পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বড় ধরনের ভূমিকম্পের আশংকা, ঝুঁকিতে দেশের ১৪ কোটি মানুষের জীবন

নিউজ ডেস্ক: ঘণবসতিপূর্ণ হওয়ায় ভূগর্ভের মাটির স্তরে যে বাড়তি চাপ তৈরি হচ্ছে তাতে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হতে পারে বাংলাদেশ। এ ভূকম্পন ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার কিংবা তার চেয়েও বেশি মাত্রায় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানিদের এক গবেষণা প্রতিবেদনে। ভূমিকম্প বিপর্যয়ে দেশটির প্রায় ১৪ কোটি মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। বাংলাদেশের তলদেশে যে শক্তি জমা হচ্ছে তা যেকোন সময় একটি বড় ধরনের ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেজ্ঞরা। এর ফলে এ অঞ্চলের ১৪ কোটি মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে সম্প্রতি এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপটির নিচে যে দুটি টেকটনিক প্লেট আছে এবং টেকটনিক প্লেট দুটির মাঝে যে ফল্ট লাইন আছে, তা থেকে সৃষ্ট ভূমিকম্পের ফলে ব্যাপক বন্যা ও নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষকে এই নদীর ওপর নির্ভর করতে হয়।

গবেষকরা আশঙ্কা করছেন, যেহেতু এখানে গত ৪০০ বছর ধরে শক্তি সঞ্চয় হচ্ছে, ফলে তা যেকোন সময় রিখটার স্কেলে ৯ মাত্রার মতো শক্তিশালী একটি ভূমিকম্প তৈরি করতে পারে। ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে ভূমিকম্প নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
দেশটির বুক চিরে প্রবাহিত বড় দুই নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্রের দুই পাড়ের ২০ কি.মি পর্যন্ত বর্ষায় আসা বালি এবং কাঁদা মাটিতে ভরাট হয়ে গেছে। বিপুল পলিতে দুই নদীর প্রবাহ সংকুচিত হয়ে পানির আধার বিলীন হয়ে পড়েছে, যা ভূমিকম্পের একটি আগাম লক্ষণ। গবেষকরা বলছেন, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ইতিহাসের ভয়াবহ যে সুনামি আঘাত হানে তা বাংলাদেশের একই ফল্ট লাইনে অবস্থিত। সুমাত্রার ওই সুনামিতে প্রাণ হারায় ২ লাখ ৩০,০০০ মানুষ।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার ভুমিকম্প নিয়ে ন্যাচার জিওনায়েন্সে প্রকাশিত প্রতিবেদনের মূখ্য গবেষক। প্রতিবেদনে এ গবেষক বলেছেন, ‘সুমাত্রার মতো ক্রটি বাংলাদেশের বড় দুই নদী গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকায় বিদ্যমান।’ গবেষণায় ক্রটিপূর্ণ এ অবস্থার বিষয়টি দৃশ্যমান হয়েছে উল্লেখ করে এ ভূপদার্থবিদ জানান, ওই এলাকার ভূগর্ভে কি মাত্রায় চাপ তৈরি হচ্ছে সেটা যাচাই-বাছাইয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।12-07-16-Dhaka City Highrise Building-5

প্রতিবেদনে অধ্যাপক মাইকেল স্টেকলার বলেন, ২০০৪ সাল থেকে তারা যে তথ্য সংগ্রহ করেছেন তাতে দেখা যায় ওই অঞ্চলে ভূগর্ভের প্রধান টেকটনিক প্লেটগুলো বন্ধ এবং সেগুলোর উপর অব্যাহতভাবে চাপ বাড়ছে। চাপের এ মাত্রা অব্যাহত থাকলে ব্যাপক পরিবর্তন আসতে পারে ওই অঞ্চলের বিদ্যমান ভূমির আকৃতিতে। এমনকি ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভুমিকম্প আঘাত হানতে পারে ওই অঞ্চলে।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক তার গবেষণা প্রতিবেদন উদ্ধৃত করে ফেয়ারফ্যাক্স মিডিয়াকে বলেন, গবেষকরা ভূগর্ভের মাটির লেয়ারে চাপ বাড়ার অবস্থা বুঝতে পারেন, ভূগর্ভে টেকটনিক প্লেটের অবস্থা দেখতে পান কিন্তু এসবের প্রভাবে কখন ভূমিকম্পের মতো ভয়াবহ কিছু ঘটবে তা নির্ণয় করা কঠিন। ভূগর্ভের মাটির লেয়ারের এ গঠন প্রক্রিয়া গত ৪’শ থেকে ২’হাজার ধরে চলে আসছে বলেও উল্লেখ করেন অধ্যাপক মাইকেল স্টেকলার।

বাংলাদেশের গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী অববাহিকায় যে ভূমিকম্প হবে সেটি হবে বিশ্বের ভূমিকম্পের ইতিহাসে ভয়াবহ, জানান অধ্যাপক মাইকেল স্টেকলার। তিনি আরো বলেন, ‘আমার ধারণা এ ভূমিকম্পটি হবে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার। তবে এ মাত্রা ছাড়িয়ে যাবে কি না, গেলে তা কত বেশি মাত্রার হবে তা বলা মুশকিল।’ ভূমিকম্পের এ সতর্কতা শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, এ ধ্বংসযজ্ঞের বিস্তৃতি ঘটবে ভারতের মিজোরাম পর্যন্ত। এ পরিস্থিতে বাড়ি-ঘর, সম্পদের পাশাপাশি ব্যাপক ভূমিধ্বস দেখা দেবে, যা ব্যাপক জীবনহানি ঘটাবে বলেও সতর্ক করে দনে মার্কিন এ অধ্যাপক ও গবেষক।

এদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক রজার বিল হাস তার গবেষণায় বলেন, হিমালয়ের পাদদেশে মেইন বাউন্ডারি ট্রাস্ট রয়েছে, যা বাংলাদেশ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে। এখানে ইউরোশিয়া প্লেটের নিচে ভারতের যে টেকটনিক প্লেটটি রয়েছে তা দিনকে দিন সরে যাচ্ছে। বর্তমানে সেটি লক হয়ে আছে। কিন্তু যেকোন মুহুর্তে তা খুলে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। আর তা খুলে গেলেই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশ ও তদসংলগ্ন অঞ্চলে।

Posted in জাতীয় | Comments Off on বড় ধরনের ভূমিকম্পের আশংকা, ঝুঁকিতে দেশের ১৪ কোটি মানুষের জীবন

ক্রিকেটার শাহাদাতের মামলার বাদী ও গৃহকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

নিউজ ডেস্ক: ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যের গৃহকর্মী নির্যাতনের মামলায় বাদী সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও ভিকটিম গৃহকর্মী হ্যাপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ পরোয়ানা জারি করে আগামী ১৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

মঙ্গলবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বাদী সাক্ষ্য দিতে না আসায় এবং ভিকটিমও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে শুনানিকালে শাহাদাত এবং তার স্ত্রী জেসমিন জাহান নিত্যে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।11100_109992 (1)

মামলার এজাহার থেকে জানা যায়, মিরপুরের ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর রোডে শাহাদাতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো হ্যাপি। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মিরাজ উদ্দীন নামে এক ব্যক্তি।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এরপর ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর গৃহপরিচারিকা মাহফুজা আক্তার হ্যাপি (১১) আদালতে হাজির হয়ে জবানবন্দি দেয়।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান আদালতে এ চার্জশিট দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(২) ‘খ’ ধারা অনুযায়ী বিচারে শাহাদাৎ ও নিত্যের অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৪ এবং সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

মামলাটিতে ২০১৫ সালের ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। এরপর গত ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে আদালত তারও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

দীর্ঘদিন কারাভোগের পর ২০১৫ সালের ১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ নিত্যের এবং গত ৮ ডিসেম্বর হাইকোর্ট শাহাদাতের জামিন মঞ্জুর করলে তারা কারামুক্ত হন।
বাংলামেইল

Posted in খেলাধুলা | Comments Off on ক্রিকেটার শাহাদাতের মামলার বাদী ও গৃহকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

মজাদার গরুর মাংসের কোরমা

রন্ধন ডেস্ক: কোরমা নামটির সাথেই যেন জড়িয়ে আছে একটা শাহী গন্ধ। সাধারণত মুরগির কোরমাটাই বেশী খাওয়া হয়, তবে গরুর মাংস দিয়ে কোরমা রাঁধলেও কিন্তু দারুণ লাগে খেতে। আজ জেনে নেই গরুর মাংসের কোরমার রেসিপি।

উপকরণ:
– ১ কেজি গরুর মাংস
– ১ কাপ টক দই
– আধা কাপ পেঁয়াজবাটা
– ১ টেবিল-চামচ রসুন, আদা, জিরাবাটা
– ৩, ৪টি ফালি করা কাঁচামরিচ
– ১ চা-চামচ গরম মসলাগুঁড়া
– ৫টি এলাচ
– ৩ টুকরা দারুচিনি
– ২টি তেজপাতা
– ৪, ৫টি গোলমরিচ
– ৩টি লবঙ্গ
– তেল পরিমাণমতো
– মিহি পেঁয়াজকুচি আধা কাপoriginal-jpg-2-47538
– ৩ টেবিল-চামচ ঘি
– ১ টেবিল-চামচ চিনি
– ৩, ৪টি আস্ত কাঁচামরিচ

পদ্ধতি:
– মাংস একটু বড় বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

– দই, পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, জিরাবাটা, সব গরম মসলা, লবণ, কাঁচামরিচ-ফালি এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ তেল দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিন।

– তারপর মাংস ঢেকে ভালো মত কষিয়ে রান্না করুন। কোনো পানি দেবেন না। মাংসের পানি সব শুকিয়ে আসলে অল্প অল্প পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। লক্ষ রাখুন পুরে যেন না যায়।

– এবার অন্য একটি হাঁড়িতে আধা কাপ তেল গরম করে, পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে তুলে নিন। এই গরম তেলেই সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিন।

– ভাজতে থাকুন। লবণ চেখে নিন। কোরমাতে বেশি লবণ হলে ভালো লাগেনা। লবণ একটু কম কম হতে হবে।

– ঝোলের জন্য অল্প পানি দিন।

– ফুটে উঠলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি ও আস্ত ৩, ৪টি কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে রেখে দিন। ঝোল তেলের উপর উঠলে নামিয়ে নিন। তবে খুব বেশি পানি টানিয়ে ফেলবেন না। একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে। ইচ্ছে হলে সামান্য লেবুর রস দেওয়া যেতে পারে।

– পরিবেশন করুন পোলাও, পরোটা, নান কিংবা ভাতের সঙ্গে।

Posted in লাইফস্টাইল | Comments Off on মজাদার গরুর মাংসের কোরমা

সাকিবের ২০০তম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি। তবে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাইলফলক গড়ার দিনেই দূর্ভাগা সাকিব। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

shakib20160712070302বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে কমিয়ে আনা হয় ১২ ওভারে। সেখানেও সুবিধা করা যায়নি। সাকিবদের ইনিংসে দুই ওভার বাকি থাকতেই আবারো বৃষ্টির হানা! আবহাওয়ার অবস্থা আরো বেগতিক হলে ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন। পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে তাদেরকে। আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১১৬ রান সংগ্রহ করে সাকিবের তালাওয়াহস। ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। তার আগেই ম্যাচের ইতি।

এখন পর্যন্ত ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বার্বাডোজ ট্রাইডেন্টস, ঢাকা গ্লাডিয়েটরস, জ্যামাইকা তালাওয়াস, করাচি কিংস, খুলনা জেলা, খুলনা রয়েল বেঙ্গলস, কলকাতা নাইট রাইডার্স, লেস্টারশায়ার, মেলবোর্ন রেনেগেডস, প্রাইম ব্যাংক ক্লাব, রংপুর রাইডার্স এবং উস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সাকিব।

১৯৯টি ম্যাচের ভেতর ১৮২টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব। ১২৩.৩৯ স্ট্রাইক রেটে ৩১৬৫ রান করেছেন সাকিব। ব্যাট হাতে তার সেরা ইনিংস ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে ৮৬ রান অপরাজিত ইনিংসটি। বল হাতেও কম যাননি সাকিব। ১৯৬টি ইনিংসে ৬.৭৪ ইকোনমি রেটে নিয়েছে ২৩২ উইকেট। ত্রিনিদাদের বিপক্ষে ৬ রানে ৬ উইকেটই তার সেরা বোলিং ফিগার।

Posted in খেলাধুলা | Comments Off on সাকিবের ২০০তম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

আমি নিরাপদ যৌনতায়….

বিনােদন ডেস্ক: হিন্দি সিনেমার অভিনেত্রী সানি লিওনি বলেছেন, তিনি সুস্থ ও নিরাপদ যৌন সম্পর্কে বিশ্বাসী। এই বিশ্বাস তার ভিতরে সবসময় ছিল বলেই তিনি কনডমসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়েছেন।

Sunny-Leone-Saree-Wali-Girl-Images
‘নিরাপদ যৌনতা’র ধারণাকে প্রচার করতেই ম্যানফোর্স-এর মতো কনডম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পণ্যদূত হতে রাজি সানি ২০১১ সালে। এর পর কেটে গেছে পাঁচ বছর। সানির বদৌলতে প্রতিষ্ঠানটির ব্যবসাও এগিয়েছে তরতর করে। তবে সাবেক এই পর্নো তারকা নিজে হয়েছেন অনেক প্রশ্নের সম্মুক্ষিন।

সম্প্রতি ম্যানফোর্সেরই এক অনুষ্ঠানে সানি জানান, তিনি যে স্কুলে পড়তেন, সেখানে অষ্টম শ্রেণি থেকেই পড়ানো হত নিরাপদ যৌনতা সম্পর্কে। আর তাই নানান ধরণের প্রশ্নবাণে জর্জরিত হয়েও এই বিষয়ে কথা বলতে সবসময়ই স্পষ্টভাষী ছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এবিষয়ে সানি বলেন, “আমি বরাবরই এসব ব্যাপারে স্পষ্টভাষী। জড়তা আমার মাঝে নেই। অন্য অভিনেত্রীদের মতো আমি এসব করতে ভয়ও পাইনি কখনও।”

নিরাপদ যৌনতা নিয়ে স্কুল থেকে পাওয়া শিক্ষার কারণেই কৈশর থেকেই এবিষয়ে সচেতন হন সানি। ১৩-১৪ বছর বয়স থেকেই তাঁর মাথায় বসে যায়, সুরক্ষাই শারীরিক সম্পর্ককে আরওমজবুত করে। কারণ এর মাধ্যমেই অনাকাঙ্খিত গর্ভধারণ রোখা যায়।

সাধারণত, ভারতের প্রথমসারির তারকাদের কখনও কনডমের বিজ্ঞাপনে দেখা যায় না। এ ব্যাপারে সানি বলেন, “ আসলে ব্যাপারটি যার যার ব্যক্তিগত ব্যাপার। সবার স্বাচ্ছন্দ্যের জায়গা একরকম হয়না। আমি স্বাচ্ছন্দ্যবোধ করি বলেই এগুলো করতে পারছি।”

ভারতের মতো রক্ষণশীল দেশে কনডমের মতো ‘স্পর্শকাতর’ পণ্যের দূতিয়ালি করতে নিজে পেছপা না হলেও, এর জন্য সানিতে বারবার বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে। বিশেষ করে দেশটির রাজনীতিবিদেরা বরবরই বলে এসেছেন সানি ভারতের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। ভারতের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা অতুল অঞ্জন কুমারের ভাষ্যে, সানি লিওনির এইসব ‘অশ্লীল’ বিজ্ঞাপনের কারণে দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে!

কিশোরী বয়স থেকেই পর্নো দুনিয়ার সঙ্গে জড়িয়ে পড়া ইন্দো-কানাডিয় এই অভিনেত্রী হিন্দি সিনেজগতের নজরে আসেন রিয়ালিটি টিভি শো ‘বিগ বস’-এর মাধ্যমে।

২০১২ সালে মুক্তি পাওয়া পূজা ভাটের ‘জিসম-২’ সিনেমার মাধ্যমে বলিউডে সানির আগমন ঘটে। পরবর্তীতে তাকে দেখা গেছে ‘জ্যাকপট’, ‘রাগনি এমএমএস-২’, ‘এক পেহেলি লীলা’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমাগুলোয়।

Posted in বিনোদন | Comments Off on আমি নিরাপদ যৌনতায়….

‘কোন জঙ্গি-সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন জঙ্গি-সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। মঙ্গলবার দুপুরে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গি দমনে ঢাকা ও কিশোরগঞ্জ জেলার মাঠ পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, 12-07-16-PM_Video Confernce-2ইসলামিক ফাউন্ডেশন, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জঙ্গি দমনে কিছু পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘটনা ঘটেছে। আমি চাই দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে, তারা আমাদের পবিত্র ধর্মের বদনাম করছে দেশে-বিদেশে। আমাদের ধর্মে আছে মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু তারা রমজানে তারাবি না পড়ে, ঈদের দিন ঈদের নামাজ না পড়ে মানুষ মারছে। ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। জঙ্গি হামলায় উচ্চশিক্ষিতদের জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা উচ্চশিক্ষিত, ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে, সেই ছেলে-মেয়েরা কীভাবে ধর্মান্ধ হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যায় পরিবার থেকে? অথচ প্রশ্ন আসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এ নিয়ে রিপোর্ট দিতো মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু এখন তারা কোথায় গেলো। এ বিষয়ে তারা রিপোর্ট দিতে পারেনি। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা কোথায় নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে খোঁজ নিতে হবে। আমরা উৎস খুঁজে বের করবো।  প্রত্যেক ইউনিয়ন, থানায় জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী কর্মকা- চালানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Posted in জাতীয় | Comments Off on ‘কোন জঙ্গি-সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না’

‘ধ্বংসের মুখে’ আইএস, ২২ হাজার জঙ্গির তথ্য ফাঁস

নিউজ ডেস্ক:  মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২২ হাজারের বেশি সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বর ও পরিবারের তথ্য ফাঁস করে দিয়েছেন সংগঠনটির সাবেক সদস্যরা। গতকাল বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ফাঁস হওয়া এই সদস্য তালিকা তাদের কাছে রয়েছে এমন দাবি করেছে। এই দাবির পাশাপাশি সংবাদমাধ্যমটি খবর প্রকাশ করে, এই বিপুল সদস্যের তথ্য ফাঁসের ফলে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে এই জঙ্গি সংগঠনটি।photo-1457620400

এদিকে আজ বৃহস্পতিবার সকালে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দি মেইজি জানান, আইএসের ২২ হাজার সক্রিয় সদস্যের পরিচয় জার্মান গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। আইএসের এই সদস্য তালিকায় প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বর, পারিবারিক তথ্য, রক্তের গ্রুপ ইত্যাদিসহ মোট ২৩টি করে তথ্য রয়েছে। সংগঠনটি থেকে বের হয়ে আসা সাবেক সদস্যরা গোয়েন্দাদের কাছে এসব তথ্য ফাঁস করেছেন বলেও জানিয়েছেন তিনি।

ফক্স নিউজ জানিয়েছে, সম্প্রতি ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডার আইএসে যুক্ত হন, যিনি পরে আইএস থেকে বেরিয়ে আসেন এবং আইএসের অভ্যন্তরীণ পুলিশের তথ্যভাণ্ডার থেকে ওই সব তথ্য চুরি করেন।

এদিকে সিরিয়ার বিরোধীপন্থী ‘জামান আল ওয়াসল’ পত্রিকা এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, ৪০টি দেশের এক হাজার ৭৩৬ যোদ্ধার আরবিতে লেখা ব্যক্তিগত তথ্য এসেছে জার্মানির হাতে। এতে দেখা গেছে, এর মধ্যে চার ভাগের একভাগ সৌদি আরবের আর বাকিরা তিউনিসিয়া, মরক্কো ও মিসরের নাগরিক।

এদিকে গার্ডিয়ানের প্রতিবেদক জানান, আইএস থেকে পালিয়ে আসা কয়েকজন সদস্য সংগঠনটির কেন্দ্রীয় তথ্যভাণ্ডার থেকে তথ্যগুলো সরিয়ে এনেছেন। এই তালিকায় থাকা জঙ্গিদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যের বলেও প্রতিবেদনে জানানো হয়। এ ছাড়া ইউরোপের উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দেশের আইএস জঙ্গিদের নাম-ঠিকানা এই তালিকায় আছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে দ্য ইনডিপেনডেন্ট ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘এমআই-সিক্সের’ গ্লোবাল টেরোরিজম অপারেশন্স বিভাগের সাবেক পরিচালক রিচার্ড ব্যারেটের বরাতে জানিয়েছে, বিপুল জঙ্গির বিষয়ে এই তথ্য সন্ত্রাসবাদ বিশ্লেষকদের জন্য এটি এক অমূল্য উৎস হতে চলেছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ‘ধ্বংসের মুখে’ আইএস, ২২ হাজার জঙ্গির তথ্য ফাঁস

গুলশানে নিহত জঙ্গিদের লাশ যাচ্ছে আঞ্জুমান মফিদুলে!

নিউজ ডেস্ক: গুলশান হামলার পর দশদিন পার হয়ে গেলেও সেনা অভিযানে নিহত পাঁচ জঙ্গিকে সমাহিত করা হয়নি। কারণ তাদের পরিবারের কেউ লাশ গ্রহণ করেনি। নিহতদের মধ্যে দুজনের পরিবার জানিয়েছে, তাদের লাশ নিজেরা দাফন করতে চান। তবে আর্থিক দৈন্যতার কারণে ঢাকা থেকে লাশ নিতে পারছেন না তারা। বাকিদের পরিবারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।DHAKA

গত ১ জুলাই অভিজাত রেস্তোরাঁয় হলি আর্টিজানে হামলার পরদিন সকালে সেনা অভিযানের পরপর সবার লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। এরই মধ্যে জঙ্গিদের হাতে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। তবে পাঁচ জঙ্গির লাশ রয়ে গেছে মর্গের ফ্রিজে। আরও কিছু দিন স্বজনদের জন্য অপেক্ষা করার পর কেউ আগ্রহী না হলে লাশগুলো সমাহিত করতে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে বলে সূত্র জানায়।

Posted in জাতীয় | Comments Off on গুলশানে নিহত জঙ্গিদের লাশ যাচ্ছে আঞ্জুমান মফিদুলে!

শোলাকিয়া হামলায় জাহিদুলের ১০ দিনের রিমান্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি : শোলাকিয়ায় ঈদগাহে জঙ্গি হামলা মামলায় আসামি জাহিদুল হককে ১০ দিনে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (১০ জুলাই) রাতে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমল গ্রহণকারী বিচারক আ. সালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. মোর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অপর আসামি শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।sholakia-hamla
রোববার (১০ জুলাই) দুপুরে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আটক দু’জনসহ আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে। সন্ত্রাস দমন আইন/০৯ (সংশোধনী)/১৪ এর ৬ (২)/ ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে আজিমুদ্দিন হাইস্কুলের কাছে পুলিশের তল্লাশি পয়েন্টে হামলা চালায় একদল জঙ্গি। ওই সময় তাদের ছোঁড়া হাতবোমার বিস্ফোরণে নিহত হন জহিরুল ইসলাম ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য। এসময় দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। গোলাগুলিতে প্রাণ হারান এক গৃহবধূও।

Posted in জাতীয় | Comments Off on শোলাকিয়া হামলায় জাহিদুলের ১০ দিনের রিমান্ড

স্বাগতিকদের কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পাের্টস ডেস্ক: যাঁর দিকে পুরো দেশ তাকিয়েছিল তিনিই ২৫ মিনিটের সময় মাঠের বাইরে। চোট আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে পুরো পর্তুগাল তখন শোকে বিহ্বল। তখন কে জানত, দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই সবাইকে এভাবে চমকে দেবে পর্তুগাল! ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগিজরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল করে রোনালদোর দলের জয়ের নায়ক বদলি হিসেবে নামা এদার। ইউরোতে এটাই পর্তুগালের প্রথম শিরোপা।226825_1

স্থানীয় সময় রোরবারের সন্ধ্যার ম্যাচে প্যারিসের স্তেদ ডি ফ্রান্স স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ের ১০৯ মিনিটে বদলি খেলোয়াড় ইদারের প্লেসিং শট ফ্রান্সের জালে আশ্রয় নেয়।

২৪ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চোট পেয়ে মাঠ ছাড়ার পর পর্তুগালের জয় দেখার আশায় সম্ভবত খুব কম দর্শকই ছিল। সিআরসেভেন মাঠ ছাড়ার আগেও অবশ্য আশা জাগানিয়া খেলা দেখাতে পারেনি তারা। ফ্রান্সের আক্রমণ থামাতেই বেশি ব্যস্ত ছিল পর্তুগিজ ফুটবলাররা। তবে রোনালদোর চোখের পানিই হয়তো তার সতীর্থদের উজ্জীবিত করেছে। দ্বিতীয়ার্ধে প্রায় সমানতালে লড়েছে পশ্চিম ইউরোপের দেশটি।
অন্যদিকে পুরো ম্যাচে দাপটের সাথে খেলেও গোলের দেখা পায়নি জিদান, অঁরির উত্তরসুরীরা। ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ছিল তাদের হাতে। মাঝ মাঠ, আক্রমণ ভাগ সর্বত্রই আধিপত্য ছিল ফরাসিদের। গোলমুখে আক্রমণ বেশি ছিল তাদের। কিন্তু কাজের কাজটি করতে পারেননি ফরাসি স্ট্রাইকাররা।

অবশ্য এদিন ভাগ্যও সহায় হয়নি স্বাগতিকদের জন্য। বেশ কয়েকটি নিশ্চিত গোল বঞ্চিত হয়েছে তারা। ৬৩ মিনিটে গ্রিজম্যানের হেড ক্রসবারে লেগে গোল বঞ্চিত হয়েছে ফ্রান্স। ৯২ মিনিটে জিজনাকের শট সাইডবারে লেগে ফিরে আসে। অবশ্য ভাগ্য পর্তুগালকেও ফিরিয়ে দিয়েছে একাধিকবার।
ফাইনালে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা রোনালদো ম্যাচের ১৫ মিনিটের সময় চোট পেলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর মাঠে নামলেও ২৪ মিনিটের সময় একই জায়গায় চোট পান আবার। এবার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় রোনালদোর অশ্রু যতটা না ব্যথার তার চেয়েও বেশি দলের প্রয়োজনের কথা ভেবেই হয়তো। গ্যালারির দর্শকদেরও ছুয়ে যায় তার আবেগ। তবে শেষ পর্যন্ত সিআরসেভেনের মুখে হাসি ফুটিয়েছেন তার সতীর্থরা।

পর্তুগালের এটি প্রথম কোন বড় আসরের শিরোপা। এর আগে একবারই এ আসরের ফাইনাল খেলেছে তারা। ২০০৪ সালে নিজেদের মাঠে ফাইনালে হেরেছে গ্রিসের কাছে। আর ফ্রান্সের ছিল এটি তৃতীয় ইউরো জয়ের মিশন। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা ফ্রান্স শেষটা নিজেদের মত করতে পারেনি।

Posted in খেলাধুলা | Comments Off on স্বাগতিকদের কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud