পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শরীয়তপুরের ২০ গ্রামে রবিবার ঈদ

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ২০টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ রবিবার পালন করবে ঈদুল ফিতর।

সুরেশ্বর দরবার শরীফের গদিনিশান পীর কামাল নুরী জানায়, দরবার শরীফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে প্রায় ৫০ বছর যাবৎ সৌদি আরব ও বিশ্বের অন্যান দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করে আসছেন। জানশরীফ মাওলানা মৃত্যুর পর তার অনুসারীরা এই নিয়ম মেনেই ঈদ পালন করবেন।

রবিবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামাতের সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা অংশ নিবেন।সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Posted in ইসলাম, সারা দেশ | Comments Off on শরীয়তপুরের ২০ গ্রামে রবিবার ঈদ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

ডেস্ক রিপোর্ট: একমাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সমাগত। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ঘোষণা দেবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা কঠোর সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজানের এক মাস অতিক্রম করে এখন ঈদ জামাতে নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে রাজধানী ঢাকাসহ

সারা দেশে সরকারি-বেসরকারী উদ্যোগে গ্রহণ করা সকল ঈদ জামাতের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে। প্রেসিডেন্ট, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। ১ ঘণ্টা পরপর অন্য ৪টি জামাত হবে যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠেয় ঈদ জামাত দেশের প্রধান ঈদ জামাত হিসেবে গণ্য হবে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে ৪-৫টি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের আগের দিন থেকে টানা ৭ দিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন পত্র-পত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশ করবে। ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সব শিশুপার্কে প্রবেশের সুযোগ এবং নগরী জুড়ে বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জাতীয় কর্মসূচি ও নিজ নিজ কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপন করবেন। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় সরকারি কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।সূত্র: মানবজমিন

Posted in ইসলাম, সারা দেশ | Comments Off on আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

রাজধানীতে ঈদ জামাত কখন, কোথায়

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে রাষ্ট্রপতি অ্যাড. আবদুল হামিদ, মন্ত্রীসভার সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনৈতিকরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নগরবাসী নামাজ আদায় করবেন। এখানে ৮৪ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার নারীও নামাজ আদায় করতে পারবেন।

ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নিজস্ব উদ্যোগে পাঁচটিসহ রাজধানীতে মোট ৪১০ স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৮০টি জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের দিনে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদ কমিটি ও বংশাল পঞ্চায়েত কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর এ জামাতে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটে থাকে। তবে বৃষ্টি হলে বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৮.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। বৃষ্টিজনিত কারণে ঈদগাহ মাঠে নামাজ আদায় সম্ভব না হলে ইসলামবাগ বড় মসজিদে উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। প্রথম জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী হুজুর।

কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
কামরাঙ্গীরচর রাহমাতিয়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি সুলতান মহিউদ্দীন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা জাকির নদভী।

মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সোয়া ৯টায় এ জামাত আদায় করা হবে।
দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসুলবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পল্লীমা সংসদ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।
মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারস্থ মসজিদ এ তৈয়্যেবিয়ায় সকাল ৮টা ও ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে।
পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে সকাল ৮টায়, পুরান ঢাকার লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, নুরানী জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Posted in ইসলাম, সারা দেশ | Comments Off on রাজধানীতে ঈদ জামাত কখন, কোথায়

সাধারণ মানুষ কোরআনের তাফসির পড়তে পারবে কি?

আমাদের মধ্যে অনেকের ধারণা যে যদি সাধারণ মানুষ কোরআনের তাফসির পরে তবে তারা বিভ্রান্তির মধ্যে পড়বে। কোরআন শুধু আলেম ওলামাগণের বুঝার বিষয়। এমন কথার প্রেক্ষিতে মনে হতে পারে যে আল্লাহ্‌ তাহলে এই কোরআন শুধু মাত্র আলেম ওলামাগণের জন্য নাযিল করেছেন।

পবিত্র কোরআন হল আল্লাহ্‌র পক্ষ থেকে বান্দার কাছে সরাসরি বার্তা। যদি কেও এই বার্তা নিজে বুঝার চেষ্টা না করে অন্নের মাধ্যমে জানাকে নিরাপদ মনে করে তাহলে সেটা ভালো লক্ষন নয়। কোরআনের প্রথম দাবিই হল নিজে পড়, অন্যের মাধ্যমে নয়। আল্লাহ্‌ বলেন, “তুমি পড়, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন”। (সূরা আলাক, আয়াত-১)

এই পড়ার নির্দেশ সকলের জন্য। এখানে বলা হয়নি যে হে আলেমগণ তোমরা পড়। আবার এটাও বলা হয়নি যে তোমার অর্থ বুঝা ছাড়া পড়। তাই পড়তে হবে নিজে, কোন আলেমকে দিয়ে নয়। পড়তে হবে অর্থসহ। অর্থ ও ব্যাখ্যা ছাড়া যারা পড়তে চান তাদেরকে আল্লাহ্‌ বলছেন, “তারা কি কোরআন অনুধাবনের চেষ্টা করে না? নাকি তাদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? (সূরা মোহাম্মদ, আয়াত-২৪)
আল্লাহ আরও বলেন, “কোরআনকে আমি বুঝার ও উপদেশ গ্রহন করার জন্য সহজ করে দিয়েছি। আছে কি কেউ বুঝার মত”। (সূরা কামার, আয়াত ৪০)

এতে আল্লাহ্‌ তার বান্দাদের কি বুঝাতে চেয়েছে তাকি স্পষ্ট নয়? হ্যাঁ, কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা পড়ে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত হবে তাদের সম্পর্কে আল্লাহ্‌ বলেন, “এ (কোরআন) দ্বারা (আল্লাহ্‌) অনেককে বিভ্রান্ত করেন আবার এর দ্বারাই অনেককে সুপথ দেখান। তবে ফাসেক ব্যতীত এর দ্বারা কেউ বিভ্রান্ত হয় না”। (সূরা বাকারা, আয়াত-২৬)

আল্লাহ্‌ আরও বলেন, “আমি কোরআনে যা কিছু নাযিল করেছি টা হচ্ছে ইমানদারদের জন্য উপকারী ও রহমত; যা যালেমের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না”। (সূরা বনী ইসরাঈল, আয়াত-৮২)

Posted in ইসলাম | Comments Off on সাধারণ মানুষ কোরআনের তাফসির পড়তে পারবে কি?

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক: দেশে দেশে শুরু হয়েছে ঈদের চাঁদ দেখার উৎসব। কয়েকটি দেশে এরই মধ্যে উঁকি দিয়েছে খুশির এই চাঁদ। সে অনুযায়ী দেশগুলোতে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতর উদযাপনের খবর জানিয়েছে ‘ইসলামিক কাউন্সিল অব নর্থ আমেরিকা’। তাদের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করা হবে। এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে ঈদের চাঁদ দেখা গেছে।

এদিকে চলতি বছর রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের অনুমান সত্যি হলে আজ চাঁদ দেখা যাবে মধ্য প্রাচ্যের এ দেশটিতেও।

Posted in আন্তর্জাতিক, ইসলাম | Comments Off on মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে কাল ঈদ

সদকাতুল ফিতরের মাসয়ালা

সদকাতুল ফিতর গরীবের অধিকার। রোজার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে। সদকাতুল ফিতরের গুরুত্বপূর্ণ মাসয়ালা নি¤েœ উল্লেখ করা হলো-
সদকাতুল ফিতর কার ওপর ওয়াজিব? সদকাতুল ফিতরের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের অধীনস্তদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো বছর অতিক্রম হওয়া শর্ত নয়। (ফাতহুল ক্বাদির : ২/২৮১) এমনকি পবিত্র রমজানের শেষ দিনেও যে নবজাতক দুনিয়ায় এসেছে কিংবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। (ফাতাওয়া আলমগিরি : ১/১৯২)

সদকাতুল ফিতরের পরিমাণ : এর পরিমাণ সম্পর্কে শরিয়তে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে; তা হচ্ছে ‘এক সা’ বা ‘অর্ধ সা’। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’=৩২৭০.৬০ গ্রাম (প্রায়)—অর্থাৎ তিন কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। এ ছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে ‘অর্ধ সা’=১৬৩৫.৩১৫ গ্রাম বা ১.৬৩৫৩১৫ কেজি (প্রায়)—অর্থাৎ এক কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে। (আওজানে শরইয়্যাহ, পৃ. ১৮)

রাসুল (সা.)-এর যুগে মোট চারটি পণ্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করা হতো। খেজুর, কিশমিশ, জব ও পনির। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমাদের সময় ঈদের দিন এক সা খাদ্য দ্বারা সদকা আদায় করতাম। আর তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। (সহিহ বুখারি)
উল্লিখিত খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর কোনো একটিকে মাপকাঠি ধরে তার মূল্য আদায় করলেও তা আদায় হয়ে যাবে। মূল্যের দিক থেকে ওই খাদ্যবস্তুগুলোর মধ্যে তফাত থাকলেও সবচেয়ে কম দামের বস্তুকে মাপকাঠি ধরে যদি কেউ ফিতরা আদায় করে দেয়, তাহলেও তা আদায় হয়ে যাবে। বর্তমান বাজারদর হিসাবে যেহেতু গমের দামই সবচেয়ে কম, তাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর আধা ‘সা’ গমকে মাপকাঠি ধরে ওই সময়ের বাজারদর হিসাবে তার মূল্য ফিতরার সর্বনিম্ন পরিমাণ ঘোষণা করা হয়। এ বছর তা ৬৫ টাকা। তবে এর মানে এই নয় যে ধনীরাও তাদের ফিতরা ৬৫ টাকাই আদায় করবেন। উত্তম হলো, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্যবস্তুকে মাপকাঠি ধরে ফিতরা আদায় করা। কেননা সদকার মূল লক্ষ্যই হলো গরিবদের প্রয়োজন পূরণ ও তাদের স্বার্থ সংরক্ষণ। এ ছাড়া আদায়কারীর সামর্থ্যকেও বিবেচনায় রাখা উচিত। কেননা কেউ পাঁচ হাজার টাকা মূল্যের খেজুর খেতে অভ্যস্ত হয়ে যদি ২৫-৩০ টাকা মূল্যের গমের হিসাবে ফিতরা দেন, তবে তা কতটুকু যুক্তিযুক্ত সে প্রশ্ন বিবেকের কাছে থেকেই যায়। যদিও শরিয়তে সর্বনিম্ন মূল্যে ফিতরা আদায় করার দরজা খোলা রাখা হয়েছে।

সদকাতুল ফিতর আদায়ের সময় : পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে জাকাতের মতো সে সময়ের আগে রমজান মাসেও তা আদায় করা যায়।

সূত্র : আমাদের সময় ডটকম।

Posted in ইসলাম | Comments Off on সদকাতুল ফিতরের মাসয়ালা

এবার মিউজিক ভিডিওতে ম্যাশ (ভিডিওসহ)

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বর্তমান এবং সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। এবার প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি।

সম্প্রতি ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়। মাশরাফি ছাড়াও কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ও মডেল দেজানও মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের বৈচিত্র্যময় উৎসব পালনের দিকে ইঙ্গিত করে ভিডিও তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে সমাজজীবনে মানুষের আনন্দ-উল্লাসকে।

মিউজিক ভিডিওটি প্রথম প্রচারিত হয় গত ২২ জুন বিকেল চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। এরপর মূল কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলেও তা আপলোড করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া ফেলা।

এই প্রসঙ্গে বুশরা শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশটা আসলে খুবই সুন্দর। তবে শুধু সঠিক প্রচারণার ওভাবে এর সৌন্দর্য বিশ্বের কাছে অজানা থেকে যাচ্ছে। এরকম একটি গান বানাতে এই ব্যাপারটা আমার মাথায় কাজ করছিল।’

‘উৎসবের বাংলাদেশ’ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বব সেন। আর ভিডিও পরিচালনা করেছেন নোমান রবিন।

Posted in ইসলাম, বিনোদন | Comments Off on এবার মিউজিক ভিডিওতে ম্যাশ (ভিডিওসহ)

ঈদের জন্য চাঁদের অপেক্ষা কেন?

নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ। বাংলাদেশে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর কবে হবে? প্রতিবছরের মতো এবারও মানুষের মনে একই প্রশ্ন।

উনত্রিশতম রোজার সন্ধ্যেবেলায়, অর্থাৎ আগামী রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে ঈদের দিনটি। ঐতিহাসিকভাবেই এমনটা হয়ে আসছে।

কিন্তু জোতির্বিজ্ঞানিরা অনেক আগেই হিসেবে করে বের করে ফেলেছেন, এবার রোজা হবে উনত্রিশটি, ঈদ হবে সোমবার।

এমনকি তারা আগামী ২০২৫ সাল পর্যন্ত প্রতিটা ঈদের দিন তারিখ, প্রতিটি হিজরি মাস শুরু হওয়ার সুর্নির্দিষ্ট দিন জানেন।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক আনোয়ারুর রহমান খান আগামী ২০২৫ সাল পর্যন্ত চাঁদের এই গতিবিধির হিসেব করে গেছেন।
ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ঈদের দিনক্ষণ, প্রতিটি হিজরী মাসের শুরু হবার সময় এখন জোতির্বিজ্ঞানীদের জানা।
সোসাইটির সহ-সভাপতি মুনির হাসান এ তথ্য জানিয়ে বলছেন, “আমরা বলছি, নতুন চাঁদের জন্ম হবে শনিবারে। কিন্তু সে চাঁদটা দেখা যাবে না। কারণ সেটার আলোকিত অংশ এত কম যে সেটা আমাদের চোখে পড়বে না। রোববারে সন্ধে সাতটা একুশ মিনিটে চাঁদের আলোকিত অংশ অনেক বেশি অর্থাৎ ১৪% থাকবে, ফলে সেটা খালি চোখে দেখা যাবে”। “এটা কিন্তু শুধু চাঁদের বেলায় না, আমরা আপনাকে বলতে পারব এর পরের সূর্যগ্রহণটি কবে হবে, এর পরের চন্দ্রগ্রহণটা কবে হবে। খুবই সহজ হিসেব এটা, ক্যালকুলেশন করেই বের করে ফেলা যায়”।
অথচ প্রতি বছর ঈদ এলেই মানুষের মনে প্রশ্ন জাগে উনত্রিশ রোজা শেষে ঈদ হবে না কি ত্রিশ রোজা শেষ ঈদ হবে। এই প্রশ্নের উত্তর জানা যায় উনত্রিশতম রোজার সন্ধেবেলায়। কারণ জাতীয় চাঁদ দেখা কমিটি ওইদিন সন্ধেবেলায় এসে একটি বৈঠক করে ঠিক করে মাসটি উনত্রিশ দিনে হবে নাকি ত্রিশ দিনে হবে। আর এজন্য তাদের ব্যবহৃত একমাত্র পদ্ধতি হলো খালি চোখে চাঁদ দেখা। অর্থাৎ, বাংলাদেশের ভূখণ্ড থেকে এই চাঁদ দেখা কমিটির নির্ভরযোগ্য কোনো ব্যক্তিকে স্বচক্ষে চাঁদ দেখতে হবে।

কিন্তু যেখানে বৈজ্ঞানিক হিসেব নিকেশের মাধ্যমে যেখানে দিনটি সম্পর্কে আগেভাগেই নিশ্চিত জোতির্বিজ্ঞানীরা, সেখানে শেষ দিন পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষা কেন?
চাঁদ দেখা কমিটির সদস্য ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মিজানুর রহমান বলছেন, “যদি তাদের হিসেবে ১% গড়মিল হবারও সম্ভাবনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি করবো আমরা? সেক্ষেত্রে আমাদের দেখার উপরেই নির্ভর করতে হবে”। রহমান বলছেন, ঈদ, রোজা, হিজরী মাস ইত্যাদি যেহেতু ইসলাম ধর্মের বিধান অনুযায়ী চলে, সেহেতু তারা ধর্মীয় নির্দেশনা মেনেই এটা করবেন, এটাই নিয়ম।
অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি যদিও তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সন্ধেবেলায় চাঁদ উঠবার কথা হিসেব নিকেশ সহকারে বলে দিচ্ছে, কিন্তু এখানে তারা ‘নিশ্চিত’ শব্দটি ব্যবহার না করে ‘সম্ভাবনা’ শব্দটি ব্যবহার করছে ওই ইসলামী নিয়মের ব্যাপারটি মাথায় রেখেই।

যদিও সোসাইটির মুনির হাসান বলছেন, তারা হিসেব শুরু করার পর থেকে অদ্যবধি কখনো ভুল প্রমাণিত হননি, আশা করেন ভবিষ্যতে ভুল হবে না।

কিন্তু এটাও ঠিক, আপনি যদি এখনই জেনে যান ২০২৫ সাল বা তারও অনেক বছর পর পর্যন্ত প্রতিটি ঈদুল ফিতরের দিনক্ষণ, তাতে উত্তেজনা কোথায়।

বরং উনত্রিশতম রোজার সন্ধেবেলায় নিজ চোখে চাঁদ দেখে ঈদের দিনক্ষণ সম্পর্কে জানার মধ্যে একটি আনন্দের ব্যাপার আছে বৈকি।

Posted in ইসলাম | Comments Off on ঈদের জন্য চাঁদের অপেক্ষা কেন?

হাজার রাতের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’

লাইলাতুল কদর। সম্মানিত রাত। এ রাত সৃষ্টিকর্তার কাছে হাজার রাতের চেয়েও উত্তম। এক হাজার রাত ইবাদত করলে যে সওয়াব হতে পারে, এই এক রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়।

আল্লাহ তাআলা এ রাত সম্পর্কে বলেন, (তরজমা) লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ (জিব্রীল আ.) তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরন করেন। যে রাত পুরোটাই শান্তি, যা ফযর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।সূরা কদর (৯৭) : ৩-৫

রাসুল সা. বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতকে ইবাদতের মাধ্যমে সারা রাত্র জাগরণ করে কাটাবে তার পূর্বকৃত গুনাহসমূহকে মাফ করে দেয়া হবে’। (বুখারি ও মিশকাত শরিফ)

আল কুরআনে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়ে ও উত্তম বলা হয়েছে। হাজার মাস ৮৩ বৎসর ৪ মাস হয়ে থাকে। অর্থাৎ হাজার মাস ইবাদত-বন্দেগী করে যে সওয়াব অর্জন করা যায় সে সওয়াব শুধু এক কদরের রজনীতে ইবাদত-বন্দেগী করে-ই অর্জন করা যায়। এ জন্য যতটুকু পারা যায় ততটুকু ইবাদত করে কদরের রজনীকে কাটানো আমাদের জন্য জরুরি। বিখ্যাত সাহাবি হযরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. ইরশাদ করেন, ‘মহানবী সা. ইরশাদ করেন,‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত কর’। মিশকাত ও বাইহাকি শরিফ। রাসুল সা: ইরশাদ করেন,‘তোমরা লাইলাতুল কদরকে মাহে রামাযানের শেষ দশকের বেজোড় রাতসমূহে তালাশ কর। বুখারি শরিফ। হযরত উমর রা: থেকে বর্ণিত রাসুল সা. বলেন,‘রামাযানের ২৭ তারিখের রাতের ভোর পর্যন্ত ইবাদত-বন্দেগী আমার কাছে সারা রামাযানের অন্য সব রাতের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। তিরমিযি শরিফ। হযরত আয়েশা রা: থেকে বর্ণিত তিনি বলেন ,একদা আমি রাসুল সা. কে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল! আমি যদি কদরের রাত সর্ম্পকে অবহিত হতে পারি তবে আমি কি করব? তখন রাসুল সা: আমাকে এই দু’য়া পাঠ করার জন্য বললেন। দু’য়াটি হল,‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।

সূত্র : আমাদের সময় ডটকম।

Posted in ইসলাম | Comments Off on হাজার রাতের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’

লাইলাতুল কদরে রাষ্ট্রপতির বাণী

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন ।

বুধবার দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরান লাইলাতুল কদরে নাজিল হয়। আল্লাহ্ তা’য়ালা বলেন, ‘আমি কদর রাতে কোরান নাজিল করেছি।’ তাই মুসলিম উম্মাহর কাছে কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। এই মহিমান্বিত রজনী মানবজাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।

আবদুল হামিদ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে কদরের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানান রাষ্ট্রপতি।

পবিত্র শবে কদর সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করেন রাষ্ট্রপতি।

Posted in ইসলাম, জাতীয়, সারা দেশ | Comments Off on লাইলাতুল কদরে রাষ্ট্রপতির বাণী

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud