পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টাইগার শিবিরে জয়ের সুবাস

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই কমপক্ষে ৫ উইকেট তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাঞ্চ থেকে ফিরেই বিপজ্জনক গ্লেন ম্যক্সওয়েলকে বোল্ড করে দেন সাকিব। ১৯৯ রানে অজিদের ৮ম উইকেটের পতন ঘটল। জয়ের জন্য অজিদের চাই ৬৬ রান; বাংলাদেশের ২ উইকেট।

জয়ের জন্য ১৫৬ রানের টার্গেট নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। সতর্ক শুরুর পর যথারীতি হাত খুলে মারতে থাকেন ডেভিড ওয়ার্নার। একসময় ১৫ চার ১ ছক্কায় ১২১ বলে তিন অংকে পৌঁছান তিনি। অজি সহ অধিনায়ককে ১১২ রানে এলবিডাব্লিউ করে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। ভাঙে অধিনায়ক স্মিথের সঙ্গে তার ১৩০ রানের জুটি। সাকিবের তৃতীয় শিকার হলেন অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে ফিরলেন ৩৭ রান করা অজি দলপতি।

এরপর পিটার হ্যান্ডসকম্বকে (১৫) সৌম্য সরকারের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন তাইজুল ইসলাম। ২ ওভার পরেই উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে (৪) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে চতুর্থ শিকার ধরেন বিশ্বসেরা অল-রাউন্ডার। অজিদের সপ্তম উইকেটের পতন ঘটান তাইজুল ইসলাম। অ্যাস্টন অ্যাগারকে (২) কট অ্যান্ড বোল্ড করে দেন তিনি। ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। জয়ের ক্ষণ গননা শুরু হয়ে যায়।

এর আগে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। ম্যাট রেনশকে (৫) এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই উসমান খাজাকে (১) তাইজুলের তালুবন্দী করান সাকিব।

Posted in খেলাধুলা | Comments Off on টাইগার শিবিরে জয়ের সুবাস

ব্যাটিংয়ে বাংলাদেশ, (সরাসরি দেখুন)

স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ।

বাংলাদেশ সময় সকাল ১০ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। দ্বিতীয় ওভারে গালিতে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফের প্যাট কামিন্সের আঘাত। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন ইমরুল কায়েস। হতাশার এখানেই শেষ নয়। পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। সেই দুই টেস্ট সিরিজে মাত্র চারটি টেস্টেই থামতে হয়েছে বাংলাদেশকে। তবে ১১ বছর আগের সেই অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। আর এবারের চিত্রটা আরও ভিন্ন। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার

বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ 🙂 পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন

Posted by কাতুকুতু – katukutu on Saturday, August 26, 2017

Posted in খেলাধুলা | Comments Off on ব্যাটিংয়ে বাংলাদেশ, (সরাসরি দেখুন)

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ঢাকা টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুতে দুই উইকেট পড়ে যায়। প্রাথমিক বিপর্যয় সামলে ক্রিজে আছেন সাকিব ও তামিম।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম রয়েছেন স্পিন বিভাগে। একাদশে সুযোগ পাননি লিটন কুমার দাস, মোমিনুল হক ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, নাথান লিঁও ও জশ হ্যাজেলউড।

Posted in খেলাধুলা | Comments Off on অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

ছুটছে পিএসজির জয়রথ

স্পোর্টস ডেস্ক : গোল পাননি নেইমার, তাতে অবশ্য থামেনি প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়রথ। এদিনসন কাভানির জোড়া লক্ষ্যভেদে ঘরের মাঠে তারা সেন্ত-এতিয়েনেকে হারিয়েছে ৩-০ গোলে। ফরাসি লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে তাই সঠিক পথেই থাকল পিএসজি। এ নিয়ে চলতি মৌসুমে খেলা ৪ ম্যাচের সবক’টিতে জিতেছে উনাই এমেরির দল। তাতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে লিগ টেবিলের শীর্ষস্থানটাও।

পিএসজির জার্সিতে অভিষেক হওয়ার পর গোলোৎসব করেছেন নেইমার আগের দুই ম্যাচে। সেন্ত-এতিয়েনের বিপক্ষে নিজে গোল উদযাপন না করলেও দুর্দান্ত পারফরম্যান্সে আরেকবার অবদান রেখেছেন পিএসজির জয়ে। পার্ক দে প্রিন্সেসে ১৯ মিনিটে কাভানির পেনাল্টি থেকে করা যে গোলে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি, তাতে অনেকটা ভূমিকা তার। ব্রাজিলিয়ান তারকার হাওয়ায় ভাসানো বুদ্ধিদীপ্ত পাস কাভানি বক্সের ভেতর ধরতে যাওয়ার সময়েই প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় তাকে বাধা দিলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে পাওয়া ওই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধ ওই গোলের লিড নিয়ে শেষ করা পিএসজি ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে থিয়াগো মোত্তার লক্ষ্যভেদে। এখানেও অবদান রেখেছেন নেইমার। তার নেওয়া ফ্রি কিক থেকে তৈরি হওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি মোত্তার।

খেলায় ফিরতে চেষ্টা কম করেনি সেন্ত-এতিয়েনে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। তবু যতটুকু আশা টিকে ছিল, ৮৮ মিনিটে সেটাও শেষ হয়ে যায় কাভানির দ্বিতীয় লক্ষ্যভেদে। থোমাস মোনিয়ের ক্রস থেকে চমৎকার এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। গোল ডটকম

Posted in খেলাধুলা | Comments Off on ছুটছে পিএসজির জয়রথ

কোনও ছাড় নয় অস্ট্রেলিয়াকে, অনুশীলনে সেটাই জানালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সময়ের পালা বদলে বাংলাদেশের ক্রিকেট বদলে গেছে অনেকট। বদলে গেছে ক্রিকেটারদের মানসিকতাও। ২০০৬ সালের সিরিজে খেলা সেই মুখগুলোও নেই। হাবিবুল বাশাল খেলোয়াড়ি জীবন ছেড়ে এখন নির্বাচকের ভূমিকায়। শাহরিয়ার নাফীসের মতো অনেকেই ছিটকে গেছেন দল থেকে। এবারের সিরিজে যে দলটি খেলতে নামছে, সেখানে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তারও নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা। তার মতো প্রথমবার স্টিভেন স্টিথদের বিপক্ষে নামতে যাচ্ছেন তামিম ইকবাল ও সাকিব হাসান।

সেই হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার মিরপুর টেস্টে দিয়ে শুরু হওয়া দুই ম্যাচের সিরিজে যে ‘অনভিজ্ঞ’ বাংলাদেশ নামতে যাচ্ছে, সেটা বলাই যায়। মূল লড়াইয়ে নামার আগে শনিবার কঠোর অনুশীলন করে কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’- এমন মানসিকতাই ফুটে উঠেছে মুশফিকদের অনুশীলনে।

কোচিং স্টাফরা মিরপুরের ইনডোরে ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন আলাদা আলাদা ভাবে। এমনকি বাদ পড়েননি এইচপির কোচ মাহবুবুল আলম জাকি ও হাই পারফরম্যান্সে সদ্য যোগ দেওয়া চম্পাকা রামানায়েকেও।

মিরপুরের ইনডোরে অনুশীলনের জন্য আছে তিনটি উইকেট, যার একটিতে ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত ছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ও মিজানুর রহমান বাবুল। দ্বিতীয়টিতে ব্যস্ত স্পিন বোলিং কোচ সুনীল যোশি। তিনি তার স্পিন ত্রয়ী-মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাসিরকে নিয়ে করেছেন টানা অনুশীলন। যেখানে দুই বল পরপরই যোশি তার শিষ্যদের দিচ্ছিলেন দিক নির্দেশনা। স্কোয়াডের এই স্পিনার ছাড়াও নেটে বোলিং অনুশীলন করেছেন সাকলাইন সজীব ও সানজামুল ইসলাম।

আর তিন নম্বর উইকেটে পেসারদের নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাসকিন আহমেদে, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলামের পাশাপাশি নেটে ছিলেন শুভাশিষ রায়, আল আমিন ও কামরুল ইসলাম। রিভার্স সুইং নিয়ে পেসারদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন ওয়ালশ। সেই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেসব তদারকি করলেন তিনি। তাসকিন ও শফিউলকে ডেকে খানিকটা সময় কী যেন আলাপ করে নিলেন জীবন্ত এই কিংবদন্তী। মোস্তাফিজকে নিয়ে বেশি কাজ করেছেন হাই পারফরম্যান্সের কোচ মাহবুবুল আলম জাকি। দুই-তিন বল পরপরই মোস্তাফিজের সমস্যাগুলো শুনছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন তিনি পেছনে থেকে। ‘কাটার মাস্টার’ও বেশ মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন এবং পরামর্শ মেনে করে যাচ্ছিলেন বোলিং। স্কোয়াডের এই তিন পেসারকে নিয়ে যখন কাজ করছিলেন ওয়ালশ ও জাকি, তখন বসে থাকেননি সদ্যই নিয়োগ পাওয়া শ্রীলঙ্কান পেস বোলিং কোচ রামানায়েক।

নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম-ইমরুল-মুশফিকরা তাদের ব্যাটিং ইনডোরের উইকেটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে দেখছিলেন ব্যাটিং পরামর্শক মাক ও’নিল। একই সঙ্গে ধরিয়ে দিচ্ছিলেন সমস্যাগুলো। এই যেমন ইমরুল যখন নেট শেষে ফিরছিলেন, তখন তার সঙ্গে খানিকক্ষণ কথা বললেন অস্ট্রেলিয়ান এই ব্যাটিং পরামর্শক। এরই মাঝে আবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে পরামর্শ সেরে নিচ্ছিলেন তিনি। হয়তো একাদশ ঠিক কেমন হবে, সেইসব নিয়েই আলোচনা করছিলেন এই দুই কোচ। হাথুরুসিংহেকে মাঝে আবার কথা বলতে দেখা গেছে ওয়ালশ ও যোশির সঙ্গেও।

সূচি অনুযায়ী বাংলাদেশ দলের অনুশীলন ছিল সকাল ১০টায়। কিন্তু মুশফিকরা এক ঘণ্টা আগেই মিরপুরে চলে আসেন। শুরুতে ওয়ার্মআপ সারেন খেলোয়াড়রা। এরপর হাথুরুসিংহের নেতৃত্বে মুশফিক-তামিম চলে যান উইকেটে। সেখানে বেশ খানিকক্ষণ সময় পিচ পর্যবেক্ষণ করে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেন তারা। পরের ধাপে শুরু হয় মিরপুরের ইনডোরে নেট অনুশীলন। প্রায় দুই ঘণ্টা নেট অনুশীলন করে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা।

১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা বলেই বিন্দুমাত্র ছাড় দিতে রজি নয় বাংলাদেশ। একে অস্ট্রেলিয়া দীর্ঘ দিন আসেনি বাংলাদেশ সফরে, এর ওপর আবার এবারের সিরিজ ঘিরে ছিল তৈরি হয়েছিল নানা নাটক। সবকিছুর জবাব দিতে ২২ গজে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের বিকল্প নেই। শনিবার মুশফিকদের কঠোর অনুশীলনই জানান দিচ্ছে অস্ট্রেলিয়াকে কোনও ছাড় দেবে না বাংলাদেশ। মুশফিক-তামিমদের ভাণ্ডারে যত গোলা-বারুদ আছে, সব কিছু নিয়েই রণকৌশল সাজাচ্ছেন কোচিং স্টাফরা।

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডকে হারিয়ে ঢাকায় যে আনন্দ মিছিল হয়েছিল, ঈদের ঠিক আগে এবারও হতে পারে আরেকটি উৎসব। তার প্রস্তুতিই চললো শনিবার মিরপুরে।

Posted in খেলাধুলা | Comments Off on কোনও ছাড় নয় অস্ট্রেলিয়াকে, অনুশীলনে সেটাই জানালো বাংলাদেশ

ভারতের চেয়ে বাংলাদেশে ক্রিকেট বেশি জনপ্রিয়: সাকিব

খেলোয়াড় থেকে শুরু করে দর্শক পর্যন্ত সবার সহায়তা না থাকলে বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যন্ত আসতো না বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে শের ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ার আসাটা অনেক বড় পরিতুষ্টির বিষয়। দশ এগারো বছর একটা লম্বা সময়। তো এটাও একটা বড় সঙ্কেত যে আমাদের কতটা উন্নতি হয়েছে, কতটা এগিয়ে যেতে পেরেছি। এটা আসলে সবারই কৃতিত্ব। আমি কেবল দশ বছরই বলবো না। এর আগে থেকেই এবং এর পরের সবারই ক্রেডিট। শুধু খেলোয়াড়দের কথাই বলবো না। প্রশাসনিক দিক থেকেও অনেক বড় কৃতিত্ব দেয়া উচিৎ। ফ্যাসিলিটিস, আমাদের সাপোর্ট স্টাফ, প্রতিটা কোচ এমনকি আপনাদেরও (সাংবাদিক) এবং দর্শকদের, সবার কম্বিনেশন না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না।’

ক্রিকেট পাগল দেশ ভারতের চেয়েও বাংলাদেশে খেলাটি বেশি জনপ্রিয় বলেও মনে করেন সাকিব।

‘আমাদের দেশে ক্রিকেটটা যেভাবে পছন্দ করে আমার কাছে মনে হয় না ভারতেও অতটা পছন্দ করে। বাংলাদেশে সবকিছুর আগে এখন ক্রিকেট। এই অর্জনটাও আমাদের কাছে অনেক বড় ব্যাপার। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের কাছে।’

সবকিছুর কারণেই এখন খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। যার কারণে নিয়মিত উন্নতি করছে বাংলাদেশ। এ বিষয়ে দেশের এ অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘আগে সেভাবে সহায়ক উইকেট পেতাম না আমরা। জেতার চিন্তাটা সেভাবে করার সুযোগ হয়তো ছিলো না। হয়তো ড্র করার চিন্তা ছিলো। এখন আমাদের পরিবর্তনটা হয়েছে যে, আমারা জিততে চাই বা জেতার জন্য খেলবো। এই কারণেই আমাদের বোলারদের জন্য সুযোগটা একটু বেশি থাকে।’

এরিমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী রোববার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়াবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Posted in খেলাধুলা | Comments Off on ভারতের চেয়ে বাংলাদেশে ক্রিকেট বেশি জনপ্রিয়: সাকিব

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

ডেস্ক রিপোর্ট : এক দশকের বেশি সময় পর প্রথম টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় পা রাখে স্টিভেন স্মিথ ও তার দল। এসময় এলিট ফোর্সের প্রায় ৩০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, অস্ট্রেলিয়া দলের বহনকারী বিমানটি রাত ১০টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এবারের সফরে দুটি টেস্ট খেলবে তারা। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ হবে ২২-২৩ অগাস্ট। প্রথম টেস্ট ঢাকায় শুরু হবে ২৭ অগাস্ট। আর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল স্টিভেন স্মিথের দলের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সফর স্থগিত করে দেশটি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও আসেনি তারা।

একই ঝুঁকির কথা উল্লেখ করে গত বছরের শুরুতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। সফলভাবেই শেষ হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০০৬ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল তারা।

Posted in খেলাধুলা | Comments Off on ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

আবারো মাঠে গড়িয়েছে বিপিএল

স্পোর্টস ডেস্ক : দু’দিন বিরতির পর আবারো মাঠে গড়িয়েছে বিপিএল। আসরে জয়রথ ছুটেই চলছে সাইফ স্পোর্টিং ক্লাবের। মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে কিম গ্র্যান্টের শিষ্যরা। আরেক ম্যাচে, ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

মৌসুমের শুরুতে জাতীয় দলের তারকা ফুটবলারদের ছড়াছড়ি। কি চমক নিয়ে হাজির হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব তাই দেখার আশায় ছিলো ফুটবল প্রেমীরা। তবে, শুরুটা হয়েছে আবাহনীর কাছে হার দিয়ে। এরপর থেকে পাত্তাই পাওয়া যাচ্ছেনা কিম গ্র্যান্টের দলের।

দুর্দান্ত সব জয়ে পয়েন্ট টেবিলের সিঁড়িটা তরতর করে বেয়ে উঠছে সাইফ স্পোর্টিং ক্লাব। চতুর্থ রাউন্ডের ম্যাচেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই মুক্তিযোদ্ধাকে কোনঠাসা করে রাখে তারা। ম্যাচের শুরুতেই তপুর ফ্রিকিক ফিরিয়ে দিয়ে সাইফকে গোলবঞ্চিত করেন উত্তম বরুয়া। এরপর আরো কিছু ভাল সুযোগ নষ্ট করেন হেমন্ত ও জুয়েল।

অবশেষে ৫৪ মিনিটে প্রত্যাশিত গোলের দেখা পায় সাইফ স্পোর্টিং ক্লাব।জুয়েলের কাটব্যাকে দ্রুততার সঙ্গে জালে জড়ান কলম্বিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া। আনন্দে মেতে ওঠে সাইফ সমর্থকরা।

৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মতিন। দুই গোল হজম করে ছন্নছাড়া তখন মুক্তিযোদ্ধা। নতুন আক্রমণে যাওয়ার চেয়ে নিজেদের ঘর সামলাতে বেশি ব্যস্ত হয়ে পড়ে মাসুদ পারভেজের দল। শেষ দিকে মুক্তিযোদ্ধার দুর্বল রক্ষণের সুযোগ পেয়েও, তা কাজে লাগাতে পারেনি সাইফ। ফলে আর গোল হয়নি। ২-০ গলের জয় নিয়েই মাঠ ছেড়েছে কিম গ্যান্টের দল।

রাতে আরেক ম্যাচে শুরু থেকেই ব্রাদার্সের ওপর আধিপত্য ছিল আরামবাগের। আসরে অধরা জয়ের খোজে মরিয়া হয়ে লড়ে মতিঝিল পাড়ার দলটি। ৬ মিনিটেই ব্রাদার্সের জন্য ভিলেন হয়ে ওঠেন অধিনায়ক আশরাফুল। আত্মঘাতী গোল করে বসেন। আর তাতেই প্রথম লিড নেয় আরামবাগ।

তিন মিনিট পরই নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলার প্লে শটে ব্যবধান ২-০ তে নিয়ে যায় মারুপুল হকের দল। ম্যাচের যোগ করা সময়ে সিও জুনাপিও একটি গোল করে সান্তনা যোগান ব্রাদার্সের। শেষ পর্যন্ত প্রথম জয়ের সৌরভ ছড়িয়ে মাঠ ছাড়ে আরামবাগ। সময় অনলাইন

Posted in খেলাধুলা | Comments Off on আবারো মাঠে গড়িয়েছে বিপিএল

বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ রিয়ালের

স্পোর্টস ডেস্ক : প্রথম লেগের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে অসাধ্য সাধন করতে হতো বার্সেলোনাকে। তার ধারে কাছেও যেতে পারেনি তারা, উল্টো বাজে পারফরম্যান্সে বরণ করেছে আরেকটি পরাজয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় শিরোপা জিতেছে জিনেদিন জিদানের দল। প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল তারা।

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় দলে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। গ্যারেথ বেল ও ইসকোকেও একাদশের বাইরে রাখেন জিনেদিন জিদান। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামা রিয়ালের জয়ের নায়ক আসেনসিও।

প্রথম লেগের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার এক গোলে জয় নিশ্চিত করেছিলেন। ঘরের মাঠে জালের দেখা পেতে সময় নেন মাত্র চার মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে তার আচমকা শট যে জালে ঢুকতে পারে তা যেন ভাবতেই পারেননি সামান্য এগিয়ে থাকা মার্ক আন্ড্রে টের স্টেগেন, জায়গা থেকে একচুল নড়েননি তিনি।

এই নিয়ে টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।
বার্সেলোনার খেলা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি। প্রিয় খেলোয়াড়দের একের পর এক ভুল পাস সমর্থকদের হতাশায় বাড়িয়েছে শুধু।

তেমনি এক ভুলে ৩৩তম মিনিটে ফের গোল খেতে বসেছিল অতিথিরা। তবে লুকাস ভাসকেসের শট পোস্টে লাগলে সে যাত্রায় বেঁচে যায় তারা। ছয় মিনিট পরই অবশ্য ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা।

দীর্ঘদিন ধরেই মাঝমাঠ ও রক্ষণ নিয়ে ভুগছে বার্সেলোনা। দ্বিতীয় গোলটিতে দলটির রক্ষণের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বাঁ-দিক থেকে মার্সেলো ছয় গজ বক্সে বেনজেমাকে পাস দেন। তার ঠিক পিছনেই ছিলেন সামুয়েল উমতিতি; কিন্তু তিনি যেন কিছু বুঝতেই পারলেন না, বল ধরে জায়গা বানিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

প্রথমার্ধে লিওনেল মেসির দুটি একক প্রচেষ্টা ছাড়া অতিথিরা তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। অষ্টাদশ মিনিটে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে পারেননি। খানিক পরেই বাঁ-দিক থেকে গোলমুখে বল বাড়িয়েছিলেন; কিন্তু সময় মতো ঠিক জায়গায় যেতেই পারেননি অনুজ্জ্বল সুয়ারেস।    

বিরতির পর কিছুটা গোছানো বার্সার দেখা মেলে।  ৫৩তম মিনিটে ব্যবধান কমতেও পারতো; কিন্তু দুজনের ফাঁক গলে ডি-বক্সে ঢুকে মেসির নেওয়া কোনাকুনি শট ক্রসবারে লাগে। দুই মিনিট পর বেনজেমার কোনাকুনি শট টের স্টেগেনের কাঁধে লেগে বাইরে চলে যায়।

৭১তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শট নেন সের্হিও রবের্তো। কেইলর নাভাসের গায়ে লেগে আসা বলে জোরালো শট নিলেন মেসি, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে সামনে ঝাঁপিয়ে হেড করেন সুয়ারেস, বল লাগে পোস্টে।

এ বছরে এই নিয়ে চতুর্থ এবং ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

রিয়ালের এটা দশম স্প্যানিশ সুপার কাপ। আগেরটা জিতছিল ২০১২ সালে, বার্সেলোনাকেই হারিয়ে।

Posted in খেলাধুলা | Comments Off on বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ রিয়ালের

সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ আগস্ট

ডেস্ক রিপোর্ট : নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জিয়ারুল ইসলাম প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হরলাল মল্লিক সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

জিআরও জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেন।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেন তিনি। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের দুটি মামলা করা হয়। সেসব মামলা থেকেও জামিন পান সানি।

Posted in আইন-আদালত, খেলাধুলা | Comments Off on সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ আগস্ট

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud