পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বন্ধ হবে এমসিকিউ পদ্ধতি!

Posted on May 30, 2015 | in রাজনীতি | by

Nahidsm_965573438ঢাকা: আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় এমসিকিউ (নৈর্ব্যক্তিক) অংশ বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩০ মে’২০১৫) মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বর অসৎ উপায় অবলম্বন করে পাওয়া সহজ। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করছি। এমসিকিউ স্বাভাবিক পরীক্ষা পদ্ধতিকে নষ্ট করছে।
এর আগে মন্ত্রী বলেন, কিছু শিক্ষক পরীক্ষার আগেই নৈর্ব্যক্তিক প্রশ্ন ফাঁস করেছেন। যে কারণে নম্বর পাওয়া সহজ হয়ে গেছে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১হাজার ৯০১জন পরীক্ষার্থী।
শনিবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৯০.০২ শতাংশ পরীক্ষার্থী। এছাড়া কুমিল্লা বোর্ডে ৮৪.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চট্টগ্রামে ৮২.৭৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.০১ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৯৭ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud