পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সবাই মিলে চেষ্টা করলে ২৫ শতাংশ বনাঞ্চল করা সম্ভব : বেনজীর

Posted on July 20, 2017 | in আইন-আদালত | by

ডেস্ক রিপোর্ট : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশের পরিবেশের জন্য ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার। ৮০’র দশকে দেশের বনানঞ্চল কমতে কমতে ৫ থেকে ৬ শতাশে চলে গিয়েছিল। বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে তা প্রায় শতকরা ১৮ শতাংশে উন্নীত হয়েছে। সবাই মিলে বৃক্ষরোপন করতে পারলে খুব শীঘ্রই আমরা দেশে যে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার সেটা অর্জন করতে পারব।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব-১-এর ট্রেনিং স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির ফুল-ফল-ঔষধি ও দুষ্প্রাপ্য বাগান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, এ বাগানে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ রোপন করা হবে।

এসময় র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক অব. কর্ণেল আনোয়ার লতিফ খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রাশাসন) মো. জামিল আহমেদ, র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময় ডটকম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud