পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতীয়ভাবে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালনের সুপারিশ

Posted on July 30, 2017 | in জাতীয় | by

ডেস্ক রিপোর্ট : আগামী ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনটি জাতীয়ভাবে পালনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির সুপারিশ বাস্তবায়নে বিষয়টি মন্ত্রিসভায় প্রস্তাব আকারে তোলা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ি স্থায়ী কমিটির বৈঠকে এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রেবেকা মমিন। কমিটি সদস্য ফজিলাতুন নেসা, মনোয়ারা বেগম, আমিনা আহমেদ, সালমা ইসলাম ও রিফাত আমিন এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বৈঠক শেষে কমিটির সদস্য রিফাত আমিন সাংবাদিকদের জানান, তরুণ প্রজন্মের কাছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জীবন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের কারাবাসকালীন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোকে প্রত্যক্ষ ও প্রত্যক্ষভাবে সংগঠিত করা এবং তাঁর দেশপ্রেমের সাথে পরিচয় করিয়ে দিতে জাতীয়ভাবে দিবসটি পালনের সুপারিশ করা হয়েছে। সুপারিশটি মন্ত্রিপরিষদে অনুমোদিত হলে বঙ্গমাতার জন্মদিন জাতীয়ভাবে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানকে তুলে ধরা সম্ভব হবে।

সূত্র : বাংলাদেশে প্রতিদিন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud