পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন : দিয়াজ আত্মহত্যা করেননি

Posted on July 30, 2017 | in আইন-আদালত | by

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেননি বলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে জানিয়েছেন চিকিৎসকরা। দিয়াজের মৃত্যু হত্যামূলক বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তকারী চিকিৎসক দিয়াজ হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থার কাছে এই রিপোর্ট হস্তান্তর করেছে।দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম সিআইডির সিনিয়র এএসপি হুমায়ূন কবীর দিয়াজের মৃত্যুর ঘটনার পর দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করলেও প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি।তবে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, দিয়াজের দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেননি বলে উল্লেখ করে বলা হয়েছে দিয়াজের মৃত্যু ‘হত্যামূলক’।উল্লেখ্য, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়। ঘটনার দুদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়

আত্মহত্যাজনিত শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে।দিয়াজের পরিবার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।পরবর্তী সময়ে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে আদালত কবর থেকে লাশ তুলে দিয়াজের দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন।

সূত্র : বাংলাদেশে প্রতিদিন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud