পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিগগিরই বিদেশী হত্যার রহস্য উন্মোচন হবে: মন্ত্রী

Posted on October 11, 2015 | in জাতীয় | by

ঢাকা: বিদেশি হত্যার রহস্য শিগগিরই উন্মোচন কবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি। আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে কাজ করছে।’ রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।Communication Minister (1)

দেশে কতজন বিদেশি নাগরিক অবৈধভাবে আছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সঠিক তালিকা সরকারের কাছে নেই। তবে দেশে প্রায় দুই লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছেন। অনেকে শিক্ষারত আছেন। এ ছাড়া দেশের কারাগারে প্রায় এক হাজার বিদেশি রয়েছেন। সাজার মেয়াদ শেষ হলেও তারা বাড়ি যাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ’

এর আগে মন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। তিনি সমাপনী কুচকাওয়াজে অংশহগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৩তম বিসিএস আনসার ব্যাচের ১৮ জন সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কর্মসূচিতে অংশ নেন।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক চেসারে তাবেলাকে গুলি করে। এরপর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ ঘটনার পাঁচদিনের মাথায় রংপুর সদরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাপানের নাগরিক হোশি কুনিও নিহত হন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud