পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৮ আসনে সেনা মোতায়েন থাকবে ১৭ জানুয়ারি পর্যন্ত

Posted on January 10, 2014 | in দুর্নীতি দমন কমিশন | by

Untitled-1ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত হওয়া আসনগুলোতে পুনরায় ভোটগ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সশস্ত্র বাহিনীর উপস্থিতির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ১৬ জানুয়ারি ৮টি নির্বাচনী এলাকার (দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, গাইবান্ধা-১, ৩ ও ৪) স্থগিত/বন্ধ ঘোষিত ৩৯২ টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ পুনঃভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  এই ৮টি নির্বাচনী এলাকায় আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud