পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঘুষের কোটি টাকা ফেরত দিয়েছেন মোল্লা নজরুল!

Posted on October 18, 2013 | in নির্বাচন কমিশন | by

mulla_nazrul_intro-1ঢাকা: ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামের কাছ থেকে নেয়া ঘুষের এক কোটি টাকা ভুক্তভোগীকে ফেরত দিয়েছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) (ওএসডি) মোল্লা নজরুল ইসলাম। নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হকের মধ্যস্থতায় নজরুল এ টাকা ফেরত দেন। পুলিশ কর্মকর্তা নজরুলের বার বার অনুরোধ, কাকুতি-মিনতির কারণে সাংসদ মধ্যস্থতা করেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
জানতে চাইলে সাংসদ কবিরুল হক  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘নজরুল আমার এলাকার ছেলে। ছোট ভাইয়ের মতো। সে বার বার এসে আমার কাছে অভিযোগ তুলে নেয়ার জন্য অনুরোধ করেছে। তা না হলে তার চাকরি থাকবে না বলেও কাকুতি-মিনতি করেছে। আমি মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ী আবিদুল ইসলামকে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করে দিয়েছি।’  সাংসদ কবিরুল হক অভিযোগ করেছিলেন, গত ৬ এপ্রিল ব্যবসায়ী আবিদুলকে ধরে এনে নির্যাতন করেন ডিবির তৎকালীন ডিসি নজরুল ইসলাম। পরদিন এক কোটি টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত দু’টি বেসরকারি ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের ওই টাকা তোলেন। সাংসদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদরদপ্তর থেকেও একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।    দুদকের অনুসন্ধানও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মোল্লা নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তাকে তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না দিতে নজরুল বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন বলে জানা গেছে। দুদক কমিশনার শাহবুদ্দিন চুপ্পু

বলেন, মোল্লা নজরুলের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধান হবে দুদকের আইন  ও বিধি অনুযায়ী।
ঘুষের এক কোটি টাকা হস্তান্তরসংক্রান্ত ভিডিও ফুটেজসহ মোল্লা নজরুলের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জমা পড়লে তা গণমাধ্যমে প্রকাশ পায়। মোল্লা নজরুল ইসলামকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্ত অথবা প্রত্যাহার না করে ১ মে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) থেকে ডিএমপির প্রোটেকশন বিভাগে বদলি করা হয়। এ সময় পুলিশ কমিশনার বেনজির আহমেদ ছিলেন দেশের বাইরে। তিনি ফিরে ঘটনা জেনে নজরুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্তির নির্দেশ দেন। বর্তমানে ডিসি নজরুল ওএসডি অবস্থাতেই আছেন।  …..ঢাকাটাইমস

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud