পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সুইডিশ মিউজিক ফেস্টিভালে ৪ কিশোরী ধর্ষিত, শ্লীলতাহানি ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের এম্মাবোডার এক সঙ্গীতানুষ্ঠানে ৪ কিশোরী ধর্ষনের কথা নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও অনুষ্ঠানে ১১জন নারী যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানায় তারা।

স্থানীয় রোববার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ১৫-১৭ বছর বয়সী ৪ কিশোরীকে ধর্ষন করা হয় ২৪-২৯ তারিখ পর্যন্ত চলা এম্মাবোডার ওই মিউজিক ফেস্টিভালে। বাকি ১১জন নারীর বয়স ১৮ বা তার অধিক।

ঘটনায় ৬ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়, স্থানীয় পুলিশের মুখপাত্র এওয়া-গান ওয়েস্টফোর্ড ।

এবারের এই ফেস্টিভালে ২৫১ টি মাদক ব্যবহার মামলা, ১১৩টি মাদক বিষয়ক দূর্ঘটনা এবং ১০টি মাদক চালানের মামলা পুলিশের খাতায় অর্ন্তভুক্ত হয়েছে।

পরিসংখ্যান জানাচ্ছে গত বছরের ফেস্টিভালে দাখিলতকৃত মামলার থেকে এবছরের মামলার হার প্রায় দ্বিগুন। এসব মামলায় অনুষ্ঠানে কর্মরত অনেকেই জড়িত থাকতে পারে বলে জানায় পুলিশ। আরটি

Posted in আইন-আদালত, আন্তর্জাতিক | Comments Off on সুইডিশ মিউজিক ফেস্টিভালে ৪ কিশোরী ধর্ষিত, শ্লীলতাহানি ১১ জনের

শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৪১ বছর বয়সী এক ধর্ষককে জনসম্মুখে গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সোমবার ইয়েমেনের রাজধানী সানায় একটি পাবলিক স্কয়ারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, সোমবার সানায় মুহাম্মদ আল-মাঘরাবি নামের এক ধর্ষককে একটি একে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে একটি চাদর বিছানো আছে। চাদরের ওপর শোয়ানো হয়েছে মাঘরাবিকে। দুই হাত বাঁধা হয়েছে পেছনের দিকে। পরে সেনাবাহিনীর এক সদস্য ওই ধর্ষকের পিঠের দুই পাশে দুই পা রেখে দাঁড়িয়ে যান। এ সময় ওই সদস্যের হাতে একে রাইফেল দেখা যায়।

শহরের প্রধান স্কয়ারে ওই ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে হাজার হাজার মানুষ আশ-পাশে অবস্থান নেন। সোমবার মাঘরাবিকে প্রিজন ভ্যানে করে সানার ওই স্কয়ারে নেয়া হয়। পরে পেছন থেকে পিঠে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। তবে ওই শিশুকে ধর্ষণ ও হত্যার ঠিক কতদিনের মাথায় ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সেবিষয়ে তথ্য দেয়নি ডেইলি মেইল।

দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে ওই ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি দেখানো হয়। ঘটনাস্থলে থাকা হাজার হাজার মানুষ তাদের মোবাইল ফোনে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ধারণ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য বলছে, ইয়েমেনের সব আইন শরীয়তের বিধান অনুযায়ী তৈরি করা হয়। দেশটির শরীয়াহ আইনে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কার্যকরের বিধান রয়েছে। তবে ভিকটিমের পরিবারের যদি অভিযুক্তের শাস্তি লাঘবের সুপারিশ করে তবেই সর্বোচ্চ শাস্তি থেকে রেহাই মেলে।
দেশটিতে প্রতিনিয়ত অপরাধীদের শিরশ্ছেদ করা হলেও শরীয়াহ আইনে কীভাবে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে সেবিষয়টি পরিষ্কার করা হয়নি।
 
ডেইলি মেইল থেকে নেয়া

Posted in আন্তর্জাতিক | Comments Off on শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার

১৬ বছরেই গুগলে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক : আকর্ষণীয় বেতনে গুগলের চাকরি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা হর্ষিত শর্মা (১৬)। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। পড়াশোনা করছে আইটি নিয়ে।

চলতি মাসেই (আগস্ট) তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।জানা গেছে, ১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা কাকার অনুপ্রেরণায় ডিজাইনিংয়ে তার হাতেখড়ি। কাকাই তাকে লুকিয়ে লুকিয়ে ডিজাইনিং শেখাতেন। এরপর নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করত। এমনকী ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে ৭ হাজার টাকা পুরস্কারও পেয়েছিল হর্ষিত।

চণ্ডীগড় নিউজলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে হর্ষিত জানায়, অন্য পাঁচজনের মতো থেমে যায়নি তিনি। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করে। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার গুগলকে পাঠায় হর্ষিত। তা দেখেই গুগল তাদের এক স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে বেছে নেয়।এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে এবং প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে জমা হবে ১২ লক্ষ টাকা।

সূত্র : জনকন্ঠ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ১৬ বছরেই গুগলে চাকরি

বিশ্বের শীর্ষ ধনী পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে ছাড়িয়ে যেত পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার।

বিল গেটস এবং জেফ বেজোসের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি ৯০ বিলিয়ন ডলার। এ ব্যাপারে ব্রাউডার জানিয়েছেন, বিল গেটস এবং জেফ বেজোস-এই দুইজনের সমন্বিত সম্পদের চেয়েও বেশি সম্পদ আছে প্রেসিডেন্ট পুতিনের। তিনি আরো জানান, তার ধারণা পুতিনের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার।

গত বৃহস্পতিবার মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ব্রাউডার এই দাবি করেন। পুতিনের ব্যক্তিগত সম্পদ বিবরণী থেকে জানা যায়, তার বার্ষিক আয় ১ লাখ ৩৩ হাজার ডলার। মস্কোতে অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রসঙ্গত, ব্রাউডার রাশিয়ার বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম পরিচিত ব্যক্তি।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ফরচুন।

Posted in আন্তর্জাতিক | Comments Off on বিশ্বের শীর্ষ ধনী পুতিন

হামলার কবলে আফগানিস্তানের ইরাকি দূতাবাস, চলছে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সেখানে এখনও গোলাগুলি চলছে বলে জানিয়েছে আফগান পুলিশ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, ইরাকি কূটনীতিকদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ আছেন। তিনি জানান, তিন বন্দুকধারী দূতাবাস ভবনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, শুরুতে ইরাকি দূতাবাসের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা দূতাবাস ভবনে ঢুকতে শুরু করে। ওই কর্মকর্তারা জানান, হামলার এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করেননি।

এক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকি দূতাবাসের সামনে এক আত্মঘাতী বোমা হামলা চালান। সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার কিছু সময় পর এএফপির সংবাদকর্মীরাও গুলি এবং গ্রেনেডের শব্দ শোনার পাশাপাশি অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলিও উড়তে দেখা গেছে।

আফগান পুলিশ ও সেনা সদস্যরা হামলাস্থল ঘেরাও করে রেখেছে।

সূত্র : বাংলাট্রিবিউন ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on হামলার কবলে আফগানিস্তানের ইরাকি দূতাবাস, চলছে গোলাগুলি

বুধবার ঢাকায় আসছেন ওআইসি’র মহাসচিব

ডেস্ক রিপোর্ট : আগামী বুধবার চারদিনের সফরে ঢাকায় আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওআইসির মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফর করবেন। মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো ঢাকা সফর আসছেন ইউসুফ আহমেদ আল-ওথাইমিন।

ওআইসি মহাসচিব সফরকালে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তার এই সফরে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি ও মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

সূত্র আরো জানায়, আগামী বছর ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা। ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা প্রধান লক্ষ্য থাকলেও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করবেন। এ ছাড়া তিনি আগামী শুক্রবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

সূত্র : জনকন্ঠ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on বুধবার ঢাকায় আসছেন ওআইসি’র মহাসচিব

ভারতে আবারও বিক্ষোভের মুখে তসলিমা নাসরিন

ডেস্ক রিপোর্ট : ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের আওরঙ্গবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে। রবিবার আওরঙ্গবাদের পুলিশ জানিয়েছে, তসলিমা নাসরিন শহরের একটি হোটেলে থাকার জন্য ঘরও বুক করেছিলেন – কিন্তু শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে আওরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েন।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের শত শত কর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে ‘তসলিমা গো ব্যাক’ শ্লোগান দিতে থাকেন।

তদের বক্তব্য ছিল, ইসলামবিরোধী লেখক তসলিমা নাসরিনকে কিছুতেই আওরঙ্গবাদ শহরে পা রাখতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে পুলিশ তসলিমা নাসরিনকে বিমানবন্দরে বাইরে বেরোনোর অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত এয়ারপোর্টেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি পুলিশের পরামর্শ মেনেই ফিরতি বিমানে মুম্বই ফিরে যান বলে জানা গেছে।

এর আগে হায়দ্রাবাদ ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরেই তসলিমা নাসরিনকে বিভিন্ন মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমন কী শারীরিকভাবেও তাকে লাঞ্ছনা করার চেষ্টা হয়েছে।

সুইডেনের পাসপোর্টধারী তসলিমা নাসরিন ভারতের ভিসা নিয়ে গত কয়েক বছর ধরে প্রধানত দিল্লিতেই বসবাস করেন। কলকাতায় তার প্রবেশের ওপর পশ্চিমবঙ্গ সরকারের অঘোষিত নিষেধাজ্ঞা আছে, তবে নিরাপত্তাগত ঝুঁকির কারণে ভারতের অন্যত্রও যে তিনি অবাধে ঘোরাফেরা করতে পারেন তা নয়।

তবে আওরঙ্গাবাদের ঘটনা নিয়ে তসলিমা নাসরিন সংবাদমাধ্যমের সামনে এখনও মুখ খোলেননি। তাকে আপাতত একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। লেখিকা এই মুহূর্তে কোথায় আছেন, পুলিশ কর্তৃপক্ষও সে ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি। সূত্র: বিবিসি বাংলা।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ভারতে আবারও বিক্ষোভের মুখে তসলিমা নাসরিন

জার্মানির নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, ‘হামলাকারী’সহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কনসটান্স শহরের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ ঘটনায় সব মিলে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবিবার (৩০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে এক ব্যক্তি নাইটক্লাবে হঠাৎ করে গুলি ছুড়তে শুরু করে। তখন এক ব্যক্তি নিহত হয়। পুলিশ জানায়, নাইটক্লাবে উপস্থিত থাকা অনেকে পালিয়ে গিয়ে কিংবা লুকিয়ে থেকে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে মৃত্যু হয় তার।

এদিকে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিয়ে জার্মান গণমাধ্যমে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে।

কোন কোন রিপোর্টে বলা হচ্ছে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি হামলাকারী নয়, তিনি ক্লাবের একজন অতিথি।

জার্মান ভাষায় দেওয়া এক বিবৃতিতে পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, শহরটিতে বিশেষ কমান্ডো বাহিনী এবং একটি পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বন্দুকধারী ওই ব্যক্তির কোনও সহযোগী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার কারণও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

Posted in আন্তর্জাতিক | Comments Off on জার্মানির নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, ‘হামলাকারী’সহ নিহত ২

পোপ ফ্রান্সিসের ঢাকা সফর ‘নভেম্বরের শেষদিকে’

ডেস্ক রিপোর্ট : রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। ক্যাথলিক খ্রিস্টানদের মুখপত্র ক্রাক্স-এর ওয়েব ভার্সন ক্রাক্সনাউডটকম পোপের বাংলাদেশ ও মিয়ানমার সফরসূচির ব্যাপারে নিশ্চিত করেছে। ক্রাক্স তাদের শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা খুবই কম হলেও তাদের প্রতি পোপ ফ্রান্সিসের গভীর মনোযোগ রয়েছে। সে কারণে ভারত সফর বাতিল সত্ত্বেও পোপ  দেশ দুটিতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৬ সালের অক্টোবরে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছিল, পোপ ফ্রান্সিসের ২০১৭ সালের সফরসূচিতে বাংলাদেশ ও ভারত সফরের পরিকল্পনা রাখা হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল চলতি মাসে পোপের সম্ভাব্য ভারত ও বাংলাদেশ সফর বাতিলের খবর দেয়। তবে ক্রাক্সনাউডটকম গতকাল শুক্রবার জানিয়েছে, ভারত সফরে না গেলেও পোপ বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি মিয়ানমারও সফর করবেন।

চার্চের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ডেইলি মেইলের খবরে বলা হয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়সূচি নিয়ে মতৈক্যে না পৌঁছাতে পারায় সফরটি বাতিল করা হয়েছে। তবে সম্প্রতি আর্জেন্টিনার বার্তা সংস্থা তেলাম পোপের সফরসূচিতে পরিবর্তন হওয়ার খবর প্রকাশ করে। রোমান ক্যাথলিকদের শীর্ষ মুখপত্র ক্রাক্স এ ব্যাপারে খোঁজ নিয়ে পোপের বাংলাদেশ ও মিয়ানমার সফর সম্পর্কে নিশ্চিত হয়েছে।
ক্রাক্স বলছে, তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুর্কে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার আভাস দিয়েছেন। বলেছেন, রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত পোপের সফরসূচি নিশ্চিত করে না ভ্যাটিকান। তাই দিনক্ষণ কিংবা দেশের নাম উল্লেখ না করে তিনি চলতি বছরের শেষের দিকে পোপের এশিয়া সফরের আভাস দিয়েছেন।
গত মাসে মুম্বাইয়ের কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস জানিয়েছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেতে দেরি হচ্ছে। ভারতের চার্চের এক জৈষ্ঠ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারত সরকার ভ্যাটিকানকে পছন্দসই তারিখ দিতে না পারার কারণে সফর বিলম্বিত হতে পারে।
ওই ক্যাথলিক মুখপত্র জানতে সক্ষম হয়েছে, পোপ ফ্রান্সিসের মুক্ত পঞ্জিকায়, ২৯ নভেম্বর বুধবারের সাপ্তাহিক সাধারণ প্রার্থনা কর্মসূচি বাতিল করার কথা রয়েছে। তারা বলছে, এর সঙ্গে রোম-ঢাকা ১২ ঘণ্টার বিমানযাত্রা যোগ করলে সম্ভাব্য সফরের সময় অনুমান করা যায়।
বাংলাদেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হওয়া প্যাট্রিক ডি রোজারিও ক্রাক্সকে বলেছেন, চলতি বছরের মে মাস থেকে পোপের বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় আগস্টের তৃতীয় সপ্তাহে ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ওই প্রতিনিধি দল পোপের সফরের দিনক্ষণ ঠিক করবে।
এর আগে বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরিও পোপের বাংলাদেশ সফরের বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। জন পল (টু) প্রথম পোপ হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। ফ্রান্সিসের সফরের খবর সত্যি হলে তিনি হবেন ৩১ বছরের ব্যবধানে বাংলাদেশ সফরকারী দ্বিতীয় পোপ।

সূত্র : বাংলাট্রিবিউন ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on পোপ ফ্রান্সিসের ঢাকা সফর ‘নভেম্বরের শেষদিকে’

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-এনের নেতা ও দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রী শাহিদ খাকান আব্বাসীর নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানের পদত্যাগকারী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছোট ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।
শনিবার দুইটি পৃথক সভা করে নওয়াজ শরীফ ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পাকিস্তানের ডেইলি ডন সূত্রে এ সংবাদ জানা যায়।

শাহিদ খাকান আব্বাসী গতকাল শুক্রবার পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।
তবে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন পিএমএল-এন দলের প্রধান হওয়ার সূত্রে নওয়াজ শরীফ তার উত্তরসূরী হিসেবে একজনকে মনোনীত করতে পারেন। তার জায়গায় তার ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করা হয়েছে।

পিএমএল-এন পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শাহবাজ শরীফের বিষয়ে এখন পার্লামেন্টে সরাসরি ভোটাভুটি হবে।
পানামা পেপারস কেলেঙ্কারি মামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা এবং নওয়াজের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন– এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা চলে আসছিলো। এর মধ্যে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

একই সঙ্গে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই পদে দায়িত্বপালন করে আসা শাহবাজ শরীফ তার উত্তরসূরী হিসেবে কাওকে মনোনীত করতে হবে। বিভিন্ন সূত্রে এটি নিশ্চিত হওয়া গেছে যে প্রদেশটির কর ও শুল্ক মন্ত্রী মুজতাবা সুজাউর রেহমান শাহবাজ শরীফের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন নওয়াজ শরীফ। এদিন দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে এসেছেন নওয়াজ শরীফ।
পাকিস্তানে কোনও বেসামরিক প্রধানমন্ত্রী কখনও পাঁচ বছরের মেয়াদ পুরো শেষ করতে পারেননি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নওয়াজের মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ছিল। আর সেই সময় শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দেন তিনি।

Posted in আন্তর্জাতিক | Comments Off on পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud