পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শচিন শেবাগ ও হরভজনের সমর্থন

Posted on February 23, 2013 | in খেলাধুলা | by

1361২০২০ সালের সামার অলিম্পিক গেমসে স্কোয়াশ অন্তর্ভুক্তির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার, বীরেন্দার শেবাগ ও হরভজন সিং।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ‘আমি স্কোয়াশ সমর্থন করি, তুমি করবে কি?’ ব্যানার লিখে ছবিসহ টুইটারে পোস্ট করেন এ তিন ক্রিকেটার।

টেনিস তারকা রজার ফেদেরার ২০২০ সালের অলিম্পিক গেমসে প্রথমবারের স্কোয়াশ অন্তর্ভুক্তির দাবি জানানোর এক সপ্তাহ পর এ র‌্যাকেট স্পোর্টসের প্রতি সমর্থন জানালেন ক্রিকেটাররা।

মহিলা বিভাগে বিশ্বের শীর্ষ স্কোয়াশ তারকা নিকোল ডেভিডের সঙ্গে রটারডামে বৈঠকের পর ফেদেরার বলেন, ‘এটা একটা চমৎকার খেলা, অলিম্পিকে স্কোয়াশ অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি। বিখ্যাত ব্যক্তিদের নিয়ে এ টুর্নামেন্ট হয়। প্রতি রোববার আমার বাবার সঙ্গে আমি স্কোয়াশ খেলি।’

স্কোয়াশের প্রতি ক্রীড়াবিদদের এমন সমর্থনকে স্বাগত জানিয়েছেন ভারতের শীর্ষ স্কোয়াশ তারকা দিপিকা পাল্লিকাল।

স্কোয়াশ অলিম্পিকে অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সেপ্টেম্বরে পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud