January 24, 2025
ঢাকা : রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্স-এ মঙ্গলবার দুপুরে নয়া দিগন্ত অফিসে হামলা ও আগুন দিয়েছে সন্ত্রাসীরা।
নয়া দিগন্তের সম্পাদকীয় সহকারী জসিম উদ্দিন প্রাইম খবরকে জানান, দুপুর দেড়টার দিকে আরামবাগ মোড়ে জামায়াত-পুলিশ সংঘর্ষ চলাকালে পুলিশের সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা নয়া দিগন্ত অফিসে হামলা চালায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে অফিসের জানালার গ্লাস ভেঙে ফেলে।
এ সময় অফিসের সামনে থাকা নয়া দিগন্তের মালিকানাধীন একটি মাইক্রোবাসে ও নিচের তলায় গোডাউন ও প্রেসে আগুন ধরিয়ে দেয়।
এতে মাইক্রোবাসটি ও পত্রিকার ছাপানোর জন্য আনা কাগজের বেশ কিছু রোল পুড়ে গেছে।
জসিম উদ্দিন বলেন, দুপুর দেড়টায় আগুন লাগানোর পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন নয়া দিগন্তের কর্মীরা।