পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চিরনিদ্রায় শায়িত মিজানুর রহমান

Posted on June 2, 2014 | in জাতীয়, দুর্নীতি দমন কমিশন | by

bgb_bg_499774999চান্দিনা(কুমিল্লা): চিরনিদ্রায় শায়িত হলেন ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমান। সোমবার দুপুর আড়াইটায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুপুর সোয়া ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিঞা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ, দেবিদ্বার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন,  চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোর্সেদ, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বিজিবি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, সিও লে.কর্নেল সহিদুর রহমান, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেমসহ সহকর্মীরা গার্ড অব অনার প্রদান করেন। এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের বিএইচ-১০২ নম্বর হেলিকপ্টারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে অবতরণ করে। পরে মিজানুর রহমানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট-ভেলানগর গ্রামে নিয়ে যাওয়া হয়। বুধবার নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের নব-গঠিত পাইনছড়ি ক্যাম্পে ৩১ বিজিবির (৫২নং পিলারে) একটি টহল দলের ওপর বিজিপি সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বিজিবির নায়েক সুবেদার মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যান। সোমবার সকাল ৯টা ৮মিনিটে বিজিবির নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সদর দপ্তরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud