পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছয় দিনে ২৫ হাজার লিটার তেল সংগৃহীত

Posted on December 14, 2014 | in জাতীয় | by

BC-14-12-14-D_11খুলনা : সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবির ঘটনার ৬ষ্ঠ দিনেও আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে চলছে তেল সংগ্রহের কাজ। রোববার দুপুর একটা পর্যন্ত সর্বমোট ২৫ হাজার লিটার ফার্নেস ওয়েল সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভাটার শুরুতে তাদের নৌকা নিয়ে সুন্দরবনের নদী খাল এবং বিভিন্ন চরে চলে যাচ্ছেন এবং জোয়ার শুরু হলে তারা সংগ্রহ করা তেল নিয়ে গ্রামে ফিরে আসছেন। মাটি এবং নানা ধরনের আবর্জনা মেশানো ফার্নেস অয়েল জালে ছেকে কিছুটা পরিষ্কার করে তবে তা সংগ্রহ করা হচ্ছে বলে জানান রফিকুল ইসলাম বাবলু নামের এক তেল সংগ্রাহক। মংলা বন্দরের চেয়ারম্যান হাবিবুর রহমান ভুইয়া বলেছেন, ‘স্থানীয় মানুষদের সম্পৃক্ত করে তাদের তেল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার লিটার ফার্নেস ওয়েল সংগ্রহ করা হয়েছে।’ একই কথা বলেছেন সুন্দরবন সংরক্ষক কার্তিক চন্দ্র সরকার। এদিকে শ্যালা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দেয়া হবে স্বজনদের কাছে। রবিবার সকাল ৭টার দিকে নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের লাশ উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের আঞ্চলিক অধিনায়ক ক্যাপ্টেন খন্দকার মেহেদি মাসুদ জানিয়েছেন, সকাল ৭টার দিকে নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে দেয়া হবে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পবা ইউনিয়নের লক্ষিপাশা। সেখানেই তার দাফন হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে শ্যালা নদীর মৃগামারী (মংলা) এলাকায় তলা ফেটে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। এতে জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ছয় প্রজাতির ডলফিন ও সুন্দরবনের প্রাণবৈচিত্র চরম হুমকির মুখে প

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud