পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উ. কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

Posted on August 11, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করলে উ. কোরিয়াকে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে গিয়ে অনেক দেশই বিপদে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসির।চলতি মাসেই যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এমন হুমকির পরিপ্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, তারা চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে হামলার প্রস্ততি নিচ্ছে।ওই এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেটিস সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে।গত মাসে দু’টি আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারপর থেকেই উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধে দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সায় দিয়েছে জাতিসংঘ। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলছি আমরা যাদের ভালোবাসি, সম্মান করি অথবা যারা আমাদের মিত্র তাদের কারো ওপর যদি উত্তর কোরিয়া হামলা চালায় তবে তাদের বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে। তাদের সঙ্গে এমন ঘটনা ঘটবে যা তারা কখনও কল্পনাও করেনি।’উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের অনুমোদন পেলে জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরের সাগরের কাছাকাছি এলাকায় আঘাত হানবে হুয়াসং-১২ রকেট। বেশ কয়েকটি রকেট দিয়ে ওই এলাকায় হামলা চালানো হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud