March 26, 2025
তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনলাইন ডেটিং অ্যাপ বাম্বল-কে কেনার প্রস্তাব দিয়েছে ম্যাচ গ্রুপ, তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাম্বল।
ম্যাচ গ্রুপ অনলাইন ডেটিং সাইট টিন্ডার, ওকেকিউপিড আর ম্যাচ ডটকম-এর মালিক প্রতিষ্ঠান। বাম্বল ডেটিং সাইট হলেও এর বিশেষত্ব হচ্ছে এক্ষেত্রে নারীদের আগে আলাপ শুরু করতে হয়, তবে যদি দুই পক্ষ একই লিঙ্গের হয় তবে যে কেউই শুরু করতে পারেন।
মার্কিন সাময়িকী ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচ এ খবর প্রকাশের দুই মাস আগে তিন বছর বয়সী স্টার্টআপ বাম্বল-কে কিনতে ৪৫ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল। বাম্বল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
ডেটিং অ্যাপ টিন্ডার-এর সহ-প্রতিষ্ঠাতা হুইটনি ওলফ বাম্বল প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সালে টিন্ডার ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেন তিনি। পরবর্তীতে আদালতের বাইরে এ মামলার মীমাংসা হয়, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
ওলফ ডেটিং ওয়েবসাইট বাদু’র সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রে অ্যান্ড্রিভ-এর সঙ্গে মিলে বাম্বল প্রতিষ্ঠা করেছিলেন। বাদু, বাম্বলের অধিকাংশ শেয়ারের মালিক।
এ নিয়ে বাদু কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে। বিডিনিউজ২৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউএস ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস (নামি)-এর সঙ্গে চুক্তি করেছে গুগল। এই দুই প্রতিষ্ঠান মিলে প্রকল্পটি হাতে নিচ্ছে, তবে বর্তমানে এই প্রকল্প শুধু মার্কিন ব্যবহারকারীদের জন্যই থাকবে। বিষণ্নতা নিয়ে সার্চ করা ব্যবহারকারীদের একটি অপশন দেওয়া হবে, যাতে বলা থাকবে “চেক ইফ ইউ আর ক্লিনিকালি ডিপ্রেসড” বা “আপনি বিষণ্নতার রোগে ভুগছেন কিনা তা যাচাই করুন।”
এক ব্লগপোস্টে নামি’র পক্ষ থেকে বলা হয়, মানুষকে আরও দ্রুত সহায়তা দিতে এই প্রক্রিয়া কাজ করবে। সংস্থাটি বলে, “‘চেক ইফ ইউ আর ক্লিনিকালি ডিপ্রেসড’ অপশন চাপার মাধ্যমে আপনি গোপনে নিজেকে যাচাইয়ের একটি সুযোগ পাবেন, এর মাধ্যমে আপনি আপনার বিষণ্নতার মাত্রা বুঝতে পারবেন।”
‘নলেজ প্যানেল’-এর এই প্রশ্নপত্র দেখানো হবে। বক্সটি মোবাইল ডিভাইস থেকে কোনো ব্যবহারকারী সার্চ করার পর ‘নলেজ প্যানেল’ বক্সটি সার্চ রেজাল্টের উপরে দেখা যাবে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
এ ক্ষেত্রে পেশেন্ট হেলথ কোয়েশ্চেনিয়ার-৯ নামের একটি প্রশ্ন তালিকা দেওয়া হবে। এটি হচ্ছে মাসিক স্বাস্থ্যবিষয়ক নয়টি প্রশ্নের একটি তালিকা।
গুগলের পণ্য ব্যবস্থাপক ভিদুসি টেকরিওয়াল বলেন, যেসব ব্যবহারকারী এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, সেগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেখা হবে না বা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : নোট সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে স্যামসাং। আগের বছর নোট ৭ দূর্ঘটনার পর এবার নতুন নোট ৮-এ বাড়তি সতর্কতা নিয়েছে প্রতিষ্ঠানটি।
দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য সাম্প্রতিক সময়টা বেশ কষ্টকরই বলতে হবে। প্রথমে গ্যালাক্সি নোট ৭ বিপর্যয় তারপর দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের গ্রেপ্তার, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
এর মধ্যে গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস ডিভাইস দিয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছে স্যামস্যাং। এবার ২৩ অগাস্ট গ্যালাক্সি নোট ৮ উন্মোচনের মধ্য দিয়ে গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরে পাওয়ার প্রয়াশ করছে স্যামসাং।
গ্যালাক্সি নোট ৮ নিয়ে আগে থেকেই বহু তথ্য ও ছবি ফাঁস হয়েছে। বাস্তবেও তার ব্যতিক্রম কিছু দেখা যায়নি।
গ্যালাক্সি এস৮-এর চেয়ে নোট ৮ কিছুটা লম্বা ও চওড়া। আর এস৮ এর গোলাকার কোণাগুলোর চেয়ে এটির পর্দা কিছুটা চার কোণা আকারের।
গ্যালাক্সি এস৮-এর পর্দাকে ইনফিনিটি ডিসপ্লে দাবি করেছে স্যামসাং। নতুন গ্যালাক্সি নোট ৮-এও একই ধরনের পর্দা ব্যবহার করা হয়েছে। এটির পর্দার আকার ৬.৩ ইঞ্চি, যেখানে গ্যালাক্সি এস৮ প্লাস-এর পর্দা ৬.২ ইঞ্চি।
এর পাশাপাশি স্মার্টফোনটিতে প্রথমবারের মতো ডুয়াল ক্যামেরা যোগ করেছে স্যামসাং। আর নোট সিরিজের সিগনেচার ফিচার এস পেন স্টাইলাসও রয়েছে এতে। নোট ৮ স্টাইলাইসের জন্য নতুন কিছু ফিচারও আনা হয়েছে।
নতুন এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। তবে, এবার ব্যাটারি নিয়ে বাড়তি সতর্কতার জন্য এতে ছোট ব্যাটারি ব্যবহার করেছে স্যামসাং। নোট ৮-এর ব্যাটারি রাখা হয়েছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার।
২০১১ সালে প্রথম নোট সিরিজ উন্মোচন করে স্যামসাং। তবে নোট সিরিজ কখনোই স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর মধ্যে ছিল না। কিন্তু এর প্রতি গ্রাহকের ভালোবাসা ভিন্ন।
স্যামসাং ইউরোপের ফিল ল্যান্ডার বলেন, “ব্যবহারকারীদের ওপর করা একটি জরিপ ভিন্ন গল্পই বলছে। তারা খুব বিশ্বস্ত, ১০ জনের মধ্যে ৮ জন উত্তরদাতা তাদের স্মার্টফোনের জন্য ‘ভালোবাসা’ শব্দটি উচ্চারণ করেছেন। চারজনের মধ্যে তিনজন বলেছেনে এটি তাদের ব্যবহার করা সবচেয়ে ভালো স্মার্টফোন।”
নতুন গ্যালাক্সি নোট ৮-এ স্যামসাংয়ের ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা বিক্সবিও রাখা হয়েছে। আর গ্যালাক্সি এস৮-এর মতো নোট ৮-এও বিক্সবির জন্য আলাদা বাটন রাখা হয়েছে।
ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। আর বাজার এলে এর মূল্য কতো হবে সেটিও বলা হয়নি। তবে, স্মার্টফোনের মূল্য অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ২৪।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও সহজে সাইটটি ব্যবহার করতে পারছেন। নতুন ডিজাইন অনুযায়ী সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে কমেন্ট সেকশনে।
এখন থেকে যে কোনও পোস্টের কমেন্টে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে ধূসর রং। ফলে কারা কমেন্ট করছেন সেটা সহজে চিহ্নিত করা যাবে। এছাড়া আগে প্রোফাইল পিকচার চারকোণা বক্সের মধ্যে দেখালেও এবার থেকে দেখা যাবে বৃত্তের মধ্যে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার অপশনগুলোতেও এসেছে কিছু পরিবর্তন।
সব মিলিয়ে গ্রাহকরা ফেসবুক ব্যবহার করে যেন আগের চেয়ে বেশি আনন্দ পান সে কারণেই নকশায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুকে আরও বেশি প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ কথোপকথন চালাতে মানুষকে সাহায্য করা হচ্ছে। এ ক্ষেত্রে কমেন্ট বা মন্তব্য করার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমেন্ট করার ধরনটি হালনাগাদ করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ
প্রযুক্তি ডেস্ক : নতুন আপডেটে ‘ব্যাকগ্রাউন্ড রঙ’ পরিবর্তন করে টেক্সট স্ট্যাটাস দেওয়ার ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ।
ফেইসবুকের স্ট্যাটাস ফিচারের মতোই করা হয়েছে চ্যাটিং অ্যাপটির নতুন ফিচার। ফেইসবুকে যেমন স্ট্যাটাস দেওয়ার সময় অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি বাছাইয়ের সুযোগ থাকে এবার হোয়াটসঅ্যাপেও তেমনটা করা যাবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
অ্যাপের ডানদিকে পেন্সিল আইকন চেপে গ্রাহক হোয়াটসঅ্যাপ-এ ভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
প্রাথমিকভাবে সব গ্রাহকের জন্য আপডেট দেয়নি হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি টেক্সট স্ট্যাটাস ফিচার ফিরিয়ে এনেছে চ্যাটিং অ্যাপটি। ফেইসবুক স্টোরিজ-এর মতো ‘স্ট্যাটাস’ চালু করার পর এটি বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ।
২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে মেসেজিং অ্যাপটি অধিগ্রহণ করে ফেইসবুক।
সম্প্রতি ১৩০ কোটি মাসিক সক্রিয় গ্রাহকের হিসাব দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন ৪৫০ কোটি ছবি শেয়ার করা হয় এর মাধ্যমে। আর বর্তমানে ৬০টি ভাষা সমর্থন করে এটি।
আগের বছর অ্যাপটিতে ভিডিও কল, স্ট্যাটাস এবং দুই স্তরের যাচাইকরণ ফিচার যোগ ও নকশা পরিবর্তন করায় গ্রাহক সংখ্যা বেড়েছে প্রতিষ্ঠানটির। এর আগে অ্যাপটির মাসিক সক্রিয় গ্রাহক ছিল একশ’ কোটি।
প্রযুক্তি ডেস্ক : স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে এবার যোগ দিচ্ছে ইনটেল। মাইক্রোচিপ নির্মাণে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বুধবার ঘোষণা করা হয় স্বচালিত গাড়ির প্রযুক্তি পরীক্ষায় ১০০টি গাড়ির বহর বানাবে তারা।
ধারণা করা হচ্ছে কোয়ালকম ও এনভিডিয়া’র মতো অপর চিপ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করতেই এমন উদ্যোগ নিয়েছে ইনটেল।
স্বয়ংক্রিয় ‘লেভেল ৪’ যান হবে ইনটেল-এর গাড়িগুলো, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ির এক ধাপ নিচে এবং অটোপাইলট প্রযুক্তি এবং বর্তমানে রয়েছে এমন স্বয়ংক্রিয় প্রযুক্তির অনেক ওপরে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপে পরীক্ষা চালাবে ইনটেল। তবে এতে প্রতিষ্ঠানের নতুন স্বয়ংক্রিয় চালনা ল্যাব স্থানান্তর করা হবে না। চলতি বছরের মে মাসেই ল্যাবটি চালু করেছে ইনটেল। ইতোমধ্যে বিএমডাব্লিউ, ডেলফি এবং এরিকসন-সহ বেশ কিছু প্রতিষ্ঠানের স্বচালিত গাড়ির প্রযুক্তি তৈরিতে সহায়তা করেছে ল্যাবটি।
সম্প্রতি ১৫০০ কোটি মার্কিন ডলারে ইসরায়েলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মোবিলি’র ৮৪ শতাংশ শেয়ার কিনেছে ইনটেল। বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হয় এমন চিপ বানিয়ে থাকে মোবিলি। ২০১৮ সালে ইনটেল ও মোবিলি’র তৈরি গাড়ি রাস্তায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখতে ‘ওয়াচ’ নামে নতুন সেবা চালু করতে যাচ্ছে ফেইসবুক। ধারণা করা হচ্ছে, এই সেবা দিয়ে ইউটিউব-এর সঙ্গে পাল্লা দেওয়ার প্রয়াস করছে প্রতিষ্ঠানটি।
টিভি’র মতো শো চালু করবে ফেইসবুক এমন গুজব কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। অন্যদিকে ওয়াচ নামের এই সেবাটি অনেকটাই ইউটিউব-এর মতো, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
বুধবার এক ব্লগপোস্টে নতুন সেবার বিষয়টি নিশ্চিত করেছে ফেইসবুক। শীঘ্রই গ্রাহকদের জন্য এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সেবার মাধ্যমে গ্রাহক তার নিজের নিউজ ফিডের বাইরে সহজেই ভিডিও ব্রাউজ করতে পারবেন। এছাড়া গ্রাহক চাইলে তার ওয়াচলিস্টও তৈরি করতে পারবেন।
প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সংখ্যক গ্রাহক এবং ভিডিও নির্মাতার জন্য ফিচারটি চালু করবে ফেইসবুক। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবারই কিছু সংখ্যক গ্রাহক ওয়াচ কনটেন্ট ও ট্যাব ব্যবহার করতে পারবেন। এতে আরও বলা হয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অরিজিনাল ভিডিও তৈরি করেন তারা ওয়াচ থেকে বিজ্ঞাপনী আয়ের ৫৫ শতাংশ পাবেন। আর ফেইসবুক পাবে ৪৫ শতাংশ।
শেষ প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের সময় প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, “প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করতে আমরা আগে থেকেই কিছু বিনিয়োগ করছি।”
ডেস্ক রিপোর্ট : মোবাইল ফোনে কথা বলার খরচ পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন একই মোবাইল ফোন অপারেটরের নিজেদের গ্রাহকদের (অন-নেট) সঙ্গে কথা বলার সর্বনিম্ন খরচ ২৫ পয়সা, সেটি এখন বৃদ্ধি পেয়ে ৩৫ পয়সা হতে পারে। আবার অন্য অপারেটরে (অফ-নেট) ফোন করার খরচ ৬০ পয়সা থেকে কমিয়ে ৪৫ পয়সা নির্ধারণ করতে চায় নিয়ন্ত্রক সংস্থা।
একই সঙ্গে মোবাইল ফোনে কল করার সর্বোচ্চ মূল্য ২ টাকা থেকে কমিয়ে দেড় টাকা করার প্রস্তাব করেছে বিটিআরসি। বিটিআরসির প্রস্তাব অনুযায়ী, অন-নেট কলের ক্ষেত্রে অর্থাৎ গ্রাহক নিজস্ব নেটওয়ার্কে কল করলে তার পুরোটাই যাবে সংশ্লিষ্ট অপারেটরের কাছে। আর অফ-নেট কলের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী যে অপারেটরের নেটওয়ার্কে কল যাবে, তারা প্রতি মিনিটের জন্য ১৮ পয়সা করে পাবে। এ ছাড়া যে অপারেটরের নেটওয়ার্ক থেকে কল তৈরি হয়, তাদের থেকে ইন্টার কানেকশন এক্সচেঞ্জও (আইসিএক্স) আগের মতোই ৪ পয়সা করে পাবে। অর্থাৎ অফ-নেট কলের ক্ষেত্রে মূল অপারেটরের ব্যয় হবে ২২ পয়সা। সম্প্রতি বিটিআরসির কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর এটি যাবে অর্থ মন্ত্রণালয়ে।
কারণ, এ সিদ্ধান্তের সঙ্গে সরকারের আয়-ব্যয়ের হিসাব জড়িত আছে। কলরেট পুনর্নির্ধারণের ফলে টেলিযোগাযোগ খাতের সামগ্রিক আয় বাড়বে বলে বিটিআরসি মনে করে। তবে খাতসংশ্লিষ্টদের কাছ থেকে নেতিবাচক মনোভাব পেলে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ আছে বলেও নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে বলা হয়েছে। বর্তমানে মোবাইল ফোনে কল করার সর্বনিম্ন সীমা ২৫ পয়সা, আর সর্বোচ্চ সীমা ২ টাকা। অর্থাৎ এ সীমার মধ্যে থেকে অপারেটররা বিভিন্ন প্যাকেজে কল করার মূল্য নির্ধারণ করে। বিটিআরসির নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কলরেটের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা হবে যথাক্রমে ৩৫ পয়সা ও ১ টাকা ৫০ পয়সা।
জানা গেছে, কলরেট পরিবর্তনের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ছোট অপারেটর থেকে বড় অপারেটরে কল করার খরচ কমবে। যেমন টেলিটক থেকে গ্রামীণফোনে কল করতে এখন ন্যূনতম খরচ ৬০ পয়সা। সেটি এখন কমে ৪৫ পয়সা হবে। এতে গ্রাহকসংখ্যায় পিছিয়ে থাকা অপারেটররা তুলনামূলক বেশি সুবিধা পাবে। যদিও অফ-নেট কল থেকে ছোট অপারেটরদের আয় কমে যাবে। কারণ, এ ধরনের কলের জন্য ২২ পয়সা খরচ বাদ দিয়ে বাকি ৩৮ পয়সা এখন তারা পায়। নতুন নিয়ম কার্যকর হলে সে আয় কমে ২৩ পয়সা হবে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে টেলিটকের গ্রাহকসংখ্যা ৩৭ লাখ, যা কার্যক্রম থাকা অপারেটরের মধ্যে সর্বনিম্ন। সবচেয়ে বেশি ৫ কোটি ৯৩ লাখ গ্রাহক আছে গ্রামীণফোনের। এ ছাড়া এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া রবির ৩ কোটি ৫০ লাখ আর বাংলালিংকের ৩ কোটি ১৩ লাখ গ্রাহক আছে। জানতে চাইলে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, কলরেট বৃদ্ধির যে প্রস্তাব বিটিআরসি দিয়েছে, সেটির সঙ্গে অ্যামটব একমত। কারণ, বাংলাদেশে ভয়েস কলের রেট বিশ্বের মধ্যে সর্বনিম্ন। সেটি যদি একটু সহনীয়ভাবে পুনর্নির্ধারণ করা হয়, সেটা সব পক্ষের জন্যই ভালো হবে। আর কলরেট বাড়লে তার বড় একটি অংশ পাবে সরকারই।
তবে সর্বনিম্ন কলরেট বাড়ানোর সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, সর্বনিম্ন রেট বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এটি ঠিক রেখে বা কমিয়ে অন্য রেট কমালে কোনো আপত্তি নেই। আর মোবাইল ফোন অপারেটর ও সরকার টেলিযোগাযোগ খাত থেকে এখন যথেষ্ট আয় করে। তাই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রাহকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
বিটিআরসি ২০১০ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সহায়তায় প্রথম ভয়েস কলের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা বেঁধে দেয়। কলরেট নির্ধারণে সে সময় নিয়ন্ত্রক সংস্থা একটি ‘কস্ট মডেলিং’ করেছিল।
ভয়েস কল রেটের মিনিটপ্রতি
বর্তমান ও প্রস্তাবিত মূল্য
সর্বনিম্ন (অন–নেট)
বর্তমান মূল্য ২৫ পয়সা
প্রস্তাবিত ৩৫ পয়সা
সর্বনিম্ন (অফ–নেট)
বর্তমান মূল্য ৬০ পয়সা
প্রস্তাবিত ৪৫ পয়সা
সর্বোচ্চ কল রেট
বর্তমান মূল্য ২ টাকা
প্রস্তাবিত মূল্য ১.৫ টাকা
সূত্র : জনকন্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বন্ধের চেয়ে অপপ্রয়োগ বন্ধ হওয়া জরুরি।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খুলনার সাংবাদিক আব্দুল লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ও গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তুচ্ছ কিছু ঘটলো আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হলো-এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। এ ধারা বাতিলের চেয়ে এর অপপ্রয়োগ বন্ধ করা দরকার।’
তিনি বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল। কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। তুচ্ছ কারণেও এই ধারার ব্যবহার হচ্ছে।
এ ব্যপারে তথ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, এ আইন বাদ দেয়ার কথা আমি বলব না, তবে অপপ্রয়োগ ঠেকাতে বলবো। সূত্র:বাসস
ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য ৫৭ ধারা নয়, এটি সাইবার অপরাধ দমনের জন্য। সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি।
গতকাল বুধবার সকালে সাভার উপজেলার আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী এসময় আরো বলেন, সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। একটি হলো জঙ্গি দমন করে দিয়ে দেশে শাস্তি প্রতিষ্ঠিত করা, দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য ও দারিদ্র্য মুক্ত উন্নয়নশীল দেশ গড়া, তৃতীয়টি হচ্ছে দলবাজিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মাক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ-সুবিধা দিতে হবে। তিনি এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।