পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’

Posted on July 27, 2017 | in আইন-আদালত | by

ডেস্ক রিপোর্ট : সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পিপি, এপিপি, এবং জিপিদের নিয়োগের ক্ষমতা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেয়ার চিন্তা চলছে এবং তাদের বেতন বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে বলেও এ সময় জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘সব যে একদিন বাস্তবায়ন হয়ে যাবে তেমনটি না। আমরা পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করবো। আর একটি বিষয় আমরা করছি পিপি, এপিপি, এবং জিপিদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’ সময়টিভি অনলাইন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud