পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিমানের সোম ও মঙ্গলবারের ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট :পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের সোম ও মঙ্গলবারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার ১০টা ২৫ মিনিটের এবং মঙ্গলবার ৮টা ৫৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ জানান, ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে হজ যাত্রীদের পরিবহনে কোনও সমস্যা হবে না দাবি করে তিনি বলেন, ‘এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বিমান। এ কারণে দশটা হজ ফ্লাইট বাতিল হলেও যাত্রী পরিবহনে কোনও সমস্যা হবে না।’ এনিয়ে চারটি হজ বাতিল হয়েছে।

সূত্র : জনকন্ঠ।

Posted in ইসলাম | Comments Off on বিমানের সোম ও মঙ্গলবারের ফ্লাইট বাতিল

দলীয় বিবেচনায় সংসদীয় আসন পুনর্বিন্যাস নয়: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় সুবিধার বিবেচনায় সংসদীয় আসন পুনর্বিন্যাস করলে দেশবাসী তা মানবে না। আসন বিন্যাস হতে হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ও যথাসম্ভব প্রশাসনিক অখণ্ডতা বজায় রেখে।’ শনিবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘অবক্ষয় যুবসমাজকে গ্রাস করছে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ক্রমেই ক্ষীণ হচ্ছে। অশ্নীলতা-বেহায়াপনার বহু উপকরণ দেশে বিদ্যমান। ফলে নারী নির্যাতন, ধর্ষণ, সন্তানের হাতে মা-বাবা ও শিশু হত্যার মতো নারকীয় ঘটনা ঘটছে। সরকারের হিসাব মতেই দেশের ২৬ লাখ যুবক বেকার। ৪৭ শতাংশ কর্মহীন। এ অভিশাপ থেকে যুবকদের মুক্ত করে তাদের সঠিক পথে রাখতে সরকারকেই কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন ও  মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

Posted in ইসলাম, রাজনীতি | Comments Off on দলীয় বিবেচনায় সংসদীয় আসন পুনর্বিন্যাস নয়: চরমোনাই পীর

বাড়তি ভাড়া-সিডিউল বিপর্যয় রোধে কঠোর মনিটরিং : মেনন

ডেস্ক রিপোর্ট :হজযাত্রীদের বিমানের টিকিটে বাড়তি ভাড়া আদায় ও সিডিউল বিপর্যয় এড়াতে এবার কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

টিকিটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
Bisk Club

সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন শেষে বিমানবন্দরের অভ্যন্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন (বিএইচ হারুন) উপস্থিত ছিলেন।

প্রতি বছরই হজ ফ্লাইটে সিডিউল বিপর্যয়ের অভিযোগ পাওয়া যায়, এবার কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, আমাদের এবার সতর্কতা আছে। তবে প্রতিবার যেটা হয়, তা হলো ফিরতি যাত্রায় সমস্যা। সৌদি বিমানবন্দরের টার্মিনালে ট্রেনগুলোতে হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তারা গেট পান না।

তিনি আরও বলেন, বিমানের জট লেগে যায়। আমরা চেষ্টা করছি এবার যেন সে ধরনের কোনো সমস্যা না হয়। লিংক ডিউরেশনও যেন কমিয়ে আনা যায়, সে চেষ্টাও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সবার সহযোগিতা ও আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবারের হজযাত্রার প্রথম ফ্লাইট যাচ্ছে। বাংলাদেশ বিমানের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় সময় মতো ছেড়ে যাচ্ছে। এ জন্য শুকরিয়া।

তিনি বলেন, আগামী ২৬ আগস্ট পর্যন্ত পূর্ণ হজ ফ্লাইট শেষ হবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর, শেষ হবে ৫ অক্টোবর। আজ ৪১৮ জন যাত্রী নিয়ে হজ ফ্লাইট যাচ্ছে। আগামী দিনগুলোতে পূর্ণ যাত্রী নিয়ে সৌদি ও বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রা করবে এবং ফিরে আসবে।

এবার হজযাত্রায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করছি কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই মাসব্যাপী হজ ফ্লাইটে অনিয়মিত ১৪৪টি এবং নিয়মিত হজ ফ্লাইট ৩৩। হজ পরবর্তী মোট ১৬৮টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে অনিয়মিত ১৩৯ এবং নিয়মিত ২৯।

এবারের মোট হজযাত্রী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে ব্যালটি ৪ হাজার ৯০ জন। নন ব্যালটি ৫৯ হাজার ৫শ ১০ জন। ফলে নির্বিঘ্নে হজযাত্রা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আশা করছি আল্লাহর রহমতে নিয়মিত ফ্লাইট যথা সময়ে ছেড়ে যাবে। সবার জন্য দোয়া ও শুভকামনা করে হজযাত্রীদের বিদায় জানানো হয়েছে।

এদিকে, হজযাত্রীদের টিকিট বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের টিকিট কালোবাজারির অভিযোগ ওঠেছে। ২/৩টি এজেন্টের মাধ্যমে টিকিট বিক্রি করছে সৌদি এয়ারলাইন্স। এটা বন্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী রাশেদ খান বলেন, আমরা এটা সৌদি এয়ার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানিয়েছেন, তাদের টিকিটিং পলিসি আছে। সারা বছর যারা তাদের টিকেট বিক্রি করে তারাই হজযাত্রীদের টিকিট বিক্রি করছে। নির্ধারিত এজেন্সিই টিকিট বিক্রি করছে।

তবে বিমানের টিকিট বাবদ অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মন্ত্রণালয় পায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের বিমান কর্তৃপক্ষকে জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমাদের মনিটরিং আছে। বিমানের যাত্রীদের জিজ্ঞেস করা হয়েছিল তারা এ ধরনের কোনো অভিযোগ করেননি।

বিমান বাংলাদেশের কিছু মধ্যবর্তী কর্মচারীদের যোগসাজশে মতিঝিল অফিসকেন্দ্রিক টিকিট সিন্ডিকেট সক্রিয়। এটা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের টাস্কফোর্স কাজ করছে। অভিযোগ পেলেই ব্যবস্থা।

বিনা টেন্ডারে ২৭ কোটি টাকার ট্রলিব্যাগের একটি টেন্ডার ছাড়পত্র দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, যদি কোনো অভিযোগ আসে ব্যবস্থা নেয়া হবে। আমি একটা প্ল্যান দিয়েছি। সে অনুযায়ী কোয়ালিটি মেইনটেইন করা হবে। এমপি হারুন সাহেব বিষয়টি দেখভাল করছেন।

Posted in ইসলাম, জাতীয় | Comments Off on বাড়তি ভাড়া-সিডিউল বিপর্যয় রোধে কঠোর মনিটরিং : মেনন

ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

ডেস্ক রিপোর্ট : নির্ধারিত সময়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।

মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ১টা ৫৫ মিনিটে ৪১৮জন, বিজি-৭০১১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী রাশেদ খান মেনন জানান, এবারের প্রথম হজ ফ্লাইটে যাত্রীর সংখ্যা ৪১৮ জন।

চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। গত শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, এ বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন (ব্যালটি ও নন-ব্যালটি) ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। এসব হজযাত্রীকে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব সুপরিসর বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। এছাড়া ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজে হজযাত্রীদের পারাপার করা হবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত সিডিউল ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন। পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিরবচ্ছিন্ন হজ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।

Posted in ইসলাম, জাতীয় | Comments Off on ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

দেশ ও আমাদের এতিম দুই বোনের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যেন বিশ্বে সম্মানজনকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনারা সেজন্য দোয়া করবেন। আমাদের এতিম দুই বোন ও আমাদের নাতি-নাতনিদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকতে পারি।’ শনিবার (২২ জুলাই) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প থেকে ‘হজ ২০১৭’ কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এসব বলেন।

যারা এ বছর হজ পালন করতে যাচ্ছেন তাদেরকে দেশের জনগণের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকে গিয়ে দোয়া পড়ারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

ইসলামের নামে সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসলাম পবিত্র ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মে নারীদের সবচেয়ে বেশি অধিকার রয়েছে। সুতরাং এই ধর্মকে কলুষিত করার মতো কোনও কাজ করবেন না।’

শেখ হাসিনার দাবি, এমন দিনও গেছে এ দেশের মানুষ একবেলা খেতে পারেনি। তার সরকার মানুষকে দু’বেলা খাওয়ার নিশ্চয়তা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘আমাদের লক্ষ্য একজন মানুষও না খেয়ে থাকবে না। দোয়া করবেন প্রত্যেক মানুষকে যেন ঘরবাড়ি তৈরি করে দিতে পারি। কেউ গৃহহীন থাকবে না, প্রত্যেক ঘরে আলো জ্বলবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে, আগামীতেও এটা অব্যাহত থাকবে। আপনাদের যেন আমরা আরও সেবা করতে পারি সেজন্য দোয়া করবেন।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন জার্মানিতে থাকায় বেঁচে যান। নিজেদের দুই বোনকে এতিম উল্লেখ করে ওই ঘটনা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Posted in ইসলাম, জাতীয়, রাজনীতি | Comments Off on দেশ ও আমাদের এতিম দুই বোনের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

হজ যাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মওকুফ: ধর্মমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : হজ যাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শুক্রবার দুপুরে হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। হজ যাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক ও সৌদি আরব বিমানবন্দরে বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ মাথাপিছু ৩ হাজার টাকা কোরে পরিশোধ করবে এ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার পর আজ এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী।

চলতি বছরের জানুয়ারিতে হজ প্যাকেজ অনুমোদন হবার পর গত ৬ জুলাই অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করার নির্দেশনা দিয়েছিল সরকার।

সূত্র : সময়টিভি।

Posted in ইসলাম, জাতীয় | Comments Off on হজ যাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মওকুফ: ধর্মমন্ত্রী

ওআইসিকে সন্ত্রাসবাদবিরোধী ফতোয়া পৌঁছে দিতে সৌদি যাচ্ছেন আল্লামা মাসঊদ

ইসলামী ডেস্ক : এক লাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফতোয়া আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান) হাতে পৌঁছে দেয়ার জন্য রোববার রাতে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আল্লামা মাসঊদ জানিয়েছেন, ওআইসির দফতরে শান্তির বার্তা পৌঁছে দেয়ার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে ধর্মের নামে সন্ত্রাসবাদের যেসব চর্চা হচ্ছে তাদেরকে সতর্ক করতে চাই। ইসলাম শান্তির পথ, ভ্রান্তির পথ নয়। অযথা মানুষ মারাকে ইসলাম কখনোই সমর্থন করে না।
বাংলাদেশ জমিয়তুল উলামার প্রচার সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

খবরে জানা যায়, আল্লামা মাসঊদের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।

প্রসঙ্গত, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (Organization of the Islamic Cooperation) বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা ১৯৬৯ সালে এটি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স নামে ২৫টি মুসলিম দেশ মিলে এই প্রতিষ্ঠানটি তৈরী করে। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ভারতীয় উপমহাদেশের ৫৭টি ইসলামী রাষ্ট্র নিয়ে এই সংস্থা গঠিত। এই সংস্থা মূলতঃ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করে থাকে। ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা। ওআইসির একটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দল রয়েছে, এবং বৃহত্তম রাষ্ট্রসংঘের বাইরে আন্তর্জাতিক সংগঠন। ওআইসির সরকারি ভাষা আরবি, ইংরেজি, এবং ফরাসি। এককথায় বলা যায় ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর।

Posted in ইসলাম | Comments Off on ওআইসিকে সন্ত্রাসবাদবিরোধী ফতোয়া পৌঁছে দিতে সৌদি যাচ্ছেন আল্লামা মাসঊদ

বোর্ডের সাথে কোন সমঝোতা ছাড়া কোন ছাড় না

স্পোর্টস রিপোর্ট :এতদিন বেতন-ভাতা নিয়ে চলমান অচলাবস্থায় সরাসরি কথা বলেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। বেশ কিছুদিন মার্কিন দেশে পরিবার নিয়ে ছিলেন অবকাশে। যদিও এসিএর গুরুত্বপূর্ণ সভায় না থেকেও ভিডিও কনফারেন্সে তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছিলেন। সেই স্মিথই এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়েছেন সরব। জানিয়েছেন, লভ্যাংশ ভাগের বিষয়ে কোনভাবেই ছাড় দেবেন না তারা!

১ জুলাই থেকে বেকার বনে যাওয়া অসি ক্রিকেটারদেরই একজন অধিনায়ক স্টিভেন স্মিথ। এখনও নতুন সমঝোতা চুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ধর্মঘটে যাওয়া অসি ক্রিকেটারদের একটি শক্ত দাবি ছিল, বোর্ডের কাছ থেকে ক্রিকেটারদের জন্য লভ্যাংশ ভাগাভাগি। যার পেছনে যুক্তি ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন। যা নিয়ে ইন্সটাগ্রামে স্মিথ লিখেছেন এভাবেই, ‘ছেলেরা অনেক দিন ধরেই যা বলে আসছিল সেটা হলো- আমরা লভ্যাশং ভাগাভাগির অংশটি কোনভাবেই ছেড়ে দেবো না।’

অসিদের পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ অনেক দিন ধরেই কিছু পরিবর্তন আনার কথা বলছে। ক্রিকেটারদের নিয়ে আগের সমঝোতা চুক্তি চান না তারা। সেই পরিবর্তনের পক্ষে কথা বলেছেন স্মিথও, ‘এসিএ বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে। যেখানে বর্তমান মডেলকে আরও উন্নত করতে চান তারা। আমরা সেই পরিবর্তনের পক্ষেই আছি। যাতে করে তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও উগিয়ে যায়।’

ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে আরও যুক্তি আছে স্মিথের। তার মতে, ‘আমার ক্যারিয়ার থেকেই আমি দেখেছি – ২০১১ সালে যখন আমি বাদ পড়ি, তখন যদি ঘরোয়া ক্রিকেটে শক্ত কিছু করে না দেখাতাম; তাহলে আজকের অবস্থানে আমি থাকতে পারতাম না। নেতা হিসেবে ওয়ার্নার, মেগ ল্যানিং অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং আমি যে কারণে লড়াই করছি- সেটা হলো ক্রিকেটারদের ন্যায্য পাওনা, যারা এই ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত।’

সমঝোতা চুক্তি নিয়ে বেশ কয়েকবারই আলোচনায় বসেছে দুই পক্ষ। যদিও কোনও ফল আসেনি। বলা হচ্ছে কালকে ফের আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ। ক্রিকেটডটকম ডটএইউ।
সূত্র : বাংরাট্রিবিউন।

Posted in ইসলাম | Comments Off on বোর্ডের সাথে কোন সমঝোতা ছাড়া কোন ছাড় না

ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে: রাষ্ট্রপতি

‘শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে ঈদুল ফিতর; ধনী, দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাবঞ্চিত লোকসহ সব মানুষকে একটি ছাতার নিচে নিয়ে আসার সুযোগও সৃষ্টি করে দেয়।’ সোমবার (২৬ জুন) সকালে বঙ্গভবনে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘মাসব্যাপী রমজান শেষে ঈদে ধনী দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাবঞ্চিতসহ সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে ভালবাসা, সম্প্রীতি ও ঐক্যের সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়।’
রাষ্ট্রপতি ইসলামকে শান্তি ও সমৃদ্ধির ধর্ম হিসাবে উল্লেখ করে বলেন, ‘ইসলামে হিংসা, ভেদাভেদ ও সন্ত্রাসের কোনও ঠাঁই নেই এবং ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন জানায় না।’

রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শিক্ষা একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারতি এস কে সিনহা, কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, ব্যবসায়ী নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, শিল্পী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের ডীন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও যোগ দেন। সূত্র- বাসস।

Posted in ইসলাম, রাজনীতি | Comments Off on ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে: রাষ্ট্রপতি

সৌদি আরবে আজ ঈদ

সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২৪ জুন শনিবার এবারের রমজানের শেষ দিন।

এর আগে সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশটির সব মুসলমানদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়।

সৌদি আরব ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য। সূত্র: আল জাজিরা, খালিজ টাইমস।

Posted in আন্তর্জাতিক, ইসলাম | Comments Off on সৌদি আরবে আজ ঈদ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud