পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিজিবি সদস্যের লাশ ফেরত দিয়েছে মায়ানমার

Posted on May 31, 2014 | in দুর্নীতি দমন কমিশন | by

bgb-2_2642বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে মায়ানমার। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিজিবি’র কাছে নিহত মিজানুর রহমানের লাশ হস্তান্তর করা হয়। ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১২টার দিকে বাংলাদেশ থেকে বিজিবির দোভাষী দীল মোহাম্মদসহ একটি দল মায়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে যায়। তারা মিজানুরের লাশ ফেরত দেওয়ার জন্য বিজিপিকে প্রস্তাব দেয়। তারই ভিত্তিতে বিজিবির ১০ সদস্যের একটি দল গিয়ে মিজানুরের লাশ শনাক্ত করে ফেরত নিয়ে আসে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবু সাইদ মুহাম্মদ সাইফুল্লাহ বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে বিজিবি সদস্য মিজানুরের লাশ নৌকায় করে পানছড়ি এলাকায় আনা হয়। এদিকে নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং মায়ানমারের আরাকান রাজ্যে সেনা সমাবেশ করার খবরের ভিত্তিতে সীমান্তে বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আকস্মিক বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি টহল দলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বিজিবির এক সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। পরে তারা গুলিবিদ্ধ মিজানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের বাসিন্দা। এই অবস্থায় শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলা ও গুলি বর্ষণের তীব্র প্রতিবাদ জানায় এবং বিজিবি সদস্য মিজানুরকে আজকের মধ্যেই ফেরত দিতে বলে। পরে মায়ানমার কর্তৃপক্ষ মিজানুরকে শনিবারের মধ্যেই ফেরত দেওয়া হবে বলে জানায়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud