পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হামলার কবলে আফগানিস্তানের ইরাকি দূতাবাস, চলছে গোলাগুলি

Posted on July 31, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সেখানে এখনও গোলাগুলি চলছে বলে জানিয়েছে আফগান পুলিশ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, ইরাকি কূটনীতিকদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ আছেন। তিনি জানান, তিন বন্দুকধারী দূতাবাস ভবনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, শুরুতে ইরাকি দূতাবাসের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা দূতাবাস ভবনে ঢুকতে শুরু করে। ওই কর্মকর্তারা জানান, হামলার এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করেননি।

এক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকি দূতাবাসের সামনে এক আত্মঘাতী বোমা হামলা চালান। সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার কিছু সময় পর এএফপির সংবাদকর্মীরাও গুলি এবং গ্রেনেডের শব্দ শোনার পাশাপাশি অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলিও উড়তে দেখা গেছে।

আফগান পুলিশ ও সেনা সদস্যরা হামলাস্থল ঘেরাও করে রেখেছে।

সূত্র : বাংলাট্রিবিউন ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud