পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩ দিনের রিমান্ডে সাংবাদিক প্রবীর শিকদার

Posted on August 18, 2015 | in সারা দেশ | by

স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর শিকদারকে তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। আজ এ রিমান্ড মঞ্জুর করেন ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। স্থানীয় সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ইমেজ ক্ষুন্ন করার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় রোববার রাতে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার করা হয়।46938_182
ওদিকে, সাংবাদিক প্রবীর শিকদারকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়ার কারণে প্রবীরকে গ্রেপ্তার করা হয়। এ মাসের শুরুতে দেয়া ওই স্ট্যাটাসে প্রবীর শিকদার বলেছিলেন, তাকে হুমকি দেয়া হয়েছে আর তার কিছু হলে এর জন্য তিনজন দায়ী থাকবেন। এরা হলেন, খন্দকার মোশাররফ হোসেন, যুদ্ধাপরাধে দ-প্রাপ্ত এক আসামী এবং একজন ব্যবসায়ী। সিপিজের এশিয়া কার্যক্রমের গবেষণা অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির খবর প্রকাশের কারণে সাংবাদিকদের গ্রেপ্তার করাটা বাংলাদেশের আইন প্রক্রিয়ার প্রতি আস্থাকে আরও ক্ষতিগ্রস্থ করে। আমরা সাংবাদিক প্রবীর শিকদারকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে তার বিরুদ্ধে দেয়া হুমকি তদন্তের আহ্বান জানাই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud