পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টুইটারে জনপ্রিয়তায় রেকর্ড গড়লেন ওবামা

প্রতিবেদক : : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় টুইটের মালিক হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণবাদ নিয়ে ওবামার একটি টুইট অতিক্রম করেছে ৩৮ লাখ লাইকের মাইলফলক। অথচ এখন পর্যন্ত ৩০ লাখ লাইক-ই জোটেনি কোনও টুইটের ভাগ্যে। টুইটের জনপ্রিয়তায় তাই সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গড়েছেন নতুন রেকর্ড।
ভার্জিনিয়ার শার্লোটেসভিলে বর্ণবাদ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা বিষয়ে বারাক ওবামা টুইটারে একটি পোস্ট দেন ১৩ আগস্ট। ওই পোস্টে কয়েকটি শিশুকে সামনে রেখে নিজের একটি ছবি দেন তিনি। পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট উদ্ধৃত করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্য লং ওয়াক টু ফ্রিডম’ থেকে নেওয়া একটি লাইন। তাতে লেখা আছে, ‘গায়ের রঙ কিংবা ধর্মের কারণে কেউ কাওকে জন্মগতভাবে ঘৃণা করে না।’

ওবামার পোস্ট করা ছবিটি ২০১১ সালে তোলা। তিনি ম্যারিল্যান্ডের বেথিসদাতে একটি দিবাযত্মকেন্দ্র পরিদর্শনে গেলে ছবিটি তোলেন তৎকালীন হোয়াইট হাউস ফটোগ্রাফার পিট সুজা। বেশ আগের এ ছবিটি অবশেষে ওবামা ব্যবহার করলেন বর্ণবাদ ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করতে।

টুইটার জানিয়েছে, ১৩ আগস্ট ওবামা ওই টুইট করার পর ১৬ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টার দিকেই তা ৩০ লাখের মাইলফলক অতিক্রম করে। এখন পর্যন্ত ৩৮ লাখ লাইক পেরিয়ে যাওয়ার পর টুইটটি ৪০ লাখ লাইকের মাইলফলকও অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ

Posted in আন্তর্জাতিক | Comments Off on টুইটারে জনপ্রিয়তায় রেকর্ড গড়লেন ওবামা

উ. কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করলে উ. কোরিয়াকে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে গিয়ে অনেক দেশই বিপদে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসির।চলতি মাসেই যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এমন হুমকির পরিপ্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, তারা চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে হামলার প্রস্ততি নিচ্ছে।ওই এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেটিস সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে।গত মাসে দু’টি আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারপর থেকেই উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধে দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সায় দিয়েছে জাতিসংঘ। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলছি আমরা যাদের ভালোবাসি, সম্মান করি অথবা যারা আমাদের মিত্র তাদের কারো ওপর যদি উত্তর কোরিয়া হামলা চালায় তবে তাদের বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে। তাদের সঙ্গে এমন ঘটনা ঘটবে যা তারা কখনও কল্পনাও করেনি।’উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের অনুমোদন পেলে জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরের সাগরের কাছাকাছি এলাকায় আঘাত হানবে হুয়াসং-১২ রকেট। বেশ কয়েকটি রকেট দিয়ে ওই এলাকায় হামলা চালানো হবে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on উ. কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

চীনে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত ১৩ জন।

বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির শানজি প্রদেশে একটি সুড়ঙ্গ পথের প্রাচীরে একটি কোচ ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার কাজ এখনো চলছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

Posted in আন্তর্জাতিক | Comments Off on চীনে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত

সৌদি সরকারের সমালোচনার অভিযোগে শিয়া আলেমকে ১৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি আদালত দেশটির সরকারের সমালোচনা করার দায়ে একজন শিয়া আলেমকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে।

রিয়াদের ফৌজদারি আদালত কথিত উস্কানিমূলক পদক্ষেপ, রাজতান্ত্রিক সরকারের সিদ্ধান্তের বিরোধিতা এবং রাজনৈতিক কর্মীদের প্রতি সমর্থন ঘোষণার অভিযোগে শেখ হুসেইন আর-রাজিকে ওই দণ্ড দিয়েছে।

সৌদি আরবের মানবাধিকার সংগঠনগুলো এই দণ্ডকে ‘অন্যায়’ হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে।
সৌদি আরবের প্রখ্যাত আলেম শেখ হুসেইন আর-রাজি এর আগেও সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের সমালোচনা এবং শেখ নিমর আল-

নিমরের মৃত্যুদণ্ডের নিন্দা জানানোর কারণে গ্রেফতার হয়েছিলেন।

২০১৬ সালের জানুয়ারি মাসে আলে সৌদ সরকার শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে।
এ ছাড়া, শেখ আর-রাজি ইয়েমেনের নিরীহ জনগণের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসনের সমালোচনা করে ওই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে

Posted in আন্তর্জাতিক, ইসলাম | Comments Off on সৌদি সরকারের সমালোচনার অভিযোগে শিয়া আলেমকে ১৩ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে কড়া জবাব দেবে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে পরমাণু অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক জবাব’ দেয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে ‘বানোয়াট’ উল্লেখ করে ন্যায় বিচারের লক্ষ্যে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করেছেন।

সোমবার বিবৃতিতে তিনি আরো বলেন, জুলাই মাসে চালানো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে পুরো যুক্তরাষ্ট্র বর্তমানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

একে আত্মরক্ষার বৈধ উপায় বলে উল্লেখ করেন তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র তাদের দমাতে পারবে না উল্লেখ করে পিয়ংইয়ং তাদের পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Posted in আন্তর্জাতিক | Comments Off on যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে কড়া জবাব দেবে উ. কোরিয়া

ব্রিটেনে বাংলাদেশিদের আয় বাড়ছে দ্রুতগতিতে

ডেস্ক রিপোর্ট : এক ব্রিটিশ থিংক ট্যাংকের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক আয় দ্রুতগতিতে বাড়ছে। সোমবার দ্য রেজুলেশন ফাউন্ডেশন থিংক ট্যাংক ‘লিভিং স্ট্যান্ডার্ডস বাই এথনিসিটি’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে, ২০০১-০৩ সাল থেকে ২০১৪-১৬ সালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর বার্ষিক আয় বেড়েছে ৩৮ শতাংশ। একই সময়ে পাকিস্তানি পরিবারগুলোর আয় বেড়েছে ২৮ শতাংশ।

দ্য রেজুলেশন ফাউন্ডেশন-এর প্রতিবেদনে ব্রিটিশ শ্বেতাঙ্গদের সাপেক্ষে অন্যান্য জনগোষ্ঠীর মালিকানায় থাকা বাড়ির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে ৫০ শতাংশেরও বেশি শ্বেতাঙ্গ ব্রিটিশের নিজেদের বাড়ি রয়েছে। বিপরীতে বাংলাদেশি, কৃষ্ণাঙ্গ ও অন্যান্য জাতিগোষ্ঠীর বাড়ির পরিমাণ মাত্র এক-চতুর্থাংশ। বাড়ির মূল্য বিবেচনায় নিয়ে ওই থিংক ট্যাংক দেখিয়েছে, ব্রিটিশ পরিবারের সঙ্গে বাংলাদেশি পরিবারের আয়ের ব্যবধান ৯ হাজার ৮০০ পাউন্ড। শতকরা হিসেবে যা ৪৪ শতাংশ।

দ্য রেজুলেশন ফাউন্ডেশন বলছে, গত কয়েক বছরে এই ব্যবধান অনেক কমে আসতে শুরু করেছে। এই সময়ে ব্রিটিশ পরিবারের তুলনায় বাংলাদেশিদের আয় বেড়েছে প্রায় তিনগুণ। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার বৃদ্ধিও এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

প্রতিবেদন অনুসারে, শ্বেতাঙ্গ নারীদের কর্মসংস্থানের হার ৭২ শতাংশ, বাংলাদেশি নারীদের ৩৫ শতাংশ এবং পাকিস্তানি নারীদের ৩৭ শতাংশ। ১৪ বছর আগের তুলনায় নারীদের কর্মসংস্থানের হার অনেক বেশি। ওই সময় বাংলাদেশি নারীদের কর্মসংস্থানের হার ছিল ১৭ এবং পাকিস্তানের ছিল ২৭ শতাংশ।

রেজুলেশন ফাউন্ডেশনের সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক ও গবেষণা দলের প্রধান অ্যাডাম কর্লেট বলেন, ‘বাংলাদেশি, পাকিস্তানি ও কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষের কর্মসংস্থানে আয় বৃদ্ধির বিষয়টি আমাদের অনুপ্রাণিত করার মতো। এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নতুন শতাব্দীতে বাংলাদেশি ও পাকিস্তানি পরিবারগুলো আয় বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল। এজন্য কর্মসংস্থানসহ ভূমিকা রাখা ক্ষেত্রগুলোকে স্বাগত জানাই।’

গবেষণায় উঠে এসেছে, ব্রিটিশ শ্বেতাঙ্গদের তুলনায় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিবারগুলো বছরে ৮ হাজার ৯০০ পাউন্ড স্টার্লিং কম আয় করে। ব্রিটেনে বসবাসরত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জীবনে ব্যাপক উন্নতি হয়েছে বলে প্রতিবেদনের উপসংহার টানা হয়েছে। বলা হয়েছে, ‘এসব সংখ্যালঘু গোষ্ঠীগুলো এখনও নিম্ন আয়ের মানুষ। কিন্তু ২০০১-০৩ সালের পর থেকে এসব গোষ্ঠীর অর্থনৈতিক আয় অনেক বেড়েছে। উচ্চ ও নিম্ন আয়ের ব্যবধান কমেছে।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখযোগ্য হারে বাংলাদেশি, পাকিস্তানি ও কৃষ্ণাঙ্গদের আয় বেড়েছে। ২০০১-০৩ সালের তুলনায় তাদের আয় বৃদ্ধি যথাক্রমে ১৭, ১০ ও ৭ শতাংশ ছিল। যদিও শ্বেতাঙ্গদের আয় খুব বেশি পাল্টায়নি।

আমাদের সময় ডটকম

Posted in আন্তর্জাতিক, সারা দেশ | Comments Off on ব্রিটেনে বাংলাদেশিদের আয় বাড়ছে দ্রুতগতিতে

উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে বিশ্ব ঐক্যবদ্ধ : টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের ভোট এটাই দেখিয়েছে যে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করতে বিশ্বের শক্তিধর দেশগুলো ঐক্যবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার এ কথা বলেন। খবর এএফপি’র।

ম্যানিলায় নিরাপত্তা ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের টিলারসন বলেন, ‘সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চাইলে কিম জং উন সরকারকে অবশ্যই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে।’ বাসস

Posted in আন্তর্জাতিক | Comments Off on উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে বিশ্ব ঐক্যবদ্ধ : টিলারসন

আফগানিস্তানের ‘আইএস-তালেবানের’ সম্মিলিত হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। তারা জানান, সার-ই পুল প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে এই হামলা চালায় জঙ্গিরা। এর আগে গ্রামেও বেসামরিকদের উপর গুলি চালাতে থাকে জঙ্গিরা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

আফগানিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। তারা জানান, সার-ই পুল প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে এই হামলা চালায় জঙ্গিরা। এর আগে গ্রামেও বেসামরিকদের উপর গুলি চালাতে থাকে জঙ্গিরা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন আফগান নিরাপত্তা কর্মী ও বিদ্রোহীরাও রয়েছেন। কর্মকর্তাদের দাবি, আইএস ও তালেবান জঙ্গিরা মিলিত হয়ে এই হামলা চালিয়েছে।

প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেন, গ্রামে বন্দুকধারীরা প্রবেশে করে মূলত শিয়া মুসলিমদেরেই হত্যা করতে থাকে। তাদের গুলিতে শিশু ও নারীসহ অনেকে প্রাণ হারান।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আফগান ঘানি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অপরাধী সন্ত্রাসীরা আরেকবার বেসামরিক ব্যক্তি, নারী ও শিশুকে হত্যা করেছে। এই বর্বরোচিত হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।’

জাতিসংঘের মতে, চলমান যুদ্ধে আফগানিস্তানে চলতি বছরের প্রথমার্ধেই ১ হাজার ৬৬২ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন।

বাংলাট্রিবিউন

Posted in আন্তর্জাতিক | Comments Off on আফগানিস্তানের ‘আইএস-তালেবানের’ সম্মিলিত হামলায় নিহত ৫০

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করুন: উ কোরিয়াকে চীন

নিউজডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানানোর পর উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

গতমাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার উপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে সব পক্ষ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাবে সমর্থন জানায়।

নতুন এই নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার বার্ষিক ৩০০ কোটি ডলার রপ্তানির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিনিয়েগ কমতে পারে।

শুক্রবার থেকে ফিলিপিন্সের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে।

সেখানে রোববার দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো।

বিবিসি জানায়, সেখানে ওয়াং ই পিয়ংইয়েংর পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা উচিত বলে রি ইয়ং-হোকে পরামর্শ দেন। তবে জবাবে ইয়ং-হো কি বলেছেন তা জানা যায়নি।

বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীন। ওয়াং বলেন, “নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন কিন্তু সেটিই চূড়ান্ত লক্ষ্য নয়।”

তিনি উত্তর কোরিয়াকে শান্ত থাকা এবং আর পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনকে উসকানি না দেওয়ার কথাও বলেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বানও জানিয়েছেন ওয়াং।

তিনি বলেন, “পরিস্থিতি খুবই সংকটময় অবস্থায় রয়েছে। তবে এখনও আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি।” বিডিনিউজ২৪

Posted in আন্তর্জাতিক | Comments Off on ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করুন: উ কোরিয়াকে চীন

মাদুরোকে উৎখাত করতে বিদ্রোহ চালানোর চেষ্টা সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে উৎখাত করতে বিদ্রোহ চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একাংশ। এর কয়েক ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিদ্রোহ দমনের দাবি করেছে দেশটির সরকার।

টুইটারে এ দাবি জানান, দেশটির ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির নেতা ডিওসদাদো কাবেলো। একে সন্ত্রাসী হামলা বলেও মন্তব্য করেন তিনি। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারাবোবো রাজ্যে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি নিজেদের ৪১তম ব্রিগেডের সদস্য বলে দাবি করছেন।

দলনেতা হুয়ান কাগুয়ারিপানো বলেন, এটি কোন সেনা অভ্যুত্থান নয় সাংবিধানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা। এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়।

Posted in আন্তর্জাতিক | Comments Off on মাদুরোকে উৎখাত করতে বিদ্রোহ চালানোর চেষ্টা সেনাবাহিনীর

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud