পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টপ লুজারে ওয়েস্টার্ন মেরিন

downloadঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানির শেয়ার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে। এদিন এ শেয়ার ৯ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৮২ টাকা ২০ পয়সায়। দিনভর এই শেয়ার ৮২ টাকা ২০ পয়সা থেকে ৯৪ টাকায় লেনদেন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়। এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এদিন এ শেয়ারের দর ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকা ৩০ পয়সায়। দিনভর এ শেয়ার ২৭ টাকা ৩০ পয়সা থেকে ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ, চতুর্থ সুহৃদ ইন্ডাস্ট্রিজ, পঞ্চম ন্যাশনাল টিউবস, ষষ্ঠ সামিট অ্যালায়েন্স পোর্ট, সপ্তম কেপিপিএল, অষ্টম ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, নবম আলহাজ টেক্সটাইল এবং দশম স্থানে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক।

Posted in দুর্নীতি দমন কমিশন | Comments Off on টপ লুজারে ওয়েস্টার্ন মেরিন

শেরে বাংলানগর থানার ওসি প্রত্যাহার, এসআই আটক

DMPঢাকা: ব্যবসায়ীকে সন্ত্রাসী বানিয়ে পায়ে গুলি করার ঘটনায় ডিএমপির শেরে বাংলানগর থানার ওসি আব্দুল মমীনকে প্রত্যাহার এবং একই থানার এসআই আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই তিনদিন আগে ব্যক্তিগত বিরোধের জের ধরে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে মোহাম্মদপুর এলাকায় নিজ বাসা থেকে তুলে এনে পায়ে গুলি করে তাকে ছিনতাইকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। পরে তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসলে ওসি আব্দুল মমীন ও এসআই আনোয়ার হোসেনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানান ডিসি বিপ্লব কুমার সরকার।

সুত্র….বাংলানিউজ

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

অভিন্ন শত্রু মোকাবেলায় এক মঞ্চে ৩২ দেশের আর্মি

Shufian2 (18)জ্যেষ্ঠ প্রতিবেদক: সন্ত্রাসবাদ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা পর্যন্ত অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থলবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। রোববার ঢাকায় ৩৮তম প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক (ইউএসএআরপিএসি) জোনের কমান্ডিং জেনারেল ভিনসেন্ট ব্রুকস এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত ও ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগর অঞ্চলের ৩২টি দেশের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা এই সভায় যোগ দিয়েছেন। ২২ বছর পর ইউএসএআরপিএসির সঙ্গে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ সেনাবাহিনী। জেনারেল ইকবাল করিম বলেন, “আমরা এখন এমন ধরনের হুমকির মুখোমুখি হচ্ছি, যা ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকছে না। নিরাপত্তার ক্ষেত্রে নতুন নতুন হুমকি আসছে। জেনারেল ইকবাল করিম ভূইয়া জেনারেল ইকবাল করিম ভূইয়া “কোনো দেশেরই এককভাবে এসব হুমকি মোকাবেলার সামর্থ্য নেই। বৈশ্বিক পর্যায়ে কোনো সংকট দেখা দিলে তা এককভাবে মোকাবেলার বাইরে চলে যায়। তখনই দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজন পড়ে।” নিরাপত্তার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ভিনসেন্ট ব্রুকস বলেন, “অভিন্ন যেসব সমস্যা আমাদের সবার মোকাবেলা করতে হয় সেগুলোর ব্যাপারে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।” তার মতে, এ অঞ্চলের সব দেশের চারটি অভিন্ন হুমকি মোকাবেলা করতে হয়। এগুলো হলো- আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা, সাইবার অপরাধ, সংক্রামক ব্যাধি এবং পরিবেশগত পরিবর্তন। ‘এশিয়া-প্রশান্ত অঞ্চলে সেনাবাহিনীর সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সেমিনারের মূলত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক জোনের ভাবনাপ্রসূত। চার দিনের এই সেমিনারে এই অঞ্চলের পররাষ্ট্র নীতি বিশ্লেষক,সামরিক বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ কূটনীতিকরা আলোচনায় অংশ নেবেন এবং বিভিন্ন উপস্থাপনা তুলে ধরবেন। থাকবে ক্ষুদ্র গ্রুপভিত্তিক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও।

১৯৭৮ সালে হাওয়াই দ্বীপের হনুলুলুতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নয় দেশের সেনা কর্মকর্তাদের নিয়ে প্রথম এই সেমিনার করে ইউএস আর্মি প্যাসিফিক। এরপর থেকে বিভিন্ন দেশে এই সেমিনার আয়োজন করা হচ্ছে। সামরিক কর্মকর্তাদের আলাপচারিতায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা সামরিক কর্মকর্তাদের আলাপচারিতায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বহুজাতিক এই সামরিক সেমিনারে লেফটেন্যান্ট কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদ মর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সেমিনারে সহযোগিতার চর্চা, অপ্রচলিত নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ কর্মসূচি উন্নয়ন,প্রচলিত ও অপ্রচলিত হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয় এবং পরিবেশজনিত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাড়া দেওয়ার দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করবেন তারা। ভারত মহাসাগর থেকে আমেরিকার পশ্চিম ঊপকূল পর্যন্ত বিস্তৃত এশিয়া-প্যাসিফিক অঞ্চল বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এ অঞ্চলের প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর নৌপরিবহন ও কৌশলের দিক থেকে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার এই অঞ্চলে চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশও রয়েছে। বর্তমানে এশিয়া নিয়ে তাদের কৌশল (এশিয়া স্ট্রাটেজি) নতুন করে সাজাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “আমেরিকার নিরাপত্তা ও সমৃদ্ধি ব্যাপকভাবে এশিয়া প্যাসিফিকের সঙ্গে সম্পর্কিত এবং তা ক্রমশ বাড়ছে।” যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার জাপান নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। উদীয়মান শক্তি চীন পুরো অঞ্চলকে একই যোগাযোগের আওতায় আনতে তার সিল্ক রুট ও মেরিটাইম সিল্ক রোড বাস্তবায়নের স্বপ্ন নিয়ে এগোচ্ছে। জেনারেল ভিনসেন্ট ব্রুকস জেনারেল ভিনসেন্ট ব্রুকস উদ্বোধনী বক্তব্যে ব্রুকস বলেন, “এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে আমাদের প্রতিটি দেশের দায়িত্ব রয়েছে এবং আমাদের মধ্যে অংশীদারিত্ব দরকার, যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়।” সেমিনারে আনুষ্ঠানিক বিভিন্ন আয়োজনের বাইরে ব্যক্তিগত যোগাযোগ ‘ভাবনা বিনিময়ের এক অনন্য’ সুযোগ করে দেবে।

একে অপরকে ‘পেশাগত ও ব্যক্তিগত পর্যায়ে ভালোভাবে চেনা-জানার’ সুযোগ নিতে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “কোনো দেশের সঙ্গে অন্য কোনো বিরোধ থাকলে এই প্লাটফর্ম তা প্রশমনে সহায়তা করবে। “এই ধরনের সেমিনার একে অপরকে জানার সুযোগ এবং আস্থা তৈরি করে।” হনুলুলুর এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক ক্রিস্টোফার জে স্নেডেনও মনে করেন, ‘একসঙ্গে কাজ করার’ একটি বড় প্লাটফর্ম এই সেমিনার।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

চট্টগ্রাম নৌঘাঁটিতে যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ড

F-22P_PNS_Zulfiquarচট্টগ্রাম থেকে ই, এম, নাজিম: চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো, ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে মঙ্গলবার দুপুরে নৌবাহিনীর ওই ফ্রিগেটে আগুন লাগে। “খবর পেয়ে ফায়ার সর্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। নৌবাহিনীর বিশেষ শাখার সদস্যদের সহযোগিতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।” এ ঘটনায় কেউ আহত হননি। যুদ্ধ জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। ব্রিটিশ নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি ১৯৭৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। জাহাজটি নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, অনুসন্ধান ও টহলের কাজে ব্যবহৃত হচ্ছিল।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

চিরনিদ্রায় শায়িত মিজানুর রহমান

bgb_bg_499774999চান্দিনা(কুমিল্লা): চিরনিদ্রায় শায়িত হলেন ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমান। সোমবার দুপুর আড়াইটায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুপুর সোয়া ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিঞা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ, দেবিদ্বার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন,  চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোর্সেদ, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বিজিবি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, সিও লে.কর্নেল সহিদুর রহমান, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেমসহ সহকর্মীরা গার্ড অব অনার প্রদান করেন। এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের বিএইচ-১০২ নম্বর হেলিকপ্টারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে অবতরণ করে। পরে মিজানুর রহমানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট-ভেলানগর গ্রামে নিয়ে যাওয়া হয়। বুধবার নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের নব-গঠিত পাইনছড়ি ক্যাম্পে ৩১ বিজিবির (৫২নং পিলারে) একটি টহল দলের ওপর বিজিপি সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বিজিবির নায়েক সুবেদার মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যান। সোমবার সকাল ৯টা ৮মিনিটে বিজিবির নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সদর দপ্তরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Posted in জাতীয়, দুর্নীতি দমন কমিশন | Leave a comment

চকরিয়ায় দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়ি খাদে, চালক নিহত

Chakariaকক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সেনাসদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার  নিহত সেনাসদস্যের নাম গোলজার হোসেন (৩২)। তিনি দুর্ঘটনা-কবলিত গাড়ির চালক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন সেনাসদস্য ফয়সাল হোসাইন তালুকদার (৩৫), সেনাবাহিনীর ঠিকাদার মো. আলমগীর (২৮) ও তাঁর ছোট ভাই আতাউল ইসলাম (২৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজার থেকে সেনাবাহিনীর চারটি গাড়ি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশে যাচ্ছিল। চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় পৌঁছালে সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত ও তিনজন আহত হন। আহত ব্যক্তিদের চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

‘যে কোন হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে’

1401605752স্টাফ রিপোর্টার: সংবিধান রক্ষা ও গণতান্ত্রিক ধারা সুসংহত করাসহ যে কোন হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে সেনানিবাসে অনুষ্ঠিত ২০১৪ সালের সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে এ আহবান জানান। পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের উর্ধ্বে উঠে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। দক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়ার কথাও বলেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা, নেতৃত্বসুলভ গুণাবলী, জ্যেষ্ঠতা, শৃঙ্খলা, সততা ও নিযুক্তিগত উপযোগিতার ওপর গুরুত্বারোপের পরাপমর্শ দেন তিনি। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া সেনাসদরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, ছাড়াও সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted in জাতীয়, দুর্নীতি দমন কমিশন | Leave a comment

বিজিবি সদস্যের লাশ ফেরত দিয়েছে মায়ানমার

bgb-2_2642বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে মায়ানমার। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিজিবি’র কাছে নিহত মিজানুর রহমানের লাশ হস্তান্তর করা হয়। ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১২টার দিকে বাংলাদেশ থেকে বিজিবির দোভাষী দীল মোহাম্মদসহ একটি দল মায়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে যায়। তারা মিজানুরের লাশ ফেরত দেওয়ার জন্য বিজিপিকে প্রস্তাব দেয়। তারই ভিত্তিতে বিজিবির ১০ সদস্যের একটি দল গিয়ে মিজানুরের লাশ শনাক্ত করে ফেরত নিয়ে আসে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবু সাইদ মুহাম্মদ সাইফুল্লাহ বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে বিজিবি সদস্য মিজানুরের লাশ নৌকায় করে পানছড়ি এলাকায় আনা হয়। এদিকে নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং মায়ানমারের আরাকান রাজ্যে সেনা সমাবেশ করার খবরের ভিত্তিতে সীমান্তে বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আকস্মিক বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি টহল দলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বিজিবির এক সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। পরে তারা গুলিবিদ্ধ মিজানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের বাসিন্দা। এই অবস্থায় শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলা ও গুলি বর্ষণের তীব্র প্রতিবাদ জানায় এবং বিজিবি সদস্য মিজানুরকে আজকের মধ্যেই ফেরত দিতে বলে। পরে মায়ানমার কর্তৃপক্ষ মিজানুরকে শনিবারের মধ্যেই ফেরত দেওয়া হবে বলে জানায়।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আজও মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিবর্ষণ, সতর্কাবস্থায় বিজিবি, নিখোঁজ ৪ বিজিবি সদস্য উদ্ধার

urlবান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে আজও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় শুক্রবার নিখোঁজ হওয়া বিজিবির হাবিলদার মোতালেব’সহ চার বিজিবি সদস্যকে পাইনছড়ি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। অন্যরা হলেন-ল্যান্স নায়েক বাতেন, সিপাহী জাহাঙ্গীর ও আমিনুল। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল লুত্ফর করীম।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে নিহত পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। বিজিবি সদস্য মিজানের মৃত্যুর বিষয়টি মিয়ানমার সীমান্তরক্ষীরা স্বীকার করলেও লাশ কখন ফেরত দেওয়া হবে সেটি নিশ্চিত করেনি। তবে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।
স্থানীয়দের দাবী, দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তে শনিবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তরক্ষীরা ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
সীমান্তরক্ষীর পোশাকে মিয়ানমার সেনাবাহিনীও দৌছড়ি, পাইনছড়ি, তুমব্রু এবং বাইশফাঁড়ি সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছেন। আতঙ্কে সীমান্ত অঞ্চলের বাসিন্দাররা দূরদূরান্তে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল লুত্ফর করীম জানান, নাইক্ষ্যংছড়ি থেকে থানছি পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বিওপিগুলোতে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মওজুদ করা হয়েছে ভারী অস্ত্রশস্ত্র-গোলাবারুদ। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মে বুধবার সকালে নাইক্ষ্যংছড়িতে দৌছড়ি সীমান্তে বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক মিজানুর রহমান মারা যান। মৃত্যুর পর অস্ত্র’সহ বিজিবি সদস্যের লাশ নিয়ে যান মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নিয়ে শুক্রবার বিকালেও দৌছড়ি সীমান্তে ফের বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। দু’দেশের সীমান্তরক্ষীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী চলে থেমে থেমে গোলাগুলির ঘটনা।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

দিনাজপুরের গ্রেনেড বিস্ফোরণে ৮ সেনা সদস্য আহত

MAPদিনাজপুর:  দিনাজপুরের শহীদ মাহবুব সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরণে ৮ সেনা সদস্য আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের রংপুর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।  আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন-ওয়ারেন্ট অফিসার কেতাব আলী (৪৫), সার্জেন্ট ফজলু (৪০) ও সার্জেন্ট রওশন আলী (৪০)। শহীদ মাহবুব সেনানিবাসের ১৬ রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মুরসালিন বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর সেনানিবাস থেকে ৩৪ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা শহীদ মাহবুব সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে ফায়ার করতে আসে। বিকেল ৪টার দিকে অসতর্কতায় ২টি গ্রেনেড পড়ে গেলে তারা গুরুতর আহত হন।

Posted in জাতীয়, দুর্নীতি দমন কমিশন | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud