম রাউন্ড থেকে। যার ফলে বিপিএলের আসন্ন আসরকে ঘিরে দলে বড় পরিবর্তন এনেছে কুমিল্লা। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে তামিম ইকবালকে।

মাশরাফি এবার দল পরিবর্তন করেছে। তাকে আইকন হিসেবে নিয়েছে রংপুর। ১ম আসরে ছিল না পরের আসরগুলোতে থেকেই তেমন কোন সাফল্য নেই। আগের আসরে ভালো খেলেও প্রথম রাউন্ডেই বিদায়। এবার তবে নতুন মালিকানায় ভালো করে দল গুছাচ্ছে। শিরোপা জয়ের লক্ষ্যে তারা আইকন হিসেবে মাশরাফিকে নিয়েছে।

আগামী ২ নভেম্বর বসবে বিপিএলের পঞ্চম আসর।

Posted in খেলাধুলা | Comments Off on বিপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক মাশরাফির

অস্ট্রেলিয়া আসছে, ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট : অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তার মানে, এখন আর বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় থাকল না।সঠিক সময়েই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে মিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড দুই পক্ষের সমঝোতার বিষয়টি ঘোষণা দেবেন।’মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) স্থানীয় সময় সাড়ে চারটায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে।গত বছরের নভেম্বর থেকে ঝামেলা শুরু। ক্রিকেটারদের চুক্তি নবায়ন করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে দ্বন্দ্ব চলেছে বেশ কিছুদিন। ৩০ জুনের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। সেটা হয়নি। সেদিন থেকে অস্ট্রেলীয় ক্রিকেটাররা বনে যান বেকার! অবশেষে নতুন চুক্তিতে পৌঁছল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।টেস্ট মাঠে গড়ানোর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচটা দুই দিনের।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচটি গড়াবে ২২ আগস্ট। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।টেস্টের লড়াইটা শুরু হবে ২৭ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হবে ৩১ আগস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

Posted in খেলাধুলা | Comments Off on অস্ট্রেলিয়া আসছে, ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর

বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

কয়েকদিনের ব্যাপক গুঞ্জনের পর শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন নেইমার, সিদ্ধান্তটি চূড়ান্ত করার পরই অনুমতি মিলে গেলো তার জন্য।বুধবার অনুশীলনের সময় বার্সেলোনা সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

পরে ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে অনুশীলন না করা এবং তার নিজের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেন। তবে তার ক্লাব পরিবর্তনের জন্য বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিবে পিএসজি। ইতোমধ্যেই তারা এটি দেয়ার জন্য প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।

কিন্তু যদি নেইমারকে পিএসজি সাইন করায় তাহলে বার্সা আর্থিক ন্যায্যতার বিষয়ে তদন্তের আহবান জানাবে এমন খবর আসার দুদিনের মাথায় নেইমারের পিএসজিতে যাওয়ার খবর আসলো।

লা লিগা প্রেসিডেন্ট আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়ে রেখেছেন।নেইমার ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড চুক্তিতে। পরে ২০১৬ সালে পাঁচ বছরের একটি চুক্তি করেছিলেন ক্লাবটির সাথে।

Posted in খেলাধুলা | Comments Off on বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

বাবা চান না নেইমার বার্সেলোনায় খেলুক

স্পোর্টস ডেস্ক : নেইমার ও পিএসজি নাটক মোড় নিচ্ছে অন্যদিকে। গেল কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়ে আসছে, চীন থেকে কাতারে যাবেন নেইমার। সেখানে আজ বা কালকের মধ্যে পিএসজি মালিক নাসের আল-খেলাইফির সাথে চুক্তির শেষটা পাক্কা করবেন ব্রাজিলিয়ান সেনসেশন। আর দোহাতেই হবে নেইমারের মেডিক্যাল টেস্ট। কিন্তু হঠাৎ নেইমারের বিমান স্পেনের দিকে মুখ ফেরাল।

কারণ অবশ্য একটা আছে, সানডে টাইমস বলছে, নেইমারের বাবা বার্সেলোনা থেকে পাবেন ২৬ মিলিয়ন ইউরো। যে অর্থটা তিনি পাচ্ছেন নেইমার গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে যে নতুন চুক্তি করেছিলেন, তার বোনাস হিসেবে। চুক্তির শর্তে বলা আছে, এই টাকা তিনি পাবেন ৩১ জুলাই।

ফলে নেইমারের বাবা খুব করে চেয়েছেন পিএসজির সঙ্গে নেইমারের চুক্তিটা পিছিয়ে যাক। শেষমেশ সেটিই হলো। গত রাতের আগেই টাকাও জমা হয়ে গেছে নেইমারের বাবার ব্যাংক একাউন্টে। এখন হয়তো নিশ্চিন্তে নেইমার-পিএসজির সঙ্গে চুক্তিটা সারতে পারবেন। শোনা যাচ্ছে বাবার কথায় নাকি কাতারে না গিয়ে স্পেনে রওনা করবেন নেইমার।
স্পেনের ঘরোয়া লিগে এবার নেইমারের বাবা নাকি তাকে বার্সায় দেখতে চান না। যে কারণে তিনি পিএসজির সঙ্গে কথা বলে দর-দামও ঠিক করেন। আর তাতেই নেইমারকে নিয়ে বেঁধে যায় হুলুস্থুল কা-।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন।

Posted in খেলাধুলা | Comments Off on বাবা চান না নেইমার বার্সেলোনায় খেলুক

রোমাঞ্চকর এল ক্লাসিকো শেষ পর্যন্ত বার্সার

স্পোর্টস ডেস্ক : প্রাক–মৌসুমে আজ ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। গতবারের লা লিগা আর চ্যাম্পিয়নস লিগের জোড়া চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছ থেকে তারা দুটি মুকুটই কেড়ে নিতে চাইবে। আর রিয়ালকে হারানোর এই মিশন শুরুর আগে প্রস্তুতির শেষটা বার্সেলোনা টানল রিয়ালকে হারিয়েই। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) এল ক্লাসিকোতে আজ রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
লড়াই হয়েছে বেশ জমজমাট। সাত মিনিটের মধ্যে বার্সেলোনার জোড়া গোল যদি একপেশে এল ক্লাসিকোর ভয় জাগায়, প্রথমার্ধ শেষের ৯ মিনিট আগেই সেই দুটি গোলই গুনে গুনে শোধ করে রিয়ালও বুঝিয়ে দিয়েছে, লড়াই তা সে যেখানেই হোক যেকোনো ম্যাচে, এল ক্লাসিকো এল ক্লাসিকোই। প্রীতি ম্যাচের খোলসটা তাই খুলে পড়েছিল দ্রুতই। প্রধমার্ধ ২-২ গোলে শেষ হওয়ার পর এমন সমান-সমানে লড়াইয়ে অনেক সময়ই যেটা হয়, আজও তা-ই হলো। জয়–নির্ধারক গোল এল অপ্রত্যাশিত মুখের কাছ থেকে। এবার সার্জিও রামোস নয়, জয়ের সিলটা মেরে দিলেন জেরার্ড পিকে।

নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জনে আজ এল ক্লাসিকোতে জয় এল নেইমারের গোল–অবদান ছাড়াই। এটা বিশেষ করে উল্লেখ করতে হচ্ছে এ জন্যই, পিএসজিতে চলে যাচ্ছেন—এমন গুঞ্জরণ বাতাসে ভাসার পর থেকে নেইমারের পা থেকে যেন জাদুকরি সব গোলের দেখা পাচ্ছিল বার্সেলোনা। আগের দুটি প্রাক–মৌসুম ম্যাচেই নেইমারের জাদুতে জিতেছে বার্সেলোনা।
৩ ও ৭ মিনিটে লিওনেল মেসি ও ইভান রাকিতিচের গোল ২-০ করে ফেলেছিল। ১৪ মিনিটে কোভাচিচ আর ৩৬ মিনিটে আসেনসিও সমতা ফিরিয়ে আনেন। এল ক্লাসিকো বলেই হয়তো রামোসকে আজ প্রথমবারের মতো দেখা গেল একাদশে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বাকি সব সেরা অস্ত্রকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন জিনেদিন জিদান। তবে রামোসকে দর্শক বানিয়ে ৫০ মিনিটে জয়সূচক গোল পিকের কাছ থেকে।

এবার গোলদাতার খাতায় অবশ্য নেইমারের নাম নেই। অবশ্য আক্রমণভাগে প্রাণের কেন্দ্রবিন্দু ছিলেন। মেসি-নেইমারের সেই অবিশ্বাস্য বোঝাপড়ার ঝলক দেখা গেল কয়েক বারই। ৫৫ মিনিটে গোলের সুযোগটা হারিয়েছেন, নেইমারের যে গোলটা এল ক্লাসিকোর রোমাঞ্চ ওখানেই শেষ করে দিত। অবশ্য গোলটা হয়নি বলে আগুন দামের টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকদের পয়সা উশুল হলো। ইস্কোও প্রায় গোল শোধ করে দিয়েছিলেন। সিলেসেনের চওড়া হাত বার্সাকে বাঁচিয়েছে। সব মিলিয়ে রোমাঞ্চকর খেলাই হলো বেশ।
এই জয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আইসিসির যুক্তরাষ্ট্র পর্বের ট্রফি জিতল বার্সেলোনা। আর প্রাক–মৌসুমে এই পুরো টুর্নামেন্ট রিয়াল শেষ করল একটাও জয় না পেয়ে।
বার্সেলোনা এবার ফিরে যাবে স্পেনে। সেখানে হুয়ান গাম্পার ট্রফিতে মত্যুঞ্জয়ী শাপেকোয়েন্সের বিপক্ষে খেলবে। রিয়াল যুক্তরাষ্ট্রে খেলবে আরও একটি প্রীতি ম্যাচ। এরপর আবার জোড়া এল ক্লাসিকো! স্প্যানিশ সুপার কাপে দুই লেগে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।

সূত্র : প্রথমআলো।।

Posted in খেলাধুলা | Comments Off on রোমাঞ্চকর এল ক্লাসিকো শেষ পর্যন্ত বার্সার

সেরা বাঙ্গালির পুরস্কার গ্রহণ করলেন মাশরাফি (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেরা বাঙালি-২০১৭’ পুরস্কার পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার রাতে কলকাতায় আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয় তাকে। জমকালো অনুষ্ঠানে মাশরাফির হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাঙ্গালি ব্যক্তিবর্গকে প্রতি বছরই সম্মাননা জানিয়ে পুরস্কৃত করে কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকা। এবার পুরস্কারটি পেলেন মাশরাফি।এর আগে বাংলাদেশের দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান এ পুরস্কার পান। ২০০৭ সালে এ পুরস্কার পেয়েছিলেন সুমন। আর ২০১২ সালে সাকিব। পাঁচ বছর পর কলকাতার এ পুরস্কারটি আবারো উঠলো কোনো বাংলাদেশের ক্রিকেটারের হাতে।ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতিতে মাশরাফির ভূমিকা ও আধুনিক ক্রিকেটে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে মাশরাফিকে এ পুরস্কার প্রদান করা হয়। মেয়েকে নিয়ে পুরস্কার গ্রহণ করেন মাশরাফি।মাশরাফির হাতে পদক তুলে দেয়ার আগে তার ক্রিকেট পরিসংখ্যান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সেখানে মাশরাফির ক্যারিয়ারের শুরু, শৈশব- সহ নানা দিক তুলে ধরা হয়। স্মৃতি রোমন্থন করেন মাশরাফি। তুলে ধরা হয় মাশরাফির কৃতিত্বনামা।২০০১ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তুজার। ২০১৫ সালে অধিনায়কত্বের দায়িত্ব পান।এর আগে এ দায়িত্ব পেলেও চোটের কারণে বেশিদিন পালন করতে পারেননি। অধিনায়কত্ব পেয়ে টানা ছয়টি সিরিজ জেতান দলকে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি-ফাইনালে নিয়ে যান দলকে।বল হাতেও জিতিয়েছেন অনেক ম্যাচ। ওয়ানডেতে বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হলেন মাশরাফি। তার ঝুলিতে রয়েছে ২৩২টি উইকেট।

সূত্র : জনকন্ঠ।

Posted in খেলাধুলা | Comments Off on সেরা বাঙ্গালির পুরস্কার গ্রহণ করলেন মাশরাফি (ভিডিওসহ)

ভারতকে হারাতে ইতিহাস গড়তে হবে

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি সেঞ্চুরি তুলে নেওয়ার পর আর দেরি করেননি ইনিংস ঘোষণা করতে। ৩ উইকেটে ২৪০ রানে ভারত ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। ওই স্কোরেই রানের পাহাড়ে চাপা পড়েছে শ্রীলঙ্কা। গল টেস্ট জিততে হলে রীতিমত পাহাড় ডিঙাতে হবে স্বাগতিকদের। ঘরের মাঠের টেস্ট জিততে লঙ্কানদের চাই ৫৫০ রান।

চতুর্থ দিনের শুরুতে ঝোড়ো ব্যাটিং করেছেন কোহলি ও আজিঙ্কা রাহানে। আগের দিন ৭৬ রানে অপরাজিত থাকা কোহলি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে এটা আবার তার দশম শতক। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১০৩ রানে। ১৩৬ বলের ইনিংসটি কোহলি সাজিয়েছিলেন ৫ চার ও ১ ছক্কায়। আর রাহানে ১৮ বলে অপরাজিত ছিলেন ২৩ রানে।

ভারতের মু্খোমুখি হওয়ার আগেই কঠিন এক লক্ষ্য পার করেছিল শ্রীলঙ্কা। ৩৮৮ রানের বাধা পেরিয়ে গেলেও প্রতিপক্ষ ছিল দুর্বল জিম্বাবুয়ে। আর এবার তাদের লড়াইটা ভারতের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে। তাছাড়া প্রথম ইনিংসে ব্যাটিংয়ের যে বেহাল অবস্থা হয়েছিল স্বাগতিকদের, তাতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোটা কঠিনই তাদের জন্য।

গল স্টেডিয়ামের ইতিহাসও সায় দিচ্ছে না। চতুর্থ ইনিংসে ব্যাট করে এখানে ৩০০’র বেশি রান করতে পারেনি কেউ। সেই হিসাবে ভারতের ছুড়ে দেওয়া লক্ষ্যটা শ্রীলঙ্কার জন্য একরকম অসম্ভবই! ক্রিকইনফো

Posted in খেলাধুলা | Comments Off on ভারতকে হারাতে ইতিহাস গড়তে হবে

পুরস্কার নিতে বিকেলে কলকাতায় যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার গ্রহণ করতে আজ শনিবার (২৯ জুলাই) বিকেলে কলকাতা যাচ্ছেন তিনি। সব আয়োজন শেষে আগামী ৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে টাইগার অধিনায়কের।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা বাঙালিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। এবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফি।

এবিপি মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশ্বমঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করেছেন মাশরাফি বিন মুর্তজা। তাই তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

এর আগে ২০০৯ সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে একই পুরস্কারে পুরস্কৃত হন হাবিবুল বাশার। আর ২০১২ সালে পুরস্কার জেতেন সাকিব আল হাসান।

Posted in খেলাধুলা | Comments Off on পুরস্কার নিতে বিকেলে কলকাতায় যাচ্ছেন মাশরাফি

নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে চেলসি

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এ ম্যাচে ভাল করে কমিউনিটি শিল্ডের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় ব্লজরা। অন্যদিকে,ছাড় দিতে নারাজ জয়ের ধারায় থাকা ইন্টার মিলান। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

২ আগস্ট ২০১৩। লুকাস ওয়েল স্টেডিয়ামে, দু’দলের শেষ দেখায় ইন্টার মিলানের বুক চিড়ে জয়ের মশাল জালিয়েছিলো চেলসি। দীর্ঘ চার বছর পর আবারো দেখা হচ্ছে দুই দেশের দুই জায়ান্ট ক্লাবের।

এবার লক্ষ্য ও উদ্দেশ্য দুই আলাদা। আগামী ৬ আগস্ট কমিউনিটি শিল্ডের লড়াই। ২০১৬-১৭ মৌসুমের এফ এ কাপ ও ইপিএল চ্যাম্পিয়নের মধ্যকার জমজমাট যুদ্ধে ওয়েম্বলিতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। সে ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে মরিয়া চেলসি।

যদিও প্রাক মৌসুম প্রস্তুতির আসর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শুরুতেই পা পিছলে হোঁচট খেয়েছে ব্লুজরা। বায়ার্নের কাছে ৩-২ গোলের হার কিছুটা বিপাকে ফেলেছে তাদের। শুরুটা বাজে হলেও, শেষটায় সব আক্ষেপ পুষিয়ে দিতে প্রস্তুত ফুটবলাররা।

যদিও কন্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেদ্রোর অনুপস্থিতি। আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে ইংল্যান্ড ফিরে গেছেন পেদ্রো।

দলের আরেক আস্থার প্রতীক ইডেন হ্যাজার্ড অনুশীলন করলেও, এ ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। তবে, দ্বিতীয় বারের মত মাঠে নামার সম্ভাবনা আছে নতুন রিক্রুট আলভারো মোরাতার।

চেলসির চেয়ে অনেকটা নির্ভার হয়েই এ ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান। ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিও এবং পরের ম্যাচেই বায়ার্ন মিউনিখকে হারিয়েছে তারা।

বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের একাই কাবু করে দিয়েছেন ব্রাজিলিয়ান এদার মার্টিনস। এ ম্যাচের আগে ইনজুরি নিয়ে নির্ভার থাকায় জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইন্টার মিলান।

দু’দলের এখন পর্যন্ত চারবারের দেখায় অবশ্য দুটি করে জয় নিয়ে সমান অবস্থায় আছে চেলসি ও ইন্টার মিলান।

Posted in খেলাধুলা | Comments Off on নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে চেলসি

আবারও বার্সেলোনার জয়ের নায়ক নেইমার

প্রাক-মৌসুমে সবচেয়ে আলোচিত বিষয় এখন নেইমারের ভবিষ্যৎ। তিনি বার্সেলোনায় থাকবেন নাকি চলে যাবেন প্যারিস সেন্ত জার্মেইতে? উত্তর নিয়ে চলছে ধোঁয়াশা। তবে এনিয়ে জনসম্মুখে কোনও কথা বলেননি নেইমার। অবশ্য যুতসই জবাব দিচ্ছেন মাঠে। এ সপ্তাহে দ্বিতীয়বার বার্সেলোনার জয়ের নায়ক এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বুধবার তার গোলে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।

গত শনিবার জুভেন্টাস থামাতে পারেনি নেইমারকে। তার জোড়া গোলে বার্সা জিতেছিল ২-১ এ। ফেডএক্স ফিল্ডে এবার ৮০ হাজারের বেশি দর্শকের সামনে তাকে চুপ রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও।

দর্শনীয় এক গোল করেছেন নেইমার। লিওনেল মেসির নিখুঁত পাস আটকাতে পারেননি অ্যান্তনিও ভ্যালেন্সিয়া এবং বল যায় ব্রাজিলিয়ানের পায়ে। ১৮০ ডিগ্রি ঘুরে গোলমুখের খুব কাছ থেকে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন নেইমার।

ওটাই ছিল একমাত্র গোল। কিন্তু সুযোগের কমতি ছিল না, বিশেষ করে প্রথমার্ধে। প্রথম সুযোগ যায় ইউনাইটেডের পক্ষে। মার্কুস রাশফোর্ডের চতুর ক্রস গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দেন রোমেলু লুকাকু। অবশ্য প্রিমিয়ার লিগ ক্লাবটির চেয়ে বার্সেলোনা ছিল অনেক এগিয়ে।

প্রথম ৪৫ মিনিট ডি গিয়াকে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়েছে। চতুর্থ মিনিটে নেইমারকে ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছিল ম্যানইউ গোলরক্ষককে। দুই মিনিট পর মেসি পরীক্ষা নেন স্প্যানিশের। এক মিনিটেরও কম সময়ে পরের সুযোগ পান লুই সুয়ারেস। উরুগুয়ানের শট ডি গিয়ার অনেক পাশ দিয়ে চলে যায় মাঠের বাইরে।

ইউনাইটেডের আরেকটি সেরা সুযোগ আসে, কিন্তু বার্সেলোনার গোলরক্ষক জ্যাসপার সিলেসেন রুখে দেন পল পোগবা ও রাশফোর্ডের দারুণ প্রচেষ্টা। তার কিছুক্ষণ আগে মেসির বল পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

বার্সেলোনার আক্রমণত্রয়ীকে ঠেকাতে প্রথমার্ধের পুরোটা হিমশিম খায় ম্যানইউ। মেসির ফ্রিকিক রক্ষণদেয়ালে লাগে এবং সুয়ারেসের শট লক্ষ্যভ্রষ্ট করেন ডি গিয়া। কিন্তু ৩১ মিনিটে নেইমারকে আর ঠেকাতে পারেননি ম্যানইউ গোলরক্ষক। এর ৬ মিনিট পর সুয়ারেসের ৬ গজ দূর থেকে নেওয়া শট ডি গিয়া ব্যর্থ না করলে ব্যবধান দ্বিগুণ হতো।

দ্বিতীয়ার্ধে ম্যাচের আবহ বদলে যায়, স্বস্তির নিশ্বাস ফেলে ম্যানইউ। কারণ এর্নেস্তো ভালভারদে মাঠ থেকে উঠিয়ে নেন মেসি, নেইমার ও সুয়ারেসকে। সিলেসেনকে তাই ব্যস্ত সময় পার করতে হয়েছে শেষ সময়। ম্যানইউর কয়েকটি চেষ্টা ব্যর্থ করে দেন তিনি। এতে স্কোরশিট আর পাল্টায়নি। ফলাফল, প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। আর আবারও শিরোনাম তৈরি করলেন নেইমার। গোল, ইএসপিএনএফসি

Posted in খেলাধুলা | Comments Off on আবারও বার্সেলোনার জয়ের নায়ক নেইমার

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud