পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আস্থা রাখুন, জঙ্গিরা রেহাই পাবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: পবিত্র ঈদের দিনে যারা মানুষ হত্যা করে তারা ইসলাম ধর্মে বিশ্বাসী হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এ অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আস্থা রাখুন, জঙ্গিরা কোনোভাবেই রেহাই পাবে না।’
বৃহস্পতিবার (৭ জুলাই) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের কাছে শোলাকিয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর সন্ত্রাসী হামলা নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।226183_1 (1)
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা সন্ত্রাসী। জঙ্গিরাই জঙ্গি। এদের কোনও ধর্ম নাই, দেশ নাই। জঙ্গি আর সন্ত্রাসী হিসেবেই এরা দেশের মানুষের কাছে ও আন্তর্জাতিক পর্যায়ে ঘৃণিত বস্তু হিসেবে পরিচিত। এদের ঠাঁই জাহান্নামে হবে। এরা কোনোদিন বেহেশত পাবে না। এটা কোরআন শরীফেরই বিধান। কারণ, নিরীহ ও নিরস্ত্র তথা কোনো মানুষকে হত্যা করা কোরআন সমর্থন করে না।’
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সজাগ ও সচেতন হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কিছু হারাবার নেই। অাপনাদের পাশে আছি। দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি। মানুষের কল্যাণে কাজ করে যাব। মানুষকে একটা উন্নত জীবন দেবো। শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।’
ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘অন্য ধর্মের কাছে ইসলাম ধর্মকে অবমাননাকর পরিস্থিতিতে ফেলে দেয়া এটা কখনও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। দেশবাসীকে আহ্বান জানাবো, সবাই সচেতন থাকেন, নিজেদের ওপর আস্থা রাখেন ও বিশ্বাস রাখেন। আমরা অবশ্যই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী, আমাদের অভিযান সফল হবে। জনগণের নিরাপত্তার জন্য সরকার সবকিছুই করবে। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে।’
জঙ্গিবাদকে কেউ মদদ দিলে তার দায় তাকেই নিতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলও আমাদের সঙ্গে আছে। সবারই এ বিষয়ে ভূমিকা রয়েছে। আর যদি কেউ আন্তর্জাতিকভাবে এর প্রশ্রয় দেয় আমি মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায়কে এর দায়ভার নিতে হবে।’
প্রধানমন্ত্রী এ সময়ে গ্রাম, ইউনিয়ন, জেলা পর্যায়ে কমিটি গঠন করে এই বিপথগামীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করার নির্দেশ দেন। অভিভাবকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সন্তানদের কেউ যদি বিপথগামী হয়, তাহলে যেন তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।’
শুভেচ্ছা বিনিময়ের সময়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, কৃষি ও সময়ায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টার দিকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলামেইল

Posted in জাতীয় | Comments Off on আস্থা রাখুন, জঙ্গিরা রেহাই পাবে না : প্রধানমন্ত্রী

‘সবার নজর থাকবে আমার ওপর’

বিনােদন ডেস্ক: বছর না পেরোতেই ঈদের ছবির প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো জড়িয়ে গেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বাবা যাদব পরিচালিত ‘বাদশা-দ্য ডন’ ছবির নায়িকা তিনি।

অল্প দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে দুই বাংলার জনপ্রিয়তাই জুটেছে ফারিয়ার কপালে। ভক্ত বা অনুসারীর সংখ্যা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে সময়টা তার অনুকূল।faria-ver20160705175508

জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘প্রেমি ও প্রেমি’ ছবির কাজ করছেন নুসরাত ফারিয়া। কাজের ফাঁকে আড্ডা দিয়েছেন তিনি।

বাংলানিউজ: আপনার প্রথম ছবি ‘আশিকী’ গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিলো। এবারের ঈদেও থাকছেন রূপালি পর্দায়। কেমন লাগছে?
নুসরাত ফারিয়া: এটাকে সম্মানের ব্যাপার হিসেবেই দেখছি। কারণ ঈদ উৎসবে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ থাকে ছবি নিয়ে। পরপর দুই ঈদে ছবি মুক্তি পাওয়ার ঘটনা অবশ্যই আনন্দের।

প্রশ্ন: এ ঈদের ছবিগুলোর নায়িকার তালিকা লম্বা ও বৈচিত্রময়। অপু বিশ্বাস, আঁচল ও তিশার পাশাপাশি আছেন কলকাতার শ্রাবন্তীও।
ফারিয়া: এই যে বিভিন্ন নায়িকার উপস্থিতি, এই দৃশ্যটা বেশ ভালো লাগছে আমার কাছে।

প্রশ্ন: এক ধরনের প্রতিযোগিতা কিন্তু তৈরি হয়ে গেছে। বিষয়টাকে আপনি কীভাবে নিচ্ছেন?
ফারিয়া: প্রথম ব্যাপার হচ্ছে, আমি এই দৌড়ে ক্ষুদ্র একজন। বাকিরা সবাই খুব অভিজ্ঞ। শাকিব খান, জিৎ, শ্রাবন্তী…প্রধান প্রতিযোগী তারাই। তারা এমন দৌড়ে শামিল হন এক যুগেরও বেশি সময় ধরে। আমার এই দৌড়ের বয়স নয় মাস। এ কারণে বলবো, টেকনিক্যালি আমার জন্য এই প্রতিযোগিতা অনেক কঠিন। তাদেরকে সবাই চেনে। তাদের প্রচার আর প্রসার বা ব্যাপ্তি অনেক বেশি। সবচেয়ে নতুন মানুষ হলাম আমি। এটা আমার জন্য একদিক দিয়ে ইতিবাচক। সবার নজর থাকবে আমার ওপর। সবকিছুর ভিড়ে সফল হওয়াও একটা চ্যালেঞ্জ। জানি না কতোটা সফল হবো।

প্রশ্ন: ‘বাদশা-দ্য ডন’-এর জন্য আপনার প্রস্তুতি কেমন ছিলো?
ফারিয়া: এ ছবিতে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার লুক থেকে শুরু করে ফিগার, পোশাক- সবদিক দিয়েই খোলস ছেড়ে বেরিয়েছি। বলতে পারেন চেনা বলয় ভেঙেছি। তাই ছবিটি নিয়ে আমি উচ্ছ্বসিত।

প্রশ্ন: ছবিটি আপনার ক্যারিয়ারে কতোটুকু প্রাপ্তি যোগ করতে পারে বলে মনে করেন?
ফারিয়া: সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ঈদে এ ছবিটাই বেশি ভালো চলবে। আমি আশাবাদী ‘বাদশা-দ্য ডন’ আমার ভাগ্য আরও ঘুরিয়ে দেবে।

প্রশ্ন: এ ছবিতে আপনার উপস্থিতি কেমন? চরিত্রটি সম্পর্কে জানতে চাইছি।
ফারিয়া: এরই মধ্যে ছবিটির গানগুলোর ভিডিও তো দেখেছেনই। আমার চরিত্রটির নাম শ্রেয়া। যে কোনো পুরুষকে আকৃষ্ট করার মতো সম্মোহিনী ও সাহসী সে। বেশ রাফ অ্যান্ড টাফ। মেয়েদের মনোভাব নিয়ে চলে শ্রেয়া। মেয়েটি পশ্চিমা জীবনযাপনে বিশ্বাসী। এ চরিত্রে কাজ করে বেশ মজা পেয়েছি।

প্রশ্ন: শুটিংয়ের মজার অভিজ্ঞতা আছে?
ফারিয়া: আমি সারাক্ষণই শ্রেয়া হয়ে থাকতাম। মাঝে মধ্যে পরিচালক বলতেন, সারাক্ষণই চরিত্রের ভেতর থাকতে হয় নাকি। তখন তাকে শ্রেয়ার মতো করে জবাব দিতাম! এ নিয়ে বেশ মজা হতো। সবাই মেনেও নিয়েছিলো, তাই আমাকে চরিত্রের মধ্যেই থাকতে দিতো ইউনিটের সবাই। দৃশ্যধারণ শেষে আবার আগের ফারিয়াকে পান তারা। সেটে হিন্দির ব্যবহার নিয়েও আমার সঙ্গে সবাই মজা করতো। কারণ আমি হিন্দি অনেক শব্দের মানে বুঝতাম না। এই সুযোগে জিৎ আমাকে কিছু বাক্য কপি করতে বলতেন। আমি সেটা কপি করার পর সবাই হাসাহাসি করতো। পরে বুঝতে পেরেছি, আমাকে দিয়ে দুষ্টু দুষ্টু কথা বলিয়ে নিয়েছেন জিৎ।

প্রশ্ন: জিতের চোখে ফারিয়া কেমন?
ফারিয়া: এটা তিনিই ভালো বলতে পারবেন।

প্রশ্ন: কাজের বেলায় জিৎ আপনার প্রশংসা করেননি?
ফারিয়া: প্রতিটি দৃশ্যের কাজ করার পর আমরা দু’জনই মনিটরের সামনে এসে দাঁড়াতাম। দৃশ্যটি দেখার পর দু’জন দু’জনের দিকে তাকাতাম। জিৎ প্রায়ই বলতেন, ‘আচ্ছা শট হ্যায়।’ আমি জানতে চাইতাম সত্যি সত্যি ভালো হয়েছে তো? জিৎ বলতেন, ‘আচ্ছা হ্যায়, আচ্ছা হ্যায়।’

প্রশ্ন: কাজ করতে গিয়ে নিশ্চয়ই জিতের কাছে কিছু শিখেছেন?
ফারিয়া: আমার মনে হয়, আমি অভিনয় পারি না। তবে অভিনয়েও বাস্তবের মতো থাকার চেষ্টা করি। জিৎ ঠিকঠাক ‘টোন’-এ অভিনয় করতে সহযোগিতা করেছেন। ব্যক্তি জিৎ বেশ চমৎকার একটা মানুষ। তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে। একজন মানুষ কেন বড় তারকা হয়, জিৎকে দেখলে বোঝা যায়।

প্রশ্ন: কলকাতায়ও নিশ্চয়ই ভক্তের পাল্লায় পড়তে হয়? একটা অভিজ্ঞতার শুনতে চাই।
ফারিয়া: কলকাতায় গ্রামগঞ্জের একটি এলাকায় ক্লাইমেক্স দৃশ্যের শুটিং হয়েছে। জিৎ থাকায় ওখানে প্রচন্ড ভিড় জমেছে। এটাই স্বাভাবিক। ওখানে জিৎ যাওয়া মাত্রই ‘জিৎ’, ‘জিৎ’ চিৎকার শুরু হয়ে গেলো। অবাক ব্যাপার হলো, আমি যাওযার পর দেখি আমার নাম ধরেও ওরা চিৎকার করছে। শুধু নুসরাত বা ফারিয়া নয়। ওরা পুরো নাম ধরে চিৎকার করছে- ‘নুসরাত ফারিয়া’, ‘নুসরাত ফারিয়া’। আমার সঙ্গে জিৎ নিজেও অবাক এই কারণে যে, কলকাতার প্রত্যন্ত একটা জায়গায় আমাকে এভাবে চেনার কথা নয়। জিৎ খুনসুটি শুরু করলেন এই বলে- ‘ক্যায়া বাত! বাংলাদেশ কা সুপারস্টার!’ আমি সত্যি অভিভূত। কলকাতায় মাত্র দুটো ছবি মুক্তি পেয়েছে। তাতেই এতো ভালোবাসা পাচ্ছি ওপার থেকেও।
প্রশ্ন: দুই বাংলাতে নায়ক নির্ভর ছবিই হচ্ছে বেশি। ভবিষ্যতে নায়িকা নির্ভর ছবি করতে চান?
ফারিয়া: সবার ধারণা হিরোরাই বাঁচাবে চলচ্চিত্র। এটা সাধারণ একটা ভাবনা। আমি এখনও অভিনয়ের প্রাথমিক ধাপে আছে। এখনও প্রপার লাইটিংটাও ঠিকঠাক বুঝি না। সত্যি বলতে সবকিছুই বোঝার চেষ্টা করছি। এখনই নায়িকা প্রধান ছবি করতে চাই, আমার জন্য এটা বলাও বেশ স্পর্ধার ব্যাপার। আমার ক্যারিয়ারের খুব ভালো দিক হলো, এক বছরের মধ্যে বড় প্রতিষ্ঠানের প্রথম সারির আর দুই বাংলাতেই জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করেছি। সবই যৌথ প্রযোজনায় নির্মিত বড় বাজেটের ছবি। এ কারণে আমার প্রতি অন্যদের প্রত্যাশাও বেশি। সেটা মাথায় রেখেই কাজ করতে চাই।

প্রশ্ন: একটা ছবি হিট হলে অনেকে সেই ধরনের কাজই করেন। দিনের পর দিন এটা চলতে থাকে।
ফারিয়া: এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমাকে দেখে যেন দর্শকের একঘেঁয়েমি না লাগে এদিক দিয়ে আমি সচেতন। তাই প্রতিটি ছবিতে নতুনত্ব রাখার চেষ্টা করি।

প্রশ্ন: যৌথ প্রযোজনার বাইরে কলকাতার ছবিতেও নিশ্চয়ই প্রস্তাব পান?
ফারিয়া: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রতি আমি অনুগত। তারাই আমাকে চলচ্চিত্রে সুযোগ দিয়েছে। চুক্তি অনুযায়ী শুধু তাদের সঙ্গে কাজ করাটাই আমার লক্ষ্য। যদিও প্রতিষ্ঠানটি কোনো বিধিনিষেধ দিয়ে রাখেনি আমার ওপর। তাছাড়া আজিজ ভাই (জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ) সবসময় বলেন, ভালো প্রস্তাব পেলে আমি যেন রাজি হই। তবুও আমি নিজে থেকেই অন্য প্রতিষ্ঠানের কাজ করতে চাই না।

প্রশ্ন: বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে ‘গাওয়াহ, দ্য উইটনেস’ ছবিতে আপনার কাজ করার খবর বেরিয়েছিলো…
ফারিয়া: তারা অনেক সময় চায়। ছয় মাস ধরে একটা ছবিতে ব্যস্ত থাকা সম্ভব নয়। এটা কষ্টসাধ্য ব্যাপার আমার জন্য। ছয় মাসে কিন্তু এখানে দুটি ছবির কাজ শেষ হয়ে যায়।

প্রশ্ন: তাহলে কি ছবিটি ঘোষণার মধ্যেই আটকে থাকবে?
ফারিয়া: ‘প্রেমি ও প্রেমি’র চিত্রায়ন শেষ হলে বিষয়টি নিয়ে ভাববো। তিন মাসের বিরতি নেওয়ার ইচ্ছে আছে। আরেকটি বিষয় হলো, আমার সম্মানী নিয়েও চূড়ান্ত কথা হয়নি। দেখা যাক কী হয়।
উৎস…বাংলানিউজ:

Posted in বিনোদন | Comments Off on ‘সবার নজর থাকবে আমার ওপর’

বায়তুল মোকাররমের ভেতরে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার জের ধরে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাশি শেষেই মুসল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররমে জোহর নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাশি করছে পুলিশ। এরপর মসজিদের ভেতরে প্রবেশের সময় দরজার মুখেই মুসল্লিদের আরেক দফা তল্লাশি করছেন সশস্ত্র সেনা সদস্যরা।

বায়তুল মোকাররমের এই অভূতপূর্ব নিরাপত্তার ব্যাপারে জানতে যোগাযোগ করলে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা যুগান্তরকে জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে জাতীয় মসজিদে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত সম্পন্ন হওয়া পর্যন্ত সেনা সদস্যরা বায়তুল মোকাররমের ভেতরে দায়িত্ব পালন করবেন।baitul mokarrom army-2_18462_0

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ২০ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক র‌্যাব সদস্যকে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, সব গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষত কূটনৈতিক এলাকা, বিমানবন্দর, শপিংমল এবং ভিআইপি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশী-বিদেশঅ অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।

হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

নিহতদের মধ্যে নয়জন ইটালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক৷ বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল৷
যুগান্তর

Posted in জাতীয় | Comments Off on বায়তুল মোকাররমের ভেতরে সেনা মোতায়েন

এলাে খুশির ঈদ

ঢাকা: ‘ও মন রমজানেরই রোজার শেষে এল খুশির ঈদ…, হ্যাঁ রমজান শেষ। পবিত্র ঈদুল ফিতর কড়া নাড়ছে দরজায়। আজ চাঁদ উঠুক আর না উঠুক কাল ঈদ। eid-mubarak

বাংলাদেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে বৃহস্পতিবার। এবার ৩০ রোজ পূর্ণ হচ্ছে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে জানানো হয়, মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি এলাকায় আজ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

রমজান মাস জুড়ে রোজা পালনের মধ্য দিয়ে এখন মুসলিম সম্প্রদায় খুশির ঈদের অপেক্ষায়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে ইতিমধ্যে পৌঁছে গেছেন গ্রামের বাড়িতে।

দীর্ঘ দিন ছুটিরে কারণে এবার মানুষের ঈদযাত্রার দুর্ভোগ খানিকটা কম। তবে শেষ সময়ে সব পোশাক কারখানা এক সঙ্গে ছুটি দেয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের যাত্রীদের দীর্ঘ যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হয়। লঞ্চ টার্মিনালেও ছিল অস্বাভাবিক ভিড়।

ঈদ উৎসবের দ্বারপ্রান্তে শহর-গঞ্জ, হাট-বাজারে এখনো চলছে ঈদের কেনাকাটা। রাজধানী ঢাকার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

পবিত্র ঈদ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র ইতোমধ্যে প্রকাশ করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে চ্যানেলে প্রচারিত হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।

হাসপাতাল, কারাগার, এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশুসদনে উন্নতমানের খাবারের পরিবেশনের ব্যবস্থা থাকবে।

ঈদ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকায়ন, ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সড়ক দ্বীপগুলোর শোভা বর্ধন করা হয়েছে।

ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। গণভবনে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বরাবরের মতো এবারও হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন বলে ইসলামিক ফাউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে।

পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদের পাঁচটি জামাত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১১টায় ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

নারীদের জন্য জাতীয় ঈদগাহে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে।

এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এই জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে দেশজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

Posted in জাতীয় | Comments Off on এলাে খুশির ঈদ

৩১টি রোজা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার পবিত্র রমজান মাসে অন্যদের চেয়ে ১টি রোজা বেশি রাখতে হলো। সবাই ৩০টি রোজা রাখলেও রমজানের শুরুতে তিনি সৌদি ছিলেন। সেই অনুযায়ী এবার তাকে ৩১টি রোজা রাখতে হলো। hasina_asem

সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন থেকে রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে অতিরিক্ত একটি রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন।

মঙ্গলবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আজ বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। আর বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার। আর সে হিসেবে ৬ জুলাইয়ের দিনসহ প্রধানমন্ত্রীর মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩১টি।

ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে।

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত ৩ জুন সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করেন। পরে ৭ জুন দেশে ফেরেন।

Posted in জাতীয় | Comments Off on ৩১টি রোজা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেসির ২১ মাসের জেল, ২০ লাখ ইউরো জরিমানা

স্পাের্টস ডেস্ক: আয়কর ফাঁকি দেয়ার মামলায় আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবল তারকা লায়নেল মেসি ও তার পিতা হোর্হে মেসিকে ২১ মাসের জেল দিয়েছে স্পেনের একটি আদালত। তবে তাদের দু’জনের কাউকেই জেলে যেতে হচ্ছে না। জেল দেয়ার পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো ও তার পিতাকে ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে তার এই কর ফাঁকির কথা প্রকাশ হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়েছে, মেসি ও তার পিতা ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন মেসি ও তার পরিবার।21686_Messi-1

এ জন্য সাজা হলেও জেলে যেতে হচ্ছে না মেসি বা তার পিতাকে। স্পেনের নিয়ম অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে (যদি হিং¯্র না হয়) সাজার মেয়াদ ২ বছরের (২৪ মাস) কম হলে সাধারণত জেলে যেতে হয় না। এক্ষেত্রে মেসি ও তার পিতার সাজার মেয়াদ ২১ মাস। তা ২৪ মাস বা দু’বছরের চেয়ে কম। তাই আপাতত জেলের সাজাটা স্থগিতই থাকছে। কিন্তু জরিমানা ঠিকই দিতে হবে। স্প্যানিশ আদালতের রায়ে বলা হয়েছে, ইমেজ-স্বত্ব থেকে পাওয়া অর্থের ওপর কর ফাঁকি দিতে ‘ট্যাক্স হ্যাভেন’ বলে পরিচিত বেলিজ ও উরুগুয়েতে বিভিন্ন নামী-বেনামি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন মেসি। গত জুনে কোপা আমেরিকা শুরু হওয়ার ঠিক আগে ২৯ বছর বয়সী মেসির বিরুদ্ধে মামলার শুনানি হয়েছিল।

বার্সেলোনার আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌশলি বলেছিলেন, বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মাঠে দারুণ নৈপুণ্যের কারণে বিশ্বব্যাপী খ্যাতি ঠিকই আছে মেসির। তবে বার্সেলোনা ফরোয়ার্ড ও তার পিতা অবৈধভাবে নিজেদের আয় গোপন করেছেন। এ কারণে দুজনেরই জেলের সাজা ও জরিমানার শাস্তির সুপারিশ করেন কৌঁসুলি। এ সময় মেসি ও তার পিতা দুজনই ইচ্ছাকৃত কোনো অপরাধের কথা অস্বীকার করেছেন। সব সময়ের মতো মেসি সেদিনও দাবি করেছিলেন, অর্থসংক্রান্ত বিষয় কিছুই জানতেন না। তিনি সব সময় মাঠের ফুটবলে মনোযোগ দিয়েছেন। অর্থের ব্যাপারগুলো সব সময় দেখতেন তার পিতা ও আইনজীবী। মেসি শুধু তাদের কথামতো সই করেছেন।

মামলার এক পর্যায়ে শোনা গিয়েছিল, আদালত মেসির কথা মেনে নিয়েছেন, কোনো সাজাই হবে না তার। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌঁসুলির যুক্তির পর এই স্থগিত সাজা ও জরিমানা পেতে হলো মেসি ও তার পিতাকে।
২০১৩ সালে প্রথম শিরোনামে আসে মেসির কর ফাঁকির খবর। এরপর থেকে মেসি পরিবার বিভিন্ন সময়ে বকেয়া ও অতিরিক্ত পাওনা হিসেবে স্প্যানিশ কর্তৃপক্ষকে ৫০ লাখ ইউরোর মতো অর্থ দিয়েছেন। এ ছাড়া ২০১০ ও ২০১১ সালের ইমেজ-স্বত্বের ওপরও নিয়ম মেনে ১ কোটি ইউরো কর দিয়েছেন মেসি।

Posted in খেলাধুলা | Comments Off on মেসির ২১ মাসের জেল, ২০ লাখ ইউরো জরিমানা

আপাতত হচ্ছে না

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা দেশে ফিরেছেন চলতি মাসের শুরুতে। ফিরেই ঘোষণা দিয়েছিলেন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরবেন। কিন্তু তা আর আপাতত হচ্ছে না। এখন নাটক নয়, বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি কাজে নিয়মিত হতে যাচ্ছেন বলে গতকাল সকালে নিশ্চিত করেছেন। যমুনা ফ্যানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি। আগামী ২৯শে এপ্রিল দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হবে। এটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল। মোনালিসা জানান, যমুনা গ্রুপের দুটি বিজ্ঞাপনে কাজ করবেন তিনি।12718213_10153616634766491_5966844601641218300_n

Posted in বিনোদন | Comments Off on আপাতত হচ্ছে না

স্বপ্ন বাঁচিয়ে রাখলো বার্সা

স্পোর্টস ডেস্ক : শিরোপা ধরে রাখার কঠিন সংকল্প নিয়ে মাঠে নামা বার্সেলোনা স্প্যানিশ লা লিগায় বড় জয় তুলে নিয়েছে। দেপোরতিভো লা করুনার বিপক্ষে মেসি-সুয়ারেজ-নেইমারদের হাঁপ ছেড়ে বাঁচার এই ম্যাচে জয়টি ৮-০ গোলের ব্যবধানে। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সার হয়ে হ্যাটট্রিকসহ ৪টি গোল করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দলের অন্য ৩টি গোলের যোগানদাতাও তিনি।

প্রথমার্ধে সুয়ারেজের দুই গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দেপোরতিভোর জালে আরও ছয়বার বল জড়ায় বার্সা। তাতে সুয়ারেজসহ গোল করেন রেকিটিচ, মেসি, বারত্রা আর নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা চলতি আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে। বাজে সময় কাটানো কাতালানরা লিগের চার ম্যাচে টানা জয়শূন্য থেকে দেপোরতিভোর মাঠে আতিথ্য নেয়। নিজেদের অবস্থান শীর্ষে রাখতে এই ম্যাচে মাঠে নামার আগে বার্সার সংগ্রহ ছিল ৭৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে বার্সার পরেই ছিল অ্যাতলেতিকো। আর এক পয়েন্ট কম নিয়ে বার্সা-অ্যাতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ের ফলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা।

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পাশাপাশি শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচের সপ্তম মিনিটেই দেপোরতিভোর সীমানায় আক্রমণ চালায় বার্সা। তবে, আলভেজ-সুয়ারেজের যৌথ সেই প্রচেষ্টা নষ্ট হয়। ১১তম মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা। ইভান রেকিটিকের অ্যাসিস্ট থেকে দলের লিড নেওয়া গোলটি করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লিভারপুলের সাবেক এই তারকার গোলেই ১-০ তে এগিয়ে যায় কাতালানরা।

খেলার ২০তম মিনিটে বার্সাকে কাঁপিয়ে দেয় স্বাগতিক দেপোরতিভো। বার্সার গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভোকে একা পেয়েও শট নিতে দেরি করেন বোরগেস। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারো ফিরতি শট নিলে আলভেজের সৌজন্যে এ যাত্রায় বেঁচে যায় কাতালানরা।

২৪তম মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুন করেন সুয়ারেজ। মেসির দুর্দান্ত এক ডিফেন্স চেড়া পাসে একা থাকা সুয়ারেজ দেপোরতিভোর জালে দ্বিতীয়বার বল জড়ান (২-০)।

৩৪ মিনিটের মাথায় হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ইনিয়েস্তার দিক পরিবর্তন করা বল আলভেজ বাড়িয়ে দেন সুয়ারেজকে। লিভারপুলের সাবেক এই তারকা গোলরক্ষকের সামনে একা দাঁড়িয়ে উড়ন্ত বলে শট নিতে গেলে নিজের পায়েই বল জড়িয়ে গোলবঞ্চিত হন।

প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর খুব দ্রুতই গোলের দেখা পায় অতিথিরা। দলের তৃতীয় গোলটি করেন রেকিটিক। ম্যাচের ৪৭তম মিনিটের মাথায় সুয়ারেজের ডানদিক থেকে তুলে মারা বলে শট নেন দুর্দান্ত গতিতে এগিয়ে আসা রেকিটিক। বল দেপোরতিভোর জালে জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।

৫৩ মিনিটের মাথায় ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। দলের চতুর্থ আর নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে গোল করেন সুয়ারেজ। এবারো মেসির দুর্দান্ত এক পাসে বল পেয়ে দেপোরতিভোর জালে জড়ান স্বাগতিকদের ডি-বক্সে আতঙ্ক ছড়ানো সুয়ারেজ। হ্যাটট্রিক করেও যেনো থেমে যেতে চাননি সুয়ারেজ। উরুগুইয়ান এই তারকা ম্যাচের ৬৪ মিনিটেও গোল করেন। বার্সাকে পঞ্চম গোলটি পাইয়ে দিতে নেইমারের সহায়তা পান সুয়ারেজ। ব্রাজিল অধিনায়ক নেইমার চাইলে নিজেই শট নিয়ে গোলের চেষ্টা করতে পারতেন। তবে, সতীর্থ সুয়ারেজকে দিয়েই যেনো গোলটি করাতে চেয়েছিলেন নেইমার।

খেলার ৭৩তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বামপাশ থেকে সুয়ারেজের বাড়ানো বলে বাঁ-পায়ের আলতো টোকায় দেপোরতিভোর দুই ডিফেন্ডারের মাঝদিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি (৬-০)।
Barcelona-match-bg20160421015811
৭৯ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় গোল করেন মার্ক বারত্রা। দলের সপ্তম গোলটি করেন তিনি। ৮১ মিনিটের মাথায় আবারো সুয়ারেজ জাদু। এবার নিজে গোলদাতা না হলেও নেইমারকে দিয়ে গোল করান তিনি। দলের অষ্টম গোলটি করেন ব্রাজিল অধিনায়ক।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ৩৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা কাতালানদের সংগ্রহ ৭৯ পয়েন্ট।

Posted in খেলাধুলা | Comments Off on স্বপ্ন বাঁচিয়ে রাখলো বার্সা

অচল নদী বন্দরগুলো (ভিডিও)

নিউজ ডেস্ক: নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের নদী বন্দরগুলো। মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছেন, ঢাকার সদরঘাট থেকে কোনো রুটেই কোনো নৌযান চলাচল করছে না।

রাত ১২টা থেকে যাত্রীবাহী ও মালবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ জানিয়েছেন।

চাঁদপুর ও বরিশালসহ সংশ্লিষ্ট জেলাগুলো থেকে প্রতিনিধিরাও ধর্মঘটের কারণে নৌযান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন। Chandpur-Pic-1

এদিকে ঘাটে লঞ্চ না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে হচ্ছে তাদের।

যাত্রীবাহী, পণ্যবাহী, কোস্টার, ট্যাংকার, বালুবাহী নৌযান, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নৌ-শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেওয়া, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি ও অবৈধ ইজারা বন্ধ করা, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতনের দাবি রয়েছে আন্দোলনকারীদের ১৫ দফার মধ্যে।

এসব দাবিতে গত এক বছরে কয়েক দফা ধর্মঘটের কর্মসূচি দিলেও সরকারের আশ্বাসে পরে আন্দোলন স্থগিত করে শ্রমিক সংগঠনগুলো।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, “আমাদের শ্রমিকরা বর্তমানে ৪ হাজার ১০০ টাকা বেতন পায়। আমরা চাইছি, বর্তমান বাজারদর ও আনুষঙ্গিক খরচ বিবেচনা করে তা ৮ হাজার ২৫০ টাকা করা হোক।”
২৬ জানুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করার কথা জানিয়ে তিনি বলেন, “তিনি তখন আমাদের একমাস সময় দিতে বলেছিলেন। কিন্তু আজ আমরা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সেখানে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের এই কর্মবিরতি ‘চলবে’ বলে জানান শাহ আলম। চাঁদপুর প্রতিনিধি জানান, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁদপুর নৌ-বন্দরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

চাঁদপুর থেকে ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ কোনো রুটের কোনো লঞ্চ সকাল থেকে ছেড়ে যায়নি।

আগে থেকে জানা না থাকায় যাত্রীদের সকালে ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে দেখা যায় বলে জানান তিনি। বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল নৌ বন্দরেও রাত ১২টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকালে নৌ বন্দরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বরিশাল শাখার সভাপতি শেখ আ. হাশেম জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহযোগী হিসেবে তারাও এ আন্দোলনে যুক্ত।

বরিশাল নৌ বন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌযান চলাচলই বন্ধ রেখেছে আন্দোলনরত শ্রমিকরা।
বিডিনিউজ

Posted in জাতীয় | Comments Off on অচল নদী বন্দরগুলো (ভিডিও)

চাঁদপুরে নৌ-ধর্মঘট দুর্ভোগে সাধারন মানুষ

চাঁদপুর প্রতিনিধি: নৌযানশ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বৃহস্পতিবার ভোর থেকে অচল হয়ে পড়েছে চাঁদপুর নৌবন্দর। চাঁদপুর থেকে সব নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযানশ্রমিকের ন্যূনতম মজুরি ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌপথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধ, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেলবিরোধী শিল্পনীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।maxresdefault

নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা অবিলম্বে নৌযানশ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর নৌবন্দরে কর্মরত কয়েক শ শ্রমিক এখন বেকার।

Posted in সারা দেশ | Comments Off on চাঁদপুরে নৌ-ধর্মঘট দুর্ভোগে সাধারন মানুষ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud