পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সাংবাদিক নির্যাতনের জন্য নয়, সাইবার অপরাধ দমনের জন্য ৫৭ ধারা’

Posted on July 27, 2017 | in তথ্যপ্রযুক্তি, সারা দেশ | by

ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য ৫৭ ধারা নয়, এটি সাইবার অপরাধ দমনের জন্য। সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি।

গতকাল বুধবার সকালে সাভার উপজেলার আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী এসময় আরো বলেন, সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। একটি হলো জঙ্গি দমন করে দিয়ে দেশে শাস্তি প্রতিষ্ঠিত করা, দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য ও দারিদ্র্য মুক্ত উন্নয়নশীল দেশ গড়া, তৃতীয়টি হচ্ছে দলবাজিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মাক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ-সুবিধা দিতে হবে। তিনি এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud