পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আবারও আশ্বাস দিলেন আইনমন্ত্রী

Posted on July 20, 2017 | in আইন-আদালত, সারা দেশ | by

ডেস্ক রিপোর্ট : বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট আগামী সপ্তাহে প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

এর আগে গত ১৭ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, ‘বৃহস্পতিবারে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট চূড়ান্ত করা হবে ।’

গেজেট প্রকাশে এর আগেও কয়েক দফা সময় নেয় সরকার। বেশ কয়েকবার আদালত ‘শেষবারের মতো’ সময় দিলেও গেজেট করা হয়নি। এ বিধিমালা চূড়ান্ত না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর আদালতে তলব করেছিল আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। এরপর গত বছরের ৭ নভেম্বর তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ। এজন্য ওই মাসের ২৪ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। 

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud