পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মালিতে ১৩ কানাডীয় সেনা ও ৬৫ বিদ্রোহী নিহত

Posted on February 23, 2013 | in আন্তর্জাতিক | by

1361599মালির উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা ইফোগাসে তুমুল যুদ্ধে সাদের ১৩  সেনা এবং ৬৫ ইসলামপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। গত শুক্রবার সম্মুখ যুদ্ধে নিহতের এ ঘটনা ঘটে। সাদের সামরিক বাহিনী এ খবর জানিয়েছে। খবর বিবিসি।

সাদের সামরিক বাহিনী জানায়, ইফোগাস পাহাড়ি অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীরা লুকিয়ে রয়েছে-এমন ধারণার পর সেখানে হামলা করা হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাদ সেনাবাহিনী গত শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, ইফোগাস পাহাড়ি অঞ্চলে হামলা চালিয়ে ইসলামপন্থী বিদ্রোহীদের পাঁচটি যান ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ওই হামলায়  ৬৫ জন বিদ্রোহী নিহত হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সাদের ১৩ সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে।

মালির কিদাল নগরীতে এ মাসের শুরু থেকে সাদের প্রায় ১ হাজার ৮০০ সেনা টহল দিচ্ছে।

মালিতে মোতায়েন আফ্রিকান নেতৃত্বাধীন মিশনের আহ্বানে সাদ সেখানে ২ হাজার সৈন্য পাঠায়।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মালি সীমান্তে তারা গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে।এগুলো ইসলামপন্থী বিদোহীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।সংগৃহিত এসব তথ্য ফ্রান্সের গোয়েন্দাদের সরবরাহ করা হবে।

চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্স তার সাবেক উপনিবেশ মালির ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়।২০১২ সালের এপ্রিল থেকে ইসলামপন্থী বিদ্রোহীরা মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করে আসছিল।ফ্রান্স অভিযান চালিয়ে ওই অঞ্চল বিদ্রোহীদের কাছে থেকে নিয়ন্ত্রণে নেয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud