পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফুলতলায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

খুলনা : জেলার ফুলতলা উপজেলায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা অপর ছয় শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার যুগলিপাশায় খুলনা থেকে বেনাপোলগামী ট্রেনের সঙ্গে একটি ট্রাকের (খুলনা-ট ১০৫৭) সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামাল (৩৫) ও সুশান্ত (৪০)। তাদের ঠিকানা জানা যায়নি।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, ট্রাকটিতে মোট ৮জন শ্রমিক ছিলেন।এতে ঘটনাস্থলে ১ শ্রমিক এবং হাসপাতালে নেওয়ার পথে অপর এক শ্রমিক নিহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Posted in সারা দেশ | Leave a comment

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

Pvw›`bvq moK `yN©Ubvq wbnZ 3, AvnZ 15চান্দিনা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে চান্দিনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোমনা থেকে কুমিল্লাগামী হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে সিএনজি স্ট্যান্ড ও দোকানের উঠে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দোকান ও সিএনজি স্ট্যান্ডে থাকা ২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Posted in সারা দেশ | Leave a comment

দীপিকাতেই মজেছেন রণবীর

`xwcKv‡ZB g‡R‡Qb iYexiঅবাক হচ্ছেন! ভাবছেন তা হলে এতদিনের সব গুজবই সত্যি! সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎ‍কারে কথায় কথায় বেরিয়ে এলো রণবীরের মনের অনেক কথাই।

যশরাজ স্টুডিওয় কাজের ফাঁকে রণবীরকে পাওয়া গেল হালকা মেজাজে। সামনে রাখা হলো বেশ কয়েকটি প্রশ্ন। উত্তর দিলেন মন খুলে।
আপনি কি ডায়েটে আছেন?
রণবীর: হ্যাঁ। আসলে আমার পরবর্তি দু’টি ছবি গুন্ডে এবং রাম লিলার জন্যে বেশ কিছুটা ওজন কমাতে হতো। তাই ডায়েট মেনে চলতে হচ্ছে।
সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করে কেমন লাগল?
রণবীর: সঞ্জয় ‘পুশেস ইওর লিমটস’, ভালো কাজ করার জন্যে সমানে উৎ‍সাহ দেন। শুধু ভালো হলে চলবে না। যতক্ষণ না শটটি ওঁর মনের মতো ম্যাজিক তৈরি করছে ততক্ষণ শান্তি পান না সঞ্জয়। আসলে ক্রিয়েটিভ মানুষরা বোধহয় এমনই হন।
দীপিকার সঙ্গে আপনার সম্পর্ক!
রণবীর: আমি দীপিকাকে ডেট করছি না। কিন্তু আমরা দু’জনে যে ছবিটি করছি সেটি যেহেতু খুবই রোম্যান্টিক এবং প্যাশনেট তাই সঞ্জয় চেয়েছিলেন আমাদের মধ্যে একটা কমফর্ট লেভেল তৈরি হোক। সেই সূত্রেই আমাদের দু’জনের কাছে আসা। তবে হ্যাঁ, দীপিকাকে আমি খুবই পছন্দ করি।
কিন্তু দুবাইয়ে নাইক্লাবের ঘনিষ্ঠতা–
রণবীর: আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে ঘনিষ্ঠভাবে কাউকে জড়িয়ে ধরার মধ্যে কোনো কিন্তু কিন্তু ব্যাপার নেই। আমার কাছে ‘হাগিং’ আর ‘কিসিং’ খুবই ক্যাশুয়াল একটি ব্যাপার।
ধরুন দীপিকার জায়গায় অন্য কোনো বন্ধু থাকলে, যিনি ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে আসবেন, কিন্তু শুধু দেখতে ইচ্ছে করছে বলেই কি দুবাই পাড়ি দিতেন!
রণবীর: আমি আগেও বলেছি আবারও বলছি, দীপিকাকে আমি খুবই পছন্দ করি। ওর সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে।
দীপিকার সঙ্গে নিউ ইয়ারে আলিবাগ গিয়েছিলেন?
রণবীর: আপনি ঠিকই বলেছেন। আমাদের দু’জনের এক ‘কমন’ বন্ধুর আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম।
দীপিকার প্রতি আকর্ষণ অনুভব করেন?
রণবীর: দীপিকা খুবই আকর্ষক। এককথায় গর্জাস। ওর সঙ্গে কাজ করার আগে থেকেই আমি ওর প্রতি আকৃষ্ট।
এই আকর্ষণ কি বিশেষ সম্পর্কে মোড় নেবে?
রণবীর: কাল কী হবে তা কি কেউ জানে?
দীপিকা না অনুশকা, কে আপনার চোখে সব থেকে বেশি ‘হট’?
রণবীর: উঁহু, এই প্রশ্নের উত্তর তো দিতে পারব না।

Posted in বিনোদন | Leave a comment

ব্যাক্তিগত সময় কাটাচ্ছেন মোনালিসা

e¨vw³MZ mgq KvUv‡”Qb †gvbvwjmvমোনালিসা এখন কর্ম নিয়ে ব্যাস্ত নন এখন তিনি ব্যাক্তিগত সময় নিয়ে বেশি ব্যাস্ত । ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা গত ১২.১২.১২ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তার সপ্তাহখানেক আগেই মোনালিসা মিডিয়া থেকে এক ধরনের বিরতি নেন। আর সেই বিরতি চলছে এখনও। নিজের নতুন জীবন ও সংসার গোছানো নিয়ে একেবারেই ব্যক্তিগত সময় কাটাচ্ছেন মোনালিসা।
জানা গেছে আপাতত কোনো নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনের কোনো কাজেই চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। এমনকি অনেকের সঙ্গে যোগাযোগের মাধ্যমটিও বন্ধ করে রেখেছেন।
তবে কবে নাগাদ এই বিরতির সমাপ্ত ঘটিয়ে আবার ফিরবেন মিডিয়ার এই ব্যস্ততম জীবনে এ বিষয়ে এখনও জানা যায়নি।

 

Posted in বিনোদন | Leave a comment

হ্যাকিং হচ্ছে মানুষের ব্রেইন!

n¨vwKs n‡”Q gvby‡li †eÖBb!আমরা কোন জগতে বসবাস করছি একবার ভেবে দেখুন- মানুষের ব্রেইন পর্যন্ত হ্যাকিং করা সম্ভব হয়েছে। সম্প্রতি তা প্রমাণ দিয়েছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।

এ কাজে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন, স্বল্পমূল্যের ইমোটিভ ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা ইমোটিভ বিসিআই। শুধু তাই নয়, যে কোনো ব্যক্তির ব্রেইন হ্যাক করে চুরি করা সম্ভব তার ব্যক্তিগত গোপন সব তথ্য। বিজ্ঞানীরা ধারণঅ দিয়েছেন, মানুষের মস্তিক হ্যাক করে গোপন তথ্য চুরি করে অনেক কিছুই করা সম্ভব।
বিজ্ঞানীদের গবেষণায় সহযোগিতা করেন একাধিক স্বেচ্ছাসেবক। ওই স্বেচ্ছাসেবকদের কয়েকজনকে ইমোটিভ বিসিআই হেডসেট পরিয়ে কম্পিউটারের সামনে বসিয়ে দেন বিজ্ঞানীরা। এর পর মস্তিকের পি৩০০ সিগন্যাল অনুসরণ করে সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ব্যক্তিগত গোপন তথ্য। ইমোটিভ বিসিআই ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের মস্তিক থেকে সংগ্রহ করা ডেটা থেকে খুব সহজেই তাদের ঠিকানা, ব্যাংক একাউন্ট এবং কার্ড পিন নম্বর খুঁজে বের করে ফেলেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হ্যাকিং চালাতে পারে নানা অশুভ শক্তি।

Posted in Uncategorized | Leave a comment

এবার জাতীয় ই-তথ্য কোষ হ্যাকড

Gevi RvZxq B-Z_¨ †Kvl n¨vKWঢাকা: এবার হ্যাক করা হয়েছে বাংলাদেশ সরকারের তথ্য-ভা-ার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ (http://www.infokosh.bangladesh.gov.bd)।

শনিবার সকালে জাতীয় ই-তথ্য কোষের ওয়েব সাইটে প্রবেশ করলে মুল সাইটের বদলে কালো রঙের একটি পেজ প্রদর্শিত হতে দেখা যাচ্ছে। আর সেখানে লেখা রয়েছে হ্যাকারদের দেওয়া বার্তা। আরো জানা যায় সাইটি হ্যাক করেছে মুসলিম সাইবার টিম নামের একটি গ্র“প।
তারা সেখানে একটি বার্তা দিয়ে বলেছে, আমরা ভালোবাসি আপনার তৈরি করা নিরাপত্তাকে ভেঙ্গে দিতে ‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিস ক্রিয়েট ইউ’। এছাড়া ক্রমাগত একটি মিউজিক বাজছে।
উল্লেখ্য, শুক্রবার দেশের ডেইলি স্টার নামের একটি ইংরেজি দৈনিকও মুসলিম সাইবার টিম নামের গ্র“পটি হ্যাক করেছিল।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

ঢাকার রাস্তায় গুগল কার রুট প্লান নিয়ে লুকোচুরি

XvKvi iv¯—vq ¸Mj Kvi i“U cøvb wb‡q jy‡KvPywiঢাকার অলি-গলির ছবি তুলছে গুগল কার। শুক্রবার সকাল দশটার দিকে গুগল’র এক গাড়ি উত্তর বাড্ডা-সাতারকুল সড়কে স্ট্রিট ভিউ তুলতে তুলতে রামপুরার দিকে যেতে দেখা যায়। এসময় উৎসুক অনেকেই ভিড় করেন। গুগল’র বিশেষ এই গাড়িটির সঙ্গে রয়েছেন গ্র“প ফোর এর একজন নিরাপত্তা রক্ষী। গাড়িটি বেশ ধীরে ধীরে চলতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত সোমবার থেকে স্ট্রিট ভিউ তুলতে ঢাকার রাস্তায় নামে গুগল’র বিশেষ দুইটি গাড়ি। একটি গাড়ি শুক্রবার উত্তর বাড্ডার বিভিন্ন সড়কে যেতে দেখা গেলেও অপর গাড়িটি কোন রাস্তায় কাজ করছে সে বিষয়ে জানা যায়নি।
অবশ্য শুরুতেই ব্যক্তিগত ছবি প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছিল গুগল স্টিট ভিউ প্রকল্প। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি শুধু গুগল’র বিজনেস বিষয়টি দেখছেন। আর এ বিষয়টি দেখছেন গুগল কার এর সঙ্গে আসা সানা রহমান নামের একজন গুগল কর্মী।
এসময় গুগল কার এর রুট প্লাস বিষয়ে বিস্তারিত জানতে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর সঙ্গে আলাপ করার পরামর্শ দেন গুগল বাংলাদেশের প্রতিনিধি মনিরুল ইসলাম। তার কথা মতো, এটুআই মুখপাত্র হাসান বেনাউল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে জানানোর আশ্বাস দেন।
এর আগে গত ১০ ফেব্র“য়ারি গুলশান-বনানীর আবাসিক রাস্তায় পরীক্ষামূলকভাবে ছবি তোলার কাজ করে। দেশ থেকেই গুগল কার দুটির জন্য নিয়োগ করা হয়েছে দুজন দেশী ড্রাইভার।
ঢাকার রাস্তার ছবি তোলার পর এই গাড়ি দুটি চলে যাবে চট্টগ্রামের স্ট্রিট ভিউ। পরবর্তী সময়ে গুগল ম্যাপে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ছবি শেয়ার করবে।
বিশেষ ধরনের ক্যামেরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতিসূচক চিহ্ন সম্বলিত গুগল গাড়িটির নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে গ্র“প ফোর-কে। আর এই কাজে গুগল’র সঙ্গে কাজ করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

রাজধানীতে শুরু হলো ‘কিউবি ল্যাপটপ মেলা’

ivRavbx‡Z ïi“ n‡jv ÔwKDwe j¨vcUc †gjvÕ‘জ্বালো প্রযুক্তির আলো’ সেøাগানে শুক্রবার থেকে ঢাকার বিজয় সরণির জাতীয় সামরিক জাদুঘরে শুরু হয়েছে ৪ দিনব্যাপি ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১৩’। শুক্রবার বিকালে সামরিক জাদুঘরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে প্রতিনিয়ত অবদান রাখছে।

তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশকে বহি:বিশ্বে নতুনভাবে পরিচয় করে দিয়েছে। বর্তমানে তথ্যপ্রযুক্তি সেবা দেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতেও ছরিয়ে পড়ছে। ল্যাপটপপের মাধ্যমে গ্রামের ছেলেরাও শহরের তরুণদের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। ল্যাপটপ মেলার মত এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণরা তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরো উদ্বুদ্ধ হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশের জন্য খুবই আশার খবর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিউবি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল হায়দার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওডার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের পরামর্শক মুনির হাসান ও তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।
ফয়সাল হায়দার বলেন, বাংলাদেশ প্রতিনিয়তই প্রযুক্তির বিস্ময় ইন্টারনেটকে আগ্রহের সাথে গ্রহণ করছে এবং এর সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে। বাংলাদেশে ল্যাপটপ, নোটবুক ও ট্যাবস বা ট্যাবলেট এবং পিসির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এর সাথে ইন্টারনেটেরও ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। এই সেক্টরের ক্রমবিকাশ আমাদের অর্থনীতিকে আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে কিউবি নিরলস কাজ করে যাচ্ছে। আমি কিউবির গ্রাহকদেরও ধন্যবাদ জানাই। কারণ তারা অবিচল আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমাদের ইন্টারনেট সংযোগ নিয়েছেন এবং ব্যবহার করছেন। তাদের এই আনুগত্যই আমাদের ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে মার্কেট লিডার বা বাজারের শীর্ষস্থানে অধিষ্ঠিত করেছে। কিউবি মেলায় অনেকগুলি আকর্ষনীয় অফার নিয়ে এসেছে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নতুন কিউবি সংযোগ কিনলেই পরবর্তী মাসে তার প্যাকেজের যে ব্যবহার সীমা তার দ্বিগুণ ভলিউম ব্যবহার করতে পারবেন।
মুনির হাসান বলেন, দেশের তরুণদের একটি বড় জনগোষ্ঠী ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত। আর ফ্রিল্যান্সারদের কাজের ক্ষেত্রে ল্যাপটপ অতুলনীয় ভূমিকা পালন করে। এ ধরনের মেলার মাধ্যমে তরুণরা তার কাক্সিক্ষত প্রযুক্তিপণ্যটি বেছে নিতে পারছে। বর্তমানে দেশে মোবাইল ডিভাইস এর চাহিদা বাড়ছে। দেশে এখন প্রায় আট লাখ স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে ওডেস্কসহ সব কয়টি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ভালো অবদান রাখছে।
মোস্তফা জব্বার বলেন, প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি ডিভাইস ছোট হচ্ছে। এটি নিয়ে চলছে এক ধরনের প্রতিযোগিতা। কে কত সহজে কম মূল্যে প্রযুক্তি ডিভাইস সবার কাছে পৌঁছে দিতে পারে সে প্রতিযোগিতার দৌড়ে আমরাও পিছিয়ে নাই। ল্যাপটপ মেলার মাধ্যমে প্রতিযোগিতা গ্রাহকদের কাছে আরো স্পষ্ট হচ্ছে। গ্রাহকরা যাচাই বাছাই করে তার প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারছে।
ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসছে। এছাড়া বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় অনেকে এখন ডেস্কটপের বদলে ল্যাপটপ বেছে নিচ্ছেন। এবারের আয়োজনে ৭টি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও এন্টিভাইরাস পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন রয়েছে। যেমন, বাজারে আসেনি এমন অনেক পণ্য প্রথমবারের মতো দেখা যাবে এ মেলায়। পাশাপাশি এগুলো ব্যবহারের অভিজ্ঞতাও নেওয়া যাবে। অন্য যে কোনোবারের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থাও রয়েছে। মেলায় গিগাবাইট ও এএমডির সৌজন্যে রয়েছে গেইমিং জোন।
মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’। মেলার টাইটেল স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। কো-স্পন্সর হিসেবে রয়েছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি এবং স্যামসাং। মেলার টিকেট বুথ স্পন্সর হিসেবে আছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিওএসএন, ট্রন এবং ওরাটর পিআর। মেলা ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য বিশ টাকা। তবে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে হলে মেলা প্রাঙ্গনে বিকাশ এর একাউন্ট খুলতে হবে। ফ্রি একাউন্ট খুলতে সঙ্গে আনতে হবে পরিচয় পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি আর মোবাইল ফোন।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

আজ রাঙামাটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

AvR ivOvgvwU md‡i hv‡”Qb cÖavbgš¿xরাঙামাটি: শনিবার রাঙামাটি সফরে যাচ্ছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দলীয় ও প্রশাসনিক পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলাজুড়ে চলছে উৎসবের আমেজ।

সরকারের বর্তমান মেয়াদে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি আসছেন। প্রধানমন্ত্রীর আগমনে রাঙামাটির অমিমাংসিত বিষয়গুলোর সুরাহা হবে বলে রাঙামাটিবাসী আশা প্রকাশ করছেন।
সফর উপলক্ষে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলি। শহরকে রঙিন করে সাজিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, সফরে প্রধানমন্ত্রী পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।’’
চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তরিক হলে সরকারের বাকি সময়ে অন্তত চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সফরটি ব্যর্থ হোক, তা আমরা চাই না।’’
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার জানান, দলীয়ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করলেও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মুছা মাতব্বর জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাঙামাটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
তিনি জানান, এবার রাঙামাটির ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জনসভাটি হবে। জনসভায় প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে তিনি জানান।
প্রশাসন ও দলীয় সূত্র জানায়, সফরকালে পার্বত্যাঞ্চলে প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন, বরকল থানা ভবন উদ্বোধন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, আসাম বস্তি-ব্রাহ্মণটিলা সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর, কাচালং নদীর ওপর মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর এবং পুরানপাড়া-ঝুল্লিকা পাহাড় সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাঙামাটি সার্কিট হাউজ থেকে একসঙ্গে সবগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।
সূত্রানুযায়ী, প্রধানমন্ত্রী ২৩ ফেব্র“য়ারি শনিবার বেলা ১১টায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখার জন্য ঢাকা থেকে সরাসরি বাঘাইছড়ির সীমান্ত এলাকা সাজেকে যাবেন। সাজেক থেকে হেলিকপ্টারে বান্দরবানের কেওক্রাডং হয়ে দুপুরে রাঙামাটির সার্কিট হাউজে আসবেন। দুপুরে রিজিয়নের আরণ্যকে লাঞ্চ শেষে সার্কিট হাউজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর বিকেলে তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দেবেন।
সূত্র আরো জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচন করা হয়েছে রাঙামাটি সদর উপজেলার বালুখালী। এছাড়া রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন করা হয়েছে রাঙামাটি সদরের শুক্কুরছড়ি এলাকা। এছাড়া রাঙামাটি কৃষি ইনিস্টিটিউটের কাছে মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

Posted in রাজনীতি | Leave a comment

আজ দেশজুড়ে ১৪ দলের বিক্ষোভ

AvR †`kRy‡o 14 `‡ji we‡¶vfঢাকা: দেশবাসীকে ইসলামী সমমনা ১২ দলের রোববারের ডাকা হরতাল প্রত্যাখানের আহবান জানিয়ে শনিবার রাজধানীসহ সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

শুক্রবার সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বেঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম।
এসয় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ-উল আলম লেনিন, যগ্ম সাধারণ সম্পদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পদক শরীফ নুরুল আম্বিয়া, গণগন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পদক আনিসুর রহমান মল্লিক, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সানজিদা খানম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

 

Posted in রাজনীতি | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud