পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সৌদি আরব থেকে ৯০ সহস্রাধিক অভিবাসী ফেরত

Posted on December 14, 2014 | in প্রবাসী জীবন | by

11112013_005_KSABDনিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী ৯০ সহস্রাধিক অভিবাসী কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এতো বিপুল সংখ্যক অভিবাসীকে পাঠানো হয়েছে মাত্র ৪০ দিনের ব্যবধানে। অবৈধ অভিবাসী কর্মীদের শনাক্ত এবং দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ জোরদার করেছে দেশটি। এরই অংশ হিসেবে চলছে অভিযান। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ একাধিক স্পন্সরের জন্য কর্মরত ছিলেন। অবৈধ অভিবাসী বিরোধী কর্মসূচীতে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অভিযান চালানোর জন্য সম্প্রতি যোগ করা হয়েছে হেলিকপ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়, গত ৪০ দিনে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে গ্রেপ্তার করা হয়েছে মোট এক লাখ আট হাজার ৩৪৫ জন অভিবাসীকে। এর মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে ৯০ হাজার ৩৪৫ জনকে। বাকিদের বর্তমানে বিভিন্ন প্রদেশের ডিপোর্টেশন সেন্টারে রাখা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud