পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শরিফের মতো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় নওয়াজ শরিফের দৃষ্টান্ত মেনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহেরও ইস্তফা চাইলেন রাহুল গান্ধী।

পানামা পেপার্সে ফাঁস হওয়া নথি অনুসারে রমন সিংহের ছেলে অভিষেকেরও বিদেশে সম্পত্তি আছে বলে গত বছর অভিযোগ করেছিল কংগ্রেস।

শনিবার কংগ্রেস সহ সভাপতি বলেন, শরিফ পানামা পেপার্স কেলেঙ্কারিতে তাঁর নিজের ও পরিবারের নাম ওঠায় ইস্তফা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী রমন সিংহের পরিবারের নামেও পানামা পেপার্সে অভিযোগ উঠলেও তিনি এখনও সে পথে হাঁটেননি, কেননা তিনি আরএসএসের লোক আর আরএসএস, বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দেয়।
রমন সিংহ ও তাঁর ছেলে রাজনন্দনগাঁওয়ের নির্বাচিত বিজেপি এমপি অবশ্য অনেক আগেই পানামা পেপার্সে তাঁদের নামে অভিযোগ থাকার দাবি অস্বীকার করেছেন।

কংগ্রেসের তোলা দুর্নীতির অভিযোগ ”ভিত্তিহীন’, ‘প্রমাণিত নয়’ বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, পানামা পেপার্সে ১ কোটির বেশি দুর্নীতি সংক্রান্ত নথি ফাঁস হয়েছে। ২ লক্ষের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য রয়েছে সেই নথিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে যাচ্ছেন বলেও দুদিনের ছত্তিশগড় সফরে এসে অভিযোগ করেন রাহুল।

বলেন, মোদীজী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন, কিন্তু ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দুর্নীতি দেখতে পান না। দুর্নীতির অভিযোগ রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও, কিন্তু তা নিয়ে কিছু বলেন না মোদীজী।
নাগারনার এলাকায় এনএমডিসি-র ইস্পাত কারখানার প্রস্তাবিত বিলগ্নিকরণের বিরুদ্ধে বস্তার জেলার কাছে আদিবাসী গ্রাম মার্কেলে এদিন প্রতিবাদ সমাবেশ হয়।

সেখানেই ভাষণ দেন রাহুল। বলেন, এই প্রথম দেখছি, দেশের একটি ইস্পাত কারখানা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আরএসএস, বিজেপির লোকজন আদিবাসীদের উন্নয়ন চায় না। তারা চায়, আদিবাসীরা বড় শহরে ধনীদের দাসে পরিণত হোক। আদিবাসীদের জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।- দি ইকনোমিক টাইমস।

Posted in আন্তর্জাতিক | Comments Off on শরিফের মতো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহুল

কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণার কিছু সময় পর তিনি পদত্যাগ করেন।

এদিকে তার পদত্যাগের পর কে হচ্ছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আসছে। এর মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। তিনি বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নওয়াজ শরিফ পরিবারের খুব কাছের লোক হিসেবে পরিচিত সংসদ সদস্য আহসান ইকবাল, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের নাম শোনা যাচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফ পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে তিনি ভূমিকা পালন করতে পারবেন। কারণ তিনি ক্ষমতাসীন পিএমএল-এন দলটির প্রধান। তার মনোনীত প্রার্থীরই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজই তার বাবার পরবর্তী রাজনৈতিক উত্তসূরী হিসেবে বিবেচিত হন। তবে নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় এবার তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না।

Posted in আন্তর্জাতিক | Comments Off on কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রিন্স প্রিবাস বাদ, নিয়োগ পেলেন জন কেলি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিফ অব স্টাফ রিন্স প্রিবাসকে অপসারণ করেছেন। তার জায়গায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলিকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

প্রিবাস সিএনএনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ভিন্ন পথে চলতে ইচ্ছুক। সেজন্য তিনি গত বৃহস্পতিবার পদত্যাগপত্র পেশ করেছেন। শুক্রবার বিকেলে ট্রাম্প এক টুইটে জন কেলিকে নিয়োগের ঘোষণা দেন।

রিন্স প্রিবাস হোয়াইট হাউজ থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে ব্যর্থতার জন্য গত কয়েক মাস ধরে ব্যাপকভাবে সমালোচিত হয়ে আসছিলেন। তাকে শিগগিরই অপসারণ করা হবে বলেও বারবার গুঞ্জরণ শোনা যাচ্ছিলো। এছাড়া হোয়াইট হাউজের পক্ষ থেকে বিভিন্ন আইন প্রণয়নের যেসব উদ্যোগ নেয়া হয় সেগুলো কংগ্রেসে পাস করাতে ব্যর্থতার জন্যও প্রিবাসকে আংশিকভাবে দায়ী করা হয়।

তবে হোয়াইট হাউজের নবনিযুক্ত কমিউনিকেশন্স ডিরেক্টর এন্থনি স্কারামুচ্চির সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার বিষয়টি প্রিবাসের অপসারণ ত্বরান্বিত করেছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, প্রিবাস প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সমর্থনও তেমনভাবে অর্জন করতে পারেননি। এমনকি ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন উপদেষ্টা তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারও প্রিবাসের ওপর আস্থা হারিয়েছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। তারাই প্রেসিডেন্টকে নতুন ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন বলে হোয়াইট হাউজের একটি সূত্র জানায়।
প্রিবাসের অপসারণের ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ধন্যবাদ দিয়ে মেসেজ পাঠান। তিনি পরে সাংবাদিকদের বলেন, প্রিবাস ছিলেন ‘ভালো মানুষ।’ ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, জন কেলি খুবই চমৎকার কাজ করবেন।

আগামী সোমবার ট্রাম্পের ক্যাবিনেট মিটিংয়ে যোগদানের মাধ্যমে জন কেলি তার দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

সূত্র: সিএনএন

Posted in আন্তর্জাতিক | Comments Off on হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রিন্স প্রিবাস বাদ, নিয়োগ পেলেন জন কেলি

হিলারির নতুন বই ‘হোয়াট হ্যাপেন্ড’

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। এই খবরটি সবাই জানে। তবে বেশ কয়েকদিন ধরে নিজের নতুন বইয়ের নাম প্রকাশ করবেন এমন খবর জানিয়েছিলেন হিলারি ঘনিষ্ঠরা। অবশেষে তিনি তার বইয়ের নাম প্রকাশ করলেন।

হিলারি বইটির নাম দিয়েছেন ‘হোয়াট হ্যাপেন্ড’। বইটিতে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি সাবেক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালক জেমস কোমি ও রাশিয়ার ভূমিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন বলে বইটিতে আলোচনা করা হবে বলে হিলারির পারিবারিক সূত্রে জানা যায়।

‘আমি আমার অতীতের বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমি জনতার সামনে খুবই সতর্ক ছিলাম।’ এইভাবে তিনি বইটির ভূমিকা লিখেছেন। বইটি ব্যক্তিগত রচনার বই হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর প্রকাশিত হবে। দ্য হিল

Posted in আন্তর্জাতিক | Comments Off on হিলারির নতুন বই ‘হোয়াট হ্যাপেন্ড’

নারায়ণগঞ্জ জেলা সমিতি’র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

ডেস্ক রিপোর্ট : ঢাকায় নারায়ণগঞ্জ জেলা সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির আহবায়ক বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভি। এছাড়াও, নারায়ণগঞ্জে বিভিন্ন আসনে নিয়োজিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Posted in আন্তর্জাতিক, সারা দেশ | Comments Off on নারায়ণগঞ্জ জেলা সমিতি’র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

মিয়ানমারের মংগদু থেকে সন্দেহভাজন ৩১ সন্ত্রাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে রাখাইনের উত্তরাঞ্চলের মংগদু শহর থেকে ৩১ জনকে গ্রেফতার করলেও তাদের কোনো পরিচয় প্রকাশ করেনি। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে গ্রেফতারকৃতরা কিউক হ্যালোখা গ্রামে গোপন বৈঠক করছিল। তারা রোহিঙ্গা মুসলিম কি না সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে। মিজিমা

গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কিউক হ্যালোখা গ্রামে গোপন বৈঠকের স্থানটি ঘিরে ফেলে এবং ওই ৩১ সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা আদৌ কোনো সন্ত্রাসের সঙ্গে জড়িত রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on মিয়ানমারের মংগদু থেকে সন্দেহভাজন ৩১ সন্ত্রাসী গ্রেফতার

ভিসা নিয়ে হয়রানি বন্ধে মালয়েশিয়ার প্রতি আহ্বান

ডেস্ক রিপোর্ট : বৈধ ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার পর কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া অনেক ক্ষেত্রে বিমানবন্দর থেকে ফেরতও পাঠানো হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইদহাম জুহরি মোহামেদ ইউনুসকে গত সপ্তাহে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা দেওয়ার পরেও হয়রানি ও ফেরত পাঠানোর ঘটনায় বাংলাদেশের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি কেন এই ঘটনা ঘটছে সেটিও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘মালয়েশিয়া সরকারের বৈধ ভিসা নিয়ে সবাই সেখানে যাচ্ছেন। অথচ যারা যাচ্ছেন, কেন তাদের হয়রানি করা হচ্ছে এবং ফেরত পাঠানো হচ্ছে, সেটি আমরা জানতে চেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা তাদের (মালয়েশিয়াকে) বলেছি, ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা সব কাগজপত্র জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করেই মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের ভিসা দিচ্ছে। কিন্তু, যখন এসব বাংলাদেশি দেশটিতে যাচ্ছেন, তখন তাদের হয়রানি করা হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। একারণে আমরা বলেছি, তারা (মালয়েশিয়া) প্রয়োজনে তাদের ভিসা ব্যবস্থা কঠোর করুক। যাদের ঢুকতে দেবে, শুধুমাত্র তাদেরই যেন ভিসা দেয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, ‘গত এপ্রিল থেকে মালয়েশিয়াতে জি-টু-জি প্লাস প্রোগ্রামের আওতায় প্রায় চার হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে। আরও ১১ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা চাই—যারা যাচ্ছেন বা যাবেন তারা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন।’

সংশ্লিষ্ট সূত্র মতে, গত কিছুদিন ধরে বিশেষ করে ৩০ জুনের পর থেকে মালয়েশিয়া বিমানবন্দরে বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বৈধ ভিসা থাকার পরও বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য রি-হায়ারিং প্রোগ্রামে (এ বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে) প্রায় তিন লাখ বাংলাদেশ নিবন্ধিত হয়েছে এবং ই-কার্ড প্রোগ্রামে (৩০ জুন শেষ হয়েছে) প্রায় এক লাখ নিবন্ধিত হয়েছেন।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ভিসা নিয়ে হয়রানি বন্ধে মালয়েশিয়ার প্রতি আহ্বান

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলা, নিহত ২

ডেস্ক রিপোর্ট : জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গুলি চালিয়েছে দুজন বন্দুকধারী। এ হামলায় নিহত হয়েছেন দুজন।

স্থানীয় সময় রবিবার রাতে আম্মানের রাবেয়াহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নিহত দুজন হলেন মুহাম্মদ জাওয়াওদাহ ও বাশার হামারনেহ। তারা দুজনই জর্ডানের নাগরিক। হামলাকারীদের গুলিতে কিশোর জাওয়াওদাহ ঘটনাস্থলেই নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাশারের।

এ ছাড়া রবিবারের হামলায় আহত হয়েছেন একজন ইসরায়েলি নাগরিক। তিনি দূতাবাসে নিরাপত্তাবিষয়ক উপপরিচালকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জর্ডানের দুজন বাসিন্দা ইসরায়েলি দূতাবাসে ঢুকে গুলি চালায়। তারা একটি আসবাব কারখানায় কাজ করে। হামলার কারণ জানা যায়নি।

দূতাবাসটি আম্মানের একটি আবাসিক ভবনে অবস্থিত। হামলার পর দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার পরপরই তদন্তে নেমেছে আম্মান পুলিশ। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তারা। হামলার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে দূতাবাসে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলা, নিহত ২

মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণের অধিকার ইসরাইলের নেই: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জেরুজালেমে ক্রমবর্ধমান উত্তেজনায় আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে ইসরাইলি নিষেধাজ্ঞার পর ফিলিস্তিনি ও ইসরাইলি প্রেসিডেন্টদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন।
 
গত সপ্তাহে গোলাগুলির ঘটনার কারণে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
 
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে এরদোগান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
 
প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য’। ‘ইসলামী জীবন বিধান, পবিত্র আল-হারাম শরীফ (আল-আকসা মসজিদ) এবং আল-কুদস (জেরুজালেম) রক্ষা করা গোটা মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
 
গত সপ্তাহে গোলাগুলির ঘটনায় তিন জন ফিলিস্তিনিসহ দুই জন ইসরাইলি পুলিশ নিহত হয়। এ ঘটনার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ জুম্মার নামাজ ও আল-আকসা ব্ন্ধ করে দেয়।
 
প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলি প্রেসিডেন্ট রুইভেন এর সাথেও এ বিষয়ে আলোচনা করেন এবং আল-আকসাতে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছেন।
 
প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলি প্রেসিডেন্টকে বলেন, ‘কোনো শর্ত ছাড়াই মুসলিমদেরকে আল-আকসাতে প্রবেশ করতে দিতে হবে। ইসরাইলের কোনো অধিকার নেই মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হরণ করার’।
 
ইসরাইলি প্রেসিডেন্ট রুইভেন বলেন, নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং প্রেসিডেন্ট এরদোগানকে আশ্বাস দিয়েছেন যে হারাম আল-শরীফ সম্পর্কে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না এবং ধর্মীয় স্বাধীনতা সীমিত করা হবে না।
 
১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে সমগ্র শহরটিকে একত্রিত করে এটিকে ইসরাইলের একটি অবিচ্ছেদ্য এলাকা হিসাবে ঘোষণা করে। তবে, দেশটির এই পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো স্বীকৃতি নেই।
 
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

Posted in আন্তর্জাতিক | Comments Off on মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণের অধিকার ইসরাইলের নেই: এরদোগান

ভারতের নয়া রাষ্ট্রপতিকে শেখ হাসিনার অভিনন্দন

ডেস্ক রিপোর্ট : ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা| বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে।

ভারতের ১৪তম রাষ্ট্রপতিকে দেয়া অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ কার্যালয়ে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার মিলের বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্কের ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছি। দুই দেশের জনগণের উন্নতি অর্জনের লক্ষ্যে আমরা ভারত সরকারের সঙ্গে সম্পর্ক বিভিন্ন প্রেক্ষিতে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ।

Posted in আন্তর্জাতিক, রাজনীতি | Comments Off on ভারতের নয়া রাষ্ট্রপতিকে শেখ হাসিনার অভিনন্দন

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud