পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারহীন স্মার্টহোম সিকিউরিটি ক্যামেরা

বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক: নেটগিয়ারের আরলো ব্র্যান্ডের হোম সিকিউরিটি ক্যামেরা বাজারে অানল কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। এই ক্যামেরা বাড়ি কিংবা দোকানের নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত করেছে। তারহীন হওয়ায় ছোট্ট এই ক্যামেরাগুলো বাড়ির যেকোনও অংশে সহজেই প্রতিস্থাপন করা যায় ও স্থান পরিবর্তন করা যায়।

Arlo News
ক্যামেরাগুলো ওয়াটার ও ওয়েদার প্রুফ। একটি বেজ স্টেশনের সঙ্গে সর্বোচ্চ ৫টি ক্যামেরার তারহীন সংযোগ দেওয়া যায়। স্মার্টফোট, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা পিসিতে একসঙ্গে চারটি ক্যামেরার ভিউ দেখা যায়। ক্যামেরাগুলোতে মোশন ডিটেকশন ও নাইটভিশন সুবিধা রয়েছে। দু’টি ক্যামেরা ও একটি বেজ স্টেশনসহ আরলোর দাম ৩৫ হাজার টাকা।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on তারহীন স্মার্টহোম সিকিউরিটি ক্যামেরা

নিজের মতো সাজিয়ে নিন ফেসবুকের নিউজ ফিড

facebook_74000ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিউজ ফিড নিজের মতো করে সাজানোর কিছু নতুন উপায় এনেছে ফেসবুক। এ ক্ষেত্রে নিউজ ফিডে অযাচিত ও অপ্রয়োজনীয় তথ্য দূর করে সহজেই নিউজ ফিড মনের মতো সাজানোর কয়েকটি উপায় জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবার লগইন করার পর আপনি বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের ও বিভিন্ন পেজের মধ্যে কাকে নিউজ ফিডের ওপরে দেখতে চান, তা ঠিক করে নিতে পারবেন। নতুন টুলে ফেসবুকের বিরক্তিকর কোনো পোস্ট বারবার যেমন দেখতে হবে না তেমন অপ্রয়োজনীয় তথ্যও দূর করা যাবে।

এ জন্য প্রতিবার লগইন করার পর ”following” বা ”see first”-এ ক্লিক করতে হবে। এতে আপনি যাকে প্রথমে দেখতে চান ”see first”-এ ক্লিক করে রাখলে তাকেই আগে নিউজফিডে পাবেন।

ফেসবুকের সফটওয়্যার নিউজ ফিডে আপনাকে কোন বিষয়টি উপস্থাপন করবে তা জানবে বহু বিষয় বিবেচনা করে। এ ক্ষেত্রে কোন কোন বন্ধুর সঙ্গে আপনার ভালো আদান-প্রদান রয়েছে (যেমন আপনি তার ছবি বা পোস্টে লাইক বা কমেন্ট করেন কি না) ইত্যাদি বিবেচনা করে। আর এ ধারায় নতুন করে যোগ হলো কয়েকটি টুল।
বৃহস্পতিবার এক ঘোষণায় ফেসবুক নতুন টুলের কথা জানায়।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on নিজের মতো সাজিয়ে নিন ফেসবুকের নিউজ ফিড

নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ কেন?

500x_unsexyবিনোদন ডেস্ক : নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বরাবরের। এই আকর্ষণের আবর্তে পড়েই অনেকে খুব কম বয়সে পৃথিবীতে আসার রহস্য নিয়ে নাড়াচাড়া করতে করতেই হঠাৎ করে পর্ন ‘আবিষ্কার’ করে ফেলেন। আজকের স্মার্টফোন-ল্যাপটপের যুগে পর্ন দেখাটা তো ভীষণ সহজ হয়ে গিয়েছে। তবে জানেন কি, এই পর্নের নেপথ্যে কত বড় একটা ইন্ডাস্ট্রি কাজ করে? এর বার্ষিক লাভের পরিমাণই বা কত? সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া এ নিয়ে একটা ইনফোগ্রাফিক্স প্রকাশ করে, যাতে এমন তথ্য রয়েছে যা পড়লে আপনার মাথা ঘুরে যেতে পারে।
কি করম সেই তথ্য এক বার দেখে নিন:
মোবাইলে প্রতি ৫ জনের মধ্যে ১ জন পর্ন সার্চ করেন।
বিশ্বের প্রায় ২৪ শতাংশ মানুষ এটা স্বীকার করেন, যে তাঁদের মোবাইলে পর্ন VDO রয়েছে।

imagesমোবাইলে Sex Chat করার সংখ্যা বছরে প্রায় ২৫ শতাংশ করে বাড়ছে।
ইন্টারনেটে পর্ন দেখিয়ে ৩০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইট।
১০ জনের মধ্যে ৯ জনই ইন্টারনেটে শুধুমাত্র ফ্রি পর্ন দেখেন, বা অবৈধ কপি করা VDO দেখতেই বেশি পছন্দ করেন।
অনলাইনে পর্ন দেখার জন্য প্রতি সেকেন্ডে ৩ হাজার মার্কিন ডলার রোজগার করে ওয়েবসাইটগুলি।
১৮ বছর হওয়ার আগেই ১০ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১০ জনের মধ্যে ৬ জন মহিলা পর্নোগ্রাফি VDO দেখে ফেলেন।
প্রায় ৬৯% পুরুষরা এবং ৫৫% মহিলারা ইন্টারনেটে সমলিঙ্গের Sex VDO দেখেন।
ইন্টারনেটে ২ কোটি ৬০ লক্ষেরও বেশি পর্ন সাইট রয়েছে।
porn_72784৮৩% পুরুষ এবং ৫৭% মহিলারা অনলাইনে গ্রুপ Sex দেখা পছন্দ করেন।
ইন্টারনেটে প্রচুর ফ্রি পর্ন সাইটের কারণে ২০০৭ সালের পর থেকে বিশ্ব জুড়ে প্রায় ৫০% আয় কমে গিয়েছে পর্ন ওয়েবসাইটগুলির।
পুরুষরা গড়ে ১২ বছর বয়সেই এ বিষয়ে বেশ অভিজ্ঞ হয়ে ওঠেন।
পর্নোগ্রাফিযুক্ত কনটেন্ট নিয়ে সারা বিশ্বে প্রতি দিন ২ হাজার ৫০০ কোটি ই-মেল পাঠানো হয়।
শুধুমাত্র মোবাইল পর্ন সাইটগুলি চলতি বছরে ২৮০ কোটি মার্কিন ডলার লাভ করবে বলে অনুমান।
মার্কিন মুলুকেই প্রতি দিন ৪ কোটি মানুষ ইন্টারনেটে পর্ন দেখেন।
রবিবার বিশ্ব জুড়ে সব থেকে বেশি মানুষ পর্ন দেখেন।
ইন্টারনেটে ৪টির মধ্যে ১টি সার্চ হয়ে থাকে পর্নের বিষয়ে। বিশ্বে প্রতিদিন যত জিনিস ডাউনলোড করা হয়, তার এক তৃতীয়াংশই Porn.
প্রতি ৫ জনের মধ্যে ১ জন পুরুষ কাজের জায়গায় পর্ন দেখে থাকেন।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ কেন?

ভূমিকম্পের পূর্বাভাস দেবে মুরগী!

earthquackবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিধ্বংসী ভূমিকম্পের পূর্বাভাস দিতে আর উন্নত প্রযুক্তির উপর ততোটা আস্থা রাখতে পারছেন না চীনা বিজ্ঞানীরা। তারা প্রকৃতিতেই ফিরছেন। এ জন্য বেছে নিয়েছেন প্রকৃতির খাঁটি সন্তান পশুপাখিদের।

জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং এর ভূমিকম্প বিজ্ঞানীরা চিড়িয়াখানা ও সাফারি পার্ক মিলিয়ে সাতটি অঞ্চল বেছে নিয়েছে। এসব অঞ্চলের পশুপাখিদের ভূমিকম্প পূর্ববর্তী আচরণ পর্যবেক্ষণ করা হবে।

মূলত পশুপাখিদের আচরণের আকস্মিক পরিবর্তন বিশেষ করে ভীতি পর্যবেক্ষণ করা হবে। ইয়োহুয়াতাই জেলার এমন একটি পার্কের দিকে আপাতত তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে যেখানে, ২ হাজার মুরগী, ২০০ শুকর, ২ বর্গকিলোমিটার পুকুরে বিপুল মাছ রয়েছে। এখানে ক্যামেরা বসিয়ে দিনে অন্তত দুই বার পশুপাখিদের আচরণ পর্যবেক্ষণ করা হয়।

পশুপাখিরা প্রাকৃতিক দুর্যোগের আগাম আভাস পায় এটি একটি স্বীকৃত ধারণা। এই ধারণার সপক্ষে বহু প্রমাণও রয়েছে। চীনা বিজ্ঞানীরা এই বহু প্রাচীন ও মোক্ষম ধারণাটাই কাজে লাগাতে চাইছেন।

এ ব্যাপারে নানজিং ভূমিকম্প অধিদপ্তরের প্রধান ঝাও বিং বলেন, শুধু একটামাত্র মুরগীর আকস্মিক আচরণ পরিবর্তনে কিন্তু দুর্যোগের আভাস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। এর জন্য নিশ্চিত হতে রীতিমতো একটি গ্রুপের উপর নজর রাখতে হবে। এমনকি ক্রসচেক করে যাচাই করতে হবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on ভূমিকম্পের পূর্বাভাস দেবে মুরগী!

আপনি ভিডিও কলে কথা বলছেন তো? সাবধান!

iPhone-4-Camsex2-500x544ডেস্ক রিপোর্ট : ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে বলতে প্রেমিক প্রেমিকা হারিয়ে যাচ্ছেন অজানা দেশের গল্পে। কানে ফোন রেখে রাত থেকে কখন যে সকাল হলো কেউ টেরও পেল না।
কিন্তু এই দূরভাষ যন্ত্রেই আর মন ভরছে না। অগত্যা দূরকে কাছে টানতে নিতে হলো প্রযুক্তিগত বিপ্লবের সাহায্য। কথা বলতে বলতে দেখা যাবে ওপর প্রান্তে থাকা মানুষটিকেও। মানুষটি কি করছে, কি পরে আছে। কি খাচ্ছে। সবই এ প্রান্তে বসে দেখা যাবে। এই প্রযুক্তির নাম ভিডিও কলিং।
এই ভিডিও কলিংয়ের গেরোয় ফাঁস হয়ে যাচ্ছে প্রেমযুগলের অন্তরঙ্গ মুহূর্ত। এটি এক ধরনের সাইবার ক্রাইম। আর এই অপরাধের পেছনে রয়েছে ‘ওয়েব ক্যাম হ্যাকিং’ গ্রুপ।
স্কাইপ, ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ধরনের অপরাধের মাত্রা সর্বাধিক। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তা ইন্টারনেটে আপলোড করে দেয় এই হ্যাকিং গ্রুপ। যা সরাসরি ভাবে অথবা পরোক্ষভাবে ‘পর্ন’ এর মত ব্যাবহার হয়ে থাকে।
তবে এমনও দেখা গেছে, প্রেম যুগলের সম্পর্ক বিচ্ছেদের পর রাগ-ক্ষোভ থেকেই নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাবলিক করে দেন তাঁরা। এমন হবার ফলে ব্যাক্তিগত মুহূর্ত হঠাৎই বেয়াব্রু হয়ে যায়। সম্মানহানির আশংকায় অনেক তরুণ-তরুণীই এই ধরনের ঘটনার পর আত্মহত্যার মত কঠিন পদক্ষেপ নিয়েছেন। এবার থেকে তাই সাবধান থাকুন। ওয়েব ক্যামে ভিডিও কলের সময় সতর্ক থাকুন নিজে। কি কথা বলবেন, কি করবেন আর কি করবেন না সে বিষয়ে ভাবনা চিন্তা করুন।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on আপনি ভিডিও কলে কথা বলছেন তো? সাবধান!

মিসকল এলেই ফোন দিবেন না!

missed-call-alert_1553সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার।

► ১- সিম ক্লোন কি?

একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিমটি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোনো কারণ ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের

আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিণত হতে পারেন। দুষ্কৃতিকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?

সাধারণত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বারটি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

► সতর্ক হবেন যেভাবে-

* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।

* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।

* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।

* আপনার সেল ফোনটি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on মিসকল এলেই ফোন দিবেন না!

অশ্লীল ভিডিও ফেসবুকে আটকাবেন কীভাবে?

fbprof3_1242_1452প্রযুক্তি ডেস্ক : এক নয়া জ্বালায় ভুগতে হচ্ছে ফেসবুক ইউজারদের। এমন এক ম্যালওয়্যারের আবির্ভাব হয়েছে, যার জেরে নির্ভেজাল একটা ক্লিক লজ্জায় সকলের সামনে আপনার মাথা হেঁট করে দিতে পারে। অনেকের সঙ্গেই এটা হয়ে গিয়েছে। এর টার্গেট বিশেষত পূর্ব ভারতের রাজ্যগুলির ফেসবুক ইউজাররা। ইউজার জানেনও না অথচ, তাঁর প্রোফাইল থেকে পোস্ট হয়ে যাচ্ছে অশ্লীল ভিডিও। এমনকী, ইউজারের অজান্তেই ট্যাগ হয়ে যাচ্ছেন তাঁর প্রোফাইলের বন্ধুরা।

এখন প্রশ্ন হল, কি করে রুখবেন এই সমস্যা? প্রথমত, আপনার টাইমলাইনে একটা পোস্ট দেখতে পাবেন, এই ভিডিওটি আপনারই। যদি ক্লিক করেন, তবে একটা ফাইল ডাউনলোড করার অপশন পাবেন। সেটি করলেই বাকি কাজ ভাইরাস নিজে থেকেই করে নেবে। কি করছে এই মেলওয়্যার? ভিডিও ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাস অপনার কম্পিউটার বা মোবাইলে নিজে থেকেই ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পরেই এর প্রথম কাজ কয়েকটি পর্ন ছবি এবং ভিডিও আপনার টাইমলাইনে শেয়ার করছে। এটাই শেষ নয়। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্তত ২০ জন বন্ধুকেও এটা ট্যাগ করে দিচ্ছে। এ ভাবেই ম্যালওয়্যারটি ছড়িয়ে যাচ্ছে। কারণ, আপনার নাম দেখে তাঁরাও এই ফাইল খুলছেন এবং ভাইরাস তাঁদের মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে। এ ধরনের ম্যালওয়্যার অট্যাক ভারতে প্রথম নয়।

তাই সতর্ক থাকতে কোনও ভাবেই কোনও পর্ন লিঙ্কে ক্লিক করবেন না। সে যতই আপনার চেনা বন্ধু শেয়ার করুন না কেন। যদি এমন কিছু চোখে পড়ে সেই বন্ধুকে জানিয়ে দিন, যাতে তিনিও সাবধান হয়ে যান। এমন কোনও ভিডিয়ো লিঙ্কে ক্লিক করবেন না যেটা ডাউনলোড করতে হয়। এমন কোনও পেজ লিঙ্কে ক্লিক করবেন না যেটা আপনার প্রয়োজন নেই। এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকারা আপনার ব্যক্তিগত অনেক তথ্য হাতিয়ে নিতে পারে। ফলে এটা হাল্কা ভাবে না নেওয়াই ভালো। সন্দেহজনক অ্যাপ বা ব্যক্তিকে প্রোফাইল থেকে বাদ দিতে দ্বিধা করবেন না। কনট্রোল প্যানেলে গিয়ে দেখুন এমন কোনও সফ্টওয়্যার দেখাচ্ছে কিনা যা আপনি ইনস্টল করেননি। যদি দেখায় তা হলে তা আন-ইন্সটল করুন।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on অশ্লীল ভিডিও ফেসবুকে আটকাবেন কীভাবে?

আবার ফোনের দুনিয়ায় নকিয়া

3441b278aa192c4574b95271c3f6150c-Nokiaঅনলাইন ডেস্ক : বাজারে ফিরে আসবে ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ডের ফোন।শিগগিরই বাজারে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজচালিত নকিয়া ফোন। বড় বড় ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নকিয়ার নামে পছন্দসই অপারেটিং সিস্টেম দিয়ে ফোন তৈরি করে বাজারে ছাড়বে। শুধু ফোনের নকশা আর নাম ব্যবহারের অনুমতি দেবে ফিনল্যান্ডের নকিয়া।
আগামী বছর থেকেই আবার ফোনের বাজারে ফিরে আসছে নকিয়া। এক সময়ের জনপ্রিয় ও বিশ্বের বৃহত্তম মোবাইল নির্মাতা ছিল ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বছরে নকিয়ার মোবাইল বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট। তবে ফিনল্যান্ডের বর্তমানে টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা নকিয়ার প্রধান নির্বাহী আবারও মোবাইল ফোন নির্মাণে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
জার্মানির ম্যানেজার ম্যাগাজিনকে নকিয়ার প্রধান নির্বাহী রাজিভ সুরি বলেছেন, ২০১৬ সাল থেকে যখন মাইক্রোসফটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন থেকেই ফোনের নকশা ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দিতে শুরু করবে নকিয়া।
রাজিভ বলেন, ‘এখন নকিয়ার ফোন তৈরির জন্য আমরা উপযুক্ত অংশীদার খুঁজছি। মাইক্রোসফট এখন মোবাইল ফোন তৈরি করছে। আমরা আমাদের অংশীদারকে ফোনের নকশা ও নকিয়া ফোন তৈরির লাইসেন্স দেব।’
অ্যাপলের আইফোনের মতো উদ্ভাবনী পণ্যের সঙ্গে পেরে না ওঠে নকিয়ার স্মার্টফোনের জনপ্রিয়তা কমতে শুরু করায় গত বছর মাইক্রোসফট অধিগ্রহণ করে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি।

মাইক্রোসফটের কাছে ফোন বিভাগটি বিক্রি করার মাস কয়েকের মধ্যেই আবার ভিন্ন পথে হাঁটা শুরু করে নকিয়া। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা ফক্সকনকে ব্র্যান্ড লাইসেন্স বিক্রি করে নকিয়া। নকিয়া ব্র্যান্ড নামে ট্যাব বাজারে ছাড়ে ফক্সকন এবং ভবিষ্যতে আরও নতুন পণ্য বাজারে ছাড়ার ইঙ্গিত দেয়।
বাজার বিশ্লেষকেরা বলছেন, গত বছর ৭২০ কোটি মার্কিন ডলার খরচ করে নকিয়ার মোবাইল হ্যান্ডসেট ইউনিটটি কিনেছিল মাইক্রোসফট যা বর্তমানে মাইক্রোসফটের লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে এবং স্মার্টফোন বাজারেও মাত্র তিন শতাংশ দখল করতে পেরেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট ছেড়ে অবসরে চলে যেতে হচ্ছে উইন্ডোজ বিভাগের বর্তমান প্রধান ও নকিয়ার সাবেক বস স্টিফেন ইলোপকে। একই সঙ্গে আরও মাইক্রোসফটের আরও চারজন শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠাচ্ছে মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট তাঁদের ব্যবসা পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে যাতে স্টিফেন ইলোপের আর দরকার পড়বে না। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, মাইক্রোসফট তাদের মূল ব্যবসার দিকে অধিক গুরুত্ব দিতে যাচ্ছে। মাইক্রোসফট তাদের সফটওয়্যার ও ক্লাউড সেবাকে অধিক গুরুত্ব দেবে এখন।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ইলোপের বিদায়ের মধ্য দিয়ে মাইক্রোসফট হার্ডওয়্যার ব্যবসায় গুরুত্ব কমিয়ে মূল সফটওয়্যার ব্যবসার দিকে আরও বেশি ঝুঁকে গেল। ইলোপের অধীনে থাকা ডিভাইস গ্রুপ মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিট হিসেবে পরিচালিত হবে। ইলোপ যে দায়িত্বে ছিলেন সেই ডিভাইস বিভাগটির নাম পরিবর্তন করে উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপ রাখছে মাইক্রোসফট। এই বিভাগটির দায়িত্ব নিচ্ছেন অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।
এফবিআর ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক ড্যানিয়েল আইভস মনে করেন, নকিয়াকে কিনে নেওয়া মাইক্রোসফটের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাদেলা এই মাথাব্যথার বিষয়টি নিজ ঘাড়ে নিয়ে মন্দের মাঝ থেকে ভালো কিছু বের করার চেষ্টা চালাচ্ছেন।
নাদেলা বলেছেন, এখন থেকে ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতাকে প্রাধান্য দেবে মাইক্রোসফট যার চালিকাশক্তি জলে উইন্ডোজ ইকোসিস্টেম।
২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছে মাইক্রোসফট যা প্রথমবারের মতো পিসি, ট্যাব ও ফোনের জন্য নকশা করা হয়েছে।
মাইক্রোসফট যখন হার্ডওয়্যার থেকে সফটওয়্যারে ঝুঁকছে নকিয়া সেখানে তাদের নেটওয়ার্ক ব্যবসাকে আরও বাড়তি গুরুত্ব দিচ্ছে। ফোনের নকশা ও লাইসেন্স বিক্রির পাশাপাশি নেটওয়ার্ক যন্ত্রপাতি নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণ করতে যাচ্ছে নকিয়া। নকিয়া তাদের জনপ্রিয় ম্যাপ ব্যবসাকেও আকর্ষণীয় করে তুলেছে। জার্মানির গাড়ি নির্মাতা বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ থেকে শুরু করে সিলিকন ভ্যালি ও চীনের ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা নকিয়ার ম্যাপ কিনে নিতে আগ্রহী।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on আবার ফোনের দুনিয়ায় নকিয়া

হোয়াটসঅ্যাপে সহকর্মীকে অভিশাপ দেয়ায়…

80261_whatsডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতে ঘটে গেলো ঘটনাটি। এক ব্যক্তি তার সহকর্মীকে অভিশাপ দিয়েছিলেন। মুখে নয়, ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে। জরিমানা হিসেবে ৬৮,০০০ ডলার অর্থদ- গুণতে হতে পারে তাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দেশটির আইন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ করতে পারবেন না। সেটা করলে গুণতে হবে বড় অঙ্কের অর্থদ-। সম্প্রতি এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তার সহকর্মী তাকে অভিশাপ দিয়েছেন এবং তার ক্ষতি করার হুমকিও দিয়েছেন। প্রমাণস্বরূপ, তিনি তার মোবাইল ফোনটি উপস্থাপন করেছেন আদালতে। ওই ব্যক্তি তাকে কি লিখেছিলেন, তা প্রকাশ করা হয়নি। তবে তা দেশটির সাইবার দ-বিধির আওতায় পড়ে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ আদালত এ অপরাধে ওই ব্যক্তির স্বল্প অর্থদ-ের রায় বাতিল করে দিয়েছে। ফলে, বড় অঙ্কের অর্থদ- থেকে নিস্তার পাচ্ছেন না তিনি। হোয়াটসঅ্যাপে অপর ব্যক্তিকে অভিশাপ দেয়ার অপরাধ প্রমাণিত হওয়ায়, নিম্ন আদালতের দুটি রায়ে ওই ব্যক্তিকে মাত্র ৮০০ ডলার জরিমানা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল। সর্বোচ্চ আদালত ফেডারেল সুপ্রিম কোর্ট (এফএসসি) রায় দুটি বাতিল করে দেয়। নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর রায় দেয়া হয়। জরিমানা হিসেবে তাকে ৬৮ হাজার ডলার পরিশোধ করতে হতে পারে। সেই সঙ্গে কারাদ-ও হতে পারে তার। নতুন আইনে জরিমানাসহ কারাদ-ের বিধান রাখা হয়েছে। আর, প্রবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে, তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিধান রয়েছে। নতুন বিচার প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। ওই ব্যক্তির পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি আদালত। এদিকে অভিযুক্ত ব্যক্তি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সংযুক্ত আরব আমিরাতে কেউ যদি মধ্যাঙ্গুলি প্রদর্শনের ইমোটিকন পাঠান, তিনিও একই সাইবার দ-বিধির আওতায় পড়বেন।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on হোয়াটসঅ্যাপে সহকর্মীকে অভিশাপ দেয়ায়…

পানির ফোঁটায় চলবে কম্পিউটার

water-droplet-computer-5বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শক্তি উৎপাদনে পানির ব্যবহার অতি প্রাচীন। মেশিনের চাকা বা টারবাইন ঘুরানো এবং বিভিন্ন শিল্পের পাওয়ার হাউজ হিসেবে পানির ব্যবহার কয়েক শতকের পুরনো কৌশল।

এবার প্রকৌশলীরা পানিকেই প্রসেসর হিসেবে ব্যবহার করে কম্পিউটার বানানোর কৌশল উদ্ভাবন করেছেন। একটি ক্ষুদ্র চ্যানেল জালের মধ্য দিয়ে চৌম্বুকায়িত কণার নিরবচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে এ ধরনের প্রসেসর তৈরি করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এ ধরনের কম্পিউটার অনেক জটিল গণনা প্রক্রিয়া সম্পন্ন করতেও সক্ষম।

এর কৌশলটি হলো- চৌম্বুকায়িত ন্যানোপার্টিক্যাল সমৃদ্ধ এক ফোঁটা পানিকে এক সেট লজিক্যাল গেটের মধ্যে চৌম্বকক্ষেত্র প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত করা গেলে সেটি যেকোনো লজিক্যাল অপারেশন করতে পারে।

তাত্ত্বিকভাবে এ ধরনের একটি ব্যবস্থা একটি সাধারণ কম্পিউটারের মতোই যেকোনো গণনা করতে সক্ষম। তবে এর গতি হবে অনেক ধীর।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মানু প্রকাশ তার দুই জন পিএইচডি গবেষণারত ছাত্রের সঙ্গে যৌথভাবে এমন একটি কৌশল উদ্ভাবন করেছেন।

উদ্ভাবকরা বলছেন, ইলেক্ট্রনিক কম্পিউটার যেকোনো গণনা করে ডিজিটাল লজিক্যাল গেটের মধ্য দিয়ে ইলেক্ট্রনের নিয়ন্ত্রিত প্রবাহের মধ্য দিয়ে। ঠিক একই কাজ করা হচ্ছে পানির ফোঁটার প্রসেসরে।

একটি কাচের প্লেটে লোহার পাতলা পাত দিয়ে প্রথমত এক সেট লজিক্যাল গেট তৈরি করা হয়। এরপর এতে তেল ছড়িয়ে দিয়ে উপরে আরেকটি পাতলা কাচের প্লেট এমনভাবে স্থাপন করা হয় যাতে তরলটি স্যান্ডউইচের মতো আটকে থাকে। এবার সিরিঞ্জের মাধ্যমে চৌম্বুকায়িত ন্যানোপার্টিক্যাল সমৃদ্ধ পানির কয়েকটি ফোঁটা ওই তেলের স্তরের মধ্যে ছেড়ে দেয়া হয়।

এই ব্যবস্থাটি একটি বড় ম্যাগনেটিক কয়েলের সিরিজের মাঝখানে বসানো হয়। এই চৌম্বকক্ষেত্রটি প্রয়োজনমতো পরিবর্তন করা যায়। যার প্রভাব পড়ে ওই পানির ফোঁটাগুলোর ওপর।

কাজ করার সময় চৌম্বকক্ষেত্রটি এমনভাবে পরিবর্তন করা হয় যাতে পানির ফোঁটাগুলো নির্দিষ্ট লজিক্যাল গেট অতিক্রম করে প্রয়োজনীয় বর্তনী পূর্ণ করে কাঙ্ক্ষিত ফলাফল দেয়।

উদ্ভাবকদের দাবি, এই ‘প্রবাহী কম্পিউটার’ জীববিজ্ঞান, রসায়ন এবং অন্যান্য ভৌত বিজ্ঞান ও প্রযুক্তির লজিক্যাল বিহ্যাভিয়ার (যৌক্তিক আচরণ) যা প্রকৃতিতে দৃষ্টিগোচর তা ব্যাখ্যা করতে পারবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on পানির ফোঁটায় চলবে কম্পিউটার

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud