পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নির্বাচনী আচরণবিধি: মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

Posted on April 12, 2015 | in জাতীয় | by

BC-26-03-15-N_23নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধির বিষয়ে মন্ত্রীদের সর্তক থাকতে বলেছেন বলে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। চট্টগ্রামে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে রোববার চট্টগ্রামের আনোয়ারার আরবান আলী সড়ক পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একথা জানান। ওবায়দুল কাদের বলেছেন, “প্রধানমন্ত্রী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধির বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সর্তক থাকতে নির্দেশনা দিয়েছেন।” “ইতোপূর্বে অনুষ্ঠিত নয়টি সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। এবারও করবে না। সরকার কোনো দুর্নামের বোঝা ঘাড়ে নেবে না,” মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ওবায়দুল কাদের বলেন, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন হবে।

চট্টগ্রামে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বীর বাহাদুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরপর নির্বাচন কমিশন ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পক্ষে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি সুবিধাভোগীদের প্রচারে অংশ নেওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারে বিধিনিষেধ সম্পর্কে সজাগ করতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে। ওবায়দুল কাদের আনোয়ারায় আড়াই কিলোমিটার দীর্ঘ আরবান আলী সড়ক সংস্কারের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার আশা প্রকাশ করেন। এই কাজে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হচ্ছে। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud