পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাকিবের ‘অনন্য’ সেঞ্চুরি

Posted on June 12, 2015 | in খেলাধুলা | by

shakib1স্পোর্টস ডেস্ক : অসাধারণ এক সেঞ্চুরি পূর্ণ করলেন সাকিব আল হাসান। এই টাইগার অলরাউন্ডার ঘরের মাঠে প্রথম ও একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন।
শুক্রবার বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিন দুর্দান্ত খেলতে থাকা শেখর ধাওয়ানকে আউট করে সাকিব এই মাইলফলক স্পর্শ করেন।
সাকিবের বল ডাউন দ্য ট্রাকে এসে খেলতে গিয়েছিলেন ধাওয়ান। বলের ফ্লাইট মিস করে ফ্লিক করতে গিয়ে সরাসরি বোলারের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। এরপর রোহিত শর্মাকেও ফেরান দেশসেরা এই ক্রিকেটার।
এই নিয়ে ঘরের মাঠে ২৮তম টেস্টে ১০১ উইকেট হয়ে গেল সাকিব আল হাসানের। ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে সাকিবের পরেই রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ২০ টেস্টে ৫১ উইকেট নেয়া মাশরাফি বিন মুর্তজা রয়েছেন তৃতীয় স্থানে।
টেস্টে বাংলাদেশের হয়ে মোট উইকেট সংখ্যায়ও সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। ৪৪ টেস্টে ১৪৪ উইকেট পেয়েছেন তিনি। ৩৩ টেস্টে ১০০ উইকেট নেয়া রফিক রয়েছেন দ্বিতীয় স্থানে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে মাশরাফি রয়েছেন রফিকের পরেই।
ঘরের মাঠে সাকিব আল হাসান বরাবরই সফল। দেশের মাটিতে ১০০ উইকেট নেয়ার পথে ১০ ইনিংসে ৫ বা ততোধিক উইকেটের দেখা পান তিনি। এক টেস্টে ১০ উইকেট লাভ করার কীর্তিও রয়েছেন এই বাঁ-হাতি স্পিনারের।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud