পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আ. লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এ সময় তিনি বলেন, ‘বাঙালী জাতিকে একটি আত্মপরিচয়ের সুযোগ দেয়া এই চিন্তা চেতনা থেকেই কিন্তু জাতির পিতা সংগ্রাম করেছেন। আর এই সংগ্রামের পেছনে সব সময় থাকতেন আমার মা। আমার বাবা বার বার কারাগারে গিয়েছেন। ঠিক সেসময় আমার মা একবার সংগঠন এক বার সংসার আবার আত্মীয়-স্বজন সামলেছেন।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রত্যেকটা ক্ষেত্রে আমার মা জানতেন আব্বা কি চায় আমার মনে হয় আর কেউ না জানলেও আমার মা জানতেন। আমার মায়ের মত একজন সঙ্গী বাবা পেয়েছিলেন বলেই কিন্তু আমার বাবা তাঁর সংগ্রাম চালিয়ে যেতে পেরেছিলেন। আমার মা কোনোদিন পশ্চিম পাকিস্তানে যায়নি।’

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on আ. লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন : প্রধানমন্ত্রী

জ্বালানি খাতে সুষম উন্নয়ন করা হবে : নসরুল হামিদ

ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পনা মাফিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সুষম উন্নয়ন করা হবে। প্রাকৃতিক গ্যাস ক্রম হ্রাসমান হলেও বিকল্প জ্বালানির সরবরাহ নিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত রয়েছে। গভীর-অগভীর সমুদ্রে এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজ জোরদার করা হয়েছে।

তিনি গতকাল সোনারগাঁও হোটেলে গ্যাস সেক্টর মাস্টার প্ল্যানের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান করা হয়েছে। এতে চাহিদা, সরবরাহ এবং সম্ভাব্য প্রাপ্তির উৎস, অর্থনৈতিক চ্যালেঞ্জ, ক্লিন এনার্জি বা বৈশ্বিক অবস্থা নিয়ে বিস্তারিত বলা আছে। এটিকে ম্যাগনাকার্টা উল্লেখ করে তিনি বলেন, খাতভিত্তিক গ্যাসের চাহিদা নিরূপণ করে গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের সহায়তায় বিশ্বব্যাংকের অর্থায়নে ডেনমার্কের র‌্যাম্বল কোম্পানি, ডেনমার্কের ভূতত্ব জরিপ অধিদপ্তর এ মাস্টার প্ল্যান করছে। এখানে চাহিদা ও সরবরাহ বিশ্লেষণ, সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহের উপায়, সঞ্চালন অবকাঠামো নির্মাণ পরিকল্পনা ও আইনগত রীতি-নীতি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেনমার্কের রাষ্ট্র্রদূত মিকায়েল উইন্থার, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনশুর মো. ফয়জুল্লাহ ও র‌্যাম্বল কোম্পানির পরিচালক সোরেন লভস্ট্যাড ক্রিসটেনসেন বক্তব্য রাখেন। বাসস

Posted in জাতীয়, ব্যবসা-অর্থনীতি | Comments Off on জ্বালানি খাতে সুষম উন্নয়ন করা হবে : নসরুল হামিদ

ষোড়শ সংশোধনী নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বেলা ১২টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মীরা।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সোমবার বিকালে মুঠোফোনে সংবাদ সম্মেলনের কথা জানান। তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী।’

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে বর্তমান সরকারের আমলে পাস করা সংবিধানের ষোড়শ সংধোশনী বাতিল হয়ে গেছে উচ্চ আদালত। গত ১ আগস্ট এই মামলার যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, তাতে শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা মন্তব্য এসেছে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিএনপি সরকারের পদত্যাগ দাবি করেছে। আর এই রায়ে ভীষণ ক্ষুব্ধ হয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে এই রায় নিয়ে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রকাশ্যে বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল হলেও আবার তা পাস করা হবে। প্রয়োজনে বারবার পাস করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মতামতকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য বললেও মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর এই বক্তব্য নিয়েও কথা হয়েছে।

একজন মন্ত্রী বলেছেন, ‘আমাদের সবার কথা, আমাদের সংসদ আছে, আমরা নতুন আইন করব, এটা তো আর তিনি (প্রধান বিচারপতি) বন্ধ করতে পারবেন না।’

মন্ত্রিসভার বৈঠকে ষোড়শ সংশোধনী মামলার রায় নিয়ে আলোচনার সূত্রপাত করেন আইনমন্ত্রী। এই আলোচনা অংশ নেন মন্ত্রিসভার সব সদস্য।আমাদের সময় ডটকম

Posted in আইন-আদালত, জাতীয় | Comments Off on ষোড়শ সংশোধনী নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

রাজন, তুফানের মতো কর্মী দরকার নাই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট : বিশ্বজিৎ হত্যায় দণ্ডিত রাজনের মতো কর্মী ছাত্রলীগের দরকার নেই। বগুড়ার তুফান সরকারের মতো তুফান কর্মী আমাদের কোনও প্রয়োজন নেই। ছাত্রলীগকে আমরা সুনামের ধারায় পরিচালিত করার চেষ্টা করছি। যারা সংগঠনের সুনাম ক্ষুণ্ন করবে দলে তাদের ঠাঁই হবে না।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশিরা অথবা আদালত ক্ষমতায় বসাবে এমন দিবাস্বপ্ন যারা দেখছেন, তাদের সেই রঙিন খোয়াব তাসের ঘরের মতো ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেওয়ার স্বপ্নও দেখছেন সেটাও হবে না। তিনি বলেছেন, সংসদ ভেঙে দেওয়ার দিবাস্বপ্ন যারা দেখছেন, তাদের এই রঙিন খোয়াব তাসের ঘরের মতো ভেঙে যাবে। সে দিন আর বেশি দূরে নয়। ষড়যন্ত্র করছেন, কাদের কাদের নিয়ে, কিভাবে করছেন সব আমরা জানি। আমরা জবাব দেবো।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আদালত ক্ষমতায় বসাবে, বিদেশিরা ক্ষমতায় বসাবে ঐ রঙিন খোয়াব এদেশে সফল হবে না। ক্ষমতায় বসাতে পারে এদেশের জনগণ। সেই শক্তি শেখ হাসিনার সঙ্গে আছে। কোনও ষড়যন্ত্র আমাদের উন্নয়নের মহাসড়কে চলার পথে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন টেমস নদীর তীরে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে। আন্দোলনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকারকে হটাতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জনগণের নির্বাচিত সংসদ। নির্বাচনে আপনারা আসেননি, সেটা কি নির্বাচনের দোষ? সহায়ক সরকার হবে শেখ হাসিনার সরকার। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এটাই সংবিধান। আমরা সংবিধানের বাইরে যাবো না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘ঈদের পরে আন্দোলন, কত ঈদ চলে গেল। আন্দোলন করবেন কেমন করে? আন্দোলন করতে হলে জনগণ লাগবে। জনগণ তো শেখ হাসিনার সঙ্গে। জনগণ আপনাদের আন্দোলনে নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের ডাক দিচ্ছেন, কেউ সাড়া দিচ্ছে না। যিনি ডাক দিয়েছেন, তিনি টেমস নদীর পাড়ে। চিকিৎসার নামে চলে গেছেন, বসে বসে কি করছেন সবাই জানে। আন্দোলন এই বছর, না ঐ বছর, মানুষ বাঁচে কয় বছর?’

তিনি বলেন, ‘সময়ের পরিবর্তনে, বাস্তবতার প্রয়োজনে আমাদের কৌশল পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা এক চুলও সরে যাইনি। মরণের ভাগাড়ে দাঁড়িয়ে আমরা বার বার জীবনের জয়গান গেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এদেশের রাজনীতিতে মুজিব পরিবারই হচ্ছে সততা, আদর্শের প্রতীক। চরিত্রহননের ছোরা দিয়ে এই পরিবারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কম হয়নি। এদের কোন হাওয়া ভবন নেই, ক্ষমতার বিকল্প সেন্টার নেই। সজীব ওয়াজেদ জয় দেশে আসেন। দুই-একটি সৃজনশীল অনুষ্ঠান ছাড়া তাকে আর কোথাও দেখা যায় না।’

তিনি বলেন, আগস্ট মাসে বিলবোর্ডের নামে বাড়াবাড়িটা ছাত্রলীগ করছে না, এটা ভালো লাগছে। ছাত্রলীগ চাঁদাবাজি করে আগস্টের কর্মসূচি পালন করছে—এমন অভিযোগ পাইনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের সম্মেলন যথা সময়ে হবে। অনেক সময় বাস্তব কিছু সুবিধা-অসুবিধা থাকে। সম্মেলন করার ক্ষেত্রে সাংগঠনিক কিছু ঘাটতি আছে। ঘাটতিগুলো পূরণ করতে ছাত্রলীগকে বলা হয়েছে। আর একটু সময় লাগবে। তাদেরকে কানে কানে সম্মেলনের একটা মোটামুটি সময় বলে দেওয়া হয়েছে। দেখবেন, হঠাৎ করে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা হয়ে যাবে।

তিনি বলেন, ‘ছাত্রলীগকে আমরা সুনামের ধারায় পরিচালিত করার চেষ্টা করছি। তারপরেও কেউ কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে বলছি, বিশ্বজিৎ হত্যায় দণ্ডিত রাজনের মতো কর্মী ছাত্রলীগের দরকার নেই। বগুড়ার তুফান সরকারের মতো তুফান কর্মী আমাদের কোনও প্রয়োজন নেই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহীদ সন্তান ডা. নূজহাত চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।বাংলাট্রিবিউন

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on রাজন, তুফানের মতো কর্মী দরকার নাই: ওবায়দুল কাদের

মুক্তিযোদ্ধারা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আসন্ন ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে ভাতা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মিলে এই অর্থ পাবেন মুক্তিযোদ্ধারা।

আজ রোববার মন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিন গুণ করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি অধ্যাপক আ. সালাম খান ও সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on মুক্তিযোদ্ধারা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ইইউ, প্রধানমন্ত্রীর স্বাগতম

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় ২০০৮ সালের নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে ইইউর উদ্যোগের প্রশংসা করেছেন।

ইইউর বিদায়ী রাষ্ট্রদূত আজ রোববার শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে বাংলাদেশ এই লক্ষ্যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। খবর বাসস।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর কথা বলেন। তিনি বাংলাদেশের শ্রম আইন ও ইপিজেডের খসড়া আইন আরও পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে পিয়েরে মায়াদু বলেন, আবহাওয়া ভালো থাকলে ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনী সহযোগিতার জন্য ইইউর নেওয়া ‘ইউরো হরাইজন ২০২০’-এ বাংলাদেশের আরও বেশি অংশগ্রহণে উৎসাহ দেন তিনি।

বাংলাদেশের শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গঠনের প্রধান লক্ষ্য ছিল শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায় করা। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১ হাজার ৬০০ টাকা থেকে ৫ হাজার ৩০০ টাকা করাসহ শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম।

Posted in জাতীয় | Comments Off on নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ইইউ, প্রধানমন্ত্রীর স্বাগতম

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো যেমন পুনরুদ্ধার করতে হবে তেমনি বুড়িগঙ্গার দূষণ রোধেও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পরিবেশ কমিটির সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে ব্যাপক বনায়নের কর্মসূচি হাতে নেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কারো মুখাপেক্ষী হয়ে থাকা নয়- বরং নিজেদেরই আরো সতর্ক হতে হবে। ২০০৯ সালের পর অনুষ্ঠিত পরিবেশ কমিটির আজকের সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন- বিগত সরকারগুলো কোনো পদক্ষেপ না নেয়ায় রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। এসব খাল সংস্কারের পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণের সময় জলাধার রাখার বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন- বড় শহরগুলোর পাশ দিয়ে বয়ে চলা নদী দূষণ নিয়ন্ত্রণে আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনের ব্যবস্থা নিতে হবে। সময়টিভি অনলাইন

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on রাজধানীর জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু ’৭০-এর নির্বাচনী বক্তৃতাতেই একটি আধুনিক রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন

আন্তর্জাতিক ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের নির্বাচনী বক্তৃতায় একটি আধুনিক স্বায়ত্তশাসিত রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেছিলেন।

সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ২৮ অক্টোবর পাকিস্তান টেলিভিশন সার্ভিস ও রেডিও পাকিস্তান আয়োজিত ‘রাজনৈতিক সম্প্রচার’ শীর্ষক বক্তৃতামালার প্রথম বক্তা ছিলেন পাকিস্তান আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর নির্বাচিত বক্তৃতা ও বিবৃতির সংকলন ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ বইয়ের সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এই বক্তৃতা সম্পর্কে বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথম ক্ষমতাসীনদের বাইরের রাজনীতিবিদরা রেডিও-টিভির মতো গণমাধ্যমে রাজনৈতিক মতাদর্শ প্রচারের সুযোগ পান।’
রামেন্দু মজুমদার এই বইতে ১৯৭০ সালের ২৮ অক্টোবর থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধুর নির্বাচিত বক্তৃতা ও বিবৃতিগুলো পটভূমিসহ বাংলা এবং ইংরেজিতে সংকলন ও সম্পাদনা করেন। ১৯৭২ সালে প্রথম কলকাতার ওরিয়েন্ট লংম্যান প্রকাশনা থেকে ‘বাংলাদেশ মাই বাংলাদেশ’ নামে বইটি ইংরেজিতে প্রকাশিত হয়। পরে ১৯৮৯ সালে ঢাকার কথন প্রকাশনী এর বাংলা সংকলন ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ প্রকাশ করে। পরবর্তীতে মুক্তধারা ১৯৭২ সালের জুলাই এবং ২০১০ সালে এর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশ করে।
বঙ্গবন্ধুর এই নির্বাচনী বক্তৃতাটি পূর্ব পাকিস্তানের শ্রোতাদের জন্য বাংলায় এবং পশ্চিম পাকিস্তানের শ্রোতাদের জন্যে ইংরেজিতে রেকর্ডিং করা হয়। পরের দিন বঙ্গবন্ধুর এই বক্তৃতা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার করে।
এই বক্তৃতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুই প্রথমবারের মতো পাকিস্তানের গণমাধ্যমে পূর্ব পাকিস্তানকে ‘বাংলা’ নামে অভিহিত করেন। যা বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে সম্পর্কিত অনেক শব্দের মতই পাকিস্তান রেডিও-টিভিতে নিষিদ্ধ ছিল।

ঐতিহাসিক এই বক্তৃতায় বঙ্গবন্ধু বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন। এতে তিনি পূর্ববাংলার স্বায়ত্বশাসনের পাশাপাশি এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির পথও নির্দেশ করেন। তিনি কৃষি, শিক্ষা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাতগুলো সম্পর্কেও তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মেটানোর জন্যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধনের প্রয়োজন দেখা দিয়েছে।’ বঙ্গবন্ধু বন্যা নিয়ন্ত্রণ, সবার জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা’র উন্নয়নকে অর্থনৈতিক মৌলিক ভিত্তির প্রথম তিনটি স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।
বঙ্গবন্ধু বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ অবশ্যই প্রথম কর্তব্য হিসেবে বিবেচনা করতে হবে। জরুরী অবস্থার ভিত্তিতে একটি সুসংহত ও সুষ্ঠু বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তবায়ন করা আশু প্রয়োজন।’
তিনি বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নকে অর্থনৈতিক সমৃদ্ধির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায় উল্লেখ করে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প নির্মাণের জন্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্রাকৃতির শিল্প গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে এসব শিল্পকে এমনভাবে ছড়িয়ে দিতে হবে, যার ফলে গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন প্রকার শিল্প সুযোগ পৌঁছায় এবং গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

অর্থনৈতিক সমৃদ্ধির পথে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি উত্তরবঙ্গের সাথে যোগাযোগ স্থাপনের জন্য যমুনা সেতু নির্মাণের আশা প্রকাশ করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

বঙ্গবন্ধু এই বক্তৃতায় কেন্দ্রিভূত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় আমলাতন্ত্রে মাত্র ১৫ শতাংশ বাঙালী প্রতিনিধিত্বের কঠোর সমালোচনা করে এর পুনর্বিন্যাসের দাবি জানান।
জাতির জনক গ্রাম ও শহরের উন্নয়ন বৈষম্য দূর করতে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে তিনি কুটির শিল্পের কাঁচামাল সরবরাহ, বাজারজাতকরণ ও ঋণদানের সুবিধা দেয়ার প্রস্তাব করেন।
বঙ্গবন্ধু কৃষির আধুনিকায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি কৃষকদের হাতে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি, সার, ও বীজ সরবরাহ এবং কৃষি ঋণ দেয়ার সুপারিশ করেন। এই বক্তৃতায় তিনি ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা বিলোপ এবং বকেয়া খাজনা মওকুফ করার প্রস্তাব করেন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান শিক্ষাখাতে বিনিয়োগকে ‘উৎকৃষ্ট বিনিয়োগ’ আখ্যা দিয়ে জাতীয় উৎপাদনের শতকরা কমপক্ষে ৪ ভাগ সম্পদ শিক্ষাখাতে বরাদ্দ দেয়ার প্রস্তাব করেন। তিনি স্কুল, কলেজ এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার সুপারিশ করেন।
তিনি পাঁচ বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং স্বল্পমূল্যে সবার জন্য মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করার প্রস্তাব করেন।

দেশে মেডিকেল ও কারিগরী বিশ্ববিদ্যালয়সহ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপরও জোর দেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়টিও তিনি নজরে আনেন।
বঙ্গবন্ধু সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘পল্লী চিকিৎসা কেন্দ্র’ নির্মাণের প্রস্তাব করেন। তিনি বলেন, ‘প্রতি ইউনিয়নে একটি করে পল্লী চিকিৎসা কেন্দ্র এবং প্রতি থানা সদরে একটি করে হাসপাতাল অবিলম্বে স্থাপনের দরকার।’ তিনি চিকিৎসা গ্রাজুয়েটদের জন্য ‘ন্যাশনাল সার্ভিস’ প্রবর্তন এবং পল্লী এলাকার জন্য বিপুল সংখ্যাক প্যারা মেডিকেল পার্সোনেলদের ট্রেনিং দেয়ার সুপারিশ করেন।

জাতির পিতার দেখানো পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভূক্ত করেন। বর্তমানে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারাদেশে হাজার হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। বাসস

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on বঙ্গবন্ধু ’৭০-এর নির্বাচনী বক্তৃতাতেই একটি আধুনিক রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন

দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুন : কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধের মূল্যবোধে দেশপ্রেমিক নাগরিক হয়ে নিজেদের গড়ে তুলতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। খাদ্যমন্ত্রী সৎ ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবার মনোভাব নিয়ে বিসিএস কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশপ্রেম যদি আপনার মধ্যে না থাকে। তবে কখনোই আপনি বড় বা ভালো কর্মকর্তা হতে পারবেন না। দেশের ইতিহাস আপনাকে জানতে হবে, মুক্তিযুদ্ধকে আপনাকে জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে নিজের মধ্যে লালন করতে হবে আপনাকে। তাহলেই একজন দেশপ্রেমিক কর্মকর্তা আপনি হতে পারবেন। এবং আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।’

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুন : কামরুল ইসলাম

জোটের নামে দেশের স্বাধীনতা আক্রান্ত হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে : আমির হোসেন আমু

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের গণতান্ত্রিক শক্তির বিকাশের জন্য যে কোন রাজনৈতিক দলের জোটকে স্বাগত জানানো হবে।

তিনি বলেন, তবে তারা জোটের নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতে চাইলে রাজনৈতিক ভাবেই তাদের মোকাবেলা করা হয়।
আমু আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত এক আলোচনা এ কথা বলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং দেশের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮ তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘ জাতীয় নির্বাচন সামনে । অনেক কোয়ালিশন (জোট) হবে। গণতান্ত্রিক পর্যায়ে তা হতেই পারে। গণতান্ত্রিক শক্তির বিকাশে যে কোন রাজনৈতিক জোটকে স্বাগত জানানো হবে।’

বানিজ্য মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামীসহ যারা মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চলছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বেশ কয়েকটি মামলার রায় হয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে তাঁদের ষড়যন্ত্র আরো পাকা হয়েছে।

আমু বলেন, তাদের সহযোগিরা তাদের পাশে রয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তির মুখপাত্র হয়ে তারা কাজ করছে তারা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ(লেবেল প্লেয়িং ফিল্ড) প্রতিষ্ঠার নামে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আফজালুর রহমান বাবু, ও ড. উৎপল কুমার সরকার প্রমূখ।

আমির হোসেন আমু বলেন, শহীদ শেখ কামাল দেশের শ্রেষ্ঠ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে অন্যতম। তিনি (শেখ কামাল) আজ জীবিত থাকলে দেশের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃত্ব দিতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আবাহনী ক্রীড়াচক্রের যে জনপ্রিয়তা দেখা গেছে তা মূলত বঙ্গবন্ধু ও শেখ কামালেরই জনপ্রিয়তার কারনেই।
মন্ত্রী আরো বলেন, আমরা তার মধ্যে এক অকুতোভয় দৃপ্ততা লক্ষ্য করেছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর পুত্র হিসেবে তার মধ্যে কোন অহমিকা ছিল না।বাসস

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on জোটের নামে দেশের স্বাধীনতা আক্রান্ত হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে : আমির হোসেন আমু

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud