পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৪৭ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

Posted on May 30, 2015 | in শিক্ষা ও সংস্কৃতি | by

motijil-idiyal-2স্টাফ রিপোর্টার : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে ৯টি ও মাদরাসা বোর্ডে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে কারিগরি শিক্ষাবোর্ডে শতভাগ অনুত্তীর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
মাদরাসা শিক্ষাবোর্ডের অর্ধীন এবারের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে ৩৮টি থেকে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
ঢাকা শিক্ষাবোর্ড থেকে ৪ হাজার ২০৬ প্রতিষ্ঠানের মধ্যে দু’টিতে কেউ পাস করেনি। যশোর বোর্ডের ২ হাজার ৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি এবং দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টিতে কেউ পাস করেনি। অবশ্য রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট শিক্ষাবোর্ডে শতভাগ অনুত্তীর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানে ১০ শতাংশ কিংবা তার কম পাস করলেও ১০০ ভাগ অনুত্তীর্ণ হওয়া কোনো প্রতিষ্ঠান নেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud