পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিচার বিভাগের স্বার্থেই রাজনৈতিক বক্তব্য : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘কারো কাছে যদি মনে হয় প্রধান বিচারপতির বক্তব্য রাজনৈতিক, তাহলে আমি বলবো বিচার বিভাগের স্বার্থে প্রয়োজনে আরও রাজনৈতিক বক্তব্য দিয়ে যাব।’

সদ্য অবসরে যাওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, নারী বিচারকদের পথ প্রদর্শক হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। পৃথিবীর যেকোন দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকেরা অগ্রগামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এদেশের বিচার বিভাগের অহংকার। তাকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।’

অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গেছি। কখনও ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি।’

নারী বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় নারী বিচারকেরা মনে রাখবেন বিচারকের জীবন মানেই ন্যায় বিচারের দায়িত্ব কাঁধে নেয়া। আর এই দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।’

অনুষ্ঠানে উপস্থিত প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে উচ্চ আদালতে নারী বিচারপতির সংখা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও দেশের নারী বিচারকরা উপস্থিত ছিলেন।

বিচারপতি নাজমুন আরা সুলতানা শুধু উচ্চ আদালতেরই প্রথম নারী বিচারপতি ছিলেন না। তিনি স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগের প্রথম নারী বিচারক।

নাজমুন আরা সুলতানা ফতোয়া বিষয়ক মামলা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মামলা, চারদলীয় জোট সরকার আমলে বাদপড়া ১০ বিচারপতির মামলা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানের ত্রয়োদশ সংশোধনী, উচ্চ আদালতের বিচারকদের অপসারণ বিষয়ক সংবিধানের ষোড়শ সংশোধনী মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় বিচারক ছিলেন।

১৯৭২ সালে ময়মনসিংহ জেলা আদালতে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুনসেফ (সহকারি জজ) হিসেবে নিয়োগ পান। ১৯৯০ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি পান তিনি। তিনিই দেশের প্রথম নারী জেলা জজ।
২০০০ সালের ২৮ মে নাজমুন আরা সুলতানা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০০২ সালের ২৮ মে হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। চ্যানেল আই

Posted in আইন-আদালত, জাতীয় | Comments Off on বিচার বিভাগের স্বার্থেই রাজনৈতিক বক্তব্য : প্রধান বিচারপতি

‘স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’

ডেস্ক রিপোর্ট : সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পিপি, এপিপি, এবং জিপিদের নিয়োগের ক্ষমতা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেয়ার চিন্তা চলছে এবং তাদের বেতন বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে বলেও এ সময় জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘সব যে একদিন বাস্তবায়ন হয়ে যাবে তেমনটি না। আমরা পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করবো। আর একটি বিষয় আমরা করছি পিপি, এপিপি, এবং জিপিদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’ সময়টিভি অনলাইন।

Posted in আইন-আদালত | Comments Off on ‘স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’

ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীসারাদেশে বর্তমান সময়ের মতো শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পস্থিতি ধরে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এ মুহূর্তে ভালো আছে। নিজ নিজ এলাকায় এ শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ডিসিরা আমাকে জানিয়েছেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ পাওয়া যায় না। এটা একটা বড় সমস্যা।’ আমি তাদের আশ্বাস দিয়েছি, ‘এখন থেকে ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার সদস্য দেওয়া হবে।’’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ সময় ডিসিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আত্মসমার্পণ করা মাদক ব্যবহারকারী ও পাচারকারীদের পুর্নবাসন কারারও নির্দেশনা দিয়েছি।’ বাংলাট্রিবিউন।

Posted in আইন-আদালত | Comments Off on ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতারণার অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে ৪ নাইজেরিয়ান নাগরিক সহ ৯জন কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়াশাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী জানান, বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৯জনের মধ্যে রয়েছেন, মহসিন শেখ, তাসমিয়া পারভিন, আফেজ ও লীজা আক্তার।

Posted in আইন-আদালত | Comments Off on প্রতারণার অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৯

৫৭ ধারার অপব্যবহারে মুক্ত গণমাধ্যমে চাপ সৃষ্টি হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহারের ফলে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে চাপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘এ কারণে এ ধারা বাতিলের দাবি উঠছে। এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ ধারায় যেসব মামলা হয়েছে তার কোনটিই সরকার করেনি। ব্যক্তি পর্যায়ে এই ধারার অপব্যবহার করে মামলা করা হচ্ছে। আর যেই এই ধারায় মামলা করুক না কেন, এতে সংবাদ কর্মীসহ মুক্ত চিন্তার মানুষ হয়রানির শিকার হচ্ছেন।’

রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আইনমন্ত্রী ইতোমধ্যেই জানিয়েছেন, এ ধারা সংশোধন করা হচ্ছে। এর পরিবর্তে যে ধারাই আসুক, সেখানে যেন তার অপব্যবহারের সুযোগ না থাকে আমরা সে দাবিও জানিয়েছি। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে যেন অপপ্রচার বা বিভ্রান্তি ছড়িয়ে ত্রাস বা নাশকতা করা না যায় সেজন্য অবশ্যই আইন থাকতে হবে।’

সভায় বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জেএম রউফ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, যুগ্ম মহাসচিব জিএম সজল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ রেহমান প্রমুখ।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকার ১৯৭৪ সালে সাংবাদিকদের জন্য বিশেষভাবে প্রণীত শ্রম আইনটি বাতিল করে সাধারণ শ্রম আইনের আওতায় সাংবাদিকদের নিয়ে আসে। বর্তমান সরকার সেই আইনটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের শুধুমাত্র শ্রমিকের দৃষ্টিভঙ্গি থেকে না দেখার কারণেই ১৯৭৪ সালে বিশেষ আইনটি করেছিলেন। এই আইন পুনর্বহালসহ আধুনিকায়নের মাধ্যমে তার প্রতি বর্তমান সরকার সম্মান জানাতে চায়। তিনি যুদ্ধাপরাধী মৌলবাদ, সাম্প্রদায়িক ও জাতীয় স্বার্থ বিরোধী শক্তির বিরুদ্ধে নিরপেক্ষতা থাকার কোনও সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘নবম ওয়েজ বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। অচিরেই তা গেজেট আকারে প্রকাশ হবে। এই ওয়েজ বোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়াকেও সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্ঠা বলেন, ‘কালো টাকার মালিকদের হাতে যখন গণমাধ্যম চলে যায়, তখন তারা সেটিকে জনস্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার না করে নিজেদের স্বার্থে ব্যবহার করে। ফলে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকতা নানাভাবে প্রশ্নের মুখে পড়ে।’

এ সময় তিনি সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে নীতি-নৈতিকতার প্রশ্নে এবং দেশের স্বার্থে এক হওয়ার আহ্বান জানান।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in আইন-আদালত, জাতীয়, সারা দেশ | Comments Off on ৫৭ ধারার অপব্যবহারে মুক্ত গণমাধ্যমে চাপ সৃষ্টি হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘সাংবাদিকদের প্রতিবাদের মুখে ৫৭ ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী’

ডেস্ক রিপোর্ট : সাংবাদিকদের প্রতিবাদের মুখে আইনমন্ত্রী তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদের মুখে আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫৭ ধারা বাতিল করা হবে। এ বিষয়ে আইন ও তথ্য মন্ত্রণালয় এবং সরকার পদক্ষেপ নিচ্ছে।’
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন। শহরের পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের এই ধারায় মামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তাই এই ধারাটি নিয়ে সারাদেশে তো বটেই, বিশেষ করে সাংবাদিক মহলেও প্রতিবাদ হচ্ছে। আমাদের সেই প্রতিবাদের মুখে আইনমন্ত্রী ধারাটি বাতিলের ঘোষণা দিয়েছেন।’
ইকবাল সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতপ্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। গণতন্ত্রের স্বার্থে তিনি মুক্ত গণমাধ্যম চান। সেখানে এই ৫৭ ধারা বাতিল হবে। কোনও কালা কানুন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে আইন ও তথ্য মন্ত্রণালয় এবং সরকার পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে। শিশুদের আধুনিক ডিজিটাল কর্মমুখী শিক্ষা দিতে হবে যেন তারা এই শিক্ষা নিয়ে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এসব বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন দেশে জঙ্গিবাদ মাথা চারা দিতে না পারে।’ জেলা শিশু-কিশোর মেলার সভাপতি মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে ইকবাল সোবহান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-কুড়িগ্রামের সংরক্ষিত নারী আসনের সাংসদ ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছির মোহাম্মদ, শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন, লালমনিরহাট শাখার প্রধান পৃষ্ঠপোষক কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।
পরে তিনি লালমনিরহাট জেলা পরিষদের নতুন মিলনায়তনে রংপুর বিভাগীয় (আট জেলার সব পৌরসভার) পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশেও বক্তব্য রাখেন।

Posted in আইন-আদালত, জাতীয় | Comments Off on ‘সাংবাদিকদের প্রতিবাদের মুখে ৫৭ ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী’

শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল, পুলিশ তাদের নিবৃত করে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট : শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের অ্যাকশন বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম থেকেই অনেক বোঝানো হয়েছিল। তাদের রাস্তা (শাহবাগ) ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের কথা শোনেনি। শিক্ষার্থীরা তারপরও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত করে।’

শনিবার (২২ জুলাই) ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ছাত্রদের প্রথমে বুঝিয়েছে। কিন্তু ছাত্ররা কথা শোনেনি। এরপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপরও এখানে কোনও ল্যাকিংস থাকলে তা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শাহবাগে আন্দোলন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ওপর পুলিশ আগবাড়িয়ে হামলা করেছে। এতে অন্তত তাদের ১০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় তিনজন। একজনের দুইচোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, টিএসসির দিক থেকে আসা একটি মিছিলে পুলিশের অ্যাকশন। ঘটনার পর পুলিশের এমন অ্যাকশনের সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে সাংবাদিকদের ওই ঘটনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন ডিএমপি কমিশনার।

একই অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গুলশান হামলায় জড়িত বাশারুজ্জামান ওরফে চকলেট বাশার ও ছোট মিজান অপারেশন ঈগল হান্টে নিহত হয়েছে। বাশারের ছবি আমরা মিলিয়ে দেখেছি। জঙ্গি সোহেল মাহফুজ তাদের মৃতূ্যর বিষয়টি জানিয়েছে। এরপরও পরিচয় নিশ্চিত হতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

Posted in আইন-আদালত | Comments Off on শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল, পুলিশ তাদের নিবৃত করে: ডিএমপি কমিশনার

সবাই মিলে চেষ্টা করলে ২৫ শতাংশ বনাঞ্চল করা সম্ভব : বেনজীর

ডেস্ক রিপোর্ট : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশের পরিবেশের জন্য ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার। ৮০’র দশকে দেশের বনানঞ্চল কমতে কমতে ৫ থেকে ৬ শতাশে চলে গিয়েছিল। বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে তা প্রায় শতকরা ১৮ শতাংশে উন্নীত হয়েছে। সবাই মিলে বৃক্ষরোপন করতে পারলে খুব শীঘ্রই আমরা দেশে যে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার সেটা অর্জন করতে পারব।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব-১-এর ট্রেনিং স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির ফুল-ফল-ঔষধি ও দুষ্প্রাপ্য বাগান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, এ বাগানে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ রোপন করা হবে।

এসময় র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক অব. কর্ণেল আনোয়ার লতিফ খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রাশাসন) মো. জামিল আহমেদ, র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময় ডটকম।

Posted in আইন-আদালত | Comments Off on সবাই মিলে চেষ্টা করলে ২৫ শতাংশ বনাঞ্চল করা সম্ভব : বেনজীর

শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আবারও আশ্বাস দিলেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট আগামী সপ্তাহে প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

এর আগে গত ১৭ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, ‘বৃহস্পতিবারে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট চূড়ান্ত করা হবে ।’

গেজেট প্রকাশে এর আগেও কয়েক দফা সময় নেয় সরকার। বেশ কয়েকবার আদালত ‘শেষবারের মতো’ সময় দিলেও গেজেট করা হয়নি। এ বিধিমালা চূড়ান্ত না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর আদালতে তলব করেছিল আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। এরপর গত বছরের ৭ নভেম্বর তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ। এজন্য ওই মাসের ২৪ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। 

Posted in আইন-আদালত, সারা দেশ | Comments Off on শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আবারও আশ্বাস দিলেন আইনমন্ত্রী

জঙ্গিবাদ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : জঙ্গিবাদ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে কোনো আপোস করবে না। তিনি বলেন, জনগণ সঙ্গে আছে বলেই সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র্যা বসহ অন্যান্য সববাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম. খুরশীদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ভবনটি নির্মাণ করে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা। –

Posted in আইন-আদালত, সারা দেশ | Comments Off on জঙ্গিবাদ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud