পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাহাড়ে নগ্ন হওয়ায় দোষী সাব্যস্ত ব্রিটিশ নারী

Posted on June 12, 2015 | in আন্তর্জাতিক | by

2983565200000578-3117940-image-m-31_1433953370351
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় একটি পাহাড়ের ওপর নগ্ন হওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন ইলিনর হকিংস (২৩) নামে এক ব্রিটিশ নারী। তার 0114বিরুদ্ধে জনসাধারণের অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়ার কিনাবালু পর্বতটি স্থানীয়দের কাছে পবিত্র বলে বিবেচিত। গত সপ্তাহে এই পাহাড়ের চূড়ায় উঠে ইলিনর ও তার গ্রুপের সদস্যরা নগ্ন হয়। এসময় তাদের গাইড এর প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে প্রসাব করা হয় এবং গালিগালাজ করা হয়। এর কিছুক্ষণ পর ওই পাহাড়ে ভূমিকম্প হয়। এতে ১৮ জনের মৃত্যু হয়। স্থানীয়রা পাহাড়ে এই ভূমিকম্পের জন্য ওই দলটির নগ্ন হওয়াকে দায়ী করেছেন।
2983A80200000578-3119996-image-m-38_1434036884774শুক্রবার কোতা কিনাবালু ম্যাজিস্ট্রেট আদালতে ইলিনরকে হাজির করা হয়। আদালতে নিজের দোষ স্বীকার করেছেন তিনি।
এর আগে ইলিনরের গ্রুপের অপর সদস্য ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের ছাত্র কানাডীয় সহোদর লিন্ডসে ও ড্যানিয়েল এবং এক ডাচ নাগরিককে আদালতে হাজির করা হয়। আদালতে প্রবেশের সময় তারা তাদের মুখ ঢেকে রেখেছিলেন।
বিবিসির সংবাদদাতা জেনিফার প্যাক জানান, ‘অনেকের বিশ্বাস মৃত্যুর পর তাদের আত্মারা কিনাবালু পর্বতে বিশ্রাম নয়। এ কারণে এটি তাদের কাছে পবিত্র বলে বিবেচিত। তাই পর্যটকদের এই কার্যক্রমে জনগণ বেশ ক্ষুব্ধ।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud