পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীজুড়ে চলছে বর্জ্য অপসারণের কাজ

Posted on October 18, 2013 | in নির্বাচন কমিশন | by

clean-dhaka-bg20111107190846ঢাকা:  কোররবানির পর রাজধানীজুড়ে চলছে বর্জ্য অপসারণের কাজ । প্রধান সড়ক ও অলিগলির পাশাপাশি চলছে পশুর হাটের বর্জ্য অপসারণ। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন বিভিন্ন স্থানে চালাচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। তবে রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা গেছে ময়লার স্তুপ।

এসব থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, চলাচলে সমসা হচ্ছে নগরবাসীর। সিটি কর্পোরেশনের ঘোষণা ছিলো, কোরবানির ৪৮ ঘন্টার মধ্যেই অপসারিত হবে সব বর্জ্য। এরইমধ্যে রাজধানীর বেশীরভাগ এলাকা থেকে অপসারিত হয়েছেও তা।

কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী ও অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে চলছে পশুর হাটেরও বর্জ্য অপসারণ। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকতারা আশা করছেন ঘোষিত সময়সীমার মধ্যেই পরিচ্ছন্ন হবে ঢাকা।

ঈদের পরদিনও রাজধানীর ব্‌েশ কিছু এলাকায় এখনও অপসারণের অপেক্ষায় কোরবানির বর্জ্য। সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ।নগরবাসির আশা দ্রুতই পরিচ্ছন্ন হবে ঢাকা। পাশাপাশি পরিচ্ছন্নকর্মীদের এমন তৎপরতার ধারাবাহিকতা থাকবে বছরজুড়েও।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud